Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word তৃষা, তৃষ্ণা Bengali definition [তৃশা, তৃশ্‌না] (বিশেষ্য) ১ জল পান করার ইচ্ছা; পিপাসা। ২ প্রবল ইচ্ছা; আকাঙ্ক্ষা; ভোগেচ্ছা (জ্ঞানতৃষ্ণা)। ৩ লোভ। তৃষাতুর, তৃষার্ত, তৃষ্ণার্ত (বিশেষণ) তৃষ্ণাপীড়িত; পিপাসায় কাতর; পিপাসার্ত (চেয়ে আছি তৃষাতুর-সত্যেন্দ্রনাথ দত্ত; তৃষ্ণার্ত জিহ্বার মতো-রবীন্দ্রনাথ ঠাকুর)। তৃষাতুরা, তৃষার্তা, তৃষ্ণার্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। তৃষালু (বিশেষণ) তৃষ্ণাযুক্ত; পিপাসার্ত। তৃষিত (বিশেষণ) পিপাসাযুক্ত (ধনী যেন সদা তৃষিত এবং চাষা সদা কচি ডাব-কাজী নজরুল ইসলাম)। তৃষিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √তৃষ্‌+আ(টাপ্‌), (তৎসম বা সংস্কৃত) √তৃষ্‌+ন+আ(টাপ্‌)=তৃষ্ণা}
  • Bengali Word বিতৃষ্ণা Bengali definition [বিতৃশ্‌না] (বিশেষ্য) বিরাগ; তৃষ্ণাহীনতা; আকাঙ্খা-শূন্যতা; অনিচ্ছা; অরুচি। বিতৃষ্ণ (বিশেষণ) তৃষ্ণাহীন; বীতস্পৃহ; বীতরাগ; উদাসীন; বিষ্কাম; রুচিহীন। {(তৎসম বা সংস্কৃত) বি+তৃষ্ণা; মধ্য.}
Closing this window will clear all results and return you back to the search section