Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word woo Bengali definition [উঊ] (verb transitive) (past tense, past participle wooed) (১) (প্রাচীন প্রয়োগ) (কোনো মহিলার) পাণিপ্রার্থনা করা; প্রণয় ভিক্ষা করা(২) (খ্যাতি, বিত্ত, সাফল্য, নিদ্রা) লাভের চেষ্টা করা(৩) (ভোটার, ক্রেতা বা ব্যবসায়ীদের) সমর্থন পেতে চেষ্টা করাwooer (noun) যে ব্যক্তি উল্লিখিত বম্ভসমূহ লাভের চেষ্টা করে।
  • English Word wood Bengali definition [উউড্‌] (noun) (১) [uncountable noun] (শুধু প্রকার, ধরন, জাত বোঝাতে 'indefinite article' সহযোগে ও 'plural' -রূপে ব্যবহৃত হয়) কাঠ: Chairs are usually made of wood. Teak is a hard (kind of) wood. Put some more wood on the fire. He was chopping wood for the fire. (২) [countable noun] (প্রায়ই plural) বনভূমি, বন: a wood of pine (wood-trees). We went for a walk in the wood (s). out of the wood ঝামেলামুক্ত; সংকটমুক্ত। be unable to see the wood for the trees (লাক্ষণিক) খুঁটিনাটি বিষয়ের আতিশয্যে পুরো বিষয়টির স্পষ্ট চিত্র দেখতে বা অনুধাবন করতে না-পারা। (৩) in/from the wood পিপাতে/পিপা থেকে: wine in the wood; drawn from the wood. (৪) (১- এর ঘর থেকে নেওয়া) যৌগশব্দ: wood alcohol (noun) [uncountable noun] কাঠ থেকে চোলাই-করা এক জাতীয় সুরা; জ্বালানি ও দ্রাবক হিসেবে এই সুরা ব্যবহৃত হয় (বিকল্প নাম methyl alcohol)। wood-block (noun) ছাপ দেওয়ার জন্য কাঠের তৈরি ছাঁচ বা ব্লক। woodcut (noun) নকশা, চিত্র ইত্যাদি খোদাই-করা কাঠ থেকে গৃহীত ছাপ, কাঠ-খোদাই। woodlouse (noun) ঘুণ বা ঐ জাতীয় পোকা। woodpecker (noun) কাঠঠোকরা। woodpile (noun) বিশেষত জ্বালানি কাঠের গাদা। wood-shed (noun) (বিশেষত) জ্বালানি কাঠের গুদাম। wood-pulp (noun) [uncountable noun] কাগজ তৈরির জন্য কাঠের মণ্ড। woodwind (noun) কাঠের বাঁশি। woodwork (noun) [uncountable noun] (ক) কাঠের তৈরি জিনিস, বিশেষত অট্টালিকার (দরজা, সিঁড়ি প্রভৃতির মতো) কাষ্ঠনির্মিত অংশসমূহ। (খ) কাঠ থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরির শিল্প, কাঠের কাজ; ছুতারের কাজ; ছুতারগিরি। woodworm (noun) (ক) কাঠ ক্ষয়কারী পোকা; ঘুণ। (খ) [uncountable noun] ঘুণজনিত কাঠের ক্ষয়। (৫) (২- এর ঘর থেকে নেওয়া) যৌগশব্দ। woodbine (noun) সুগন্ধি পুষ্পযুক্ত বুনো লতাগাছবিশেষ। woodcock (noun) (plural অপরিবর্তিত) লম্বা ঠোঁট, খাটো পা ও লেজবিশিষ্ট বাদামি রঙের কতিপয় বুনো শিকারের পাখি, এর মাংস খাদ্য হিসেবে সমাদৃত। woodcraft (noun) [uncountable noun] বন ও বনে শিকার সম্বন্ধে অভিজ্ঞতা ও জ্ঞান। woodcutter (noun) কাঠুরে। woodland [উউড্‌লান্‌ড্] (noun) [uncountable noun] বৃক্ষ দ্বারা আচ্ছাদিত ভূমি; বনভূমি; বন; অরণ্য: (attributive(ly)) woodland scenery. woodman [উউড্‌মান্‌] (noun) বন ও বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত অফিসার; বন্য-কর্মচারী; কাঠুরে। woodsman [উউড্‌জ্‌মান্‌] (America(n)= woodman. wooded (adjective) বৃক্ষ দ্বারা আচ্ছাদিত; গাছে ঢাকা: wooded country. wooden [উউড্‌ন্‌] (adjective) (১) (attributive(ly)) কাঠের তেরি: a wooden leg; a wooden-head, দ্রষ্টব্য blockhead. এর থেকে, wooden-headed (adjective) বোকা; নির্বোধ। (২) অনড়; আনাড়ি; জবুথবু; কাষ্ঠবৎ; নিষ্প্রাণ: wood manner. woody (adjective) (১) গাছে ঢাকা: woody country. (২) কাঠের বা কাঠের মতো: the woody stems of a plant.
  • English Word wooer Bengali definition [ঊআ(র্‌)] (noun) দ্রষ্টব্য woo.
  • English Word woof Bengali definition [ঊফ্] (noun)= weft.
  • English Word woofer Bengali definition [ঊফা(র্‌)] (noun) মৃদুধ্বনি প্রক্ষেপণের যন্ত্রবিশেষ
  • English Word wool Bengali definition [ঊল্‌] (noun) [uncountable noun] (১) পশম; পশমি সুতা; কাপড় বা পোশাক: Sweater of wool; imports of wool; traders in wool; quality wool; Knitting wool. dyed in the wool বোনা বা পাকানোর আগেই রঞ্জিত; (লাক্ষণিক) পুরোদস্তুর সম্পূর্ণ: a dyed-in-the wool fundamentalist, যে ব্যক্তি মৌলবাদের প্রতি অন্ধভাবে অনুরক্ত। much cry and little wool কাজ অপেক্ষা কথার বাহুল্য; কথার বেলায় ভূরি ভূরি কাজের বেলায় ঠনঠন; তুচ্ছ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ। pull the wool over, somebody’s eyes কাউকে ঠকানো বা প্রতারণা করা। wool bearing (adjective) পশমোৎপাদী; পশমবহুন: a wool bearing sheep. wool-card; woolcomb (noun(s) সুতা কাটার উপযোগী করার জন্য পশম আঁচড়ানোর চিরুনিবিশেষ। wool-gathering আনমনা; আনমনা ভাব। wool-grower পশম উৎপাদনকারী মেষপালক (এই সূত্রেই… wool-growing). woolled (adjective) পশমোৎপাদী; পশমধারী: a woolled goat, পশমি। the wool sack উল দিয়ে ঠাসা যে চেয়ারে লর্ড চ্যান্সেলর হাউস অব লর্ডের সভাগৃহে উপবেশন করেন: reach the wool sack, লর্ড চ্যান্সেলরের পদগ্রহণ করা। (২) উলের মতো দেখতে বা অনুরূপ তন্তুনির্মিত বস্তু: cotton wool, কাঁচা তুলা (America(n)= cotton-bathing). (৩) ( কোনো ব্যক্তির) ঘন কোঁকড়া চুলlose one’s wool (কথ্য) রেগে ওঠা। woollen (America(n)= woolen) [ঊলান্‌] (attributively adjective) পশমের তৈরি: woollen jacket/blanket; পশম দ্বারা তৈরি কাপড় সম্বন্ধে: woollen manufactures/suppliers. woollens (America(n)= woolens) (noun), (plural) woolly (America(n) wooly) [ঊলি্] (adjective) (woolier, wooliest) (ক) পশম, দ্বারা আবৃত; পশমের তৈরি; পশমের মতো দেখতে: woolly hair; woolly texture. (খ) (মন, ধারণা বা যুক্তি) (লাক্ষণিক) বিভ্রান্ত; অস্পষ্ট; প্রখর যুক্তিসম্পন্ন নয়। woolliness, woolly-haired, woolly headed (noun(s) পশমের মতো কুঞ্চিত বা রুক্ষ কেশবিশিষ্ট। woolsey [ঊল্‌জি] (noun) পশম ও সুতা মিশিয়ে তৈরি কাপড়। woolstapler পশম ব্যবসায়ী (অপিচ woollen draper পশমের পোশাক বিক্রেতা এবং সেই সূত্রেই, woollen drapery পশমি পোশাক বিক্রির দোকান)I woolwork পশম দিয়ে বিচিত্র ও সূক্ষ্ম সূচিকর্ম। go for wool and come home বিজয়লাভের উদ্দেশ্যে বের হয়ে অবশেষে পরাস্ত বা ব্যর্থ হয়ে ফিরে আসা। woollen garments পশমের পোশাক।
