Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আজেজ , আজিয Bengali definition [আজেজ্, আজিজ্] (বিশেষণ) ১ কিংকর্তব্যবিমূঢ়, হতবুদ্ধি (আজেজ হইল মর্দ হয়বতে পড়িয়া-সৈয়দ হামজা)। ২ সহায়হীন; অসমর্থ; অক্ষম। {(আরবি)আজিজ }
  • Bengali Word আজেবাজে Bengali definition [আজেবাজে] (বিশেষণ) অকেজো; বাজে; তুচ্ছ (গা এলিয়ে বসে আজেবাজে গল্পগুজব-মনোজ বসু; যত চিন্তা আজে আর বাজে-রখা)। {(আরবি)বাদ > (ফারসি) বাজে; অনু. আজে; দ্বন্দ্বসমাস}
  • Bengali Word আজ্জানো , আরযানো Bengali definition [আজ্‌জানো, আর্‌জানো] (ক্রিয়া) চাষাবাদ করা; বপন বা রোপন করা। □ (বিশেষ্য) চাষাবাদ; বপন; রোপন। □ (বিশেষণ) বপনকৃত; রোপিত (নিজের আজ্জানো ধান)। {(আরবি)আর্‌দ (=ভূমি)+আনো (=ভূমিতে চারা রোপন)}
  • Bengali Word আজ্ঞা ১ , আজ্ঞে , এজ্ঞে Bengali definition [আগ্‌গাঁ, আগেঁ, এগ্‌গেঁ] (অব্যয়) মাননীয় ব্যক্তির কথায় সাড়াজ্ঞাপন বা সম্মতিসূচক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) আ+ √জ্ঞা +অ}
  • Bengali Word আজ্ঞা ২ Bengali definition [আগ্‌গাঁ] (বিশেষ্য) আদেশ; হুকুম; নির্দেশ। □ (অব্যয়) সম্মতি বা সাড়া জ্ঞাপন ধ্বনি।আজ্ঞাকারী (রিন্) (বিশেষণ) ১ হুকুমদাতা; আদেশদানকারী। ২ হুকুমপালক; আদেশ মান্যকারী (আজ্ঞাকারী দাস)।আজ্ঞাকারিণী (স্ত্রীলিঙ্গ)। আজ্ঞা ধীন, আজ্ঞাবহ (বিশেষণ ) আদেশ পালনকারী; বাধ্য। আজ্ঞানুবর্তী বিন আদেশপালক; অনুগত। □ (বিশেষ্য) আদেশপালক অনুচর; অনুগামী (কতলু খার আজ্ঞানুবর্তিগণ এই লিপি…প্রতিপালন করিবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আজ্ঞানুবর্তিতা (বিশেষ্য)। আজ্ঞাপক (বিশেষণ) আদেশক; আজ্ঞাদানকারী। □ (বিশেষ্য) নিয়োগকর্তা। আজ্ঞাপত্র, আজ্ঞালিপি (বিশেষ্য) হুকুমনামা; আদেশপত্র। আজ্ঞাপন (বিশেষ্য) আদেশদান। আজ্ঞাপিত (বিশেষণ) আদিষ্ট; আদেশ দেওয়া হয়েছে এমন। আজ্ঞাভঙ্গ (বিশেষ্য) আদেশ অমান্যকরণ; হুকুমের অবমাননা। {(তৎসম বা সংস্কৃত)আ+ জ্ঞা +অ +আ (টাপ্)}
  • Bengali Word আজ্ঞে Bengali definition আজ্ঞা
  • Bengali Word আজ্ঞেয়িক Bengali definition [আগ্‌গেঁইক্] (বিশেষ্য) অজ্ঞেয়বাদী; খোদার স্বরূপ জ্ঞানগ্রাহ্য নয় এই মতের অনুসারী, agnostic(এমন কি তাঁহাদের মধ্যে নাস্তিক বা আজ্ঞেয়িকও কেহ কেহ থাকিতে পারেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অজ্ঞেয়+ইক(ঠক্)}
  • Bengali Word আজড়ানো Bengali definition [আজ্‌ড়ানো] (ক্রিয়া) ১ খালি করা; এক পাত্র থেকে অন্য পাত্রে ঢেলে পাত্রমুক্ত করা। ২ ব্যক্ত করা; প্রকাশ করা (পল্লী-কাহিনী না আজড়াইয়া মনের ফাঁপর দূর করিতে পারিল না-কাজী আবদুল ওদুদ)। ৩ খুলে ফেলা (কাপড় আজড়ানো)। {(তুলনীয় ) (হিন্দি) উজাড়না}
  • Bengali Word আঝাল , আঝালা ২ Bengali definition [আঝাল্, আঝালা] (বিশেষণ) ১ পরিমাণ মতো কিংবা যথেষ্ট ঝাল দেওয়া হয়নি এমন (আঝালা ব্যঞ্জন)। ২ ঝাল দিতে নেই এমন। আঝালি (বিশেষণ) ১ ঝালহীন। ২ (আলঙ্কারিক) নিস্তেজ; নির্জীব। {(আরবি)(সামান্য)+ঝাল}
  • Bengali Word আঝালা ১ Bengali definition [আঝালা] (বিশেষণ) ঝালাই দেওয়া হয়নি বা পান দ্বারা জোড়া দেওয়া হয়নি এমন। {আ+ঝালা}।
