Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word scandal Bengali definition [স্ক্যানড্যাল] (noun) (১) [countable noun, uncountable noun] ব্যাপক ঘৃণা ও ক্ষোভ এবং যেসব কাজ, আচরণ ইত্যাদি/তা সৃষ্টি করে; নির্লজ্জ বা লজ্জাকর কাজ; কেলেঙ্কারি: cause (a) scandal. (২) [uncountable noun] ক্ষতিকর গুজব; অসতর্ক রূঢ় কথাবার্তা যা কারো সুখ্যাতি নষ্ট করে; কুৎসাপরিবাদ; অপবাদ; কলঙ্ক; অপযশscandalmonger [স্ক্যানড্যালমাঙ্‌গা(র্‌)] (noun) [uncountable noun] কুৎসারটনাকারী; কুত্সাজীবী scandal mongering [স্ক্যানড্যালমাঙ্‌গারিঙ] (noun) কুৎসারটনা; কুৎসাবাদ। scandalize, scandalise [স্ক্যান্ডালাইজ] (verb transitive) মর্মপীড়া দেওয়া; নীতিবোধ বা শিষ্টাচারবোধকে আহত বা পীড়িত করা; মর্মাহত করা; ঘৃণা ও ক্ষোভ সঞ্চার করা: scandalize the neighbours by manhandling an old woman. scandalous [স্ক্যান্‌ডালাস্‌] (adjective) (১) কেলেঙ্কারি; অকীর্তিকর; কলঙ্ককর; লজ্জাজনক: It is scandalous that you were treated so badly. (২) (প্রতিবেদন ও জনশ্রুতি) কেলেঙ্কারিসংবলিত; অপযশকর; কেলেঙ্কারিমূলক; কুৎসামূলক(৩) (ব্যক্তি) কুৎসাজীবী; কলঙ্ক-রটিয়েscandalously (adverb) কলঙ্কজনকভাবে, লজ্জাকরভাবে।
  • English Word Scandinavian Bengali definition [স্ক্যান্‌ডিনেইভিআন্‌] (noun), (adjective) স্ক্যান্ডিনেভিয়া (ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও আইসল্যান্ড) সম্বন্ধীয়; স্ক্যান্ডিনেভিয়ার অধিবাসী; স্ক্যান্ডিনেভীয়
  • English Word scandium Bengali definition [স্ক্যান্ডিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) দুষ্প্রাপ্য রজতশুভ্র ধাতব মৌলবিশেষ (প্রতীক Sc); স্ক্যান্ডিয়াম
  • English Word scansion Bengali definition [স্ক্যান্‌শ্‌ন্‌] (noun) দ্রষ্টব্য scan.
  • English Word scant Bengali definition [স্ক্যান্‌ট্] (adjective) scant (of) টেনেটুনে কুলিয়ে যায় এমন; অপ্রতুল; অত্যল্প: scant of breath, ঊর্ধ্বশ্বাস; দমফুরনো: pay scant attention to somebody’s advice. □ (verb transitive) কার্পণ্য/কৃপণতা করা; কার্পণ্য করে খরচ করা: scant the material when making a dress. scanty (adjective) (scantier, scantiest) (ample-এর বিপরীত) অপ্রতুল; অপর্যাপ্ত; অপ্রশস্ত; অত্যল্প; সঙ্কীর্ণ: a scanty bikini. scantily [স্ক্যান্‌টিলি] (adverb) অপর্যাপ্তভাবে ইত্যাদি: scantily dressed, স্বল্পাবৃত। scantiness (noun) অপ্রতুলতা; স্বল্পতা ইত্যাদি।
  • English Word scantling Bengali definition [স্ক্যান্‌ট্‌লিঙ্] (noun) কাঠের ক্ষুদ্র খণ্ড বা কড়িকাঠ; অনধিক ৫ ইঞ্চি চওড়া তক্তা
  • English Word scapegoat Bengali definition [স্কেইপ্‌গোট্] (noun) একজনের ভুল বা অন্যায়ের দায়ে অভিযুক্ত বা শাস্তিপ্রাপ্ত অন্য ব্যক্তি; বলির পাঁঠা
