Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আঙ্গিয়া , আঙিয়া Bengali definition [আঙ্‌গিয়া, আঙিয়া] (বিশেষ্য) ১ ছোট জামা (কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্ত্রীলোকের পরিধেয় জামা; কাঁচুলি। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গিকা> অঙিআ> আঙিয়া}
  • Bengali Word আঙ্গুর , আঙুর Bengali definition [আঙ্‌গুর, আঙুর্] (বিশেষ্য) সুমিষ্ট রসালো ফলবিশেষ; দ্রাক্ষা। {(ফারসি) আংকুর }
  • Bengali Word আঙ্গুল , আঙুল Bengali definition [আঙ্‌গুল্, আঙুল্] (বিশেষ্য) অঙ্গুলি (আঙুল আমার আকুল হল কাহার দৃষ্টি দোষে-রবীন্দ্রনাথ ঠাকুর)। আঙুল ফুলে কলা গাছ–আকস্মাৎ বা অতি দ্রুত পদোন্নতি বা ঐশ্বর্য বৃদ্ধি। আঙুল মটকানো (ক্রিয়া) ১ আঙুল টেনে বা মোচড় দিয়ে মটমট শব্দ করা। ২ (আলঙ্কারিক) অভিশাপ দেওয়া। আঙ্গুল হাড়া (বিশেষ্য) আঙ্গুলের রোগ বিশেষ; আঙ্গুলের মাথায় ফোড়া। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গুলি>}
  • Bengali Word আঙ্গোট , আংগোট Bengali definition [আঙ্‌গোট্] (বিশেষ্য) পায়ে বুড়া আঙ্গুলের আংটি। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গুষ্ঠিকা>}
  • Bengali Word আচকান Bengali definition [আচ্‌কান্] (বিশেষ্য) লম্বা জামা বিশেষ; শেরোয়ানি (ভুঁড়ির পরে জগৎ জোড়া আচকানেরে লয় সে টানি-জসীমউদ্‌ দীন)। {(ফারসি) আচ্‌কান }
  • Bengali Word আচঞ্চল Bengali definition [আচন্‌চল্] (বিশেষণ) ঈষৎ বিচলিত; অল্প চঞ্চল। {(তৎসম বা সংস্কৃত) আ(ঈষৎ)+চঞ্চল}
  • Bengali Word আচন্বিত Bengali definition [আচম্‌বিতো] (বিশেষণ) আশ্চর্যান্বিত; বিস্মিত (আচম্বিত হইয়া পরে কয় পতির স্থানে-ময়মনসিংহ গীতিকা)। □ (ক্রিয়াবিশেষণ) সহসা; হঠাৎ; আকস্মাৎ; আচমকা (ওঘর থেকে প্রদীপ জ্বেলে আনবে আচম্বিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। আচম্বিতে (ক্রিয়াবিশেষণ) সহসা; অকস্মাৎ আচমকা (যথা-অম্বুরাশি যবে ভাঙে আচম্বিতে জাঙাল-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) আশ্চর্যান্বিত>}
  • Bengali Word আচমকা , আচকা Bengali definition [আচম্‌কা, আচ্‌কা] (ক্রিয়াবিশেষণ) সহসা; হঠাৎ; আকস্মাৎ (গর্ত হয়ে গেল আচমকা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। আচমকা সুন্দরী (বিশেষণ) প্রকৃত সুন্দরী নয় কিন্তু হঠাৎ দেখলে সুন্দরী বলে মনে হয় এমন; ক্ষণিক রূপের মোহ সৃষ্টিকারিণী। {(তৎসম বা সংস্কৃত) চমৎকার>; ( তুলনীয়) (হিন্দি) আচানক, আচানক}
  • Bengali Word আচমন Bengali definition [আচ্‌মোন্] (বিশেষ্য) ১ হিন্দুদের পূজাদি কর্মের পূর্বে বিধি অনুযায়ী জলদ্বারা দেহশুদ্ধি করণ (স্নান আচমন করি শুদ্ধ হৈল তবে -সৈয়দ আলাওল)। ২ আহারের পর জল দ্বারা হস্ত-মুখ প্রক্ষালন; আঁচানো (পিতলের ডাবরে করিল আচমন-বিজয় গুপ্ত)। আচমনীয়, আচমনি, আচমনী (বিশেষ্য) আচমন করার পানি; হাত-মুখ ধোয়ার জল। □ (বিশেষণ) আচমন করতে হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+√চম্ +অন্ (ল্যুট্)}
