Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আগল - পাগল ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আগোল্‌ পাগোল্] (বিশেষণ) এলোমেলো; ইতস্তত বিক্ষিপ্ত (আগল-পাগল কালা মেঘ বাতাসেতে উড়ে-পূর্ববঙ্গ গীতিকা)। {পাগল, অনু. আগল}
  • Bengali Word আগল ১ Bengali definition [আগোল্] (বিশেষ্য) ১ খিল; হুড়কা; অর্গল (দ্বারে দ্বারে ভাঙলো আগল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রতিবন্ধক; বাধা; বেড়া; ঝাঁপ; কেওয়াড় (কুঞ্জ-দুয়ারে আগল পড়েছে আঁধিয়ারা বনতলে-শাহাদাত হোসেন)। ৩ আবরণ; পর্দা; বেষ্টনী (বন্ধ-চোখের আগল ঠেলে রঙের ঝিলিক ঝলমলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ বন্ধন (লাস লাবণ্যে বেড়াও রূপের আগল- ভবানন্দ)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল>অগ্‌গল>আগল}
  • Bengali Word আগল ২ Bengali definition [আগোল্] (বিশেষণ) ১ দড়; নিপুণ; অগ্রবর্তী (তুমি বিবাদে আগল-বিজয় গুপ্ত)। ২ শ্রেষ্ঠ; প্রধান; অগ্রগণ্য (প্রেমে নৃত্য করে হৈল বৈষ্ণব আগল-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র+ল}
  • Bengali Word আগলা Bengali definition [আগ্‌লা] (বিশেষণ) অনাবৃত; খোলা; ঢিলা। {(তৎসম বা সংস্কৃত) অলগ্ন>অলগ্‌গ> অলাগ (বর্ণ বিপর্যয়ে) আগলা}
  • Bengali Word আগলানো Bengali definition [আগ্‌লানো] (ক্রিয়া) ১ পাহারা দেওয়া; রক্ষার জন্য সতর্ক দৃষ্টি রাখা; সামলানো (এস্ত সতর্ক স্নেহে তাহাদের আগলাইবার চেষ্টা করিতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আটক করা; অবরোধ করা (দশ লক্ষ সৈন্য মেলি রাবণে আগলে-কৃত্তিবাস ওঝা)। □ (বিশেষ্য) আটককরণ; রক্ষাকরণ। {√আগ্‌লা + আনো}
  • Bengali Word আগলি ১ , আগলী , আগুলি ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আগোলি, আগোলী, আগুলি] (বিশেষণ) ১ অগ্রবর্তী; প্রধান (রূপে গুণে যৌবনে ভুবনে আগুলি-জ্ঞানদাস)। ২ সম্মুখবর্তী। □ (বিশেষ্য) (মধ্যযুগীয় বাংলা) আলয়; আগার (কর্ণধার আছিলেন বুদ্ধির আগলি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আগলি কাটা (ক্রিয়া) ঠেলে আগে যাওয়া; অন্য সকলকে ফেলে আগে বাড়া (আগলি কেটে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>আগর>আগলি}
  • Bengali Word আগলি ২ ( পদ্যে ব্যবহৃত ) Bengali definition [আগোলি] (অসমাপিকা ক্রিয়া)পাহারা দিয়ে; আগলিয়ে। আগলিয়া, আগুলিয়া (অসমাপিকা ক্রিয়া)বাড়িয়ে (বাহু আগুলিয়া লইল আমারে-সুফিয়া কামাল)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল>}
  • Bengali Word আগলী Bengali definition আগলি
  • Bengali Word আগস্ট , অগস্ট , অগাস্ট Bengali definition [আগস্‌ট্, অগস্‌ট, অগাস্‌ট্] (বিশেষ্য) ইংরেজি সালের অষ্টম মাস। {(ইংরেজি) August}
