Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আকাশ-আয়না Bengali definition (বিশেষ্য) আকাশ রূপ আয়না (মুখ দেখে আকাশ-আয়নায়–আশরাফ সিদ্দিকী)। আকাশ-কুসুম (বিশেষ্য) অলীক কল্পনা; কাল্পনিক বিষয় বা বস্তু (আকাশ-কুসুম করিনু চয়ন হতাশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকাশগঙ্গা (বিশেষ্য) ১ ছায়াপথ; milky way। ২ মন্দাকিনী; স্বর্গের গঙ্গা। আকাশগলা (বিশেষণ) আকাশ থেকে অবতীর্ণ; স্বর্গীয় (চিত্তে নামে আকাশ-গলা আনন্দিত মন্ত্র রে-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকাশ-চাওয়া (বিশেষণ) আকাশের দিকে চেয়ে অপেক্ষা করা হয়েছে এমন (আমার অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন হাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকাশচিত্র (বিশেষ্য) আকাশের গ্রহ উপগ্রহাদি নির্দেশক চিত্র; খগোলের মানচিত্র। আকাশচুম্বী (বিশেষণ) অত্যন্ত উচ্চ; গগনস্পর্শী। আকাশজাতি (বিশেষণ) আকাশে বা শূন্যে জন্মেছে এমন। আকাশ থেকে পড়া (ক্রিয়া) ১ অজানা বিষয় হঠাৎ জানতে পেরে অত্যন্ত বিস্মিত হওয়া। ২ না জানার ভান করে বিস্ময় প্রকাশ করা। আকাশদীপ, আকাশ-প্রদীপ (বিশেষ্য) হিন্দুগৃহে কার্তিক মাসে সন্ধ্যাকালে উঁচু বাঁশের মাথায় জ্বেলে রাখা বাতি। আকাশ দুহিতা (বিশেষ্য) প্রতিধ্বনি (আকাশ-দুহিতা ওগো শুন প্রতিধ্বনি-মাইকেল মধুসূদন দত্ত)। আকাশ ধরা (ক্রিয়া) বৃষ্টি বন্ধ হওয়া। আকাশ নন্দিনী (বিশেষ্য) প্রতিধ্বনি (বুঝিলাম এতক্ষণে কে তুমি ডাকিছ আকাশনন্দিনী-মাইকেল মধুসূদন দত্ত)। আকাশপট (বিশেষ্য) আকাশের আঙিনা; শূন্যদেশ। আকাশপথ (বিশেষ্য) আকাশের গমনাগমনের পথ। আকাশ পাতাল (ক্রিয়াবিশেষণ) ১ স্বর্গ থেকে পাতাল পর্যন্ত। ২ সর্ববিষয়ে বা সর্বত্র। আকাশ পাতাল চিন্তা, আকাশ পাতাল ভাবনা (বিশেষ্য) যে চিন্তা বা ভাবনার অবধি নেই। আকাশ পাতাল তোলপাড় করা (ক্রিয়া) তন্ন তন্ন করে খোঁজা। আকাশ প্রদীপ ⇒ আকাশ ফুটো। আকাশ বাণী (বিশেষ্য) ১ দৈববাণী; অশরীরী বাক্য (হইল আকাশবাণী অন্নদা আইলা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ ভারতের সরকারি রেডিও সার্ভিসের নাম (আকাশবাণী কলকাতা)। আকাশব্যাপী (বিশেষণ) আকাশ ব্যাপ্ত করা (হুঙ্কার তার ছুটল আকাশ ব্যাপী-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকাশপাতাল ভাবনা ⇒ আকাশপাতাল চিন্তা। আকাশভেঙে পড়া (ক্রিয়া) ১ হঠাৎ মহাবিপদে পড়া। ২ দুঃখ বা ভবনার বোঝা নেমে আসা। আকাশমণ্ডল (বিশেষ্য) নভোমণ্ডল; দৃশ্যমান বৃত্তাকার আকাশ। আকাশযান (বিশেষ্য) উড়োজাহাজ; বিমান। আকাশসম্ভবা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আকাশ-জাতা; আকাশে উৎপত্তি সম্ভব হয়েছে এমন (আকাশ সম্ভবা প্রতিধ্বনি-মাইকেল মধুসূদন দত্ত)।  (বিশেষ্য) প্রতিধ্বনি। আকাশ হাতে পাওয়া (ক্রিয়া) দুর্লভ বস্তু বা দুরাকাঙ্ক্ষিত বিষয় লাভ বা লাভের আশ্বাস পাওয়া (আকাশবাণীতে হাতে পাইল আকাশ-ভারতচন্দ্র রায়গুণাকর)। আকাশে তোলা (ক্রিয়া) প্রাপ্যের অতিরিক্ত প্রশংসা করা। আকাশের চাঁদ হাতে পাওয়া (ক্রিয়া) দুর্লভ বা আশাতীত বস্তু লাভ করা। {(তৎসম বা সংস্কৃত) আ+√কাশ্ +অ(ঘঞ্)}
