Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word Y, y Bengali definition [ওআই] (noun) (plural Y’s y’s ওআইজ্‌) ইংরেজি বর্ণমালার পঞ্চবিংশতি বর্ণ; (বীজগণিতে) অজ্ঞাত রাশির দ্বিতীয়টি (X এবং Z- এর সঙ্গে মিলিতভাবে) অনির্দিষ্ট বা সাধারণ ব্যক্তি বোঝাতে: XYZ’s of society.
  • English Word yaba Bengali definition [ইয়াবা] (noun) ইয়াবা; এক ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট বা ওষুধ, যা মূলত মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইনের মিশ্রণ। অধিকাংশ ক্ষেত্রে এটি খাওয়ার বড়ি হিসেবে সেবন করা হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে ধাতব ফয়েলে পুড়িয়ে ধোঁয়া হিসেবেও সেবন করা হয়: Asia is seeing a surge in yaba production. ইয়াবার বিকল্প বানান হচ্ছে Ya Ma, Yaba, Yaa baa, Ya baa or Yah bah.
  • English Word yacht Bengali definition [ইঅট্‌] (noun) (১) হালকা নৌযান যা বিশেষত প্রতিযোগিতার সময় ব্যবহৃত হয়yacht-club এ ধরনের নৌকায় মালিকদের ক্লাব। yachtsman [ইঅট্‌স্মান্‌] (noun) (plural yachtmen) অনুরূপ নৌকাভ্রমণে অনুরক্ত ব্যক্তি। (২) (সাধারণত ব্যক্তি মালিকানাধীন ও মোটরচালিত) ধনীর প্রমোদতরি। □ (verb intransitive) উক্ত নৌকায় ভ্রমণ করা বা বাইচ খেলা। yachting (noun) উক্ত নৌকাচালনা বা চালনার নৈপুণ্য বা বৈশিষ্ট্য।
  • English Word yah Bengali definition [ইয়া] (interjection) বিদ্রূপসূচক ধ্বনিবিশেষ
  • English Word yahoo Bengali definition [ইঅ্যাহু] (noun) পশুসুলভ বোধশক্তি ও মনোবৃত্তিসম্পন্ন মানবাকৃতি প্রাণিবিশেষ: a yahoo attitude, (লাক্ষণিক) পশুবৎ মানুষ, নরপশু (ref. Swift’s Gulliver’s Travels)
  • English Word yak Bengali definition [ইয়্যাক্] (noun) মধ্য শিয়া ও তিব্বতে বন্য অথবা গৃহপালনযোগ্য গরু; চমরি গাই
  • English Word yam Bengali definition [ইয়্যাম্‌] (noun) [countable noun] (১) গ্রীষ্মপ্রধান অঞ্চলে (বিশেষত আফ্রিকায়) প্রাপ্তব্য এক ধরনের ভোজ্য লতানো গাছ(২) চুপড়ি/গাছ আলু
  • English Word yammer Bengali definition [ইঅ্যামঅ্যা(র)] (verb) তীক্ষ্ণকণ্ঠে চিৎকার করা; ঘ্যান ঘ্যান করা; বিলাপ করা: But there’s a time and place to yammer on a little about your own work.
  • English Word yammy Bengali definition [ইয়ামি] (adjective) (সাধারণত খাবার সম্পর্কে শিশুদের প্রয়োগ) অতি সুস্বাদু; অতি মুখরোচক; উপাদেয়: Oh, that big mac was yummy!
  • English Word yank Bengali definition [ইয়্যাংক্] (verb transitive) (কথ্য) ঝাঁকি দিয়ে টান দেওয়া; হঠাৎ টান দেওয়া: yank out a tooth, He yanked the screens in an outrage. (১) (বিশেষত কুকুর) তীক্ষ্ণ ও অবিরত চিৎকার করা। □ (noun) হঠাৎ জোরে টান।
  • English Word Yankee Bengali definition [ইয়্যাংকি] (noun) (১) যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের অধিবাসী(২) (আমেরিকান গৃহযুদ্ধ সম্বন্ধে) উত্তরাঞ্চলীয় রাজ্যসমূহের যেকোনোটির অধিবাসী(৩) (কথ্য) (গ্রেট ব্রিটেন ও ইউরোপে) যুক্তরাষ্ট্রীয় নাগরিক (attributive(ly)): Yankee habits.