  • Bengali Word আগা ১ Bengali definition [আগা] (বিশেষ্য) ১ ডগা; অগ্রভাগ (কত পুষ্পের আগা ভাঙ্গে মোচড়ে কলিকা-বিজয় গুপ্ত)। ২ সম্মুখভাগ। ৩ উপরিভাগ। আগাগোড়া (বিশেষ্য) আদ্যন্ত (নাইকো আগাগোড়া-রবীন্দ্রনাথ ঠাকুর) □ (ক্রিয়াবিশেষণ) ১ প্রথম থেকে শেষ পর্যন্ত; আদ্যন্ত (আগাগোড়া রাঁধে আপন হাতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আপাদমস্তক (আমাকে দেখলেই সে আগাগোড়া জ্বলে ওঠে)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র> অগ্‌গ>আগ+ আ= আগা}
  • Bengali Word আগা ২ Bengali definition [আগা] (বিশেষ্য) প্রভু; সম্ভ্রান্ত ব্যক্তি (আগা শিরাজী; আগা সাদেক রোড; আগা মসীহ্ লেন)। {(তুর্কি) আগা }
  • Bengali Word আগাঁথা , আগাথা Bengali definition [আগাঁথা, আগাথা] (বিশেষণ) গাঁথা হয়নি এমন; অগ্রথিত। {আ+গাঁথা}
  • Bengali Word আগাগোড়া Bengali definition আগা
  • Bengali Word আগাছা Bengali definition [আগাছা] (বিশেষ্য) অপ্রয়োজনীয় গাছ; বাজে লতাপাতা বা তৃণ; weed । {আ+গাছ+আ}
  • Bengali Word আগাজ Bengali definition [আগাজ্] (বিশেষ্য) আরম্ভ; শুরু। {(ফারসি) আগাজ }
  • Bengali Word আগাথা Bengali definition আগাঁথা
  • Bengali Word আগানো Bengali definition [আগানো] (ক্রিয়া) অগ্রসর করা বা হওয়া। □ (বিশেষ্য) অগ্রসর করণ বা হওন। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>আগ+আনো}
  • Bengali Word আগাপাছতলা , আগাপাস্তলা Bengali definition [আগাপাস্‌মতলা] (ক্রিয়াবিশেষণ) ১ আগাগোড়া; অগ্রপশ্চাৎ। ২ আপাদমস্তক; সর্বাঙ্গ {(তৎসম বা সংস্কৃত) অগ্রপশ্চাৎ>; দ্বন্দ্বসমাস}
  • Bengali Word আগাম Bengali definition [আগাম্] (বিশেষণ) আগামী; ভাবী (আগাম হপ্তায় দরগায় যেতে হবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ (বিশেষ্য) ক্রীত বস্তু প্রাপ্তির পূর্বে দেয় অর্থের অংশ; অগ্রিম; বায়না; advance {(তৎসম বা সংস্কৃত) অগ্রিম>}
  • Bengali Word আগামী (-মিন্) Bengali definition [আগামি] (বিশেষণ) ভাবী; ভবিষ্যতে আসবে বা ঘটবে এমন। আগামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভাবী; ভবিষ্যৎ (আগামিনী যামিনীর আভাস মলিন-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) আ+√গম্ +ইন্ (ণিনি)}
  • Bengali Word আগার Bengali definition [আগার্] (বিশেষ্য) ১ গৃহ; ভবন (নিজ আগারে প্রতিগমনপূর্বক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ আধার (গুণের আগার)। {(তৎসম বা সংস্কৃত)অগার+ অ(অণ্)}
  • Bengali Word আগার পাগার Bengali definition [আগার্‌পাগার্] (ক্রিয়াবিশেষণ) পূর্বাপর; আগপাছ (অত আগারপাগার ভেবে কাজ কল্লে আর এ জমানায় কোন কাজ করা যায় না-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) অগ্রপশ্চাৎ; (তৎসম বা সংস্কৃত) অগ্র>অগ্‌গ>আগ+আর}
  • Bengali Word আগাড়ি Bengali definition [আগাড়ি] (বিশেষণ) ১ অগ্রিম; advance (আজই তোমাকে টাকা দিয়ে যাব আগাড়ি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ অগ্রবর্তী; পূর্ববর্তী। ৩ প্রথম (পাশা-পাশি দুজন করে দাঁড়িয়েছে ওরা, আগাড়ি থেকে শেষ পর্যন্ত –গুণময় মান্না)। □ (বিশেষ্য) ঘোড়ার সম্মুখের পায়ে বাঁধা দাঁড় (আগাড়ি পিছাড়ি দড়ি ঘুঁড়ীর এলায়-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অগ্রবর্তী; (হিন্দি) আগাড়ি}
