Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word twin Bengali definition [টোয়িন্‌] (noun) (১) যমজ শিশুদের যেকোনো একটি: one of the twins; (attributive(ly)) twin sister. (২) (সাধারণত attributive(ly)) হুবহু এক রকম; ঘনিষ্ঠভাবে সম্পর্কিত; যমজ; জোড়া: twin beds; a twin-set, মেয়েদের একই রং ও ঢঙের জাম্পার ও লম্বা হাতাওয়ালা কার্ডিগান। twin (with) জোড়বাঁধা; জোড়া দেওয়া। দ্রষ্টব্য twinned.
  • English Word twine Bengali definition [টোয়াইন্‌] (noun) [uncountable noun] দুই বা ততোধিক সুতা পাকিয়ে তৈরি সরু রজ্জু; পাকানো সুতা। □(verb transitive), (verb intransitive) পাকানো; প্যাঁচানো; জড়ানো: twine flowers into a garland.
  • English Word twinge Bengali definition [টুয়িন্‌জ্‌] (noun) [countable noun] আকস্মিক; তীব্র ব্যথা; টনটনানি: a twinge of toothache/conscience.
  • English Word twinkle Bengali definition [টুয়িঙ্‌ক্‌ল্] (verb intransitive) (১) মিট মিট করা/করে জ্বলা; twinkling stars. (২) (চোখ) জ্বল জ্বল/ পিট পিট/মিট মিট করা; (চোখের পাতা, নৃত্যশীল পা) দ্রুত ওঠানামা করা। □(noun) (১) [uncountable noun] মিটিমিটি আলো: the twinkle of a distant light. (২) স্ফুরণ; পিটপিটানি; টিপ্পনী; বালক; দীপ্তি: a mischievous twinkle in one’s eyes. twinkling [টোয়িঙ্‌ক্‌লিঙ্] (noun) (কেবল singular) in the twinkle of an eye চোখের নিমেষে/পলকে।
  • English Word twinned Bengali definition [টুয়িন্‌ড্] (attributive(ly)) (adjective) twinned (with) জোড়বাঁধা: a town in Bangladesh twinned with a town in Norway (সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি বিষয়ক লেনদেনের জন্য)।
  • English Word twirl Bengali definition [টোয়াল্‌] (verb transitive), (verb intransitive) (১) মোচড়ানো বা মোচড় খাওয়া; কচলানো(২) পাকানো; তা দেওয়া: The old colonel twirled his moustache (up). □(noun) দ্রুত চক্রাকার গতি; পাক।
  • English Word twist Bengali definition [টোয়িস্‌ট্] (verb transitive), (verb intransitive) (১) পাকানো: twist yams to make a string. (২) পাকিয়ে (দড়ি ইত্যাদি) বানানো(৩) নিংড়ানো; মোচড়ানো; বাঁকানো; বিকৃত করা বা হওয়া; মচকানো; (ঘাড়) বাঁকানো। twist something off মুচড়ে ভেঙে ফেলা: twist off the end of a piece of wire. twist somebody’s arm (ক) হাত মোচড়ানো। (ক) (লাক্ষণিক কথ্য) কিছু করতে (বন্ধুসুলভ বা অবন্ধুসুলভ) চাপ সৃষ্টি করা। twist somebody round one’s little finger (কথ্য) তাকে দিয়ে যা খুশি করানো। (৪) (কারো উক্তিকে) প্যাঁচিয়ে ভিন্ন অর্থ করা: The defence lawyer tried to twist the words of the witness. (৫) (বড়, স্তম্ভ ইত্যাদিকে) সর্পিল আকার দেওয়া; সর্পিল আকার লাভ করা; সর্পিল গতি চলা বা পাওয়া: twisted columns, পাকানো/প্যাঁচানো স্তম্ভ। (৬) ভিন্ন দিকে বাঁক নেওয়া; অবস্থা বা দিক পরিবর্তন করা; পাক খাওয়া; মোড়ামুড়ি করা; বাঁকা প্যাঁচানো: The boy twisted out of