Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word saxatile Bengali definition [স্যাক্‌সাটাইল্] (adjective) পাথরের মধ্যে জন্মে বা বসবাস করে এমন
  • English Word saxhorn Bengali definition [স্যাক্‌স্‌হোন্‌] (noun) তূর্যজাতীয় বাঁশিবিশেষ
  • English Word saxifrage Bengali definition [স্যাক্‌সিফ্রিজ্‌] (noun) [uncountable noun] সাদা, হলুদ বা লাল পুষ্পবিশিষ্ট পার্বত্য উদ্ভিদবিশেষ
  • English Word Saxon Bengali definition [স্যাক্‌স্‌ন্‌] (noun), (adjective) উত্তর-পশ্চিম জার্মানির প্রাচীন একটি জাতি (সম্বন্ধীয়) এবং এদের ভাষা; এদের একদল ৫ম ও ৬ষ্ঠ শতকে ব্রিটেন জিতে সেখানে বসতি পাড়ে; সাক্সন
  • English Word saxophone Bengali definition [স্যাক্‌সাফোন্‌] (noun) (কথ্য সংক্ষেপ 'sax') পিতলের তৈরি ঘাটওয়ালা বাঁশিজাতীয় বাদ্যযন্ত্রবিশেষsaxophonist [স্যাক্সফানিস্ট্ America(n) স্যাকসাফোনিস্‌ট্] (noun) স্যাক্সোফোনবাদক।
  • English Word say Bengali definition [সেই] (verb transitive), (verb intransitive) ( 3rd person, pres tense says [সেজ্‌], past tense, past participle said [সেড্‌]) (১) say something (to somebody) বলা: You may well say so, আপনি ঠিকই বলেছেন; So you say, আপনি তাই বলছেন বটে। go without saying বলাবাহুল্য; বলার অপেক্ষা রাখে না। have nothing/anything to say for oneself আত্মপক্ষ সমর্থনে কিছু বলার থাকা/না থাকা। say the word হাঁ বলা; মুখ ফুটে বলা। say a good word for somebody/something প্রশংসা করা; দুটো ভালো কথা বলা। say one’s say বক্তব্য শেষ করা। that is to say অর্থাৎ; অন্য কথায়। What do you say (to something/doing some say thing)? আপনি কী বলেন? আপনার কী মত? I say দৃষ্টি-আকর্ষণ, কথোপকথনের শুরু বা বিস্ময় প্রকাশের জন্য উৎক্রোশ; আমি বলি। They say; It’s said লোকে বলে; বলা হয়ে থাকে। (২) (অপিচ বিশেষত negative(ly) ও interrogative) ধরা; ধারণা করা; মতামত দেওয়া; বলা: The number of guests will be, let’s say, twenty. □ (noun) (কেবল নিচের বাগ্‌রীতিগুলিতে) have/say one’s say মতামত প্রকাশ করা; বক্তব্য বলা। have a/no/not much etc in the matter আলোচনা, সিদ্ধান্ত ইত্যাদিতে অংশগ্রহণ করার বা মতামত দেওয়ার অধিকার বা সুযোগ থাকা বা না-থাকা; কিছু/সামান্যই বলার থাকা বা না-থাকা। saying [সেইইঙ] (noun) প্রবাদ; লোককথা।
  • English Word scab Bengali definition [স্ক্যাব্] (noun) (১) [countable noun] (ক্ষতস্থানের) মামড়ি(২) [uncountable noun] (=scabies) (বিশেষত ভেড়ার) চর্মরোগ; খোসপাঁচড়া(৩) [countable noun] (কথ্য) যে শ্রমিক ধর্মঘটে বা তার শ্রমিকসংঘে যোগ দিতে চায় না কিংবা ধর্মঘটী শ্রমিকের স্থলে কাজ করেscabby (adjective) মামড়ি-পড়া।
  • English Word scabbard Bengali definition [স্ক্যাবাড্] (noun) (তরবারি ইত্যাদির) খাপ; কোষ
  • English Word scabies Bengali definition [স্কেইবীজ] (noun) [uncountable noun] খোসপাঁচড়া; খোস
  • English Word scabious Bengali definition [স্বেইবিআস্‌] (noun) হালকা রঙের পুষ্পবিশিষ্ট বিভিন্ন প্রকার বুনো ও আবাদি উদ্ভিদ
  • English Word scabrous Bengali definition [স্কেইব্‌রাস্ America(n) স্ক্যাব্‌রাস্] (adjective) (১) (প্রাণী, উদ্ভিদ) অমসৃণ ত্বকবিশিষ্ট; খরখরে; খসখসে(২) (বিষয়) সুরুচিসম্মতভাবে কিছু লেখা কঠিন এমন; নোংরা; কদর্য(৩) অশালীন; অশ্লীল; কুরুচিপূর্ণ; রুচিবিগর্হিত: a scabrous novel.