  • English Word word Bengali definition [ওয়াড্‌] (noun) (১) [countable noun] শব্দ, ধ্বনি বা ধ্বনিসমষ্টি বা যেকোনো ভাষার ব্যাকরণ বা শব্দভাণ্ডারে প্রকাশের একক দ্যোতক বলে স্বীকৃত: Write an essay within 5000 words. Pick up the new words in this lesson. Words are not enough, you have to show your courage in a different way. Words fail to express my emotions. Translate the piece word by. a play on/upon words শব্দ বা কথার কারিগরি, শব্দের এমন কৌশলী ব্যবহার যার দ্বারা একাধিক অর্থ বোঝানো যায়। be not the word for it ভাবপ্রকাশের জন্য যে শব্দ প্রয়োগ পুরো জুতসই নয়। not get a word in edgeways. দ্রষ্টব্য . edgeways. Word for word কোনো রকম রূপান্তর, পরিবর্তন বা বর্জন না-করে কোনো বিষয় লিখন বা কথার বর্ণনা: Tell me what he said word for word. আক্ষরিক অনুবাদ বোঝাতে। The play has been translated word for word, in alone word সংক্ষিপ্তভাবে; সারসংক্ষেপে। by word of mouth উচ্চারিত শব্দে, লিখিতভাবে নয়। (২) [countable noun] উক্ত বা উচ্চারিত শব্দ বিষয়ে মন্তব্য, বক্তব্য, বিবৃতি: Do not take his words to be true. Every word of his speech was so remarkable. I didn’t believe a word of it. My words may sound so harsh. Give him some consolatory words, সান্ত্বনা দান করা। eat one’s words নিজের পূর্বোক্ত ভুল স্বীকার করা; এ ধরনের দোষ স্বীকার করে পূর্বে কৃত উক্তি প্রত্যাহার করে নেওয়া; ক্ষমা প্রার্থনা করা। have a word with somebody কারো সঙ্গে কথা বলা। have words (with somebody) ঝগড়া করা: That evening I had words with him. have the last word কোনো বক্তৃতায় বা বিতর্কে চূড়ান্ত মন্তব্য করা (সাধারণত এমন মন্তব্য বোঝায় যা খণ্ডনযোগ্য নয়)। put in/say a good word ( for somebody) কারো পক্ষ হয়ে বা সপক্ষে কোনোকিছু বলা; কারো বক্তব্য সমর্থন করা। suit the action to the word যা বলা হয়েছে তৎক্ষণাৎ তা কাজে পরিণত করা; হুমকি প্রদর্শন করা। take somebody at his word কারো উক্তিকে পূর্ণত সত্য বলে গ্রহণ করা। big word s অহংকার। on/with the words কোনো কথা বলার সঙ্গে সঙ্গেই। a word in/out of season এমন উপদেশ বা পরামর্শ যা গ্রহণযোগ্য ও সময়োপযোগী/নয়। the last word on (a subject) এমন বক্তব্য যার মধ্যে সর্বশেষ বা সাম্প্রতিকতম অভিমত বা তথ্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে: The last word can never be said on the meaning of existence, যে চূড়ান্ত বা শেষ কথা বলা যাবে না। the last word (in something) সর্বোচ্চ; সর্বোত্তম: Flying Concorde is the last word in speed and convenience. (৩) (singular article বাদে) সংবাদ; তথ্য: If you know anything more leave word for me on the desk. (৪) (কেবল singular) প্রতিশ্রুতি; নিশ্চয়তা: Do you give me your word? be as good as one’s word প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা: I am sure he will be as good as his word. give somebody one’s word (that...) প্রতিশ্রুতি রক্ষা করা। keep/break one’s word প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ করা/না-করতে পারা। take somebody’s word for it কারো কথা সম্পূর্ণত সত্য বলে গ্রহণ করা: Can I take your word for this matter? take somebody at his word কারো উচ্চারিত কথা পূর্ণত বিশ্বাস করা যে সে প্রতিশ্রুতি রক্ষা করবেই। upon my word (ক) আপন সম্মানের দোহাই দিয়ে প্রতিশ্রুতি। (খ) বিস্ময়সূচক অনুভূতি বোঝাতে ব্যবহৃত। (৫) (কেবল singular) আদেশ, নির্দেশ, উক্তির মাধ্যমে প্রদত্ত সংকেত: The Principal gave the word to hoist the national flag. (৬) (খ্রিষ্টধর্মে) the Word of God; God’s Word (ক) ধর্মীয় বাণী, প্রধানত সুসমাচার। (খ) যিশুখ্রিস্টের উপাধি। (গ) বাইবেল। (৭) (সংযোজক) / word book (noun) শব্দভাণ্ডার; বিভিন্ন বিষয়ের শব্দ তালিকাগ্রন্থ (অর্থসহ) word-division (noun) কোনো শব্দের উচ্চারণবিভক্তিword-building (noun) অক্ষর দ্বারা শব্দগঠন। wordless(adjective) অকথিত, নীরব। word-painter (noun) যে ব্যক্তি শব্দ দ্বারা চিত্রানুরূপ বিবরণ দিতে পারেন বা শব্দের মাধ্যমে চিত্রের সৌন্দর্য আঁকতে পারেন বা (সেই সূত্রে wordpainting)। word-perfect (adjective) কাব্য বা নাটকের অংশ নির্ভুল মুখস্থ বলতে পারেন এমন। word-picture (noun) শব্দের মাধ্যমে প্রাঞ্জল বর্ণনা। word processor (noun) টাইপরাইটার যন্ত্রের অক্ষরবোর্ডসহ এমন এক পদ্ধতি যা টাইপকৃত শব্দ, ছক রেকর্ড করে রাখে এবং সংশোধন ও মুদ্রণের জন্য তা পরদায় প্রদর্শন করে (সেই সূত্রেই word processing)। word-splitting (noun) [uncountable noun] কুতর্ক, কুতর্কপরায়ণতা, শব্দার্থের সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্য নির্ণয়। by word of mouth মৌখিক; বাচনিক; অলিখিত। a good word সুপারিশসূচক কথা বা উক্তি। of a few/many words মিতভাষী; বাচাল; বহুভাষী। send word সংবাদ পাঠানো। wording (noun) কথন; উচ্চারণ; শব্দে বা ভাষায় প্রকাশ: A different wording might make the meaning clearer. worded (adjective) (সাধারণত word নির্দিষ্টসংখ্যক) শব্দে প্রকাশিত বা লিখিত hundred-worded অথবা অন্য একটি adjective বা adverb-এর suffix হিসেবেও ব্যবহৃত হয়: A strong worded reply. wordy (adjective) অনেক শব্দে বা কথায় প্রকাশিত (সাধারণত বাহুল্য বোঝাতে): Oh! the speech was so wordy! □ (verb transitive) শব্দে প্রকাশ করা: a nice worded reception. The application should be worded properly. wordily [ওয়াড্‌ইলি] (adverb) wordiness (noun)
