Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আটকুড়িয়া Bengali definition আঁটকুড়া
  • Bengali Word আটন Bengali definition [আটোন্] (বিশেষ্য) ঘরের চালে ব্যবহৃত বাখারি বিশেষ (আটনের গায়ে সুন্দী বেতের হইয়াছে কারুকাজ-জসীমউদ্‌ দীন)। {(তৎসম বা সংস্কৃত) আকর্ষণ> আটন?}
  • Bengali Word আটপিটা , আটপিটে Bengali definition আটপিঠা
  • Bengali Word আটপিঠা , আটপিঠে , আটপিটা , আটপিটে Bengali definition [আট্‌পিঠা, আট্‌পিঠে, আট্‌পিটা, আট্‌পেটে] (বিশেষণ) ১ সর্বপ্রকার শ্রমে সুনিপুণ; সর্ব কাজে দক্ষ। ২ অতিশয় চালাক। ৩ মজবুত; শক্ত-সমর্থ(পুরুষের যে বাপু নানা জ্বালা। …তার আটপিঠে না হলে চলে না-নরেন্দ্রনাথ মিত্র) ৪ কষ্টসহিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) অষ্ট>আট+(তৎসম বা সংস্কৃত ) পৃষ্ঠ>পিঠা+আ/এ}
  • Bengali Word আটবিক Bengali definition [আটোবিক্] (বিশেষণ) অরণ্য সম্বন্ধীয়; বনজ; আরণ্য। □ (বিশেষ্য) (বিশেষণ) বনবাসী; অরণ্যচর। {(তৎসম বা সংস্কৃত) অটবি+ষ্ণিক>ইক}
  • Bengali Word আটা Bengali definition আঠা
  • Bengali Word আটা ১ Bengali definition [আটা] (বিশেষ্য) গমের গুঁড়া; গোধূমচূর্ণ। আটাপেষা করা (ক্রিয়া) (আলঙ্কারিক) অস্থিচূর্ণ করে প্রহার করা; বেদম প্রহার করা। {(তৎসম বা সংস্কৃত) অষ্ট>আট+আ=আটা}
  • Bengali Word আটা ২ Bengali definition [আটা] (বিশেষ্য) আট-ফোঁটার তাস। {আট+আ}
  • Bengali Word আটাত্তর Bengali definition [আটাত্‌তোর্] (বিশেষ্য) ৭৮ সংখ্যা। □ (বিশেষণ) ৭৮ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) অষ্টসপ্ততি>(প্রাকৃত) অট্‌ঠারন্ন>}
  • Bengali Word আটানব্বই Bengali definition [আটানব্‌বোই] (বিশেষ্য) ৯৮ সংখ্যা। □ (বিশেষণ) ৯৮ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) অষ্টনবতি}
  • Bengali Word আটান্ন Bengali definition [আটান্‌নো] (বিশেষ্য) ৫৮ সংখ্যা। □ (বিশেষণ) ৫৮ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) অষ্টপঞ্চাশৎ>(প্রাকৃত) আট্‌ঠারন্ন>}
  • Bengali Word আটাল Bengali definition আঠা
  • Bengali Word আটালা Bengali definition [আটালা] (বিশেষ্য) ঝামেলা; আয়োজন; আড়ম্বর (মালিনীর বোন-ঝির সাথে সওদাগর-পুত্রের বিয়ে!! উচ্ছবের আটালায় আঁটে না- দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {আঞ্চলিক}
  • Bengali Word আটালি , আঁটুলি , আঠালু Bengali definition [আটালি, আঁটুলি, আঠালু] (বিশেষ্য) গরু, ছাগল প্রভৃতির দেহের লোমকীট বিশেষ; আঠার মতো লেগে থাকে যে কীট; এঁটুলি (উকুন আঠালু ঠোকরিয়া খায় লেজের পালক নেড়ে-বন্দে আলী মিয়া)। আটালির মতো লাগা (ক্রিয়া) (ব্যঙ্গার্থ) নাছোড়বান্দা হয়ে লেগে থাকা। { ( বাংলা) আঁট+আলি, উলি>}
  • Bengali Word আটালো Bengali definition আঠা