  • English Word scads Bengali definition [স্ক্যাড্‌জ] (noun) (Singular plural) scads (of) (America (n) কথ্য) অঢেল; কাঁড়িকাঁড়ি; অসংখ্য: scads of money/ people.
  • English Word scaffold Bengali definition [স্ক্যাফোল্‌ড্] (noun) [countable noun] (১) রাজমিস্ত্রিদের ভারা(২) (অপরাধীদের জন্য) বধ্যমঞ্চ: go to the scads, প্রাণদণ্ডে দণ্ডিত হওয়া। scaffolding [স্ক্যাফাল্‌ডিঙ] (noun) [uncountable noun] ভারা; ভারা-বাঁধা (এবং এ জন্য প্রয়োজনীয় সামগ্রী)।
  • English Word scalawag Bengali definition [স্ক্যালাওয়্যাগ্] (noun) (America (n)) দ্রষ্টব্য scallywag.
  • English Word scald Bengali definition [স্কোল্‌ড্‌] (verb transitive) (১) গরম তরল পদার্থ বা বাষ্পে দগ্ধ করা: scald one’s fingers with hot oil. scalding tears গভীর ও তিক্ত বেদনাজাত অশ্রু; জ্বালাময় শোকাশ্রুরাশি। (২) (বাসনকোসন ইত্যাদি) ফুটন্ত পানি বা বাষ্প দিয়ে পরিষ্কার করা(৩) দুধ প্রায় স্ফুটনাঙ্ক পর্যন্ত জ্বাল দেওয়া। □ (noun) গরম তরল পদার্থ বা বাষ্পের দহনজাত ক্ষত।
  • English Word scale 1 Bengali definition [স্কেইল্] (noun) (১) [countable noun] (মৎস্যাদির) আঁশ; শল্ক(২) [countable noun] আঁশসদৃশ কোনো বস্তু, যেমন মামড়ি, খুশকি, মরিচাremove the scales from somebody’s eyes (লাক্ষণিক) (প্রতারিত ব্যক্তি যাতে সত্যিকার অবস্থা উপলব্ধি করতে পার সে জন্য) চোখের ছানি দূর করা। (৩) [uncountable noun] বয়লার, কেতলি ইত্যাদির তলায় সঞ্চিত চুনজাতীয় তলানি; চুন; দন্তশর্কর। □ (verb transitive), (verb intransitive) (১) (মাছের) আঁশ ছাড়ানো (বয়লার ইত্যাদি সম্বন্ধে descale)। (২) scale off আঁশ বা তবকের মতো খসে পড়া: paint/plaster scaling off a wall. scally (adjective) আঁশযুক্ত; আঁশালো; শল্কলী; তবকের মতো উঠে আসে বা খসে পড়ে এমন: a kettle scally with dust.
  • English Word scale 2 Bengali definition [স্কেইল্] (noun) [countable noun] (১) মাপার জন্য নিয়মিত ব্যবধানে চিহ্নিত ক্রমপরম্পরা; মাপনী; মাপদণ্ড(২) উক্তরূপে চিহ্নিত রুলার বা অন্য যন্ত্র; মাপকাঠি(৩) মাপার পদ্ধতি: the decimal scale. (৪) স্তর বা ক্রমবিন্যাস; সোপান: a scale of wages; sink in the scale, নিম্নস্তরে পতিত বা অধঃপতিত হওয়া। sliding scale, দ্রষ্টব্য slide 2 (৪). (৫) কোনো বস্তুর সত্যিকার আকার-পরিমাণ এবং ঐ বস্তুর মানচিত্র, নকশা ইত্যাদির মধ্যে অনুপাত: drawn to scale, সর্বত্র একইরূপ হ্রস্বীকৃত বা প্রবর্ধিত; সমান অনুপাতে অঙ্কিত। (৬) আপেক্ষিক আকার পরিমাণ, বিস্তার ইত্যাদি; মাপon a large/small, etc scale বড়/ছোট মাপে। (৭) (সংগীত) পিচের ক্রমানুসারে বিন্যস্ত সুরপরম্পরা; গ্রাম। দ্রষ্টব্য octave. □ (Verb transitive), (verb intransitive): এক নির্দিষ্ট অনুপাতে অনুলিপি বা প্রতিরূপ তৈরি করা: scale a map/building. (২) scale up/down নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি/হ্রাস করা: scale down wages by 10 per cent.