  • Bengali Word আঝালা ২ , আঝালি Bengali definition আঝাল
  • Bengali Word আঝোড়া Bengali definition [আঝোড়া] (বিশেষণ) ডাল-পালা ছেঁটে ফেলা হয়নি এমন (আঝোড়া খেজুর গাছ)। {আ+ঝোড়া(ঝুড়া)}
  • Bengali Word আঞ্চলিক Bengali definition [আন্‌চোলিক্] (বিশেষণ) স্থানীয়; বিশেষ এলাকা বা স্থান সংক্রান্ত (আঞ্চলিক ভাষার অভিধান)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্চল+ ইক}
  • Bengali Word আঞ্জ , আঞ্জন Bengali definition অঞ্জন
  • Bengali Word আঞ্জনি , আঞ্জুনি Bengali definition [আন্‌জোনি, আন্‌জুনি] (বিশেষ্য) ১ চোখের পাতার ব্রণ। ২ দেহে নীল অঞ্জনের ন্যায় রেখা বিশিষ্ট ক্ষুদ্রাকার প্রাণী বিশেষ; আঁজনাই। { (তৎসম বা সংস্কৃত) অঞ্জনিকা>}
  • Bengali Word আঞ্জনেয় Bengali definition [আন্‌জোনেয়ো] (বিশেষ্য) অঞ্জনা বানরীর পুত্র; হনুমান (তাহলেও আঞ্জনেয়রা সবস্বতীর পুত্র নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জনা+ ষ্ণেয়>এর (অপত্যার্থে)}
  • Bengali Word আঞ্জা Bengali definition [আন্‌জা] (বিশেষ্য) এক সন্তানের জন্ম থেকে পরবর্তী সন্তানের জন্ম পর্যন্ত মধ্যবর্তী সময় (সকল স্ত্রীলোকের আঞ্জা হয় না)। {(হিন্দি) অন্‌জনা}
  • Bengali Word আঞ্জাম , আনজাম Bengali definition [আন্‌জাম্] (বিশেষ্য) ১ আয়োজন; ব্যবস্থা; বন্দোবস্ত (চলে আঞ্জাম, দোলে তাঞ্জাম-কাজী নজরুল ইসলাম; ভোজের লাগি কইর‌্যা নেও আনজাম-রওশন ইজদানী)। ২ সমাপ্তি; নির্বাহ; পালন (কার্যের আঞ্জাম করাইতে-রাজশেখর বসু (পরশু))। ৩ সামগ্রী; দ্রব্যসম্ভার; উপকরণ (তাঞ্জাম ভরা আঞ্জাম এ যে কিছুই রাখোনি বাকী-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি)আন্‌জাম্ }
  • Bengali Word আঞ্জি Bengali definition আঁজি
  • Bengali Word আঞ্জিনে , আঞ্জিনেয় Bengali definition [আন্‌জিনে, আন্‌জিনেয়ো] (বিশেষ্য) আঁজনাই; টিকটিকি জাতীয় প্রাণী বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জন+এয় (ষ্ণেয়)}
  • Bengali Word আঞ্জির , আঞ্জীর Bengali definition [আন্‌জির্] (বিশেষ্য) ডুমুর জাতীয় সুমিষ্ট ফলের গাছ ও এর ফল (শুনেছি সুদূর আঞ্জির শাখে মাতানো দোলার গান-ফররুখ আহমদ)। {(ফারসি) আঞ্জীর }
  • Bengali Word আঞ্জুনি , আঞ্জুনী Bengali definition আঞ্জনি
  • Bengali Word আঞ্জুমন , আঞ্জুমান Bengali definition [আন্‌জুমন্, আন্‌জুমান] (বিশেষ্য) সমিতি; সভা; মজলিস (এখানকার আঞ্জুমানের তরফ থেকে প্রেরিত হয়ে এসেছি-সৈয়দ এমদাদ আলী)। {(ফারসি) আঞ্জুমান }
  • Bengali Word আট ১ Bengali definition আঁট
  • Bengali Word আট ২ Bengali definition [আঁট্] (বিশেষ্য) ৮ সংখ্যা। □ (বিশেষণ) ৮ সংখ্যক। আট কড়াই, আট কৌড়ে (বিশেষ্য) হিন্দু সমাজে সন্তান জন্মের অষ্টম দিবসে আট প্রকার কলাই-ভাজা বিতরণ উৎসব (আটকড়াই বাতাসা ও এক এক চকচকে পয়সা-অবনীন্দ্রনাথ ঠাকুর; ক্রমে সহা আনন্দে আটকৌড়ে সারা হলো-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। আট কৌড়ে, আট কাট, আট কাঠ ⇒ কড়াই। আটখানা (বিশেষণ) অস্থির; কুটিকুটি (অমনি মেয়েটা হেসেকুটে একেবারে আটখানা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আটখানা