  • Bengali Word আকায়েদ, আকয়িদ Bengali definition [আকায়েদ্, আকয়িদ্] (বিশেষ্য) ধর্মীয় বিশ্বাস; ধর্মবিশ্বাসের ধারা সমূহ; articles of faith(আকয়েদে হবে তারা নবীর বরাবর-গোলাম মোস্তফা)। {(আরবি)‘আকাইদ’ বহু ; (একবচন) ‘আকীদা’}
  • Bengali Word আকিক Bengali definition [আকিক্] (বিশেষ্য) মূল্যবান প্রস্তরবিশেষ; agate (আকিক এক জ্যোতিঃমন্ত অতি-সৈয়দ আলাওল; কালো আকীকের মতো নিকষ দরিয়ার বুক-ফররুখ আহমদ)। {(আরবি)‘আকীক’ }
  • Bengali Word আকিকা Bengali definition [আকিকা] (বিশেষ্য) নবজাত শিশুর নামকরণ; চুল কামানো এবং সেই উপলক্ষে ছাগল প্রভৃতি জবাই করে উৎসব অনুষ্ঠান (আসিল ‘আকিকা’ উৎসবে প্রিয় বন্ধু স্বজন যত-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)আকিকাহ }
  • Bengali Word আকিঞ্চন Bengali definition [আকিন্‌চন্] (বিশেষ্য) ১ অভিলাষ; কামনা; আকাঙ্ক্ষা (দুর্বলের এই প্রাণের আকিঞ্চন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ চেষ্টা; প্রযত্ন;প্রয়াস (অহো জীব কর আকিঞ্চন-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়) ৩ দৈন্য; দীনতা। {(তৎসম বা সংস্কৃত) অকিঞ্চন+অ(অণ্)}
  • Bengali Word আকিদা, একিদা (বিরল) Bengali definition [আকিদা, একিদা] (বিশেষ্য) ১ ধর্মবিশ্বাস (ইংরেজি শিখিয়া লোকের ‘আকিদা’ খারাব হইয়া যাইতেছে-কাজী ইমদাদুল হক)। ২ নিষ্ঠা; একাগ্রতা (কি প্রকারে জয়ী হইব তাহাতেই কেবল একিদা থাকে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি)‘আকিদাহ }
  • Bengali Word আকিবত Bengali definition আকবত
  • Bengali Word আকীর্ণ Bengali definition [আকর্নো] (বিশেষণ) ব্যাপ্ত; ছড়ানো (অতি প্রাকৃতিক ঘটনার কাহিনী আকীর্ণ-আনিস চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) আ+√কৃ (ব্যাপ্তি) +ত(ক্ত)}
  • Bengali Word আকুঞ্চন Bengali definition [আকুন্চন্] (বিশেষ্য) ১ সঙ্কোচন; ঈষৎ কুঁকড়ে কিংবা কুঁচকে যাওয়া। ২ নিষ্পেষণ (পার্শ্বস্থ জানুর দৃঢ় আকুঞ্চন থেকে-বুদ্ধদেব বসু)। আকুঞ্চিত (বিশেষণ) ঈষৎ সঙ্কুচিত; গুটানো (নাসাগ্র আকুঞ্চিত করিতে থাকিবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+কুন্চ্+ অন(লুট্)}
  • Bengali Word আকুতি, আকুত, আকূত (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [আকুতি, আকুতো, আকুত] (বিশেষ্য) ১ আগ্রহ; আকুলতা (প্রাণের আকুতি)। ২ অভিপ্রায়; মনের ভাব; উদ্দেশ্য (কি হেন আকুতে তার বামভিতে লইয়া বসাএল মোরে-জ্ঞানদাস)। ৩ আকুল প্রার্থনা। {(তৎসম বা সংস্কৃত) আ+√কু+তি(ক্তি), ত(ক্ত)}