  • English Word scale 3 Bengali definition [স্কেইল] (noun) [countable noun] (১) (বাটখারার) পাল্লা। (pair of) scales দাঁড়িপাল্লা; নিক্তি; তুলাদণ্ড; দাঁড়ি। hold the scales even নিরপেক্ষ বিচার করা; নিক্তি সোজা রাখা। turn the scale(s) সংশয়াপন্ন কোনো বিষয়ের ফলাফল নির্ধারণ করা; পাল্লা ভারী করা: The new evidence turned the scale(s) in favour of the accused. turn the scale(s) at (কথ্য) ওজন হওয়া: The old lady turned the scale(s) at 150 kg. (২) ওজন করার যেকোনো যন্ত্র; মাপনী: bathroom scales. □ (verb intransitive) ওজন হওয়া scale 15 kg.
  • English Word scale 4 Bengali definition [স্কেইল্] (verb transitive) (দেওয়াল, পর্বতপৃষ্ঠ ইত্যাদি) বেয়ে ওঠা; আরোহণ করাscaling-ladder (noun) উঁচু দেওয়ালে আরোহণ করার দীর্ঘ মই; আরোহণী।
  • English Word scalene Bengali definition [স্কেইলীন্] (adjective) বিষমভুজ: scalene triangle, বিষমভুজ।
  • English Word scallion Bengali definition [স্ক্যালিআন] (noun) এক ধরনের পিঁয়াজ (=shallot)
  • English Word scallop Bengali definition [স্কলাপ্] (noun) (১) খাঁজওয়ালা দুটি খোলাবিশিষ্ট ঝিনুকজাতীয় প্রাণিবিশেষ; কম্বুscallop shell (noun) উক্ত প্রাণীর খোলা, যাতে কোনো মুখরোচক খাদ্য রান্না করে পরিবেশন করা হয়। (২) (plural) পেস্ট্রি, কাপড় ইত্যাদির কিনারায় উক্ত ঝিনুকের আকারের অলংকরণ বা নকশাবিন্যাস। □ (verb transitive) (১) স্ক্যালপের খোলায় কিছু রান্না করা(২) কোনো কিছুর কিনারায় ঝিনুকের নকশা করা: a scalloped hem.
  • English Word scallywag Bengali definition [স্ক্যালিওয়াগ্‌] (America(n)= scalawag [স্ক্যালাও্যাগ্] (noun) (হাস্যরসাত্মক) অপদার্থ; পাজির পা ঝাড়া; পামর
  • English Word scalp Bengali definition [স্ক্যাল্‌প্] (noun) [countable noun] মাথার ত্বক ও চুল; মাথার ছাল; বিজয়স্মারক হিসেবে শত্রুর মাথার ছাল (আমেরিকান ইন্ডিয়ানদের মধ্যে পূর্বকালে প্রচলিত প্রথা)। out for scalps (লাক্ষণিক) বিপক্ষের উপর জয়লাভ করে স্মারক অর্জনের জন্য তৎপর। □(verb transitive) মাথার ছাল তুলে ফেলা।
  • English Word scalpel Bengali definition [স্ক্যাল্‌পাল্] (noun) শল্যবিদদের ছোট হালকা ছুরি
  • English Word scamp 1 Bengali definition [স্ক্যাম্‌প্‌] (noun) (প্রায়ই কৌতুকচ্ছলে) পাজি; অপদার্থ; নচ্ছার
  • English Word scamp 2 Bengali definition [স্ক্যাম্‌প্] (verb transitive) হেলাফেলা করে কিছু করা বা বানানো
  • English Word scamper Bengali definition [স্ক্যাম্‌পা(র্‌)] (verb transitive) (বিশেষত ভীতসন্ত্রস্ত ক্ষুদ্র প্রাণী কিংবা ক্রীড়ারত শিশু ও কুকুর) ভৌঁ দৌড় মারা; দ্রুতবেগে দৌড়ানো। □ (noun) দ্রুতধাবন।
  • English Word scampi Bengali definition [স্ক্যাম্‌পি] (noun) (plural) কুচো চিংড়ির চেয়ে বড় আকারের চিংড়িবিশেষ; বাদা চিংড়ি
  • English Word scan Bengali definition [স্ক্যান্] (verb transitive), (verb intransitive) (scan nouns) (১) অভিনিবেশ সহকারে তাকানো; তন্ন তন্ন করে দেখা; অভিবীক্ষণ করা(২) চোখ বোলানো: scan the newspaper at the breakfast table. (৩) ছন্দচ্ছেদ বা ছন্দোবিশ্লেষণ করা(৪) (পদ্য) ছন্দ মেলা: these verses do not scan. (৫) দূরে প্রেরণের জন্য চিত্রকে তার আলোছায়ার উপাদানে বিশ্লিষ্ট করা; অবচ্ছিন্ন করা; (র‍্যাডার) কোনো কিছুর সন্ধানে ইলেকট্রনিক রশ্মির সাহায্যে কোনো এলাকা অতিক্রম করে যাওয়া; পরিক্রমণ করাscansion [স্ক্যান্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] ছন্দোবিশ্লেষণ; ছন্দোবিচ্ছেদ।