করা (ক্রিয়া) টুকরা টুকরা বা খণ্ড খণ্ড করা। আট খানা হওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) অস্থির হওয়া বা ফেটে পড়া। আট ঘাট, আট কাঠ , আট কাট (বিশেষ্য) ১ অষ্টদিক; সকল দিক (আটঘাট বেঁধে কাজে নামো)। ২ সর্ব বিষয় (আট কাঠে দড়, ঘোড়ার উপর চড়)। আট ঘাট বাঁধা (ক্রিয়া) ১ অষ্টঘাট বা চতুর্দিক বন্ধ করা। ২ (আলঙ্কারিক) সকল বাধা বিঘ্নের সম্ভাবনা রোধের চেষ্টা করা। □ (বিশেষণ) আট স্বরগ্রাম বাঁধা (আট বাট-বাঁধা বীণা আপনাকে ছাড়িয়ে চলেছে এই স্বপ্নে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আটচল্লিশ (বিশেষ্য) ১ ৪৮ সংখ্যা। ২ ৪৮ সংখ্যক। আট চালা (বিশেষণ) ঘরের চারি চাল এবং চারিদিকে ঘেরা বারান্দার চারি চাল এরূপ আট চাল বিশিষ্ট (আটচালা ঘর)। □ ( বিশেষ্য) ১ আট চাল বিশিষ্ট বড় ঘর (এক খানি অন্ধকার আট চালার মধ্যে আসিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উৎসবাদির জন্য নির্মিত প্রাচীরহীন ঘর বা মণ্ডপ। আট ত্রিশ (বিশেষ্য) ৩৮ সংখ্যা। □ (বিশেষণ) ৩৮ সংখ্যক। আট পওর, আট পহর⇒ আট পহর। আট পৌরে (বিশেষণ) অষ্টপ্রহর বা সর্বদা ব্যবহারের উপযু্ক্ত; পোশাকি নয় এমন (আটপৌরে কাপড়; প্রতি মুহুর্তের আটপৌরে এ জীবনে-রখা)। আট পৌরে ভাষা (বিশেষ্য) চলতি সাধারণ বা সর্বদা ব্যবহারের ভাষা। আট প্রহর, আটপহর , আটপওর (বিশেষ্য) ১ দিনের চারি প্রহর ও রাত্রির চারি প্রহর। ২ সমস্ত দিবা ও রাত্রি; সর্বদা; সর্বক্ষণ। আটষট্টি (বিশেষ্য) ৬৮ সংখ্যা। □ (বিশেষণ) ৬৮ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) অষ্ট>(প্রাকৃত) অট্ট>}
  • Bengali Word আটক , আটকা Bengali definition [আটোক্, আট্‌কা] (বিশেষ্য) বাধা; প্রতিবন্ধক (কোন্‌দিন হাতছাড়া হইতে আটক নাই-রবীন্দ্রনাথ ঠাকুর )। □ (বিশেষণ) বন্দী; কয়েদ; অবরুদ্ধ। আটকাপড়া (ক্রিয়া) অবরুদ্ধ হওয়া; বন্দী হওয়া; বাধাপ্রাপ্ত হওয়া। (শৈবালেতে আটক প’ল তরী-রবীন্দ্রনাথ ঠাকুর)। আটক পাটক (বিশেষ্য) বাধা-বন্ধন; লাগাম (অথচ দেখিতে পাই, মুখের আটক পাটক কিছুই নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আটকা-আটকি (বিশেষণ) কড়াকড়ি। □ (বিশেষ্য) দৃঢ় ব্যবস্থা। {(তুলনীয়) ( হিন্দি) অটক}
  • Bengali Word আটকপালে , আটকপালিয়া Bengali definition [আট্‌কপালে, আট্‌কপালিয়া] (বিশেষণ) হতভাগ্য; পোড়া কপালে। আটকপালী (স্ত্রীলিঙ্গ) (আঠকপালী- বড়ু চণ্ডীদাস)। {আত্ত (নষ্ট)+কপাল+ইয়া>এ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word আটকা , আটকা পড়া , আটকা - আটকি Bengali definition আটক
  • Bengali Word আটকা - টাটকা Bengali definition [আট্‌কা-টাট্‌কা] (বিশেষণ) টাটকা; তরতাজা (আটকা-টাটকা পূজার ফুল হাজি ভরা থাকে-ময়মনসিংহ গীতিকা )। {(তৎসম বা সংস্কৃত) তৎকাল> টট্‌কা> টাটকা, অনু. আটকা}
  • Bengali Word আটকানো Bengali definition [আট্‌কানো] (ক্রিয়া) ১ আবদ্ধ করা; অবরুদ্ধ করা (ফাঁদে আটকানো)। ২ বাধা দেওয়া (জল আটকানো)। ৩ বাধাপ্রাপ্ত হওয়া (কথা আটকানো)। ৪ বেধে যাওয়া (পায়ে আটকানো)। ৫ সাঁটা; সংবদ্ধ করা (দেয়ালে আটকানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {আটকা+আনো}