Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পঞ্চামরা Bengali definition [পন্‌চামরা] (বিশেষ্য) দূর্বা, বিজয়া (সিদ্ধি), বিল্ব (বেল), নির্গুণ্ডী ও কামতুলসী-এই পাঁচটি দীর্ঘজীবী গাছ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অমরা; কর্মধারয় সমাস}
  • Bengali Word পঞ্চামৃত Bengali definition [পন্‌চাম্‌মৃতো] (বিশেষ্য) ১ দই, দুধ, ঘি, মধু, ও চিনি-এই পাঁচটি অমৃততুল্য দ্রব্য। ২ হিন্দুসমাজে গর্ভবতীর গর্ভ শোধনের জন্য পঞ্চম মাসে উক্ত সকল দ্রব্য ভোজন করানোর অনুষ্ঠানবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অমৃত; মধ্য.}
  • Bengali Word পঞ্চাম্র Bengali definition [পন্‌চাম্‌রো] (বিশেষ্য) অশ্বত্থ, নিম্ব (নিম), চম্পক (চাঁপা), বকুল ও নারকেল-এই পাঁচটি বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+আম্র; কর্মধারয় সমাস}
  • Bengali Word পঞ্চাম্ল Bengali definition [পন্‌চাম্‌লো] (বিশেষ্য) কোল (কুল,) দাড়িম (ডালিম), বৃক্ষাম্র (তেঁতুল), অম্রবেতস, মাতুলুঙ্গ (লেবু)-এই পাঁচটি ফল। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অম্র; কর্মধারয় সমাস}
  • Bengali Word পঞ্চাল Bengali definition [পন্‌চাল্‌] (বিশেষ্য) গঙ্গা-যমুনার মধ্যস্থিত প্রাচীন রাজ্য। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+ আল; পঞ্চাল+অ(অণ্‌), প্রত্যয়লোপে}
  • Bengali Word পঞ্চালিক ১ Bengali definition [পন্‌চালিক্‌] (বিশেষ্য) লৌহযুক্ত কাঠের ফলক যা শত্রুর গতিরোধের জন্য জলভরা পরিখায় রাখা হয়। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চাল+ক(কন্‌)}
  • Bengali Word পঞ্চালিকা ২, পঞ্চালী, পাঁচালি Bengali definition [পন্‌চালিকা, পন্‌চালি, পাঁচালি] (বিশেষ্য) ১ ধাতু কাষ্ঠ বস্ত্র ইত্যাদি দিয়ে রচিত পুতুল-বিশেষ। ২ বর্ণনামূলক কাব্য; মূলে পুতুল অভিনীত কাহিনী; পুতুল নাচ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চাল+ক(কন্‌)+আ(টাপ্‌), ঈ(ঙীষ্‌),>}
  • Bengali Word পঞ্চাশ Bengali definition [পন্‌চাশ্‌] (বিশেষ্য), (বিশেষণ) ৫০ সংখ্যা বা সংখ্যক। পঞ্চাশবার (বিশেষ্য), (ক্রিয়াবিশেষণ) বহুবার; অনেকবার। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চাশৎ>}
  • Bengali Word পঞ্চাশিকা Bengali definition [পন্‌চাশিকা] (বিশেষ্য) ৫০ টির (কবিতার) সমষ্টি (চৌর-পঞ্চাশিকা)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চাশৎ+অক(ড্‌বুন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word পঞ্চাশীতি Bengali definition [পন্‌চাশিতি] (বিশেষ্য), (বিশেষণ) ৮৫ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অশীতি}
  • Bengali Word পঞ্চাশৎ Bengali definition [পন্‌চাশত্‌] (বিশেষ্য), (বিশেষণ) ৫০ সংখ্যা বা সংখ্যক (গল্পপঞ্চাশৎ)। পঞ্চাশত্তম (বিশেষণ) ৫০ সংখ্যার পরিপূরক। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চাশৎ}
  • Bengali Word পঞ্চাস্য Bengali definition [পন্‌চাশ্‌শো] (বিশেষ্য) ১ পঞ্চমুখ। ২ শিব; পঞ্চানন। □ (বিশেষণ) পাঁচমুখবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+ আস্য; বহুব্রীহি সমাস}
  • Bengali Word পঞ্চায়ুধ Bengali definition [পন্‌চায়ুধ্‌] (বিশেষ্য) তরবারি, শক্তি, ধনুক, কুঠার, বর্ম-এই পঞ্চ অস্ত্র বা আয়ুধ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+আয়ুধ; দ্বিগু সামস}
  • Bengali Word পঞ্চায়েত, পঞ্চায়ত, পঞ্চাইত Bengali definition [পন্‌চায়েত্‌, পন্‌চায়ত্‌, পন্‌চাইত্‌] (বিশেষ্য) পল্লির প্রধান ব্যক্তিদের নিয়ে গঠিত বিচারসভা; গ্রামের পাঁচজনের বৈঠক। পঞ্চায়েতি, পঞ্চায়তি (বিশেষ্য) ১ পঞ্চায়েতের কাজ বা বিচার। ২ পঞ্চায়েতের বিচারকের পদ। □ (বিশেষণ) পঞ্চায়েত সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চায়তন>}