  • English Word Wordsworthian Bengali definition [ওয়র্ড্‌স্ওয়ারথিআন্] (adjective) ঊনবিংশ শতাব্দীর ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধীয়; উক্ত কবির অনুসারী; উক্ত কবির কাব্যের স্বতন্ত্র বৈশিষ্ট্য বিষয়ে
  • English Word wore Bengali definition [ও(র্‌)] wear 2 –এর past participle
  • English Word work Bengali definition [ওয়াক্‌] (noun) (১) [uncountable noun] কোনোকিছু করা বা প্রস্তুত করতে শারীরিক বা মানসিক শক্তির প্রয়োগ; (খেলাধুলা বা বিনোদনের বিপরীত অর্থে); বাষ্প বা বৈদ্যুতিক গতিকে শক্তি হিসেবে ব্যবহার: The enterprise demands hard work. The work was due to be completed in a fortnight. This is the work of the insects. I am not accustomed to this kind of work. All work and no play makes Jack a dull boy What is your next work? make hard work of something প্রকৃতপক্ষে যতটা কঠিন তার অপেক্ষা অধিক বলে উপস্থাপন করা। make short work of something কোনো কাজ দ্রুত সম্পাদন করা। set/get to work (on something/to do something) শুরু করা; সূচনা করা। set/go about one’s work কাজ আরম্ভ করে দেওয়া: Get ready to set about your work immediately. at work (on something) (সাধারণত অসম্পূর্ণ কাজের ক্ষেত্রে) ব্যস্ত বা নিয়োজিত হওয়া। all in the day’s work স্বাভাবিক, নিয়মমাফিক বা প্রত্যাশিত (কোনো বিষয় বা কাজ বোঝাতে)। (২) [uncountable noun] চাকরি; কোনো ব্যক্তি জীবন নির্বাহ করতে যে কাজ বা দায়িত্বে থাকে: Where do you work? I have to go to work in the early morning. at work কারো কর্মস্থল: I am at work from 9 to 5. in/out of work কোনো কর্মে নিয়োজিত আছে অথবা বেকার অবস্থায়: Shahid was out of work last winter. (এই সূত্রেই attributively adjective, out-of-work). (৩) [uncountable noun] এমন কাজ যা পেশা বা বৃত্তির সঙ্গে সংযুক্ত নয় এবং যার সঙ্গে কোনো বেতন বা অর্থের প্রাপ্তিযোগ নেই: I have always plenty of work to do for my friends and for XYZs. (৪) [uncountable noun] কাজের জন্য প্রয়োজনীয় বিষয় বা বস্তু: He brought his work (কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি)। work-bag/-basket/-box (noun(s)) এ ধরনের প্রয়োজনীয় জিনিস রাখার আধার। (৫) [uncountable noun] কীর্তি, কৃতিত্ব, কৃতকর্ম, কাজের মাধ্যমে যা নির্মিত হয়েছে: This is an outstanding piece of art work. This museum has a good collection of works. The work of the ancient sculptors still move us. We can buy some work by the rural people in the next store. (৬) stone work; wood work, [countable noun] মেধা ও কল্পনাপ্রসূত কাজ; শিল্পকর্ম: The works of Rabindranath; the works of Picasso; works of art; a new work by Quamrul Hassan; a new work by Sonata group (সংগীত ও সুর সৃজনে)। (৭) (plural) কোনো যন্ত্রের চলমান যন্ত্রাংশ: The work of ball-bearings in a wheel. (৮) (plural) যে স্থানে শিল্প উৎপাদনের সঙ্গে যুক্ত বিভিন্ন যন্ত্র তৈরি হয়: an iron works; a steel works; brick works; tool works. works council/committee শ্রমিক কর্মকর্তা ও পরিচালকবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটি, যে কমিটি পরিচালনা ও শ্রম সম্পর্ক বিষয়ে তত্ত্বাবধান করে। (৯) public works সরকারি বিভিন্ন দফতর কর্তৃক সড়ক নির্মান, বৈদ্যুতিক ব্যবস্থা সম্প্রসারণ, পানি সরবরাহের ব্যবস্থা ইত্যাদিthe Ministry of works পূর্ত মন্ত্রণালয়। (১০) (plural) প্রতিরক্ষামূলক নির্মাণকাজ, শক্ত ও দীর্ঘস্থায়ী নির্মাণকাজ: These works will stand the test of time. (১১) (যৌগশব্দ) workbench (noun) যে টেবিলের উপর কোনো যন্ত্রকৌশলী তার কাজ করেনworkbook (noun) যে পুস্তকে পঠিতব্য বিষয়ে প্রশ্নোত্তর বা অনুশীলনী সংগ্রথিত থাকে। workday (noun) কাজের দিন (ছুটির দিন নয়)। workforce (noun) কোনো কারখানায় বা প্রতিষ্ঠানে কর্মরত মোট শ্রমিক বা কর্মচারীর সংখ্যা। work house (noun) (ক) (গ্রেট ব্রিটেনে ইতিহাস) গৃহহীন ব্যক্তিদের জন্য সরকারি প্রতিষ্ঠান। (খ) (যুক্তরাষ্ট্রে) লঘু অপরাধে অপরাধীদের যে স্থানে সশ্রম কারাবন্দি করে রাখা হয়। workman [ওয়াক্‌মান্] (noun) (plural men) (ক) যে ব্যক্তি কায়িক পরিশ্রম করে অথবা কোনো যন্ত্রের সাহায্যে কাজ করে। (খ) যে ব্যক্তি কোনো বিশেষ কাজে পারদর্শী: a skilled worman; a dependable worman. workman-like (adjective) দক্ষকর্মীর বৈশিষ্ট্যগত। workmanship [ওয়াক্‌মান্‌শিপ্‌] (noun) [uncountable noun] কোনো কৃতকর্মে দৃষ্ট দক্ষতার মান: Their cutleries bear marks of good workmanship; excellent workmanship. workroom (noun) যে ঘরে কাজ করা হয়। workshop (noun) (ক) যে কক্ষ বা ভবনে বিভিন্ন বস্তু (বিশেষত যন্ত্র প্রভৃতি) প্রস্তুত বা মেরামত করা হয়। Science workshop; machine-tool workshop কর্মশিবির; কোনো বিষয়ে বিশেষায়িত আলোচনা মতামত বিনিময়, প্রত্যক্ষ পরীক্ষা-নিরীক্ষা প্রভৃতির জন্য বিশেষ পেশার বা বৃত্তির ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ বা অভিজ্ঞতার পর্যালোচনা। work-shy (adjective) অলস; কর্মবিমুখ। home work (ক) বাড়িতে করার জন্য যে পাঠ নির্দিষ্ট করা হয়। (খ) কোনো বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করার জন্য পূর্বপ্রস্তুতি। work-study (noun) (plural studies) কীভাবে কোনো কাজ মিতব্যয়িতার সঙ্গে ও দক্ষভাবে এবং সুপরিকল্পিতভাবে সাধন করা যায় সে বিষয়ে বিবেচনা ও অনুশীলন। worktable (noun) কাজ করার টেবিল (বিশেষত শিল্পী ও পরিকল্পনা অঙ্কনবিদদের জন্য); সেলাই করার বিভিন্ন বস্তু ধারণের ড্রয়ারসহ টেবিল। workaday [ওয়াকাডেই] (adjective) নীরস, গদ্যময়; ক্লান্তিকর: This work a day life of ours.