  • Bengali Word আকুল Bengali definition [আকুল্] (বিশেষণ) ১ উৎকন্ঠিত; ব্যগ্র; উৎসুক (আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচেরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কাতর (পিপাসাকুল)। ৩ অশান্ত; অধীর; উতলা (আকুল করিল মোর প্রাণ-চণ্ডীদাস)। ৪ উন্মুক্ত; আলুলায়িত (আকুল কবরী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ চঞ্চল (নূপুর গুঞ্জরি যাও আকুল-অঞ্চলা-রবীন্দ্রনাথ ঠাকুর)।৬ বিহ্বল; অভিভূত (বিস্ময়াকুল)।৭ বিপর্যস্ত; বিক্ষিপ্ত (আঁচল আকাশে হতেছে আকুল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৮ পরিব্যাপ্ত; আচ্ছন্ন (কুঞ্জ কুটিরে অয়ি ভাবাকুললোচনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকুলতা (বিশেষ্য) ব্যগ্রতা; ব্যাকুলতা; অস্থিরতা (ঘরের ভিতরে না দেয় থাকিতে অকারণ আকুলতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকুলা, আকুলী (বিরল) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ব্যাকুল; কাতর; অস্থির (তুমি আকুলা ললনে-মাইকেল মধুসূদন দত্ত; তবে কেনে হৈলা এবে এমত আকুলী-ভবানন্দ)। আকুলি (পদ্যে ব্যবহৃত) (অসমাপিকা ক্রিয়া)১ উচ্ছ্বসিত বা উদ্বেলিত হয়ে (অকুল সিন্ধু উঠিছে আকুলি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আকুল ক’রে। আকুলিত (বিশেষণ) ১ ব্যাকুল; আকুল অবস্থাগ্রস্ত (শোকে অভিভূত অশ্রজলে আকুলিত হইতে হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ উন্মুক্ত; আলুলায়িত (আকুলিত করি কেশ-ভবানন্দ)। আকুলি-ব্যাকুলি, আকুলি-বিকুলি (বিশেষ্য) উৎকন্ঠা; আগ্রহ; ব্যস্ত সমস্ত ভাব।  (ক্রিয়াবিশেষণ) উৎকন্ঠিত হয়ে; ব্যাকুলভাবে। আকুলীকৃত (বিশেষণ) আকুল করা হয়েছে এমন। আকুলীভূত (বিশেষণ) আকুল হয়ে উঠেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+√কুল্ +অ(ক)}
  • Bengali Word আকৃত Bengali definition আকৃতি
  • Bengali Word আকৃতি Bengali definition [আকৃতি/আক্‌ক্রিতি] ১ গঠন; আকার; shape। ২ অবয়ব; শরীর। আকৃতি প্রকৃতি (বিশেষ্য) ১ হাবভাব। ২ আকার ও স্বভাব। আকৃতি (বিশেষণ) গঠিত; shaped। {(তৎসম বা সংস্কৃত) আ+√কৃ+তি(ক্তি)}
  • Bengali Word আকৃষ্ট Bengali definition [আকৃশ্‌টো] (বিশেষণ) ১ আকর্ষণ করা হয়েছে এমন। ২ প্রলুব্ধ। ৩ মুগ্ধ। আকৃষ্টি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) আ+√কৃষ্ + ত(ক্ত)}
  • Bengali Word আকেবত Bengali definition আকবত
  • Bengali Word আক্ ‌ তা Bengali definition আখতা
  • Bengali Word আক্কেল Bengali definition [আক্‌কেল] (বিশেষ্য) ১ বুদ্ধি; বিবেচনা; কাণ্ডজ্ঞান। ২ জ্ঞান। ৩ শিক্ষা; শাস্তি (কর্তার সঙ্গে গিয়া ভাল আক্কেল পাইয়াছি-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।আক্কেল গুড়ুম (বিশেষ্য) ১ হতবুদ্ধিতা; আকস্মিক ভয়ে বুদ্ধিলোপ। ২ স্তম্ভিত; হতবুদ্ধি (দেখে তো আক্কেল গুড়ুম-সরদার জয়েনউদ্দীন)। আক্কেলদাঁত (বিশেষ্য) পরিণত বয়সে ওঠা দাঁত। আক্কেল-দাঁত ওঠা (ক্রিয়া) ১ পরিণত বয়সে দন্তোদ্‌গম হওয়া। ২ (আলঙ্কারিক) পরিণত বুদ্ধির অধিকারী হওয়া। আক্কেল দেওয়া (ক্রিয়া) ১ বুদ্ধির খর্বতা প্রমাণ করা; ঠকানো। আক্কেলমন্ত (বিশেষণ) বুদ্ধিমান; বিজ্ঞ।আক্কেল মিঞা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) অতিপণ্ডিত; অতিবুদ্ধিমান (জবাব দিতে আক্কেল মিঞা একেবারে আক্কেল-হারা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। আক্কেল সেলামি (বিশেষ্য) কৃত অপরাধ বা সূর্খতার জন্য প্রাপ্ত শাস্তি বা ফলভোগ (গোঁফ জোড়া বেমালুম কামিয়ে দিলেই যথেষ্ঠ আক্কেল সেলামী হবে-আবুল ফজল)। আক্কেল হওয়া (ক্রিয়া) বিপদে পড়ে শিক্ষা পাওয়া। {(আরবি) আকল }
