Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word জেব Bengali definition [জেব্‌] (বিশেষ্য) ১ জামা ইত্যাদির পকেট (জামার জেবেতে মাটি রাখিল যতনে-হেয়াত মাহমুদ)। ২ টাকা-পয়সা রাখার ছোট খলি। {(ফারসি) জেব}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word জেবঘড়ি Bengali definition [জেব্‌ঘোড়ি] (বিশেষ্য) পকেটে রাখার ঘড়ি। {জেব+ঘড়ি}
  • Bengali Word জেবলি Bengali definition [জেব্‌লি] (বিশেষ্য) ফুলবিশেষ (আমারই শেফালী জেবলী কেবল ঝরে-বিষ্ণু দে)। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word জেব্রা Bengali definition [জেব্‌রা] (বিশেষ্য) আফ্রিকায় দৃষ্ট ঘোড়াজাতীয় গায়ে ডোরাকাটা দ্রুতগামী বন্য পশুবিশেষ। {(ইংরেজি) zebra}
  • Bengali Word তঞ্জেব Bengali definition [তন্‌জেব্‌] (বিশেষ্য) অত্যন্ত সূক্ষ্ম ও সুশোভন বস্ত্রবিশেষ (পুষ্প গন্ধবাহী সমীরণ প্রাসাদের মুক্ত কক্ষের ভিতর দিয়া ফুরফুর করিয়া সূক্ষ্ম তঞ্জেবের পর্দা উড়াইয়া প্রবাহিত হইয়া যাইতেছে-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) তন্‌যেব্‌, তান্‌জীব}
Closing this window will clear all results and return you back to the search section