tormentor’s hand and escaped. The patient twisted about in pain. (৭) (বিশেষত বিলিয়ার্ডের বল) পাক খেতে খেতে বাঁকাপথে ধাবিত হওয়া(৮) টুইস্ট নাচ নাচা। নিচে ৬ দ্রষ্টব্য। □(noun) (১) মোচড়; পাক; বাঁকা; ব্যাবর্তন: give somebody’s arm a twist. He gave the rope a few more twists. numerous twists in a road up the side of a mountain. (২) পাক দিয়ে তৈরি করা হয়েছে এমন কিছু: a rope full of twists, উল্টা পাকওয়ালা দড়ি, যা সহজেই ছিঁড়ে যেতে পারে; a twist of paper, কাগজের দুই মাথা পাকানো মোড়ক। (৩) [countable noun, uncountable noun] দুই বা ততোধিক তন্তু পাকিয়ে তৈরি করা সুতা, রজ্জু ইত্যাদি, বিশেষ কোনো কোনো ধরনের রেশমি ও তুলাজাত সুতা; শুষ্ক পাতা পাকিয়ে তৈরি করা মোটা তামাক(৪) বক্রপথে চালিত করতে বলকে প্রদত্ত গতি; মোচড়(৫) মন বা চরিত্রের অস্বাভাবিক প্রবণতা; ঝোঁক: a criminal twist. (৬) the twist (১৯৬০- এর দশকে জনপ্রিয়) নৃত্যবিশেষ, যাতে বাহু ও নিতম্ব মোচড়ানো হয়; টুইস্টtwister (noun) (১) (কথ্য) অসৎ লোক(২) দুরূহ দায়িত্ব, সমস্যা ইত্যাদি: a tongue-twister, দুরুচ্চার্য শব্দ বা বাক্যাংশ। twisty (adjective) (twistier, twistiest) (১) প্যাঁচালো; প্যাঁচোয়া: a twisty road. (২) অঋজু; কুটিল: a twisty politician.
  • English Word twit 1 Bengali definition [টুয়িট্] (verb transitive) (twitted, twitting, twits) (সাধারণত কৌতুকচ্ছলে) খ্যাপানো; খোঁচানো; উত্ত্যক্ত করা; কারো সঙ্গে তামাশা করা
  • English Word twit 2 Bengali definition [টুয়িট্‌] (noun) (কথ্য) হাঁদা; গবেট
  • English Word twitch Bengali definition [টুয়িচ্] (noun) [countable noun] (১) (পেশি ইত্যাদির) স্পন্দন; আক্ষেপ(২) (আকস্মিক, হেঁচকা) টান: a twitch at one’s sleeve. □(verb intransitive), (verb transitive) (১) স্পন্দিত হওয়া বা করা; ফরকানো; কাঁপা বা কাঁপানো: Her lips twitched in anger. (২) হেঁচকা টান দেওয়া
  • English Word twitter 1 Bengali definition [টুয়িটা(র্‌)] (noun) (পাখি) কিচিরমিচির করা; (মানুষ) ভয়ে, উত্তেজনায় দ্রুত কথা বলা। □(noun) (১) কিচিরমিচির(২) (ব্যক্তি) (কথ্য বিশেষত) (all) of a twitter উত্তেজিত অবস্থায়
  • English Word twitter 2 Bengali definition [টুইটা(র্‌)] (noun) টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা, যেখানে ব্যবহারকারীরা বার্তা আদানপ্রদান ও প্রকাশ করতে পারেন। এর বার্তাগুলোকে টুইট (tweet) বলা হয়। আর টুইটারে যিনি পোস্ট করেন, তাকে বলা হয় twitter: Nothing exists that even remotely looks like twitter before the Internet. □(noun) twittering, tweetheart (noun) টুইটহার্ট; টুইটারে যিনি খুবই জনপ্রিয়।