  • English Word yap Bengali definition [ইয়াপ্‌] (verb intransitive) (yapped, yapping, yaps) (১) (বিশেষত কুকুর) তীক্ষ্ণ ও অবিরত চিৎকার করা(২) (অশিষ্ট) নির্বোধের মতো চিৎকার করে বকবক করা।  (noun) থেমে থেমে কুকুরের তীক্ষ্ণ ডাক।
  • English Word yard 1 Bengali definition [ইআ:ড্] (noun) (১) (সাধারণত ছাদবিহীন) কোনো বাড়ি, ভবন বা অট্টালিকার পাশে ঘেরা ফাঁকা জায়গা; বাগান বা উঠান; a farm yard; back yard; the school yard; (যুক্তরাষ্ট্রে) কোনো বাড়ির সংলগ্ন বাগান(২) (সাধারণত যৌগশব্দের সঙ্গে) কোনো বিশেষ কাজের জন্য পরিবেষ্টিত স্থান: the factory yard, কারখানার যে অংশে জিনিসপত্র রাখা হয়; the coach yard, বাস স্টেশনের সন্নিহিত যে অংশে গাড়ি মেরামত করা হয় বা মালামাল সংরক্ষিত হয়। দ্রষ্টব্য dock ভুক্তিতে dock yard, ship ভুক্তিতে ship yard এবং vine ভুক্তিতে vine yard. (৩) the Yard নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের কথ্য ও সংক্ষিপ্ত রূপ
  • English Word yard 2 Bengali definition [ইয়া:ড্‌] (noun) (১) (দ্রষ্টব্য পরি. ৫) দৈর্ঘ্যের পরিমাপ, তিন ফুট বা ৩৬ ইঞ্চি: His house is about 200 yards ahead. yard measure (noun) দণ্ড ফিতা প্রভৃতি। yardstick (noun) (লাক্ষণিক) গুণ বা মানের মাপকাঠি। (২) কাঠের লম্বা খুঁটি যা নৌকা বা জলযানের পাল খাটাতে লাগেyard-arm (noun) এরূপ খুঁটির অন্য প্রান্ত। man the yards খুঁটির সন্নিহিত স্থানে কোনো ব্যক্তিকে দাঁড় করানো: stand along yards, সালাম গ্রহণের রীতিতে দাঁড়িয়ে থাকা। (৩) গজকাঠি (অপিচ yardstick; yardwand) by the yard প্রচুর পরিমাণে
  • English Word yarn Bengali definition [ইয়া:ন্] (noun) (১) [uncountable noun] সেলাই বা বোমার জন্য সুতা(২) [countable noun] (কথ্য) গল্প, পরিব্রাজক বা নাবিকের গল্পspin a yarn গল্প বলা বা তৈরি করা: He spun a long yarn about his stay abroad. □ (verb intransitive) গল্প বলা বা করা: He can yarn endless tales.
