Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word R, r Bengali definition [আ:(র্)] ইংরেজি বর্ণমালার অষ্টাদশ বর্ণthe three R’s প্রাথমিক শিক্ষার তিন মূল ভিত্তি; তথা reading, (w)riting এবং (a)rithmetic.
  • English Word rabbi Bengali definition [র‌্যাবাই] (noun) ইহুদি আইনের শিক্ষক; ইহুদি ধর্মযাজকrabbinical (adjective) র‌্যাবাইসম্পর্কিত; তাদের লেখা, জ্ঞান ইত্যাদি।
  • English Word rabbit Bengali definition [র‌্যাবিট্] (noun) (১) খরগোশrabbit-hole/rabbit-burrow (noun(s)) খরগোশের গর্ত। rabbit-hutch (noun) গৃহপালিত খরগোশের খাঁচা। rabbit-punch (noun) ঘাড়ের পিছনে ঘুষি rabbit-warren (noun) খরগোশের গর্তে ভরা জমি; (লাক্ষণিক) সরু ও প্যাঁচানো গলি; গলিঘুঁজি। (২) (কথ্য) কোনো খেলায় (বিশেষত টেনিসে) অসফল; অকৃতী ক্রীড়াবিদ (verb intransitive) খরগোশ শিকার করা।
  • English Word rabble Bengali definition [র‌্যাব্‌‌ল্] (noun) উচ্ছৃঙ্খল জনতাrabble-rousing (adjective) জনতাকে সহিংস বা উত্তেজিত করতে সক্ষম: He gave a rabble-rousing speech. the rabble (তুচ্ছার্থে) নিচুতলার জনসাধারণ।
  • English Word rabid Bengali definition [র‌্যাবিড] (adjective) (১) জলাতঙ্কগ্রস্ত; উন্মাদ(২) ক্রুদ্ধ; অন্ধ আবেগে ক্ষিপ্তবৎ; উদ্বুদ্ধ
  • English Word rabies Bengali definition [রেইবিজ্] (noun) [Uncountable noun] কুকুর, নেকড়ে ইত্যাদি প্রাণীর সংক্রামক ব্যাধিবিশেষ, যাতে এরা পাগল হয়ে যায়; জলাতঙ্ক (hydrophobia)।
  • English Word raccon Bengali definition [রাকূন্] (noun) দ্রষ্টব্য racoon.
  • English Word race 1 Bengali definition [রেইস্‌] (noun) [Countable noun] (১) দৌড় প্রতিযোগিতা; সাঁতার প্রতিযোগিতা; কোনো কাজ শেষ করা বা কোথাও পৌঁছানোর জন্য প্রতিযোগিতা: a race against time কোনো নির্দিষ্ট সময় বা ঘটনার আগে কোনো কাজ শেষ করার প্রচেষ্টা। race-course ঘোড়দৌড়ের মাঠ। racehorse দৌড়ের/রেস খেলার ঘোড়া। race-meeting একই স্থানে একাদিক্রমে ঘোড়দৌড়ের অনুষ্ঠান। (২) নদী বা সমুদ্রের তীব্র স্রোত(৩) (সাহিত্যিক) সূর্য বা চন্দ্রের পরিক্রমণ, আবর্তন; (লাক্ষণিক) জীবনের গতি (verb transitive), (verb intransitive) (১) race with/against (somebody) গতির প্রতিযোগিতা করা; দ্রুত চলা: race along. (২) বাজির ঘোড়ার মালিক হওয়া/বাজির ঘোড়ার প্রশিক্ষণ দেওয়া; ঘোড়দৌড় খেলায় অংশ নেওয়া(৩) (কাউকে বা কোনো কিছুকে) দ্রুত চলার সাহায্য করা; দ্রুত চালানো: He raced me to the airport in his car. racing (noun) [uncountable noun] ঘোড়দৌড় বা মোটররেস খেলা; এ সম্পর্কিত শখ বা পেশা: These are racing horse. He has been in racing for 10 years.