  • English Word work 2 Bengali definition [ওয়াক্] (verb intransitive), (verb transitive)(past tense, past participle worked or wrought [রোট্]) (wrought শব্দের প্রয়োগের জন্য দ্রষ্টব্য' wrought ) (১) কাজ করা; শারীরিক বা মানসিক কাজ বা শ্রমে লিপ্ত থাকা: Where do you work? He has been working here for the last ten years, Do not work more than what your health permits. I do not like to work in this factory. I have to work to earn a living, বেঁচে থাকার জন্য কাজ করতে হবে: I am not working now, কোথাও কর্মরত নেই, বেকার অবস্থা বা অবসর জীবনযাপনরত; Patriotic politicians have always worked for the economic stability of the country, মনোযোগ দান করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন; He is working on the social discrimination in professional services, নির্দিষ্ট বিষয়ে অনুসন্ধান ও তথ্যসংগ্রহ করেছেন; He is working on his new book, নতুন গ্রন্থ রচনার কাজ চালিয়ে যাচ্ছেন; He works in calligraphy, বিশেষ বিষয়ে পারদর্শী;He works in water-colour, বিশেষ ধরনের অঙ্কনরীতি ও উপাদানের প্রতি আগ্রহী; He has always worked against rightist moves in the party, কোনোকিছুর বিরুদ্ধাচরণ করা। work to rule দ্রষ্টব্য rule (১). work-in (noun) বিশেষ পরিস্থিতিতে যখন ঘোষিত বরখাস্ত বা কারখানা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতেও শ্রমিকরা কাজ চালিয়ে যান। (২) (কোনো যন্ত্র, যন্ত্রাংশ, শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ, পরিকল্পনা, রীতিনীতি, পদ্ধতি, সামাজিক বিধি) নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করা; প্রার্থিত ফল লাভ করা; চলমান থাকা; সক্রিয় থাকা: The set programme is working smoothly. Are you happy with the working of the type-writer? The telephone is not working, The regulator works quite satisfactorily The machine is now in good working conditions. My brain is too tired to work on this issue just now. Will the new measures work in Chittagong Hill Tracts? The new drug has worked on the patient. (৩) কাজ করানো; কোনোকিছু চালিত করা: He works his servant from dawn to dusk. Do not work yourself to aliment, শরীরের উপর অতিরিক্ত খাটুনি আরোপ করা; This machine is worked by electricity, বিদ্যুৎ দ্বারা চালিত। (৪) কোনোকিছু সাধন বা লাভ করার উদ্দেশ্যে প্রচেষ্টা চালানো: He is working for an honourable settlement. His advice worked wonders on the boy. work one’s passage কাজ করে লাভ আদায় করা: He worked his passage from Dhaka to Chittagong, জাহাজে কাজ করে যাত্রার সুযোগ পাওয়া। work one’s way (through college etc) পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ছাত্রাবস্থায় কাজ করে অর্থ সংগ্রহ করা: He had been working his way by assistantship. work one’s will (on somebody) অন্য কেউ তাকে দিয়ে যা করাতে চায় তা করানো। work it (অপশব্দ) কোনোকিছু করিয়ে নেওয়া (চাপ দিয়ে, ষড়যন্ত্র করে, প্রভাব খাটিয়ে অথবা হুমকি দিয়ে)। (৫) ক্রিয়াশীল থাকা; নিয়ন্ত্রণ করা; পরিচালনার দায়িত্বে নিয়োজিত হওয়া: It does not always work. His influence works at various levels. This representative works in North Bengal, বিশেষ অঞ্চলে পরিক্রমণ করে ব্যবসার কাজ চালানো। (৬) কোনোকিছুর বিচ্যুতির কারণ ঘটা বা ঘটানো; ভিন্নতর বা অযাচিত পরিস্থিতির সৃষ্টি করা; Your foot has worked out of your shoes. The rain has worked through the roof. Can you work this screw in the right position? The relief-workers worked their way ahead. The bacteria worked out on her face. The professional movement worked round towards a social upheaval. (৭) চাপ দিয়ে পেষণ করে অথবা হাতুড়ির মতো কিছু দিয়ে পিটিয়ে বিশেষ আকার দান করা; workclay, পানির সাহায্যে তাল পাকানো; work dough, ময়দা মাথা বা খামির তৈরি করা (wrought iron এর জন্যই দ্রষ্টব্য wrought)I৮ গাঁজিয়ে তোলা; বিক্ষুব্ধ অবস্থায় প্রকাশ ঘটানো: The yeast has begun to work, গাঁজিয়ে উঠে জমতে শুরু করেছে; The angry mob gradually started to work, বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে। (৯) সূচিকর্মের সাহায্যে কোনো নকশা করা; বুনন করা; বিশেষ ধরনের শৈল্পিক কাজ করা: work a design on the sari/a wooden texture; work design on the floor, আলপনা দেওয়া। (১০) (adverbial particle ও preposition(al) সহযোগে বিশেষ প্রয়োগ) work away (at something) কাজ অব্যাহত রাখা: He has been working away in his room since morning. work in; into something ভেদ করা; পথ বের করে নেওয়া: The smoke has worked in every corner of the building. work something in/into কোনোকিছু অন্তর্ভুক্ত করা; সংযুক্ত করা: You should work in some more historic references in your essay work something off অব্যাহতি পাওয়া; কোনোকিছু গর্জন করা: Try to work off the exaggeration contained in the story. Can you work off your unnecessary worries? work on/upon somebody/something উত্তেজনা সৃষ্টি করা; প্রভাব বিস্তার করা: I think that the new move in international relations will work upon international trade. The plight of the flood-stricken people worked so deeply on our feelings. work out (ক) কোনো সমাধান বের করা: work out the sum. (খ) কোনোকিছু শেষ হওয়া; সমাপন হওয়া: Nobody knows how the situation will work out? Everything worked out as one expected. How much does it work out at? মোট অঙ্কের পরিমাণ কত? (গ) উপরের ৬ সংখ্যক অংশ দ্রষ্টব্য। (ঘ) (কোনো প্রতিযোগিতার জন্য) অনুশীলন বা প্রশিক্ষণ দান করা বা গ্রহণ করা: The athelete works out two hours every morning এই সূত্রেই, workout (noun) অনুশীলন বা প্রশিক্ষণের সময় ও প্রকরণ। work something out (ক) গণনা করা; হিসাব করা: Everybody please work out your individual expenses. (খ) ফলাফল বের করা: Some of the problems are so difficult to work out. (গ) পরিকল্পনা করা; সবিস্তারে উপস্থাপন করা; নতুন কিছু বের করা: a nicely worked out plan. The economists have worked out a new tax structure. The nuclear physicists are working out new theories. You should work out a popular position in the office, নিজের উদ্দেশ্যে একটি জনপ্রিয় অবস্থান তৈরি করার জন্য সচেষ্ট হওয়া। (ঘ) সমাধান করা: He is working out some pre-Christian archaeological findings. (ঙ) (সাধারণত passive) ব্যবহার করা বা আহরণের মাধ্যমে নিঃশেষ করে ফেলা: Another coalmine has been declared worked out. work up to something ক্রমান্বয়ে উঁচুস্তরে বা পরদায় নিয়ে আসা বা পৌঁছানো: The orchestra was working up to a crescendo. work something up (ক) ধীরে ধীরে কোনোকিছু করা; সন্তোষজনক বা প্রত্যাশিত অবস্থা সৃষ্টি করা: He has worked up a big department store now, but he only started with a tiny shop. (খ) উত্তেজনা তৈরি করা; জাগিয়ে তোলা: The chief speaker worked up the mob with angry feelings. work somebody/oneself up (into) উত্তেজনার প্রবল স্তরে তাড়িত করা: He worked himself up into a violent rage. The police firing finally worked the mob into a frenzy. work upon somebody/something দ্রষ্টব্য উপরে উল্লিখিত work upon somebody/something.