  • English Word yarrow Bengali definition [ইয়্যারো] (noun) ছোট ছোট গুচ্ছফুলবিশিষ্ট দীর্ঘজীবী ভেষজ লতা
  • English Word yashmak Bengali definition [ইয়্যাশ্‌ম্যাক্] (noun) (কোনো কোনো দেশে) মুসলিম নারীদের পরিধেয় বোরকা
  • English Word yaw Bengali definition [ইআ:] (verb intransitive) (জাহাজ বা বিমানপোত) সঠিক গতিপথ থেকে বিচ্যুত হওয়া; (লাক্ষণিক) স্খলিতভাবে বা সর্পিলগতিতে চলা। □ (noun) গতিপথ বিচ্যুতি; সঠিক গতিধারার পরিবর্তন।
  • English Word yawl Bengali definition [ইওল্] (noun) (নৌচালনবিদ্যা) (১) দুই মাস্তুলওয়ালা পালতোলা নৌকা(২) জাহাজসংলগ্ন চার বা ছয় দাঁড়ওয়ালা নৌকা
  • English Word yawn Bengali definition [ইওন্‌] (verb intransitive) (১) হাই তোলা(২) বিস্তৃতভাবে উন্মুক্ত হওয়া: The rocky mount yawned before our eyes. (৩) হাই তুলতে তুলতে কোনো কিছু বলা। □ (noun) হাই তোলা; জৃম্ভণ।
  • English Word yaws Bengali definition [ইওজ্‌] (noun) (plural) গ্রীষ্মমণ্ডলীয় সংক্রামক চর্মরোগ
  • English Word yea Bengali definition [ইএই] (adverb), (interjection) (প্রাচীন প্রয়োগ) হ্যাঁ; ঠিক; বাস্তবিক। □(noun) সমর্থক ভোট। Yeas and nays হ্যাঁ ভোট ও না-ভোট।
  • English Word yeah Bengali definition [ইআ] (adverb) (অপশব্দ) হ্যাঁ
  • English Word year Bengali definition [ইআ(র্) America(n) ইআর্‌] (noun) (১) সৌরবর্ষ; সূর্যকে একবার আবর্তন করতে পৃথিবীর যে সময় লাগে, ৩৬৫ দিন ৬ ঘণ্টার মতো(২) বৎসর; বছর; ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কাল; বারো মাস; পঞ্জিকাবর্ষ: the calendar year; in the year 20 1 5; this year; coming year; New year’s Eve. year in year out বছরের পর বছর। all (the) year round বছরের সব সময়ে। year of grace, year of our Lord খ্রিষ্টীয় অব্দ: in the year of our Lord 20 1 5. the year dot (কথ্য) অনেকদিন আগে: That happened in the year dot. (৩) যেকোনো দিন থেকে আরম্ভ করে ৩৬৫ দিনের দৈর্ঘ্য: Just a year ago my father died. She is eighteen years of age. I have opened a fixed deposit A/C for three years. year-book (noun) বর্ষপঞ্জি; প্রকাশকাল পর্যন্ত এক বছরের বিবরণী; তথ্যাদি, পরিসংখ্যান ইত্যাদি যে সংকলনগ্রন্থে লিপিবদ্ধ থাকে। year-long (adjective) এক বছরব্যাপী: a year-long programme; astronomical/equinoutical/natural/solar year, সৌরবর্ষ (৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড)। Julian year জুলিয়াস সিজার প্রবর্তিত ‘জুলিয়ান’ পঞ্জিকা অনুযায়ী গণিত বছর। lunar year চান্দ্রবর্ষ (৩৫৪ দিন)। New year নববর্ষ। get on in years বৃদ্ধ হওয়া; বয়স হওয়া। stricken/struck in year বয়োভারে পীড়িত অতি বৃদ্ধ। (৪) কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এক বছর সময়the academic year শিক্ষাবর্ষ; স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের এক বছরব্যাপী নির্দিষ্ট শিক্ষাকাল। the financial/fiscal year অর্থবছর; সরকারিভাবে বছরের যে সময় থেকে পরবর্তী বছরের ওই সময় পর্যন্ত সময়ের জন্য বাজেট ও অর্থসংস্থান করা হয় (বাংলাদেশে ১ জুলাই থেকে ৩০ জুন)। (৫) (plural) বয়স; জীবনের সময়কাল: A girl of twelve years; young for one ’ s years, বয়সের অনুপাতে চেহারায় তরুণ। yearly (adjective), (adverb) বার্ষিক; সাংবার্ষিক।
  • English Word yearling Bengali definition [ইয়া:লিঙ্] (noun) এক থেকে দুই বছর বয়সের মধ্যে প্রাণী; (attributive(ly)): a yearling colt.