  • Bengali Word আটাশ Bengali definition [আটাশ্] (বিশেষ্য) ২৮ সংখ্যা। □ (বিশেষণ) ২৮ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) অষ্টবিংশতি>(প্রাকৃত) অঠাইস>}
  • Bengali Word আটাশি Bengali definition [আটাশি] (বিশেষ্য) ৮৮ সংখ্যা। □ (বিশেষণ) ৮৮ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) অষ্টাশীতি>(প্রাকৃত) আট্‌ঠাসি}
  • Bengali Word আটাশে ১ Bengali definition [আটাশে] (বিশেষণ) ১ আট মাসে ভূমিষ্ঠ হয় এমন। □ (বিশেষণ) দুর্বল (আটাশে ছেলে)। {আটমাসিয়া>}
  • Bengali Word আটাশে ২ Bengali definition [আটাশে] (বিশেষণ) মাসের ২৮ তারিখ সম্পর্কিত (আটাশে বৈশাখ)। {আটাশ+এ}
  • Bengali Word আটাশে ৩ Bengali definition [আটাশে] (বিশেষ্য) সহদূত। {(ফারসি) Attaché}
  • Bengali Word আটুলি Bengali definition আটালি
  • Bengali Word আটেপিটে Bengali definition আটেপিঠে
  • Bengali Word আটেপিঠে , আটেপিটে Bengali definition [আটেপিঠে, আটেপিটে] (অব্যয়) সর্ব অঙ্গে; সব রকমে (আটোপিঠে দড়)। {আষ্টেপৃষ্ঠে>}
  • Bengali Word আটোপ ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আটোপ্] (বিশেষ্য) ১ দর্প; গর্ব; দেমাক; অহঙ্কার (সহিতে না পারে ইন্দ্র যাহার আটোপ-সৈয়দ আলাওল)। ২ প্রভাব; ক্রিয়া (তৃণভূমি বশ রহে মন্ত্রের আটোপ-কাজী দৌলত)। আটোপ টঙ্কার (বিশেষ্য) অহঙ্কারোক্তি; আস্ফালন (শুনয়ে মুরারি গুপ্ত আটোপ টঙ্কার-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) আ+√তুপ্ +অ (ঘঞ্)}
  • Bengali Word আঠকপালী Bengali definition আটকপালে
  • Bengali Word আঠা , আটা ৩ Bengali definition [আঠা, আটা] (বিশেষ্য) ১ কাই; লেই; গাঁদ। ২ ক্বাথ। ৩ গাচের চটচটে রস বা নির্যাস। ৪ আগ্রহ; মনোযোগ (কাজে আটা থাকা)। আটাকাঠি (বিশেষ্য) পাখি ধরার জন্য আঠাযু্ক্ত কাঠি বা দণ্ডবিশেষ (আটাকাঠিটা পেলে ঠিক হত কিন্তু রিদয়ের বাবা সেটা চালের মটকায় তুলে রেখেছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আঠালো, আঠুলে (বিরল)। আটালো, আঁটালো (বিশেষণ) আঠাযু্ক্ত; চটচটে; এঁটেল (আঠুলে মাটি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) গ্রন্থি> (বাংলা) গাঁঠ ((হিন্দি) আঁট)>আঁট+ (বাংলা) আ>}
  • Bengali Word আঠার Bengali definition আটারো
  • Bengali Word আঠারো , আঠার Bengali definition [আঠারো] (বিশেষ্য) ১৮ সংখ্যা। □ (বিশেষণ) ১৮ সংখ্যক। আঠারোই ( বিশেষ্য) মাসের আঠারো তারিখ; মাসের অষ্টাদশ দিবস। আঠারোঘা (বিশেষণ) নানা প্রকার বা নানা জাতীয় ঘা অথবা ব্যাধিতে আক্রান্ত (বাঘে ছুঁলে আঠারো ঘা)। □ (বিশেষ্য) (আলঙ্কারিক) নানা ফ্যাসাদ; নানা ঝঞ্ঝাট। আঠারোমাসে বৎসর (বিশেষ্য) (আলঙ্কারিক) দীর্ঘসূত্রতা; বিনা হিসাবে সময় যাপন। {(তৎসম বা সংস্কৃত) অষ্টাদশ>(প্রাকৃত) আটঠারহ>}
  • Bengali Word আঠি Bengali definition আঁটি
  • Bengali Word আঠুলে Bengali definition আঠা