  • English Word workable Bengali definition [ওয়াকাব্‌ল্] (adjective) যা করা সম্ভবপর; যা কাজে প্রযোজ্য হতে পারে; কার্যকর; কাজের জন্য উপযুক্ত: The machine is no longer workable, কার্যকর নয়; I think this quite a workable plan. This factory has no workable conditions, কাজ করার প্রতিকূল; This goldmine may remain workable till December this year, সঞ্চিত বস্তু নিঃশেষ হয়ে যাবে।
  • English Word worker Bengali definition [ওয়াকা(র্‌)] (noun) কর্মী; শ্রমিক; শ্রমজীবী; কর্মচারী: factory workers; transport workers; party workers; workers’ union, শ্রমিক ইউনিয়ন বা সংঘ; worker bees, কর্মী মৌমাছি (পুরুষ মৌমাছির সঙ্গে প্রভেদ বোঝাতে)।
  • English Word working Bengali definition [ওয়াকিঙ্] (noun) (১) ক্রিয়া; কার্য; যে পদ্ধতিতে কোনো কাজ সম্পন্ন হয়: the working of cardiovascular system; the workings of heart (হৃদয়ের ভাবপ্রবণতা বোঝাতে) Is the type-writer in working condition, টাইপরাইটারটি কার্যকর বা ভালো অবস্থায় আছে কি না। এই সূত্রেই, working order সঠিক কাজের উপযুক্ত অবস্থা; বিনা অসুবিধায় কাজ করে এমন অবস্থা: A car on sale in perfect working order. New I have fixed up the photocopier in working order. (২) (attributive(ly)) বিভিন্ন আনুষঙ্গিক অর্থদ্যোতক: working clothes, যে কাপড় কেবল কাজের সময়ে পরিধেয় (গ্যারাজ বা কারখানায়) ; a working formula, যে রীতি বা পদ্ধতি গৃহীত হলে সম্ভাব্য বিপত্তি এড়ানো যেতে পারে; সুষ্ঠুভাবে কাজ করা সম্ভবপর হবে: The committee has a working majority, এমন সংখ্যক সদস্যের সমর্থন আছে যা দিয়ে সমিতি কার্যকর রাখা যায়। working capital কোনো ব্যবসা চালু রাখার জন্য যে মূলধন বা অর্থ প্রয়োজন। working class শ্রমিকশ্রেণি; শ্রমজীবীশ্রেণি। workingman/woman শ্রমীজীবী পুরুষ বা নারী। working breakfast/lunch/dinner কাজের সুবিধার্থে গৃহীত হালকা খাবার: Arrange working lunch during the seminar.working day (ক) কাজের দিন (ছুটির দিন নয় বোঝাতে)। (খ) প্রত্যহ যে কয়ঘণ্টা কাজের জন্য নির্দিষ্ট। (এই সূত্রেই, working hours): a workingday of eight hours. working hypothesis যে অনুমান প্রকল্প কোনো তত্ত্ব প্রতিষ্ঠার জন্য রচনা করা হয়। working knowledge প্রয়োজনমাফিক কার্যকর জ্ঞান বা তথ্য। working relationship একত্রে কোনো কাজ করার মতো দ্বিপাক্ষিক/বহুপাক্ষিক সম্পর্ক (সাধারণত পূর্ব বিবাদ মিটে গেছে এমন অবস্থা বোঝাতে)। working-out (ক) ফলাফল হিসাব; বিস্তারিত বিবরণ: The working-out of our proposed plan should made public.(খ) বাস্তবায়ন: Secondly, the working out of the scheme should be carefully supervised. workingparty (প্রধানত) উৎপাদন বৃদ্ধি বা গুণগতমান সুনিশ্চিত করার জন্য বা শিল্প পরিচালনায় উন্নতিবিধানের জন্য গঠিত ও নিযুক্ত বিশেষ কমিটি; কোনো বিশেষ সমস্যা বা প্রশ্ন পর্যালোচনার জন্য সরকার কর্তৃক নিযুক্ত বিশেষ কমিটি। □ (participial adjective) কর্মরত; শ্রমরত; কর্মক্ষমতা: a hard working man. He comes of a working class background, শ্রমজীবীর শ্রেণির/শ্রেণিলগ্ন পটভূমি।
  • English Word world Bengali definition [ওয়াল্‌ড্‌] (noun) (১) পৃথিবী; জঘন্য; বিশ্ব; ভুবন; ভূমণ্ডল; দুনিয়া; সমগ্র পৃথিবীর দেশসমূহ ও অধিবাসীবৃন্দ: the old World, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা; the new World, আমেরিকা; the Roman World, প্রাচীন রোমানরা পৃথিবীর যতটুকু অংশে জ্ঞাত ছিলেন: the English Speaking World, পৃথিবীর যে সব অংশ ইংরেজি ভাষা প্রচলিত; গ্রেট ব্রিটেন ও ব্রিটিশ উপনিবেশসমূহ; Around the World, সমগ্র পৃথিবীজুড়ে; to the worlds’end, জ্ঞাত জগতের সর্বশেষ প্রান্ত পর্যন্ত; The whole world/all the world knows, সর্বত্রই জ্ঞাত; সর্বজনবিদিত। (২) [countable noun] আমাদের পৃথিবীর সঙ্গে তুলনীয় অন্য কোনো সৌরজাগতিক গ্রহ: We are not sure whether there are worlds other than ours. make a noise in the world ব্যাপকভাবে আলোচিত; সুখ্যাতি অর্জন করা। a citizen of the world বিশ্বনাগরিক, যিনি বিবিধ আঞ্চলিক ও জাতীয়তাবাদী সংকীর্ণতার ঊর্ধ্বে এবং মুখ্যত মানবপ্রেমিক: It’s a small world! অপ্রত্যাশিতভাবে কারো সঙ্গে হঠাৎ দেখা হলে বিস্ময়সূচক সংলাপ-; the world is becoming smaller, ছোট হয়ে আসছে পৃথিবী- দ্রুত, নিরাপদ ও সহজলভ্য যোগাযোগের পরিপ্রেক্ষিতে দেশদেশান্তরের কার্যত দূরত্ব হ্রাস বোঝাতে। (৩) (attributive(ly)) পৃথিবী ব্যেপে; জগৎজুড়ে: a world language, জগদ্ভাষা; যে ভাষা পৃথিবীর অতিশয় প্রভুত্বশীল বা শক্তিধর দেশ: English is a world language. world powers (noun) পৃথিবীর অতিশয় প্রভুত্বশীল বা শক্তিধর দেশ: the world powers like America(n) and Russia; the two world wars, দুই বিশ্বযুদ্ধ। the World Bank বিশ্বব্যাংক (মূল নাম International Bank for Reconstruction and Development) জাতিসংঘ কর্তৃক ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত অপেক্ষাকৃত দরিদ্র জাতিসমূহের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিয়োজিতworld-wide (adjective) সারা বিশ্বজুড়ে: Satyajit Ray has earned a world-wide fame. (৪) পার্থিবজীবন; ইহলোক; পরলোক প্রভৃতি: the world we live and the after world, the lower world, নরক; You have not then seen the light of the world, তখনো জন্মলাভ করনি; bring a baby into the world, শিশুকে জন্মদান করা। world-weary (adjective) জীবন সম্পর্কে বীতস্পৃহ। world shaking (adjective) সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে এমন: the world shaking discoveries, পৃথিবীজোড়া আলোড়ন সৃষ্টিকারী আবিষ্কারসমূহ। a world of প্রচুরসংখ্যক; অসংখ্য: Oh! a world of people gathered in the Eid markets. (৫) নিখিল বিশ্ব; যাবতীয় বস্তুপুঞ্জ: Is there any better world than this? in the world বস্তুজগতে: Who in the world can prove me dishonest (কেউ বা কেউ না-বোঝাতে)। for all the world like somebody/something অবিকল; যা হওয়া উচিত সেই রকম: This spot is for all the world like my birth-place in its greenfields, blue sky and fresh air. be all the world to somebody কারো একমাত্র ধন বা প্রিয়তম বস্তু হওয়া: This child is all the world to widow. not for the (whole) world কোনোকিছুর বিনিময়েই নয়: I Shall never part with this thing, not for the world. be/feel on top of the world অত্যন্ত আহ্লাদিত বা উচ্ছ্বসিত বোধ করা (কোনো বিশেষ সাফল্য বা অর্জনের পরিপ্রেক্ষিতে) carry the world before one অত্যন্ত দ্রুত ও সার্বিক সাফল্য লাভ করা। a world of something বিপুল সংখ্যায় বা পরিমাণে: Your help was a world of service to me. There was a world of meaning in the lovely maiden’s look. There is always a world of difference between a plain and a chilled beer. think of the world of somebody/something কোনো ব্যক্তি/বস্তুকে সাদর প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে দেখা। (৬) জীবনের পার্থিব বিষয় ও বৃত্তি (আধ্যাত্মিক জীবনের সঙ্গে পার্থক্য বোঝাতে) : the world the flesh and the devil, জীবনের বিবিধ প্রলোভন। the best of both worlds দুটি ভিন্নধর্মী (প্রায়ই বিপরীতধর্মী) ধারা থেকে সর্বোত্তম গ্রহণযোগ্য বিষয়সমূহ। forsake/renounce the world আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ স্থাপন করা। (৭) জীবনের সাধারণ বিষয়আশয়; কর্মময় জীবন: I have seen much of the world, জীবনের বহুবিচিত্র বিষয়ে অভিজ্ঞ; a man of the world, পার্থিবজীবনের বিবিধ বিষয় সম্পর্কে ধারণা আছে; জীবনের অভিজ্ঞতার সূত্রে মানুষকে বিচার করতে পারেন; সহনশীল; take the world as one finds it, বাস্তব জগৎ যেমন তেমনই অম্লমধুরভাবে তাকে গ্রহণ; তাকে পরিবর্তন করার কোনো দায়বোধ না-করা: How goes the world with you? জীবনযাত্রা কেমন চলছে; কুশল জিজ্ঞাসা করা। (৮) বিশেষ সামাজিক শ্রেণি; ক্রিয়া বা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি/প্রতিষ্ঠান/বিষয়: news from the world of stock exchange. He belongs to the world of letters. Stars from the world of sport will assemble this evening. What news from the film world? Great things are happening in the modern scientific world. We should give more attention to the animal world. (৯) the world সমাজ; সমাজের সংস্কৃতিক জীবন; সমাজের আচার, রীতিনীতি: the great world, রুচিশীল আধুনিক সমাজ বা তার ব্যক্তিবর্গ: All the world and the First Lady were present at the party, সকলেই যারা উঁচু সমাজভুক্ত তারা উপস্থিত ছিলেন; What will the worldsay, এ বিষয়ে সাধারণ জনমত কেমন হবে; উপেক্ষণীয় নয় এমন জনমত। worldly (adjective) (ক) পার্থিব; জাগতিক; বৈশ্বিক; জগৎ সম্বন্ধীয়: worldly matters, পার্থিব বিষয়: He is Quite expert in worldly matters. worldly goods পার্থিব বস্তু; সম্পত্তি। (খ) ইহজীবনকালীন; ইহজীবনের বিবিধ বিষয় (আধ্যাত্মিক জীবনের বিপরীতে ভোগবাদী জীবনের আনন্দস্ফূর্তি): worldly pleasures. পার্থিবসুখ; ভোগবাদী আনন্দ; worldly wisdom, বিষয়বুদ্ধি; সংসারজ্ঞান; পার্থিব বিষয়ে তীক্ষ্ণজ্ঞান যা জাগতিক সাফল্য অর্জনে সাহায্য করে (এই সূত্রেই wordly-wise)। (গ) বিষয়বুদ্ধিসম্পন্ন; বিষয়জ্ঞানী; সংসারাভিজ্ঞ; পার্থিবস্বার্থ সম্বন্ধে সচেতন: worldly minded. You can never cheat him, he is thoroughly worldly minded.
  • English Word world-view Bengali definition [ওয়াল্‌ড্‌-ভ্যিঊ] (noun) বিশ্বদৃষ্টি; বিশ্ববীক্ষা। তত্ত্বগত দিক থেকে বিশ্ববীক্ষা হচ্ছে ব্যক্তি যেভাবে চিন্তা করে এবং জীবন সম্পর্কে ভাবে, যা ব্যক্তির বিশ্বাস ও মনোভাবের উপর নির্ভর করে: Labour have been severely punished for the social and economic policies that lie at the very core of their world.