  • English Word yearn Bengali definition [ইয়ান্‌] (verb intransitive) আকুল আকাঙ্ক্ষা অনুভব করাyearn (for something/to do something) প্রীতি ও সমবেদনা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠা: He yearned for the love of a mother. He yearned for his homeland. yearning (noun) আকুল আকাঙ্ক্ষা; ব্যাকুল-প্রতীক্ষা। yearningly (adverb)
  • English Word yeast Bengali definition [ঈস্‌ট্] (noun) [uncountable noun] মদ বা রুটি তৈরিতে ব্যবহৃত এককোষী ছত্রাকবিশেষ; ইস্ট
  • English Word yell Bengali definition [ইএল্‌] (verb intransitive), (verb transitive) (১) যন্ত্রণা বা উত্তেজনার কারণে তীব্র অথবা তীক্ষ্ণস্বরে চেঁচিয়ে ওঠা: She yelled in nervousness. They yelled in excitement. (২) yell (something out) তীব্রস্বরে কোনো কিছু বলা: He yelled out in refusal. He yelled curses, তীব্র আর্তনাদ করে শাপশাপান্ত করা। □ (noun) (১) তীব্র গর্জন; চিৎকার; আর্তনাদ: a yell of fright, a yell of halt. (২) স্কাউট দলের মধ্যে ক্রীড়াভঙ্গি বা সংকেতধ্বনির বিশেষ প্রকরণ: Every Scout member gave a yell to the gathering, (যুক্তরাষ্ট্রে) কোনো দলকে বিশেষভাবে উৎসাহিত করতে তীব্র শব্দ করা বা চিৎকার করা: The boys shouted yells of welcome.
  • English Word yellow Bengali definition [ইয়েলো] (adjective), (noun) (১) হরিদ্রাবর্ণ; হলদে; পীতবর্ণyellow fever গ্রীষ্মমণ্ডলীয় সংক্রামক ব্যাধি যার প্রতিক্রিয়ায় গায়ের চামড়া হলুদ হয়ে যায়। yellow-flag হলুদবর্ণ পতাকা যা কোনো জাহাজ বা হাসপাতালের শীর্ষে সংক্রামক রোগীর অবস্থান নির্দেশ করার জন্য ওড়ানো হয়। yellow-back সস্তা উপন্যাস। yellow (h)ammer হলুদবর্ণ পাখিবিশেষ। yellow dog খেঁকিকুকুর; হীনচেতা বা ভীরু ব্যক্তি। yellow journalism ভিত্তিহীন অথচ রোমাঞ্চকর সংবাদ উদ্দেশ্যমূলকভাবে পরিবেশনা। এই সূত্রেই, the yellow press যেসব সংবাদপত্র রোমাঞ্চকর সংবাদ প্রকাশ করে। (২) ভীরু; কাপুরুষোচিতyellow (-bellied) (কথ্য) ভীরুসুলভ; হীনচেতা; মঙ্গোলীয় জাতিভুক্ত মানুষ: He has a veritable yellow disposition. yellow peril মঙ্গোলীয় সম্প্রদায়ের লোকেরা শ্বেতজাতিদের হারিয়ে সারা পৃথিবী দখল করে নিতে পারে, সেজন্য আতঙ্ক; পীতাতঙ্ক। (verb transitive), (verb intransitive) হলুদ হয়ে যাওয়ার কারণ সৃষ্টি করা: The old newspapers have yellowed. That building has yellowed with age. The leaves yellow in winter. yellowish [ইয়েলোইশ্‌] (adjective) yellowy yellowness (noun)
  • English Word yelp Bengali definition [ইয়েল্‌প্] (verb intransitive) (কুকুর) তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করা। □ (noun) তীক্ষ্ণকণ্ঠে চিৎকার।