  • English Word scapegrace Bengali definition [স্কেইপ্‌গ্রেইস্‌] (noun) হতচ্ছাড়া; লক্ষ্মীছাড়া
  • English Word scapula Bengali definition [স্ক্যাপ্যিউলা] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) কাঁধের প্রশস্ত অস্থিবিশেষ; অংসফলক
  • English Word scar Bengali definition [স্কা:(র.)] (noun) ক্ষতচিহ্ন; কাটা দাগ: (লাক্ষণিক) The incident left a scar on his heart. □ (verb transitive), (verb intransitive) (scarred, scarring, scars) (১) ক্ষতচিহ্নিত হওয়া; দাগ দেওয়া; বিক্ষত করা: a face scarred by smallpox. (২) (ক্ষতচিহ্ন রেখে) সেরে যাওয়া; দাগ হওয়া
  • English Word scarab Bengali definition [স্ক্যারাব্] (noun) বিভিন্ন ধরনের গুবরে পোকা, বিশেষত প্রাচীন মিসরে পবিত্র বলে বিবেচিত গুবরে পোকা; (অলংকার বা জাদু হিসেবে) গুবরে পোকার আকারে খোদাই।
  • English Word scaramouch Bengali definition [স্ক্যারামাউচ্] (noun) (পুরাতনী) অসার দম্ভকারী ব্যক্তি; ভণ্ড
  • English Word scarce Bengali definition [স্কেআস্] (adjective) (১) (plentiful- এর বিপরীত) অপ্রতুল; দুষ্প্রাপ্য; দুর্লভ; দুষ্প্রাপণীয়(২) সহজে দেখা যায় না এমন; বিরল; দুর্লভ: a scarce book. make oneself scarce (কথ্য) দৃষ্টি এড়িয়ে চলা; চলে যাওয়া; প্রস্থান করা; গা ঢাকা দেওয়া। scarcity [স্কআসাটি] (noun) [uncountable noun] দুষ্প্রাপ্যতা; আকাল; [countable noun] (plural scarcities) দুষ্প্রাপ্যতার দৃষ্টান্ত বা সময়।
  • English Word scarcely Bengali definition [স্কেআস্‌লি] (adverb) খুব বেশি হলে; বড় জোর; টায়টোয়; সবেমাত্র; না-বললেই চলে; She scarcely knows you, বলতে গেলে চেনেই না।
  • English Word scare Bengali definition [স্কেআ(র্‌)] (verb transitive), (verb intransitive) ভীত/সন্ত্রস্ত/সচকিত করা; ঘাবড়ানো; ভেবরানো: Don’t scare the birds. The child scares easily/is easily scared. scare somebody stiff (কথ্য) ভয়ে কাঠ/আড়ষ্ট করা: be scared stiff of women. scare somebody out of his with অত্যন্ত ঘাবড়ে দেওয়া; ভ্যাবাচেকা খাওয়ানো; ভয়ে কিংকর্তব্যবিমূঢ় করা। □ (noun) [countable noun] আতঙ্ক; ভীতি; ত্রাস। scarecrow (noun) কাকতাড়ুয়া। scareheadline সংবাদপত্রে বড় বড় হরফে চাঞ্চল্যকর শিরোনাম। scaremonger [স্কেআ(র্‌)মাঙ্‌গা(র্‌)] (noun) যে ব্যক্তি আতঙ্কজনক সংবাদ ছড়িয়ে ত্রাস সৃষ্টি করে; আতঙ্কবাজ।
  • English Word scarf 1 Bengali definition [স্কা:ফ্‌] (noun) (plural scarfs [স্কা:ফ্‌স্‌] বা 'scarves' [স্কা:ভ্‌জ্]) (মেয়েদের গলাসহ কাঁধ ও মাথা ঢেকে পরার জন্য রেশম, পশম ইত্যাদির) দীর্ঘ বস্ত্রখণ্ড; গলবস্ত্র; রুমাল; চাদরscarfpin (noun) রুমালে পরার জন্য শোভাকার পিন বা কাঁটাবিশেষ।