  • English Word worm Bengali definition [ওয়াম্] (noun) (১) ক্ষুদ্রাকৃতি অমেরুদণ্ডী প্রাণী; কীট; পোকা; মাটিতে বাস করে বা মাটির মধ্যে থাকে এমন পোকা; যেমন কেঁচো; গুবরে পোকা; উদ্ভিদ বা গাছের পাতায় জন্ম নেয় বা থাকে এমন পোকা, যেমন গুঁয়োপোকা; শরীরের মধ্যে কোনো বীজাণুর কারণে যে ক্ষতিকর পোকা জন্ম নেয়; যেমন কৃমি ইত্যাদি সব ধরনের পোকা; earth worm, কেঁচো; hook/tube worm, বিভিন্ন ধরনের কৃমি; worm cast কেঁচো মাটি তুলে যে ছোট স্তূপ তৈরি করে(২) (যৌগশব্দ) silk worm (noun) রেশমকীট বা রেশমগুটিglow worm (noun) জোনাকি। worm-eaten (adjective) পোকায় খাওয়া; কীটদষ্ট; বহু জায়গায় ফুটা হয়ে গেছে এমন; অনেকদিনের পুরনো; জীর্ণ। worm eating (noun) কীটভোজী। worm fever কৃমিজ্বর। worm-hole (noun) কাঠ, পাতা বা ফলে পোকায় বানানো ছিদ্র। worm powder (noun) কীটনাশক পাউডার। (৩) (লাক্ষণিক) তুচ্ছ বা ঘৃণ্য কোনো ব্যক্তি; Do not react at his words, he is just a worm. Even a worm will turn (প্রবাদ) ধৈর্যেরও একটা সীমা আছে; নিয়ত কোণঠাসা বোধ করলে সামান্য বা দুর্বল ব্যক্তিও রুখে দাঁড়ায়: food for worms, (লাক্ষণিক) মৃত ব্যক্তি: the worm of conscience, (লাক্ষণিক) বিবেকঘটিত মর্মপীড়ন; বিবেকের দংশন। (৪) শত্রুর নিচের ঘোরানো খাঁজকাটা অংশwormgear, খাঁজওয়ালা ঢাকা কোনো প্যাঁচানো ঘূর্ণায়মান বস্তুর দ্বারা চালিত হয় এমন ব্যবস্থা।  (verb transitive) (১) worm oneself/one’s way in/into/through ধীরে ধীরে চলা ধৈর্যের সঙ্গে বা বিপত্তির মধ্য দিয়ে অগ্রসর হওয়া: He wormed his way in the dark through a muddy road. He wormed himself into the confidence of the group. worm something out (of somebody) একনাগাড়ে জিজ্ঞাসাবাদ করে কোনোকিছু বের করে আনা: I failed to worm the truth out of him. (২) দেহে যেসব ক্ষতিকর পোকা জন্মায় বা তা উচ্ছেদ করা বা বিনাশ করা: Take care to worm the dog as soon as possible. wormy (adjective) যে বস্তু বা প্রাণীর পারে বা ভিতরে অনেক পোকা আছে; কীটময়; কীটপূর্ণ; কীট দ্বারা ক্ষতিগ্রস্ত; বুকে ছেঁটে চলে এমন; কীটরং; কীটের ন্যায়; কীটসংক্রান্ত; কীটের মতো ক্ষতিকর; কবরস্থানসংক্রান্ত; (লাক্ষণিক) হীন; নীচ; প্যাঁচালো; বিরক্তিকর।
  • English Word worm-wood Bengali definition [ওয়াম্‌য়ুড্] (noun) [uncountable noun] তিক্তস্বাদ; গুল্মবিশেষ; সোমরাজ (এই গুল্ম দ্বারা ভারমুথ ও বিশেষ ধরনের ভেষজ ওষুধ তৈরি হয়); (লাক্ষণিক) তীব্র বিরক্তি এবং তার কারণ।
  • English Word worn Bengali definition [ওন্‌] wear 2- এর (past participle), (adjective) পরিধান করা হয়েছে এমন; পরিহিত: worn shirt, (লাক্ষণিক) ব্যবহার; পরিশ্রম বা সময়ের দৈর্ঘ্যে ব্জীর্ণ বা ক্লান্ত: time-worn clock; age worn man. worn out ব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত।
  • English Word worried Bengali definition [ওআরিড্] (adjective) উদ্বিগ্ন; পীড়িত; দুশ্চিন্তিত: He felt very worried as the train was late.
  • English Word worried well Bengali definition [ওআরিড্ ওএল্‌] (noun) (সব সময়' plural) (অনানুষ্ঠানিক) [uncountable noun] যাদের রোগই শনাক্ত করা হয়নি, অথচ তারা দিব্যি ওষুধ খাচ্ছেন অথবা মনোবিজ্ঞানীর সেবা নিচ্ছেন: The worried well should be banned from paying for the flu jab privately at pharmacies.
  • English Word worrisome Bengali definition [ওআরিসাম্] (adjective) কষ্টকর; ক্লান্তিকর: Going through a worrisome period.
  • English Word worry Bengali definition [ওআরি] (verb transitive), (verb intransitive) (past tense, past participle worried) (১) কষ্ট পাওয়া; দুশ্চিন্তিত হওয়া; ক্রমাগত মানসিক অস্বস্তি বা সংকটে ভোগা; অশান্তিতে থাকা(২) worry (about/over something) উদ্বিগ্ন বোধ করা; পীড়িত বোধ করাworry along (কথ্য) নানান বিপত্তি থাকা সত্ত্বেও কোনোকিছু সাধন করতে সমর্থ হওয়া। (৩) (বিশেষত কুকুর) দাঁত দিয়ে কামড়ে ধরে ঝাঁকুনি দেওয়া: The dog was worring the cat. (৪) worry a problem etc out যতক্ষণ পর্যন্ত সমাধান না-হয় ততক্ষণ লেগে থাকা: You can rest assured he will worry the problem out.  (noun) (plural worries) অস্বস্তি; দুশ্চিন্তা; মানসিক পীড়ন বোধ। (১) [uncountable noun] There is no worry about the patient now, বিন্দুমাত্র উদ্বেগ বা উদ্বেগের চিহ্নমাত্র নেই(২) [countable noun] (সাধারণত plural) উদ্বেগ বা দুশ্চিন্তার কারণ: social worries; financial worries; mental worries; What a worry this frail enclosure is! worring (adjective) উদ্বেগময়। worringly (adverb)
  • English Word worse Bengali definition [ওয়াস্‌] (adjective) (১) (bad শব্দের comparative; superlative -worst) অধিকতর মন্দ; দ্বিতীয় আর একটি বস্তু বা বিষয়ে অপেক্ষা অপেক্ষাকৃত খারাপ বা নিকৃষ্টthe worse for wear দীর্ঘদিন পরিধানের জন্য বর্তমানে বিশ্রীভাবে পরিহিত; (লাক্ষণিক) নিঃশেষিত; বিধ্বস্ত: He looks the worse after being Vice Chancellor for two years. (২) (কেবল predicative(ly)) অপেক্ষাকৃত বেশি অসুস্থতা বা মন্দাবস্থা বোঝাতে: The doctor says she is much worsetoday. I’m glad you don’t feel any worse. be none the worse (for something) একটুও আহত বা ক্ষতিগ্রস্ত নয়: She slipped on the stairs but none the worse for it. for better or for worse ভালো বা মন্দ যাই ঘটুক: I shall leave the country. I do not know for better or for worse. for the worse অধিকতর মন্দ অবস্থায়: Things have now turned for the worse. worse off অধিকতর মন্দ অবস্থায় পতিত: I cannot lend you any money because I am worse off this month. have the worse অসুবিধায় পড়া বা থাকা; পরাজিত হওয়া। put to worse পরাজিত করা। □ (adverb) (দ্রষ্টব্য badly, worst) (১): He is suffering from a complex worse than ever. He has been taken worse, পূর্বাপেক্ষা অধিকতর অসুস্থ। none the worse একটি কম নয়: I like this place none the worse for the high-rise buildings. (২) (অর্থের ব্যাপকতা বা গভীরতা বোঝাতে): I dislike her worse than ever, Atomsphere is being polluted worse than ever. □ (noun) অধিকতর খারাপ বা মন্দ বিষয়: always think for the worse. This is not all, the worse is not yet said. Law and order situation is tending towards the worse. The weather seems to be changing from bad to worse. worsen (verb transitive), (verb intransitive) অধিকতর মন্দ হওয়া বা করা: Conflicting state in south Lebanon has worsened.
