Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word থেহা ২ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [থেহা] (বিশেষ্য) যা নিংড়ে পাওয়া যায়; থিতানি; থিতিয়ে যা অবশিষ্ট থাকে (চান্দ নিঙ্গাড়ি কৈল থেহা-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) স্থিত>(প্রাকৃত) থিঅ>}
  • Bengali Word থোঁতা ২ Bengali definition [থোঁতা] (বিশেষণ) ১ পিস্ট; মর্দিত। ২ দন্তশূন্য; ভোঁতা (থোঁতা মুখ ভোঁতা করে দেওয়া)। ৩ তোতলা (ধূম্রলোচন বাবাজী কিছু থোঁতা; কথা কহিতে বাধিয়া যায়-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) থূর্ত>}
  • Bengali Word থৈ Bengali definition ⇒ থই
  • Bengali Word থৈ থৈ Bengali definition থই থই
  • Bengali Word থৈকর (প্রাব.) Bengali definition [থোইকর্‌] (বিশেষ্য) মাটি। ২ রাজমিস্ত্রি। ৩ পাথর (মূল রাখিবারে আনিয়া থৈকর-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ৪ অম্লফল। {(তৎসম বা সংস্কৃত) স্থপতি>}
  • Bengali Word থৈল ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [থইলো] (ক্রিয়া) রাখল (বান্ধি থৈল উদখলে-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) স্থাপিল>থাইল>}
  • Bengali Word থো Bengali definition [থো] (বিশেষ্য) ছাতা; ছাতলা; ময়লা। থোপড়া (বিশেষ্য) ছাতা বা ছাতলা পড়া। {থুতু>}
  • Bengali Word থোঁতা ১, থোতা Bengali definition [থোঁতা, থোতা] (বিশেষ্য) মোটা থুতনি; মাংসল বা স্থুল চিবুক (থোঁতা ভেঙ্গে দেওয়া)। □ (বিশেষণ) ১ স্থূল থুতনিবিশিষ্ট। ২ ((আলঙ্কারিক)) বড় ও ভারী (থোঁতা মুখ)। থোঁতা মুখ ভোঁতা করা (ক্রিয়া) ((আলঙ্কারিক)) বড় মুখ ছোট করে দেওয়া; দর্প বা অহঙ্কার চূর্ণ করা। {(তৎসম বা সংস্কৃত) ত্রোটি>}
  • Bengali Word থোও Bengali definition [থোও্‌] (ক্রিয়া) রাখো; স্থাপন করো (যত পার খাও নাও দাও থোও-অবনীন্দ্রনাথ ঠাকুর)। থোওন (বিশেষ্য) রাখা; স্থাপন। থোওয়ানো (ক্রিয়া) ১ রাখানো। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। থোওয়া, থোয়া (ক্রিয়া) রাখা; রেখে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) √স্থাপি>থাপি>(বাংলা) থো}
  • Bengali Word থোক Bengali definition [থোক্‌] (বিশেষ্য) ১ মোট; একত্রিত; সমষ্টি; একুন (থোক টাকা)। ২ দফা; অংশ; ভাগ। ৩ থোকা; গোছ; গুচ্ছ। থাক (বিশেষ্য) মোট; একুন। থোক থোক (বিশেষ্য) ১ মোটা মোটা; স্থূল স্থূল। ২ গুচ্ছ গুচ্ছ; রাশি রাশি। থোকে থোকে (ক্রিয়াবিশেষণ) ১ কিস্তিতে কিস্তিতে। ২ গুচ্ছে গুচ্ছে। থোকে বেচা (বিশেষ্য) ১ এককালে বিক্রয়। {(তৎসম বা সংস্কৃত) স্তবক>}
  • Bengali Word থোকনা Bengali definition ⇒ ঠোনা
  • Bengali Word থোকা Bengali definition [থোকা] (বিশেষ্য) গুচ্ছ; স্তবক। থোকায় থোকায় (ক্রিয়াবিশেষণ) গুচ্ছে গুচ্ছে; থোকায় থোকায় ফুটছে টকটকে তাজা ফুল-শামসুল হক; থোকায় থোকায় জোনাক জ্বলে-যব)। {(তৎসম বা সংস্কৃত) স্তবক>}
  • Bengali Word থোতনা Bengali definition [থোত্‌না] (বিশেষ্য) বৃহৎ থুতনি; মোটা থুতনি। {(তৎসম বা সংস্কৃত) ত্রোটি>}