  • Bengali Word আচর (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [আচোর্] (বিশেষ্য) অঞ্চল; আঁচল (আচরে কাঞ্চন ঝলকে মুখে-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্চল>}
  • Bengali Word আচরণ Bengali definition [আচরোন্] (বিশেষ্য) ১ চালচলন; ব্যবহার (সদাচরণ, মহদাচরণ, কোন আচরণই স্থানিক, কালিক ও ব্যক্তিক প্রভাব নিরপেক্ষ নয়( আহমদ শরীফ))। ২ অনুষ্ঠান পালন (ধর্মাচরণ)। আচরণীয় (বিশেষণ) ১ আচরণের বা ব্যবহারের যোগ্য (জলচরণীয়)। ২ বিধেয়; অনুষ্ঠেয় (আচরণীয় ধর্ম)। আচরিত১ (বিশেষণ) ১ আচরণ করা হয়েছে এমন; ব্যবহৃত। ২ অনুষ্ঠিত; কৃত। ৩ প্রচলিত (চিরাচরিত)। {(তৎসম বা সংস্কৃত) আ+√চর্ +অন(ল্যুট্)}
  • Bengali Word আচরিত ২ Bengali definition [আচোরিতো] (বিশেষণ) অদ্ভুত; সৃষ্টিছাড়া (আজি কন্যা শুন এক আচরিত কথা-ময়মনসিংহ গীতিকা)। { (তৎসম বা সংস্কৃত) অচলিত> আচরিত (ল=র); আশ্চর্য>}
  • Bengali Word আচরিত ৩ Bengali definition আচরণ
  • Bengali Word আচানক Bengali definition [আচানক্] (বিশেষণ) অপরিচিত; আজগুবি (আচানক পুরুষ এক সঙ্গে তার নারী-ময়মনসিংহ গীতিকা)। □ (ক্রিয়াবিশেষণ) অকস্মাৎ; হঠাৎ (আচানক সাধুর ডিঙ্গা কোথা হতে আইল-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) আশ্চর্যজনক>; (হিন্দি) আচানক্}
  • Bengali Word আচাভুয়া , আচাভুয়ো Bengali definition [আচাভুয়া, আচাভুয়ো] (বিশেষণ) ১ অত্যদ্ভুত; কিম্ভুতকিমাকার। ২ আশ্চার্যান্বিত; অবাক (তা দেখিয়া রাজ কৈন্যা হইল আচাভুয়া-শেখ ফয়জুল্লাহ)। ৩ নির্বোধ; অজ্ঞ (মন্ত্রী আচাভুয়া হেন-রঙ্গলাল সেন)। আচাভুয়া বোম্বাচাক (বিশেষ্য) অদ্ভুত বিষয়; অসম্ভব ব্যাপার (পূর্বে চুঁচড়োর মত বারোয়ারী পূজা আর কোথাও হতো না, ‘আচাভুয়ার বোম্বাচাক’ প্রভৃতি সং প্রস্তুত হতো-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) অত্যদ্ভুত> অব্বব্‌ভুঅ> আচাভুয়া অথবা; (তৎসম বা সংস্কৃত) অসম্ভব>}
  • Bengali Word আচার ১ Bengali definition [আচার্] তৈল মসলা যোগে আম-লেবু-কুল-জলপাই প্রভৃতি ফলে প্রস্তুত মুখরোচক চাটনি। {পো.achar (তুলনীয়) (ফারসি) আচার }
  • Bengali Word আচার ২ Bengali definition [আচার্] (বিশেষ্য) ১ ব্যবহার; চালচলন (সদাচার)। ২ প্রথা; নিয়ম; পদ্ধতি; রীতি (দেশাচার)। ৩ নিষ্ঠা; সদাচার (আচারবান)। ৪ সংস্কার (ধর্মাচার)। আচারনিষ্ঠ (বিশেষণ) সদাচার পরায়ন (শ্বশুরগণ আচারনিষ্ঠ পরম হিন্দু-রবীন্দ্রনাথ ঠাকুর)। আচার বর্জিত, আচারহীন (বিশেষণ) ১ অশিষ্ট; সদাচারবিরহিত। ২ ধর্মীয় বা সামাজিক প্রথা অমান্য করে এরূপ। আচারবাণ (বিশেষণ) নিষ্ঠাবান; ধর্মানুরক্ত (হিন্দুশাস্ত্র বিহিত আচারবান নহে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আচার-বিচার (বিশেষ্য) ১ নিয়ম-শৃঙ্খলা (আচর-বিচার নাই)। ২ শাস্ত্র সম্মত বাছবিচার। আচার-ব্যবহার (বিশেষ্য) চালচলন; অন্যের সঙ্গে আচরণ।আচারভ্রষ্ট (বিশেষণ) ১ শাস্ত্র সম্মত বিধি লঙ্ঘনকারী; আচারবিচ্যুত। ২ দুশ্চরিত্র। আচারী, আচারি (বিশেষণ) আচারপূত; নিষ্ঠাবান; শিষ্টাচারী (আচারি তোমার বাপ ধর্মে কর্মে মতি-ময়মনসিংহ গীতিকা)। {( তৎসম বা সংস্কৃত) আ+√চর্+অ(ঘঞ্)}