  • English Word two Bengali definition [টূ] (noun), (adjective) (১) দুই, দ্রষ্টব্য পরি ৪break/cut something in two দ্বিখণ্ডিত করা; দুই ভাগ করা। put two and two together অভিজ্ঞতা থেকে অনুমান করা; দুইয়ে দুইয়ে যোগ করা। by twos and threes দুই তিন জন করে। two can play (at) that game (পালটা আক্রমণের হুমকিসূচক) এ খেলা আমরাও খেলতে জানি। (২) (যৌগশব্দে) two-edged (adjective) (তরবারি) দুইধারি; (লাক্ষণিক যুক্তি ইত্যাদি) দুটি সম্ভাব্য (এবং বিপরীত) অর্থবিশিষ্টtwo-faced (adjective) কপট; দুমুখো। two-fold (adjective), (adverb) দ্বিগুণ; দ্বিগুণিত। two-handed (adjective) (তরবারি) দুই হাত দিয়ে চালাতে হয় এমন; (করাত) দুদিকে দুজনে মিলে চালাতে হয় এমন; দুহাতি। twopence [টাপান্‌স্‌ America(n) টূপেন্‌স্‌] (adjective) দুই পেনির সমষ্টি। twopenny [টাপানি America(n) টূপেনি] (adjective) দুই পেনি দামের। two penny piece (British/Britain) দুই পেনি মূল্যমানের মুদ্রা। two penny- halfpenny [টাপ্‌নি হেইপ্‌নি America(n) হ্যাফ্‌পেনি] (adjective) (কথ্য) প্রায় মূল্যহীন; বাজে; তুচ্ছ। two-a-penny (adjective) সুলভ; সস্তা। two- piece (noun) সদৃশ বা মানানসই কাপড়ের তৈরি জোড়া পোশাক, যেমন প্যান্ট ও জ্যাকেট, স্কার্ট ও জ্যাকেট (সাঁতারের জন্য) বক্ষবন্ধনী ও জাঙিয়া ইত্যাদি: (attributive(ly)) a two-piece suit. two-ply (adjective) দুই সুতার বা দুই পরতবিশিষ্ট; দো-সুতি; দোপরতা: two-ply wood/wool. two- seater (noun) দুই আসনবিশিষ্ট গাড়ি, উড়োজাহাজ ইত্যাদি। two-timing (adjective) (অপশব্দ) প্রতারণাপূর্ণ; শঠতাপূর্ণ; শঠ; প্রতারক। two-way (attributive(ly)) (adjective) (ক) (সুইচ) উভয় প্রান্ত থেকেই বিদ্যুৎপ্রবাহ চালু বা বন্ধ করা যায় এমন, দোমুখী। (খ) (রাস্তা) দুই দিকেই যানবাহন চলাচল করতে পারে এমন; দোমুখো। (গ) (বেতারযন্ত্র ইত্যাদি) প্রেরণ ও গ্রহণক্ষম; উভয়মুখী।
  • English Word tycoon Bengali definition [টাইকূন্‌] (noun) (কথ্য) বিত্তবান ও শক্তিশালী ব্যবসায়ী বা শিল্পপতি: oil tycoons তেলসম্রাট।
  • English Word tying Bengali definition [টাইইঙ্] tie 2 -এর present participle
  • English Word tyke, tike Bengali definition [টাইক্] (noun) খেঁকি বা নেড়িকুত্তা; ইতর লোক
  • English Word tympanum Bengali definition [টিম্‌পানাম্‌] (noun) (plural tympanums বা 'tympana [টিম্‌পানাম্‌না]) (ব্যবচ্ছেদবিদ্যা) (১) কর্ণপটহ(২) মধ্যকর্ণ। দ্রষ্টব্য middle.
  • English Word type 1 Bengali definition [টাইপ্‌] (noun) (১) [countable noun] কোনো শ্রেণি বা বর্গের দৃষ্টান্তরূপে বিবেচিত ব্যক্তি, বস্তু, ঘটনা ইত্যাদি, আদর্শ; নমুনা: He is a fine type of selfless service. (২) [countable noun] সাধারণ কতকগুলো বৈশিষ্ট্যের অধিকারী বলে বিবেচিত শ্রেণি বা বর্গ; ধরন; কেতা; ছাঁদ, জাতিরূপ: men of this type. true to type নিজ জাতিরূপের প্রতিনিধিস্থানীয়। (৩) [uncountable noun, countable noun] ছাপার জন্য (সাধারণত) ধাতুর ব্লকে বিন্যস্ত অক্ষরপঙক্তি; একই আকৃতি প্রকৃতির ঐরূপ অক্ষরের সমষ্টি; মুদ্রাক্ষর: The material is now in type ছাপার জন্য মুদ্রাক্ষরে বিন্যস্ত করা হয়েছে। (৪) (যৌগশব্দ) type face (noun) মুদ্রাক্ষরের ছাঁদ/গড়ন। দ্রষ্টব্য face 1 (৩). typescript (noun) (মুদ্রণ ইত্যাদির জন্য) টাইপ করা প্রতিলিপি। type-setter (noun) যে ব্যক্তি বা যন্ত্র ছাপার অক্ষর বিন্যস্ত করে; অক্ষরবিন্যাসক। typewriter (noun) মুদ্রণের ক্ষুদ্র যন্ত্রবিশেষ; মুদ্রাক্ষরযন্ত্র। typewritten (adjective) মুদ্রাক্ষরযন্ত্রে লিখিত।