  • Bengali Word থোতা Bengali definition ⇒ থোঁতা১
  • Bengali Word থোপ Bengali definition [থোপ্‌] (বিশেষ্য) গুচ্ছ; গোছা (থোপ থোপ ঘাস)। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
  • Bengali Word থোপন, থোপনি Bengali definition [থোপোন্‌, থোপ্‌নি] (বিশেষ্য) রেশম প্রভৃতির সুতার গুচ্ছ যা স্ত্রীলোকের কেশবন্ধনে দরকার হয় (পাটে থোপন কনক-বন্ধন বিরাজিত রত্নমণি-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
  • Bengali Word থোপনা ১ Bengali definition [থোপ্‌না] (বিশেষ্য) ১ স্তবক; বড় গুচ্ছ; বেশ বড় গোছা (পালক দেওয়া টুপি এবং থোপনা বাঁধা তলোয়ার ঝুলিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
  • Bengali Word থোপনা ২ Bengali definition [থোপ্‌না] (বিশেষ্য) ভারী চিবুক; স্থূল বা মোটা থুতনি; থোতনা। {(তৎসম বা সংস্কৃত) ত্রোটি>}
  • Bengali Word থোপনি Bengali definition থোপন
  • Bengali Word থোপা Bengali definition [থোপা] (বিশেষ্য) গোছা; গুচ্ছ; স্তবক; থোলো (চাবির থোপা; গাছে থোপায় থোপায় আম-হাবীবুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
  • Bengali Word থোব ((ব্রজবুলি)) Bengali definition [থোব্‌] (বিশেষ্য) ১ চড়-থাপ্পড় (সাপিনীরে দেয় থোব-চণ্ডীদাস)। ২ ছোলা। {(তৎসম বা সংস্কৃত) √স্থাপি>থাপ>}
  • Bengali Word থোবা ১ Bengali definition ⇒ থোওয়া
  • Bengali Word থোবা ২ Bengali definition [থোবা] (ক্রিয়া) থোবে; রাখবে (তুচ্ছ খোঁপায় বেঁধে থোবা-রাপ্র)। {(তৎসম বা সংস্কৃত) √স্থা>}
  • Bengali Word থোবড়া (প্রাব.) Bengali definition [থোব্‌ড়া] (ক্রিয়া) থাপ্‌পড় দ্বারা চ্যাপটা করা। থোবড়ান ক্রি। {থাপ্পড়>}
  • Bengali Word থোর ১, থোরা, থোরি ((ব্রজবুলি)) Bengali definition [থোর্‌, থোরা, থোরি] (বিশেষণ) অল্প; একটু সামান্য; কিঞ্চিৎ (থোরি দরশনে আশা না পুরল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) স্তোক>;(হিন্দি) থোড়া}
  • Bengali Word থোর ২ Bengali definition ⇒ থোড়
  • Bengali Word থোলো Bengali definition ⇒ থলো
  • Bengali Word থোড়, থোর Bengali definition [থোড়্‌, থোর্‌] (বিশেষ্য) ১ কলাগাছের কাণ্ডস্থ সারাংশ যা থেকে মোচা উৎপন্ন হয় (ধর সন্ধ্যাবাতি থোড়ের মতো সাদা ভিজে হাতে-জীবনানন্দ দাশ)। ২ ধানগাছ থেকে শিষ উৎপন্ন হওয়ার অবস্থা; বিকাশোন্মুখ ধান্যমুকুল। থোড়াল (বিশেষ্য) ১ থোড়াযুক্ত। ২ মসৃণ ও মোটা। {(প্রাকৃত) থোরো>}
  • Bengali Word থোড়া ১ Bengali definition [থোড়া] (বিশেষণ) অল্প; কিঞ্চিৎ; সামান্য; অতিসামান্য; অত্যল্প (তোমার সাথে মোর থোরা বাতচিত্‌ আছে-মাইকেল মধুষূদন দত্ত)। থোড়াই (ক্রিয়াবিশেষণ) মোটেই না; একটুও না; সামান্য পরিমাণও না; আদৌ না (সে তো তাতে থোড়াই ডরায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। থোড়াই কেয়ার করা (ক্রিয়া) কিছুমাত্র ভয় বা গ্রাহ্য না করা। {(তৎসম বা সংস্কৃত) স্তোক>;(হিন্দি) থোড়া}
  • Bengali Word থোড়া ২ Bengali definition থুড়া