  • Bengali Word আক্ত Bengali definition আক্‌দ
  • Bengali Word আক্তা Bengali definition আখতা
  • Bengali Word আক্দখানি Bengali definition [আক্‌দ্‌খানি] (বিশেষ্য) কলেমা পড়িয়ে সাক্ষীদের সম্মুখে বিবাহ বন্ধনের অনুষ্ঠান। {(আরবি)আক&দ + (ফারসি) খ্বানী }
  • Bengali Word আক্রম Bengali definition [আক্‌ক্রোম্] (বিশেষ্য) ১ আক্রমণ (ব্যাঘ্রের আক্রমে মৃগসম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিক্রম (বিপুল আক্রমে নাশ তারে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ অধিকার; প্রাপ্তি। ৪ উদয়। {(তৎসম বা সংস্কৃত) আ+√ক্রম্ +অ (ঘঞ্)}
  • Bengali Word আক্রমণ Bengali definition [আক্‌ক্রোমোন্] (বিশেষ্য) ১ অধিকার করার উদ্দেশ্যে কোনো দেশের সঙ্গে লড়াই শুরু করা। ২ হিংসাবশে বা ক্ষতির উদ্দেশ্যে অন্যের উপর বল প্রয়োগ; হামলা। ৩ অধিষ্ঠান; গ্রাস; প্রকোপ (রোগের আক্রমণ)। আক্রমণীয় (বিশেষণ) আক্রমণযোগ্য। আক্রান্ত (বিশেষণ) ১ আক্রমণ করা হয়েছে এমন। ২ ব্যাধিগ্রস্ত; পীড়িত। {(তৎসম বা সংস্কৃত) আ√ক্রম্ +অন(ল্যুট্)}
  • Bengali Word আক্রা Bengali definition [আক্‌ক্রা] (বিশেষণ) দুর্মূল্য; মহার্ঘ (সামান্য দু’একটি অত্যাবশ্যক দ্রব্য কেনে আক্রা দরে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) অক্রেয়> আক্রা(অর্ধতৎসম)}
  • Bengali Word আক্রান্ত Bengali definition আক্রমণ
  • Bengali Word আক্রোশ Bengali definition [আক্‌ক্রোশ্] (বিশেষ্য) ১ বিদ্বেষ; গায়ের ঝাল; ক্রোধ। ২ রোষ (প্রবল আক্রোশের সঞ্চার হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+ √ক্রুশ্ + অ(ঘঞ্)}
  • Bengali Word আক্লান্ত Bengali definition [আক্‌ক্লান্‌তো] (বিশেষণ) অতিশয় ক্লান্ত; পরিশ্রান্ত। {বাংলা আ+(তৎসম বা সংস্কৃত) ক্লান্ত}
  • Bengali Word আক্ষরিক Bengali definition [আক্‌খোরিক্] (বিশেষণ) ১ অক্ষর সংক্রান্ত বা অক্ষর সম্বন্ধীয়। ২ অক্ষর অনুযায়ী। ৩ বর্ণে বর্ণে বা অক্ষরে অক্ষরে কৃত; হুবহু; literal (আক্ষরিক অনুবাদ) {(তৎসম বা সংস্কৃত) অক্ষর+ই(ঠক্)}
  • Bengali Word আক্ষিক Bengali definition [আক্‌খিক্] (বিশেষণ) চাক্ষুষ। [(তৎসম বা সংস্কৃত)অক্ষি+ইক(ঠক্)}
  • Bengali Word আক্ষিপ্ত Bengali definition [আক্‌খিপ্‌তো] (বিশেষণ) ১ নিক্ষিপ্ত। ২ বিক্ষিপ্ত। ৩ আক্ষেপ জন্মেছে এমন; আক্ষেপযুক্ত। ৪ দুঃখে অধীর। {(তৎসম বা সংস্কৃত) আ+ √ক্ষিপ্ +ত(ক্ত)}
  • Bengali Word আক্ষেপ Bengali definition [আক্‌ক্ষেপ্] (বিশেষ্য) ১ অঙ্গ বিক্ষেপ; পাত পা খিঁচুনি; তড়কা; convulsion। ২ ক্ষোভ; দুঃখ; মনস্তাপ। ৩ ক্ষোভ প্রকাশ; বিলাপ। ৪ কাব্যের অর্থালঙ্কার বিশেষ। {আ+ √ক্ষিপ্ + অ(ঘঞ্)}