  • English Word type 2 Bengali definition [টাইপ্‌] (verb transitive), (verb intransitive) (১) মুদ্রাক্ষর যন্ত্রের সাহায্যে লেখা; টাইপ করা(২) জাতিরূপ নির্ণয় করা: type a virus; type a person’s blood. উপরে দ্রষ্টব্য type 1 (২)। typist [টাইপিস্‌ট্] (noun) যে ব্যক্তি টাইপ করে; মুদ্রাক্ষরিক।
  • English Word typecast Bengali definition [টাইপ্‌কা:স্‌ট্ America(n) টাইপ্‌ক্যাস্‌ট্] (verb transitive) (past tense, past participle অপরিবর্তিত) (রঙ্গমঞ্চ) কোনো ব্যক্তি যে চরিত্রে ভালো অভিনয় করেন বলে সুনামের অধিকারী কিংবা যে চরিত্র তার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই বলে মনে হয়, সেই চরিত্রে তাকে নিয়োজিত করা; চরিত্রানুগ ভূমিকা বরাদ্দ করা
  • English Word typhoid Bengali definition [টাইফয়ড্] (noun) [uncountable noun] typhoid (fever) ব্যাক্টেরিয়াঘটিত রোগবিশেষ, যা অন্ত্রকে আক্রমণ করে; সান্নিপাতিক জ্বর
  • English Word typhoon Bengali definition [টাইফূন] (noun) [countable noun] প্রচণ্ড ঘূর্ণিঝড়বিশেষ, যে ধরনের ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরে আঘাত হানে; ঝঞ্ঝানিল
  • English Word typhus Bengali definition [টাইফাস্‌] (noun) [uncountable noun] সংক্রামক রোগবিশেষ, যাতে জ্বরসহ গায়ে লাল ফুসকুড়ি ওঠে এবং রোগী অত্যন্ত দুর্বলতা বোধ করে; টাইফাস
  • English Word typical Bengali definition [টিপিক্‌ল্‌] (adjective) typical (of) নমুনা বা আদর্শস্বরূপ; প্রতিনিধিত্বকারী; বৈশিষ্ট্যসূচকtypically [টিপিক্‌লি] (adverb) বৈশিষ্ট্যসূচকভাবে।
  • English Word typify Bengali definition [টিপিফাই] (verb transitive) (past tense, past participle typified) প্রতীক হওয়া; প্রতিনিধিত্ব করা
  • English Word typist Bengali definition [টাইপিস্‌ট্] (noun) দ্রষ্টব্য type 2.
  • English Word typography Bengali definition [টাইপগ্রাফি] (noun) [uncountable noun] ছাপার ঢং বা রীতি; মুদ্রণশৈলীtypographer [টাইপগ্রাফা(র্‌)] মুদ্রণশৈলীতে দক্ষব্যক্তি; মুদ্রণশিল্লী। typographic [টাইপাগ্র্যাফিক্] (adjective) মুদ্রণশৈলীগত। typographically [টাইপগ্রাফা(র্‌)ক্‌লি] (adverb) মুদ্রণশৈলীর দিক থেকে।
  • English Word tyrannical Bengali definition [টির‌্যানিক্‌ল্‌] (adjective) নির্মম, স্বৈরশাসক-সম্বন্ধীয় বা সদৃশ; হুমকি বা বলপ্রয়োগে আনুগত্য অর্জনকারী; জালিমি; জুলুমবাজ; স্বৈরশাসকসুলভ। দ্রষ্টব্য tyrant.
  • English Word tyrannize, tyrannise Bengali definition [টিরানাইজ্‌] (verb intransitive), (verb transitive) tyrannize (over) পীড়নমূলক শাসন চালানো; জুলুমবাজি চালানো: tyrannize over the weak; tyrannize one’s family.
  • English Word tyrannous Bengali definition [টিরানাস্‌] (adjective)= tyrannical.