Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word zodiac Bengali definition [জোডিঅ্যাক্] (noun) (১) সব প্রধান গ্রহের পথনির্দেশনামূলক প্রতিদিকে ৮০ প্রশস্ত আকাশের নির্দিষ্ট সৌরবন্ধনীsings of the zodiac এই বন্ধনী কর্তৃক ১২টি সমভাগে বিভক্ত সৌরপথ(২) জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত রাশিচক্রের বিভিন্ন গ্রহের অবস্থানসূচক মানচিত্র
  • English Word zombie Bengali definition [জআমবি] (noun) (অনানুষ্ঠানিক) মেধাহীন ধীরগতিসম্পন্ন ব্যক্তি, যে পরিপার্শ্ব সম্পর্কে অসচেতন ও অবিবেচকের মতো চিন্তাশূন্য কর্মকাণ্ডে যুক্ত হয়: I’d have to be a zombie not to have noticed all that was going on. (২) (বিশেষত আফ্রিকা ও ক্যারিবিয় ধর্মে) ডাকিনিবিদ্যা বা জাদুমন্ত্রের সাহায্যে মৃত ব্যক্তিকে জীবিত করার রীতিবিশেষ
  • English Word zone Bengali definition [জোন্] (noun) (১) বর্ণ ও দৃশ্যত ভিন্নতাসম্পন্ন পরিবেষ্টনী, বন্ধনী বা দাগ; মেখলা; কোমরবন্ধ(২) নিরক্ষবৃত্তের সমান্তরাল কাল্পনিক রেখা যার দ্বারা পৃথিবীর ভূমিতলকে বিভক্ত করা হয়(৩) বিশেষ বৈশিষ্ট্যমূলক কারণে বিভক্ত অঞ্চল: The tropical zone, গ্রীষ্মমণ্ডল; war zone, যুদ্ধাঞ্চল; tobacco zone, যে অঞ্চলে প্রচুর পরিমাণে তামাক উৎপন্ন হয়; electoral zone, নির্বাচন উপলক্ষে বিভক্ত নির্দিষ্ট বিভিন্ন অঞ্চল; Khulna zone, প্রশাসনিক বা অন্য প্রয়োজনভিত্তিক কারণে নির্দিষ্ট খুলনা অঞ্চল; danger zone, বিপন্ন হওয়ার আশঙ্কা আছে এমন নির্দিষ্ট এলাকা বা জায়গা; parking zone, গাড়ি রাখার নির্দিষ্ট এলাকা বা জায়গা; smoking/non-smoking zone, ধূমপানের অনুমতি আছে/নেই এমন এলাকা; crime-free zone, অপরাধমুক্ত এলাকা; smokeless zone, (সাধারণত শহর এলাকায়) যেখানে ধূম্রহীন জ্বালানি ব্যবহার করা হয়। (৪) (America(n)) বিশেষ অঞ্চল যেখানে ডাক ও টেলিফোনের আলাদা হার নির্ধারণ করা হয়(৫) নাট্যাভিনয়ে মঞ্চে থাকা অভিনেতাদের জন্য নির্দিষ্ট স্থান: front zone; middle zone; flexible zone. □ (verb transitive) বিশেষ অঞ্চলে বা এলাকায় চিহ্নিত করা; অঞ্চলে বিভক্ত করা; বলয়াকারে পরিবেষ্টন করা। zoning (noun) [uncountable noun] (নগর পরিকল্পনায়) নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহারের জন্য অঞ্চলবিভাগ-আবাসিক, বাণিজ্যিক, বিপণন। zonal (adjective) আঞ্চলিক, মেখলাতুল্য, বলয়াকার, বিভিন্ন মণ্ডল বা অঞ্চলে বিভক্ত, মণ্ডলসংক্রান্ত বা অঞ্চলসংক্রান্ত।
  • English Word zonked Bengali definition [জঅংকট্] (adjective) (predicative(ly)) (১) ভীষণ/মারাত্মক ক্লান্ত, অবসন্ন, অবসাদগ্রস্ত ইত্যাদি: I feel utterly zonked. (২) ওষুধ ও মদ্যপানের দ্বারা ব্যাপক আসক্ত
  • English Word zoo Bengali definition [জূ] (noun) চিড়িয়াখানা বা পশুপক্ষীশালা; zoological gardens- এর সংক্ষিপ্ত রূপ।
  • English Word zoology Bengali definition [জোওলাজি] (noun) [uncountable noun] প্রাণিবিজ্ঞান; প্রাণিবিদ্যাzoological [জোআলাজিক্‌ল্‌] (adjective) zoological gardens চিড়িয়াখানা। zoologist [জোওলাজিস্‌ট্] (noun) প্রাণিবিজ্ঞানী।
  • English Word zoom Bengali definition [জূম্] (noun) (১) [uncountable noun] বিমানের তীব্র খাড়া উড্ডয়ন বা গুরুগম্ভীর বোঁ বোঁ শব্দ(২) zoom lens (ক্যামেরায়) বিশেষ শক্তিশালী লেন্স। □ (verb intransitive) (১) তীব্রগতি বা খাড়াভাবে বিমানের উড়ে যাওয়া (লাক্ষণিক) (কথ্য): prices are zooming, ভয়ানক দাম বেড়ে যাচ্ছে(২) (জুম লেন্সসহ ক্যামেরার ক্ষেত্রে) zoom in/out ছবি তোলার নির্দিষ্ট বিষয়কে লেন্সের সাহায্যে কাছে/দূরে নিয়ে আসা/যাওয়া। □ (verb transitive) বিমানপোতকে তীব্রগতি ও খাড়াভাবে শূন্যে উড়তে বাধ্য করা; একটানা উচ্চ বোঁ বোঁ শব্দ করা।
  • English Word zoophyte Bengali definition [জোআফাইট্] (noun) উদ্ভিদাকার সামুদ্রিক প্রাণী
  • English Word Zoroastrian Bengali definition [জোরাস্‌ট্রিঅন্‌] (adjective), (noun) জরাথ্রুস্ট প্রবর্তিত ধর্মসংক্রান্ত; জরাথ্রুস্ট প্রবর্তিত ধর্মাবলম্বীZoroastrian (noun) জরাথ্রুস্ট প্রবর্তিত ও জেনদ্-আবেস্তায় বর্ণিত প্রাচীন পারস্যবাসীর অগ্নিউপাসনামূলক ধর্ম।
  • English Word zulu Bengali definition [জূলূ] (noun), (adjective) দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু (সাবেক জুলুল্যান্ড) অঞ্চলের ভাষা বা অধিবাসী, উক্ত অঞ্চল, অধিবাসী বা ভাষাসংক্রান্ত