  • English Word worship 1 Bengali definition [ওয়াশিপ্‌] (noun) [uncountable noun] (১) পূজা; দেবদেবী বা ঈশ্বরের প্রতি শ্রদ্ধানিবেদন: places of worship, চার্চ; মসজিদ; উপাসনালয়; মন্দির; ; hours of worship, নামাজের ওয়াক্ত বা সময়; চার্চের উপাসনার নির্দিষ্ট সময়; public worship, চার্চের সমবেত প্রার্থনাসভা; নামাজের জামাত; ভজনসভা; সম্মিলিত স্তবগান; একত্র মোনাজাত। (২) কারো বা কোনো বিষয়ের জন্য বিশেষ শ্রদ্ধা বা ভক্তিনিবেদন: hero worship, মহৎ ব্যক্তিবর্গের প্রতি সশ্রদ্ধ অনুরাগ: The audience looked at Nelson Mandela with worship in their eyes. (৩) your/his Worship (ব্রিটেনে) ম্যাজিস্ট্রেট বা মেয়রের সম্মানসূচক উপাধি: His Worship the mayor of Leeds. worshipful (adjective) শ্রদ্ধেয়; সম্মানার্হ; পূজনীয়; ভক্তিশীল; (ব্রিটেনে) শাস্তির সপক্ষে বিচারক বা অলডারম্যানদের সম্মানসূচক উপাধি; freedom of worship উপাসনার বা ধর্মানুষ্ঠানের স্বাধীনতা।
  • English Word worship 2 Bengali definition [ওয়াশিপ্‌] (verb transitive), (verb intransitive) (worshipped, worshipping, worships/America(n) worshiped, worshiping, worships) (১) পূজা করা; উপাসনা করা: She worships in the temple every evening. (২) ভক্তি করা; সশ্রদ্ধ অনুভূতি প্রকাশ করা: I never failed to worship my teacher. I still worship every simple detail of my village. worshipper (America(n) worshiper) (noun) পূজারি; ভক্ত; অনুরাগী ব্যক্তি।
  • English Word worst Bengali definition [ওয়াস্‌ট্] (adjective) (bad শব্দের superlative degree bad> worse> worst): The worst situation in the Gulf war in the last two years, বিগত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক অবস্থা; The worst problem in the office I have ever faced, সবচেয়ে সংকটজনক সমস্যা; the worst possible weather, সর্বাপেক্ষা প্রতিকূল আবহাওয়া; the worst element in the committee, কমিটির সবচেয়ে ক্ষতিকারক সদস্য; the worst item in the store, দোকানের সবচেয়ে খারাপ বস্তু; Mention of his name brings in the worst memory of my life, সবচেয়ে জঘন্য বা বেদনাদায়ক স্মৃতি। □ (adverb) সবচেয়ে খারাপভাবে: A fared quite bad, B was still worse and C was the worst. □ (noun) চরম মন্দ অবস্থা; সর্বাপেক্ষা খারাপ অবস্থা; সর্বোচ্চ নিন্দনীয় পরিস্থিতি; নিকৃষ্টতম অংশ: The patient is in a coma, you should be prepared for the worst, সংজ্ঞাহীন রোগীর মৃত্যু ঘটার আশঙ্কা রয়েছে- সবচেয়ে খারাপ বা দুঃখজনক সংবাদ বোঝাতে; With the imposition of curfew the worst of the riot situation is over, সবচেয়ে ভয়ানক বা সহিংস অবস্থার অবসান হয়েছে; You have not seen him at his worst, কতটা খারাপ বা জঘন্য অবস্থায় নামতে পারে, সর্বাপেক্ষা ভয়ঙ্কর বা নিন্দনীয় বোঝাতে। If the worst comes to the worst যদি সর্বাপেক্ষা মন্দ অবস্থার সৃষ্টি হয়। get the worst of it (প্রতিদ্বন্দ্বিতা প্রভৃতিতে) পরাজিত হওয়া। The worst of it is that এ বিষয়ের সবচেয়ে দুঃখজনক কথাটি হলো। at (the) worst সর্বাধিক মন্দ অবস্থা ঘটলে। do one’s worst যথাসাধ্য ক্ষতি বা অপকার করা। do your worst/let him do his worst ভ্রুক্ষেপ বা তোয়াক্কা না-করার ভঙ্গিতে বলা। □ (verb transitive) প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীর উপরে সুবিধা লাভ করা: He worsted his rival.
  • English Word worsted Bengali definition [ওউস্‌টিড্‌] (noun) [uncountable noun] মিহি পশমি সুতা বা কাপড়; এ ধরনের কাপড়ের তৈরি পোশাক।  (adjective) পশমি সুতায় তৈরি; made of worsted; worsted work, পশমি সুতায় তৈরি সূচিকর্ম।
  • English Word wort Bengali definition [ঔর্‌ট্] (noun) (প্রাচীন প্রয়োগ, বর্তমানে কেবল যৌগশব্দে ব্যবহৃত) গুল্মমূল বা সবজি: speen wort.
  • English Word worth Bengali definition [ওয়াথ্‌] (predicatively adjective) (১) বিশেষ মূল্য; বিশিষ্ট; নির্দিষ্ট মূল্যের সমান: I have got this book at thirty, but it is worth a hundred taka. This machine is not worth half a million. The demand draft is worth 5000/- taka. worth (one’s while), দ্রষ্টব্য while. for what it is worth সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রতিশ্রুতি বা নিশ্চয়তা ব্যতীত: Reports of situation on the campus which I am transmitting to you are as they reached me and they should be treated for what it is worth. worth-while (adjective) যথার্থ সময়ে; প্রয়োজনের সময়ে: That was a worth while help, a worth while move. দ্রষ্টব্য while. (২) অধিকারসম্পন্ন; সম্পত্তির মূল্যসম্পন্ন: What is this store worth? He died worth 5 million taka. for all one is worth (কথ্য) নিজের যাবতীয় ক্ষমতা বা কর্মশক্তি প্রয়োগ করে: He tried to do away with the contention for all ; he was worth. (৩) worth শব্দের সঙ্গে ক্রিয়াপদের pres part - এর worthing যোগ করে worth + verb in ing: The painting exhibition was worth seeing. That kettle is worth buying; worth reading; worth doing business; worthpreserving curio. Life is not worth living without love. □ (noun) [uncountable noun] (১) মূল্য, দাম, কোনো বস্তু বা বিষয়ের বাজারদর: A service of great/little worth. A book of much worth, an advice of little worth. (২) কোনো নির্দিষ্ট মূল্যের বস্তুর পরিমাণ: Ten taka worth of tea, a cheque worth of one thousand taka. One hundred taka worth of chocolates. It is not worth the meeting he should preside over. worthless (adjective) অর্থহীন; মূল্যহীন; অকাজের: a worthless comment; a worthless enterprise; a worthless boy. worthlessly (adverb) worthlessness (noun)