  • Bengali Word আগি ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আগি] (বিশেষ্য) ১ আগুন (হৃদয়ে জ্বলত মঝু আগি-চণ্ডীদাস)। ২ অগ্নিমূর্তি; অগ্নিশর্মা (ঘরে গুরু দুরুজন, ননদিনী আগি -চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অগ্নি>অগ্‌গি+আগি}
  • Bengali Word আগিলা ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আগিলা] (বিশেষণ) ১ আগের; প্রথমে জাত (আগিলা কুসুম অধিক অভিলাষ-বিদ্যাপতি)। ২ সম্মুখ দিকস্থ (আগিলা ঘাটে সে নায়-চণ্ডীদাস)। ৩ অগ্রবর্তী; ভাবী। পাছিলা (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>আগ+ইলা=আগিলা}
  • Bengali Word আগু Bengali definition [আগু] (বিশেষ্য) অগ্র; প্রথম; পূর্ব। □ (বিশেষণ) অগ্রগামী; অগ্রবর্তী (আগুদল)। □ (ক্রিয়াবিশেষণ) অগ্রে; প্রথমে (আগু গিয়া রাবণের গলে দিব ফাঁস-কৃত্তিবাস ওঝা)।আগুজন (বিশেষ্য) গুরুজন; মুরুব্বি (আগুজনে রোষ করিলে বড় দোষ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আগুতে (ক্রিয়াবিশেষণ) প্রথমে; পূর্বে। আগুপাছু, আগুপিছু (ক্রিয়াবিশেষণ) ১ অগ্রপশ্চাৎ; ভূত ভবিষ্যৎ (চাহিস্‌নে আর আগুপিছু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আরম্ভ ও পরিণাম (কেহ তার নাহি বুঝে আগুপিছু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ইতস্তত (আগুপিছু করা)। { ( বাংলা) আগ (<(তৎসম বা সংস্কৃত) অগ্র)+ উ(বিশেষণার্থে)}
  • Bengali Word আগুন , আগুনী ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আগুন্, আগুনি] (বিশেষ্য) অগ্নি (আগুনী জ্বালিল দেহে-বড়ু চণ্ডীদাস)। □ (বিশেষণ) ১ প্রচণ্ড উত্তাপযুক্ত (আগুন জ্বর)। ২ অগ্নিমূর্তি; অগ্নিশর্মা; অতিশয় ক্রুদ্ধ (আগুন হয়ে বাপ বারে বারে দিলেন অভিশাপ-রবীন্দ্রনাথ ঠাকুর)। আগুনকরা (ক্রিয়া) কাঠ, কয়লা ইত্যাদি জ্বালিয়ে আগুন প্রস্তুত করা।আগুনধরা, আগুন লাগা (ক্রিয়া) ১ অগ্নি সংযুক্ত হওয়া। ২(আলঙ্কারিক) অভাব উপদ্রব বিপত্তি বিশৃঙ্খলা প্রভৃতির আবির্ভাব হওয়া। আগুন নিয়ে খেলা করা (ক্রিয়া) বিপত্তিকর জিনিস নিয়ে খেলা করা; অনিষ্টকর জিনিসে হাত দেওয়া।আগুন পোহানো, আগুন পোয়ানো,আগুন তাপানো (ক্রিয়া) আগুনের কাছে বসে তাপ নেওয়া বা হাত-পা গরম করা।আগুন লাগা ⇒ আগুন ধরা। আগুন লাগানো (ক্রিয়া) ১ অগ্নি সংযোগ করা। ২ (আলঙ্কারিক) উত্তেজিত করা বা রাগিয়ে দেওয়া। ৩ ( আলঙ্কারিক) ঝগড়া বাধানো। আগুন হওয়া (ক্রিয়া) ১ অতি ক্রুদ্ধ হওয়া। ২ উত্তপ্ত বা গরম হওয়া। ৩ অতি দুর্মূল্য হওয়া। ঘরে আগুন দেওয়া (ক্রিয়া) গৃহ-বিবাদ বাধানো। { (তৎসম বা সংস্কৃত) অগ্নি>}
  • Bengali Word আগুপাছু , আগুপিছু Bengali definition আগু
  • Bengali Word আগুবাড়ী Bengali definition আগ৩
  • Bengali Word আগুর Bengali definition [আগুর্] (ক্রিয়াবিশেষণ) আগে; নির্দিষ্ট সময়ের পূর্বে (আগুর বুনেছে যেই ক্ষেতে তায় বাড়িয়া উঠেছে গাছ-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>}