  • Bengali Word পঞ্চেন্দ্রিয় Bengali definition [পন্‌চেন্‌দ্রিয়ো] (বিশেষ্য) ১ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক-এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়। ২ বাক, পাণি, পাদ, পায়ু, উপস্থ-এই পাঁচটি কর্মেন্দ্রিয়। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+ ইন্দ্রিয়}
  • Bengali Word পঞ্চোপচার Bengali definition [পন্‌চোপোচার্‌] (বিশেষ্য) গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, ও নৈবেদ্য-এই পাঁচ প্রকার পূজার দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+ উপচার}
  • Bengali Word পঞ্চোপাসক Bengali definition [পন্‌চোপাশোক্‌] (বিশেষ্য) শক্তি, শিব, সূর্য, গণপতি ও বিষ্ণু-এ পাঁচ দেবতার উপাসক। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+ উপাসক; বহুব্রীহি সমাস}
  • Bengali Word পঞ্জর Bengali definition [পন্‌জর্‌] (বিশেষ্য) ১ পাঁজরা; বুকের হাড়ের খাঁচা; কঙ্কাল। ২ পিঞ্জর; খাঁচা। পঞ্জরাস্থি (বিশেষ্য) পাঁজরার অস্থি বা হাড়। {স.√পঞ্জ্‌+অর(অরন্‌)}
  • Bengali Word পঞ্জা Bengali definition ⇒ পাঞ্জা
  • Bengali Word পঞ্জাব Bengali definition ⇒ পাঞ্জাব
  • Bengali Word পঞ্জি, পঞ্জী, পঞ্জিকা Bengali definition [পোন্‌জি, পোন্‌জী, পোন্‌জিকা] (বিশেষ্য) ১ তিথি, নক্ষত্র, তারিখ, শুভাশুভ কাল প্রভৃতি জ্ঞাপক পুস্তক। ২ পাঁজি। ৩ বিবরণী। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ্‌+ই(ইন্‌)/ঈ(ঙীষ্‌), পঞ্জি+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word পঞ্জুড়ি Bengali definition ⇒ পঞ্জড়ি
  • Bengali Word পঞ্জেরী Bengali definition ⇒ পাঞ্জেরি
  • Bengali Word পঞ্জড়ি, পঞ্জুড়ি Bengali definition [পন্‌জোরি, পোন্‌জুরি] (বিশেষ্য) পাশা খেলার দান (তিনি ছক্কা ও পঞ্জুড়ির জোড় কিভাবে মিলাইবে...-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ>+জুড়ি; দ্বিগু সামস}
  • Bengali Word পট ১ Bengali definition [পট্‌] (অব্যয়) ১ স্ফুটন বা মৃদু বিদারণ শব্দ। ২ হঠাৎ; সহসা; খুব তাড়াতাড়ি। পটপট (অব্যয়) ১ পুনঃপুন কিছু ফাটানোর শব্দ; ক্রমাগত পটপট শব্দ। ২ শ্রীঘ্র বা দ্রুত (পটপট করে কথা বলা)। পটাপট (ক্রিয়াবিশেষণ) পটপট করে; ক্রমাগত; অতি দ্রুততার সাথে (পটাপট উত্তর)। {ধ্বণ্যা.}
  • Bengali Word পট ২ Bengali definition [পট্‌] (বিশেষ্য) ১ বস্ত্র; কাপড় (আচ্ছাদিয়া ধৌত পাটে জল পূরি নিল ঘটে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ ছবি; চিত্রপট (পটগুলি গ্রাম্য হাটুরিয়া রাস্তার মত আঁকিয়া বাঁকিয়া গিয়াছে-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। ৩ ছবি আঁকার মোটা কাপড় বা কাগজের খণ্ড। ৪ দৃশ্যপট; নাটক বা থিয়েটার সিন (পট পরিবর্তন)। পটবাস, পটাবাস, পট্টাবাস (বিশেষ্য) ১ বস্ত্রগৃহ; তাঁবু; শিবির। ২ রেশমি শাড়ি; পাটবস্ত্র। ৩ সুবাসিত চূর্ণ; গন্ধচূর্ণ। ৪ পিটালি। পটভূমি, পটভূমিকা (বিশেষ্য) ১ চিত্রিত মূর্তি বা আলেখ্যের পশ্চাদ্‌ভূমি। ২ যে দৃশ্যপটকে পশ্চাতে রেখে অভিনয় করা হয়। ৩ পারিপার্শ্বিকতা; পরিবেষ্টনী। পটমঞ্জরী/মঞ্জরি (বিশেষ্য) রাগিনীবিশেষ। পটমণ্ডপ (বিশেষ্য) ১ শামিয়ানা দিয়ে নির্মিত মণ্ডপবিশেষ। ২ তাঁবু; বস্ত্রগৃহ। {(তৎসম বা সংস্কৃত) √পট্‌+অ(অচ্‌)}
  • Bengali Word পট ৩ Bengali definition ⇒ পোট
  • Bengali Word পটকনো Bengali definition ⇒ পটকানো
  • Bengali Word পটকা Bengali definition [পট্‌কা] (বিশেষ্য) ১ পাগড়ি (পটকা মাথায় বান্ধে-জসীমউদ্‌দীন)। ২ পটপট করে শব্দ হয় এরূপ আতসবাজিবিশেষ। ৩ মাছের পেটের মধ্যস্থ বায়ুপূর্ণ থলি। ৪ আছাড় দেওয়া; ভূপাতিত করা। □ (বিশেষণ) অতিশয় দুর্বল বা ক্ষীণ (রোগা পটকা)। {(তুলনীয়) (হিন্দি) পটকা}
  • Bengali Word পটকানো, পটকনো Bengali definition [পট্‌কানো, পট্‌কনো] (ক্রিয়া) ১ আছড়ানো; আছাড় দেওয়া; ভূপাতিত করা। ২ ঘায়েল করা। □ (বিশেষ্য) আছাড়; হঠাৎ পতন (পাষাণে পটকান যদি মারে-সৈয়দ হামজা)। {(তৎসম বা সংস্কৃত) √পত্‌>}