  • English Word scarf 2 Bengali definition [স্কা:ফ্] (verb transitive) (দুটি তক্তা, পাত ইত্যাদি) খাঁজ কেটে জোড়ালাগানো (যাতে জোড়া স্থানের বেধ অপরিবর্তিত থাকে)। □ (noun) খাঁজ; খাঁজ-কাটা জোড়া
  • English Word scarify Bengali definition [স্ক্যারিফাই] (verb transitive) (past tense, past participle scarified) (১) (ব্যবচ্ছেদবিদ্যা) কাটা; চামড়া কেটে ফেলা(২) (লাক্ষণিক) কঠোর সমালোচনা দ্বারা বিক্ষত করা(৩) কৃষিকাজের কোনো হাতিয়ার বা কাঁটাওয়ালা কোনো যন্ত্রের সাহায্যে (মাটি বা রাস্তার) উপরিভাগ আলগা করে দেওয়া
  • English Word scarlet Bengali definition [স্কা:লাট্‌] (noun), (adjective) উজ্জ্বল/টকটকে লাল (বর্ণ); অরুণ (বর্ণ) শোণscarlet fever ত্বকে টকটকে লাল ফুসকুড়িযুক্ত সংক্রামক রোগবিশেষ; আরক্ত জ্বর। scarlet hat (Roman Catholic গির্জা) কার্ডিনালের লাল টুপি। scarlet runner লাল ফুলওয়ালা শিমের লতাবিশেষ। scarlet woman (noun) (প্রাচীন প্রয়োগ) পণ্যাঙ্গনা; বেশ্যা; পতিতা।
  • English Word scarp Bengali definition [স্কা:প্‌] (noun) খাড়া ঢাল বা প্রবণভূমি; অতট; আডুলি
  • English Word scathing Bengali definition [স্কেইদিঙ্‌] (adjective) (সমালোচনা, উপহাস ইত্যাদি) কঠোর; তীব্র; জ্বালাকরscathingly (adverb) কঠোরভাবে ইত্যাদি।
  • English Word scatter Bengali definition [স্ক্যাটা(র্)] (verb transitive), (verb intransitive) (১) ইতস্তত ছড়ানো বা ছড়িয়ে পড়া(২) ইতস্তত নিক্ষেপ বা বিক্ষিপ্ত করা; প্রকীর্ণ করা; ছড়িয়ে বা ছিটিয়ে দেওয়া: The police scattered the crowd; scatter seed. scatter-brain (noun) যে ব্যক্তি একই বিষয়ে বেশিক্ষণ মনোনিবেশ করতে পারে না; বিক্ষিপ্তচিত্ত ব্যক্তি; উড়ুক্কুচিত্ত। scatter-brained (adjective) বিক্ষিপ্তচিত্ত; বিক্ষিপ্তমস্তিষ্ক। □ (noun) যা ছড়ানো হয়েছে; বিক্ষেপ: a scatter of hailstones. scattered (adjective) (হিসেবে past participle) ইতস্তত বিক্ষিপ্ত; ছড়ানো: a thinly scattered population.
  • English Word scatty Bengali definition [স্ক্যাটি] (adjective) (scattier, scattiest) (কথ্য) (১) পাগল; জড়বুদ্ধি(২) বিক্ষিপ্তচিত্ত; অন্যমনস্ক
  • English Word scavenger Bengali definition [স্ক্যাভিন্‌জা(র্)] (noun) (১) পচা মাংস খেয়ে যেসব পশু বা পাখি জীবনধারণ করে; শবালী পশুপাখি(২) যে ব্যক্তি আবর্জিত বা পরিত্যক্ত বস্তুর মধ্যে খোঁজাখুঁজি করেscavenger [স্ক্যাভিন্‌জ্‌] (verb intransitive) scavenger (for) জঞ্জালের স্তূপে খোঁজাখুঁজি করা; পচা মাংস খেয়ে জীবনধারণ করা।
  • English Word scenario Bengali definition [সিনা:রিউ America(n) সিন্যারি্উ] (noun) (plural scenarios [সিন্যারিউজ্‌]) নাটক, অপেরা, চলচ্চিত্র ইত্যাদির দৃশ্যাবলির আনুপুঙ্খিক বিবরণসহ লিখিত রূপরেখা; ভবিষ্যতের কাল্পনিক ঘটনাপরম্পরা; দৃশ্যকল্পscenarist [সিনা:রিস্‌ট্ America(n) সিন্যারিউজ্‌] (noun) দৃশ্যকল্পরচয়িতা; দৃশ্যকল্পক।