  • Bengali Word আচার্য Bengali definition [আচার্‌জো] (বিশেষ্য) ১ ‍যিনি কোনো শাস্ত্রে জ্ঞান অর্জন করে তদনুরূপ আচরণ করেন তাঁকে ‘আচার্য’ বলে-এই আচরণের মধ্যে শিক্ষাদানই প্রধান (বিজ্ঞানাচার্য)। ২ হিন্দু ধর্মের শিক্ষাগুরু (আচার্যের আসন)। ৩ ‍যিনি শিষ্যকে বেদ পড়ান। ৪ গণক ব্রাহ্মণ। আচার্যা (স্ত্রীলিঙ্গ)। আর্চাযানী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) আচার্যের পত্নী। {(তৎসম বা সংস্কৃত) আ+√চর্ + য}
  • Bengali Word আচালা Bengali definition [আচালা] (বিশেষণ) ১ চালুনি দিয়ে চালা হয়নি এমন। ২ অপরিষ্কৃত {আ(নঞ্‌র্থক)+চালা=আচালা; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word আচোট Bengali definition [আচোট্] (বিশেষণ) ১ পতিত; অনাবাদি। ২ অক্ষত; অনাহত (পাখসাট আচোট বন লোটায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {আ+চোট}
  • Bengali Word আচ্ছন্ন Bengali definition [আচ্‌ছন্‌নো] (বিশেষণ) ১ আবৃত; আচ্ছাদিত; ঢাকা (মেঘাচ্ছন্ন)। ২ পরিব্যাপ্ত। ৩ অভিভূত; অচৈতন্য (আপনি মিথ্যা আভিজাত্যের মোহে আচ্ছন্ন হয়ে আছেন-বর)। {(তৎসম বা সংস্কৃত) আ+√ছদ্ +ত(ক্ত)}
  • Bengali Word আচ্ছা Bengali definition [আচ্‌ছা] (অব্যয়) ১ হাঁ; সম্মতি বা স্বীকার সূচক। ২ বেশ; খাসা; চমৎকার (আচ্ছা সেজেছে)। ৩ ধরা যাক (আচ্ছা, যদি নাই হয়)। ৪ খুব; ভালো (আচ্ছা করে পিটুনি দিল)। ৫ (ব্যঙ্গার্থ) বিলক্ষণ (আচ্ছা বেকুফ পাখী যাহোক-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(হিন্দি) আচ্ছা}
  • Bengali Word আচ্ছাদ Bengali definition আচ্ছাদক
  • Bengali Word আচ্ছাদক Bengali definition [আচ্‌ছাদক্] (বিশেষণ) আচ্ছাদনকারী; আবরক। আচ্ছাদন, আচ্ছাদ (বিশেষ্য) ১ আবরণ; ঢাকনি। ২ চাঁদোয়া; ছাউনি। ৩ পরিধেয় বস্ত্রাদি (গ্রাসাচ্ছাদন)। আচ্ছাদনীয়, আচ্ছাদ্য (বিশেষণ) আচ্ছাদনের যোগ্য; আবৃত করণোপযোগী। আচ্ছাদিত (বিশেষণ) ১ আচ্ছাদন করা হয়েছে এমন; আবৃত; ঢাকা। ২ ছাদবিশিষ্ট; ছাওয়া। {(তৎসম বা সংস্কৃত) আ+ √ছদ্ + ণিচ্ +অক (ণ্বুল্)}
  • Bengali Word আচ্ছিন্ন Bengali definition [আচ্‌ছিন্‌নো] (বিশেষণ) বিচ্ছিন্ন করে নেওয়া হয়েছে এমন; ছিঁড়ে নেওয়া; খন্ডিত। {(তৎসম বা সংস্কৃত) আ+ছিদ্ +ত(ক্ত)}
  • Bengali Word আছ , আছি , আছে , আছেন , আছিল Bengali definition [আছ, আছি, আছে, আছেন, আছিলো] (ক্রিয়া) ১ হওয়া; থাকা। ২ বিদ্যমান বা উপস্থিত থাকা (আমি এখানে আছি)। ৩ জীবিত থাকা; বেঁচে থাকা (তিনি এখনও আছেন)। ৪ অবস্থান করা; বাস করা (সে এখন দেশে আছে)। ৫ সহায় হওয়া (আমার আল্লাহ্ আছে)। {(তৎসম বা সংস্কৃত) √অস্}
  • Bengali Word আছওয়ার Bengali definition আসোয়ার
  • Bengali Word আছমান Bengali definition আসমান
  • Bengali Word আছাঁকা Bengali definition [আছাঁকা] (বিশেষণ) ছাঁকা হয়নি বা ছাঁকা নয় এমন (আছাঁকা দুধ)। {আ(নঞর্থক)+ছাঁক্ +আ; (নঞ্‌ তৎপুরুষ সমাস) (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word আছাঁটা Bengali definition [আছাঁটা] (বিশেষণ) ছাঁটা হয়নি বা ছাঁটা নয় এমন (আছাঁটা চাল)। ২ অকর্তিত; কাটা হয়নি এমন (আছাঁটা চুল)। { (বাংলা) আ(নঞর্থক)+√ছাঁট্ +আ; (নঞ্‌ তৎপুরুষ সমাস) (বহুব্রীহি সমাস)}