Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word sarcasm Bengali definition [সা:ক্যাজাম্‌] (noun) [uncountable noun, countable noun] অনুভূতিকে আহত করার উদ্দেশ্যে ব্যবহৃত তিক্ত মন্তব্য এবং ঐরূপ মন্তব্যের ব্যবহার; শ্লেষ; শ্লেষোক্তি; পরিবাদsarcastic [সা:ক্যাস্‌টিক্] (adjective) পরিবাদপূর্ণ; শ্লেষপূর্ণ; শ্লেষাত্মক। sarcastically [সা:ক্যাস্‌টিক্‌লি] (adverb) শ্লেষাত্মকভাবে; শ্লেষোক্তিপূর্বক; পরিবাদপূর্বক।
  • English Word sarcophagus Bengali definition [সা:কফাগাস্ (noun) (plural sarcophagi [গাই]),sarcophages [সা:কফাগাসিজ]) (বিশেষত প্রাচীনকালের) পাথরের শবাধার
  • English Word sardine Bengali definition [সাডীন্] (noun) ক্ষুদ্র মৎস্যবিশেষ, যা সাধারণত তেলে বা টমেটোর সসে সংরক্ষণ করা হয়; সার্ডিনpacked like sardines (মানুষের ভিড়) গাদাগাদি/ঠাসাঠাসি করে প্রবিষ্ট।
  • English Word sardonic Bengali definition [সা:ডনিক্] (adjective) বিদ্রূপাত্মক; অবজ্ঞাপূর্ণ; উপহাসপূর্ণ: a sardonic smile/laugh/expression. sardonically [সা:ডনিক্‌লি] (adverb) বিদ্রূপাত্মকভাবে; অবজ্ঞার সঙ্গে; উপহাস করে।
  • English Word sari Bengali definition [সা:রি] (plural saris) (অপিচ Saree [সা:রি]) (noun) মহিলাদের ব্যবহৃত লম্বা বস্ত্রখণ্ড, যা শরীরে পেঁচিয়ে পরা হয় এবং কিছু অংশ কাঁধের উপর দিয়ে পেছনে ছেড়ে দেওয়া হয়; শাড়ি
  • English Word sarong Bengali definition [সারঙ্ America(n) সারোঙ্] (noun) মালয় ও ইন্দোনেশীয়দের লুঙ্গিসদৃশ জাতীয় পোশাক; সারং
  • English Word sarsaparilla Bengali definition [সা:স্‌পারিলা] (noun) [uncountable noun] উষ্ণ মণ্ডলীয় আমেরিকান উদ্ভিদবিশেষ এবং ওই উদ্ভিদের শিকড় থেকে প্রস্তুত বলবর্ধক পানীয়; সালসা; গন্ধবল্কল
  • English Word sartorial Bengali definition [সা:টোরিআল্] (adjective) বস্ত্র সম্বন্ধীয়; পোশাক তৈরিবিষয়ক: sartorial elegance/details, পোশাকের চটক/জৌলুস। sartorially (adverb)
  • English Word sash 1 Bengali definition [স্যাশ্‌] (noun) [countable noun] শোভা কিংবা উর্দির অংশস্বরূপ কোমরে জড়ানো কিংবা এক কাঁধের উপর ঝোলানো কাপড়ের দীর্ঘ ফালি; পরিকর
  • English Word sash 2 Bengali definition [স্যাশ্‌] (noun) sash window যে জানালা উপরে-নিচে ঠেলে সরানো যায়; সার্সিsash-cord/sash-line (noun(s)) জানালাকে যেকোনো কাঙ্ক্ষিত অবস্থানে স্থির রাখতে ঘুঘুরিকার উপর দিয়ে চালিত (সাধারণত এক প্রান্তে ওজন-বাঁধা) শক্ত দড়ি; সার্সির রশি।
  • English Word sassenach Bengali definition [স্যাসান্যাক্] (noun) (তুচ্ছার্থে বা হাস্যরসাত্মক) ইংরেজ (স্কটল্যান্ডবাসীরা ইংরেজদের সম্বন্ধে এই শব্দ ব্যবহার করে)।
  • English Word sassy Bengali definition [স্যাসি] (adjective) (America(n) কথ্য) চনমনে; কেতাদুরস্ত
  • English Word sat Bengali definition [স্যাট্] sit-এর past tense, past participle
  • English Word Satan Bengali definition [সেইট্‌ন্‌] (noun) শয়তানSatanic [সাট্যানিক্ America(n) সেইট্যানিক্] (adjective) (১) শয়তান সম্বন্ধীয়; শয়তানি; His Satanic Majesty, (হাস্যরসাত্মক) মহামহিম শয়তান(২) ছোট ছাঁদের Satan দুষ্ট; অশুভ; শয়তানি
  • English Word satchel Bengali definition [স্যাচ্‌ল্‌] (noun) হালকা জিনিসপত্র, বিশেষত স্কুলের বই বহনের অন্য ছোট থলে; ঝুলি
  • English Word sate Bengali definition [সেইট্] দ্রষ্টব্য satiate.