  • English Word scene Bengali definition [সীন্‌] (noun) [countable noun] (১) (বাস্তব বা কাল্পনিক কোনো ঘটনার) ঘটনাস্থল; অকুস্থল; দৃশ্য: the scene of a great battle. (২) কোনো ব্যক্তির জীবনের অংশবিশেষের বা কোনো ঘটনার বর্ণনা; এ রকম বর্ণনার উপযোগী বাস্তব ঘটনা; দৃশ্য: scenes of destruction. (৩) আবেগের বিস্ফোরণ; ভাবাবেগপূর্ণ ঘটনা; দৃশ্য: Don’t make a scene. (৪) যা দেখা যায়; দৃষ্টির সামনে উন্মোচিত কোনোকিছু; দৃশ্য (তুলনীয় scenery): a beautiful scene. (৫) (সংক্ষেপ Sc) (নাটক ইত্যাদির) দৃশ্য। (৬) (মঞ্চে) দৃশ্যপটbehind the scenes (ক) (মঞ্চের) নেপথ্যে। (খ) (লাক্ষণিক, ব্যক্তি) ঘটনার উপর গোপনে প্রভাব বিস্তার করে; নেপথ্যে; (ঘটনা) গোপনে; লোকচক্ষুর অগোচরে। be/come to the scene (লাক্ষণিক) উপস্থিত থাকা/হওয়া; আবির্ভূত হওয়া। scene painter (noun) (মঞ্চ) যে ব্যক্তি দৃশ্যপট চিত্রিত করে; দৃশ্যপটচিত্রক। scene shifter (noun) (মঞ্চ) যে ব্যক্তি দৃশ্যপট পরিবর্তন করে; পটপরিবর্তনকারী। (৭) the scene (কথ্য) যা বর্তমানে লোকপ্রিয় বা উল্লেখযোগ্য তার এলাকাবিশেষ; দৃশ্যপট: he political scene. be on/make the scene উক্তরূপ দৃশ্যপটে উপস্থিত থাকা/দৃশ্যপটের অন্তর্ভুক্ত হওয়া।
  • English Word scenery Bengali definition [সীনারি] (noun) [uncountable noun] (১) কোনো এলাকার সাধারণ স্বাভাবিক বৈশিষ্ট্য, দৃশ্য, নৈসর্গিক শোভা: forest scenery. (২) (মঞ্চ) দৃশ্যসজ্জা
  • English Word scenic Bengali definition [সীনিক্] (adjective) মনোরম নৈসর্গিক দৃশ্যসংবলিত; নৈসর্গিক শোভামণ্ডিতscenically [সীনিকলি] (adverb) নৈসর্গিক শোভার দিক থেকে।
  • English Word scent Bengali definition [সেন্‌ট্] (noun) (১) [uncountable noun, countable noun] গন্ধ; ঘ্রাণ; সুবাস; সৌরভ; সৌগন্ধ; সুরভি; পরিমল(২) (সাধারণত তরল) গন্ধদ্রব্য; সৌগন্ধ্য; আতর(৩) (সাধারণত singular) পশুর দেহনিঃসৃত গন্ধ; ঘ্রাণ; আঘ্রাণ: follow up/ lose/recover the scent, on the scent সূত্র অনুসরণ করে; গন্ধ শুঁকে। off the scent সূত্র থেকে বিচ্যুত বা ভুল সূত্রের অনুসারী। put/throw somebody off the scent (লাক্ষণিক) ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা। (৪) [uncountable noun] (কুকুর) ঘ্রাণশক্তি আঘ্রাণ: hunt by scent. □ (verb transitive) (১) গন্ধ শুঁকে উপস্থিতি টের পাওয়া: The dog scented a rabbit. (২) উপস্থিতি বা অস্তিত্ব আন্দাজ করা; গন্ধ পাওয়া: scent a crime; scent treachery. (৩) সুগন্ধ লাগানো; সুরভিত/সুবাসিত করাscentless (adjective) ঘ্রাণহীন; নির্গন্ধ; গন্ধহীন; নির্ঘ্রাণ।
  • English Word scepter Bengali definition [সেপ্‌টা(র্‌)] (noun) দ্রষ্টব্য sceptre.