  • English Word satellite Bengali definition [স্যাটালাইট্] (noun) (১) উপগ্রহ; চন্দ্র; কৃত্রিম উপগ্রহ: communications satellite. (২) (লাক্ষণিক, প্রায়ই (attributive(ly) অন্যের উপর নির্ভরশীল এবং অন্যের নেতৃত্বাধীন ব্যক্তি বা দেশ; তাঁবেদারsatellite town অন্য শহরের বাড়তি জনসংখ্যার চাপ কমাতে নির্মিত শহর; উপনগর।
  • English Word satiable Bengali definition [সেইশাব্‌ল্‌] (adjective) (আনুষ্ঠানিক) সম্পূর্ণ পরিতৃপ্ত করা যায় এমন; পরিতর্পণীয়
  • English Word satiate Bengali definition [সেইশিএইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) সম্পূর্ণরূপে তৃপ্ত করা; পরিতৃপ্ত/পরিতর্পিত করা; কোনো কিছুর আধিক্যের দ্বারা ক্লান্ত হওয়া বা করা; অরুচি ধরা বা ধরানো: be satiated with food/pleasure.
  • English Word satiety Bengali definition [সাটাইআটি] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) পূর্ণ/আকণ্ঠ পরিতৃপ্তি: indulge in pleasure to the point of satiety.
  • English Word satin Bengali definition [স্যাটিন্ America(n) সাট্‌ন্] (noun) [Uncountable noun] এক পিঠ মসৃণ ও চকচকে রেশমি বস্ত্রবিশেষ; সাটিন: (attributive(ly)) satin dresses/ribbons. □ (adjective) সাটিনের মতো মসৃণ।
  • English Word satinwood Bengali definition [স্যাটিন্‌ওয়ুড্ America(n) স্যাট্‌ন্‌ওয়ুড্] (noun) [uncountable noun] আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত একটি উষ্ণমণ্ডলীয় গাছের মসৃণ, শক্ত কাঠ; সাটিন কাঠ
  • English Word satire Bengali definition [স্যাটাইআ(র্)] (noun) (১) [uncountable noun] কোনো ব্যক্তি বা সমাজকে হাস্যাস্পদ করা কিংবা ভাব, প্রথা ইত্যাদির হাস্যকরতা বা অনিষ্টকরতা প্রদর্শনের জন্য রচনার রূপবিশেষ; ব্যঙ্গরচনা; অরুন্তুদ কাব্য; স্যাটায়ার(২) [countable noun] উক্তরূপ রচনার দৃষ্টান্ত; মিথ্যা অভিমানের মুখোশ উন্মোচক কোনোকিছুsatirical [সাটিরিক্‌ল্‌] (adjective) বিদ্রূপাত্মক; ব্যঙ্গাত্মক। satirically [স্যাটাইআক্‌লি্] (adverb) বিদ্রূপের সঙ্গে; বিদ্রূপাত্মকভাবে। satirist [স্যাটারিস্‌ট্‌] (noun) স্যাটায়ার রচয়িতা; ব্যঙ্গনবিশ। satirize, satirise [স্যাটারাইজ্‌] (verb transitive) বিদ্রূপাত্মক রচনা দ্বারা আক্রমণ করা; বিদ্রূপের বিষয় করা; বিদ্রূপাত্মকভাবে বর্ণনা করা।
  • English Word satisfaction Bengali definition [স্যাটিস্‌ফ্যাক্‌শ্‌ন্‌] (noun) [Uncountable noun] (১) সন্তোষ; সন্তুষ্টি; পরিতোষ; পরিতুষ্টি; পরিতৃপ্তি; সন্তোষসাধন; চরিতার্থতা; the satisfaction of one’s hopes/desires/ambitions. (২) (indefinite article- সহ past participle বিরল) যা পরিতৃপ্ত করে; সন্তুষ্টির বিষয়: Her company has been a great satisfaction to us. (৩) [uncountable noun] আঘাত বা অপমানের প্রতিশোধ বা ক্ষতিপূরণ; ঐরূপ প্রতিশোধের সুযোগ: give somebody/demand /obtain satisfaction.
  • English Word satisfactory Bengali definition [স্যাটিস্‌ফ্যাকটা্রি] (adjective) সন্তোষজনক; সন্তুষ্টিকরsatisfactorily [স্যাটিস্‌ফ্যাকটারালি] (adverb) সন্তোষজনকভাবে।
  • English Word satisfy Bengali definition [স্যাটিস্‌ফাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle satisfied) (১) সন্তুষ্ট/পরিতৃপ্ত/পরিতুষ্ট করা; সন্তুষ্টিবিধান করা; খুশি করাsatisfy the examiners নিম্নতম শর্ত পূরণ করে পরীক্ষা উত্তীর্ণ হওয়া। (২) (প্রয়োজন) মেটানো; (আশা-আকাঙ্ক্ষা, কামনা ইত্যাদি) চরিতার্থ করা(৩) satisfy somebody (that .../of something) কারো মনে প্রত্যয় জন্মানো; সংশয়মুক্ত করা: You must satisfy the boss that you can do the job. satisfying (adjective) সন্তুষ্টিকর; তৃপ্তিকর। satisfyingly (adverb) তৃপ্তিকরভাবে।
  • English Word satsuma Bengali definition [স্যাট্‌সূমা] (noun) দ্রষ্টব্য tangerine.
  • English Word saturate Bengali definition [স্যাচারেইট্] (verb transitive) saturate (with/in) (১) উত্তমরূপে ভেজানো; অভিসিঞ্চিত/পরিনিষিক্ত করা; কোনো কিছু সাধ্যের শেষ সীমা অবধি গ্রহণ করা; পরিপৃক্ত/সম্পৃক্ত করা: Are you saturated yet with astrology? (২) আরো গ্রহণ করতে অক্ষম হওয়া; পরিপৃক্ত হওয়া: The market will soon be saturated. (৩) (রসায়ন) একটি পদার্থ দিয়ে অন্য একটি পদার্থ সর্বোচ্চ পরিমাণে শোষণ করানো; সম্পৃক্ত করা: a saturated solution of salt. saturation [স্যাচারেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] পরিপৃক্তি; সম্পৃক্তি। saturation bombing লক্ষ্যবর্তী এলাকার সব কিছু বিধ্বস্ত করার উদ্দেশ্যে বোমাবর্ষণ; সর্বসংহারক বোমাবৃষ্টি। saturation point (রসায়ন) যে স্তরে একটি পদার্থ অন্য পদার্থের সঙ্গে যোগ করলে দুটি পদার্থ সম্পূর্ণরূপে মিশ্রিত হবে না; যে স্তরে আরো গ্রহণ বা শোষণ করা সম্ভবপর নয়; সম্পৃক্তিসীমা।
  • English Word Saturday Bengali definition [স্যাটাডি] (noun) শনিবার
  • English Word Saturn Bengali definition [স্যাটান্‌] (noun) (জ্যোতির্বিদ্যা) শনি (গ্রহ)।