  • English Word race 2 Bengali definition [রেইস্] (noun) (১) [Countable noun, uncountable noun] মানবপ্রজাতি; নরগোষ্ঠী; গাত্রবর্ণ, চুলের রং, নাকমুখের গড়ন ইত্যাদির ভিত্তিতে স্থিরীকৃত মানবজাতির শাখা: The Bengal is are a mixed race. The Mongoloid race have yellow skin and flat nose. (২) সাধারণ সংস্কৃতি, ইতিহাস অথবা ভাষা আছে এমন জনগোষ্ঠী: the Anglo-saxon race. (৩) (attributive(ly)) জাতিগোষ্ঠী; জনগোষ্ঠী সম্পর্কিত: Race relations are important in a multi-racial country like Britain. (৪) বংশ; কুলগৌরব: He belongs to an ancient race. (৫) [Countable noun] প্রাণিকুলের প্রধান বিভাজন: the human race; the feathered race, (পাখি) ইত্যাদি।
  • English Word raceme Bengali definition [র‌্যাসীম্] (noun) (উদ্ভিদ) প্রধান পুষ্পদণ্ড থেকে উদ্গত সমদূরবর্তী সবৃন্ত পুষ্পরাজির বিন্যাস
  • English Word racial Bengali definition [রেইশ্‌ল্] (adjective) race 2 (১,২) সম্পর্কিত; জাতি সম্পর্কিত সাম্প্রদায়িক: racial conflict; racial discrimination, সাম্প্রদায়িক বিভেদনীতি। racialism (noun) সাম্প্রদায়িক নীতি; নিজ সম্প্রদায়ের শ্রেষ্ঠত্বে বিশ্বাস। racialist (noun) সাম্প্রদায়িক ভেদনীতিতে বিশ্বাসী; অন্য সম্প্রদায়ের প্রতি ঘৃণা পোষণকারী।
  • English Word racily, raciness Bengali definition (adjective(s) দ্রষ্টব্য racy.
  • English Word racism Bengali definition [রেইসিজাম্] (noun) এক জাতি অন্য জাতি অপেক্ষা উৎকৃষ্ট এবং তার উপর কর্তৃত্ব করার অধিকারী এমন ধারণা বা বিশ্বাস; এমন ধারণার ফলে অন্য জাতির প্রতি বৈষম্যমূলক আচরণracist (noun) নিজ সম্প্রদায়ের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী; সাম্প্রদায়িক ভেদনীতিতে আস্থাবান ব্যক্তি।
  • English Word rack 1 Bengali definition [র‌্যাক্] (noun) (১) কাঠের বা ধাতুনির্মিত তাক (বিশেষত আস্তাবলে পশুর খাবার রাখার জন্য ব্যবহৃত)। (২) গৃহস্থালির জিনিস ঝুলিয়ে রাখার তাক, ্রেম ইত্যাদি(৩) বিমান, বাস ইত্যাদিতে হালকা মালামাল রাখার ডাক, শেল্‌ফ। (৪) দাঁতওয়ালা রড শিক বা রেল যার সঙ্গে চাকার খাঁজ যুক্ত হয়ে রড বা শিককে ঘোরায়
  • English Word rack 2 Bengali definition [র‌্যাক্] (noun) (সাধারণত the rack) শাস্তিদানের যন্ত্রon the rack কঠোর শারীরিক/মানসিক কষ্টের ভিতর দিয়ে যাওয়া। (verb transitive) (১) শাস্তিদানের যন্ত্রে আটকিয়ে যন্ত্রণা দেওয়া; কষ্ট দেওয়া: I have a racking headache. (২) rack one’s brains (for) কোনো কিছু স্মরণ করা বা উদ্ভাবন করার জন্য ভীষণভাবে মাথা খাটানো(৩) অত্যধিক ভাড়ার চাপে ভাড়াটেকে অতিষ্ঠ করাrack-rent (noun) অতি উচ্চহারের ভাড়া।
  • English Word rack 3 Bengali definition [র‌্যাক্] (noun) go to rack and ruin ধ্বংস হয়ে যাওয়া; বিনষ্ট হওয়ার পথে এগিয়ে যাওয়া
  • English Word racket 1 Bengali definition [র‌্যাকিট্] (noun) (১) হৈচৈ; কোলাহল(২) [Uncountable noun] সামাজিক কর্মব্যস্ততা; ছোটাছুটি এবং হৈচৈ: A politician’s life is full of racket. (৩) [Countable noun] (কথ্য) অন্যকে ঠকিয়ে, ভয় দেখিয়ে বা অসদুপায়ে অর্থ উপার্জনের পন্থা(৪) [Countable noun] কঠিন বা কষ্টকর অভিজ্ঞতাstand the racket (ক) কঠিন সংকট পেরিয়ে আসা;(খ) কোনো ঘটনার দোষ নিজে স্বীকার করে নেওয়া; ক্ষতিপূরণ দেওয়া। (verb intransitive) racket (about) হৈচৈ করা; অবৈধ উপায়ে অর্থ উপার্জন করা। racketeer (noun) হাসিখুশি ব্যক্তি; অবৈধ উপায়ে অর্থ উপার্জনকারী ব্যক্তি। racketeering (noun) [Uncountable noun] উপরোক্তভাবে অর্থ উপার্জনের ফন্দি; ব্যবসা।
  • English Word racket 2, racquet Bengali definition [র‌্যাকিট্] (noun) (১) টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদি খেলার ব্যাট(২) দুই বা চারজনের এমন একটি খেলা যা চার দেয়াল ঘেরা কক্ষে খেলা যায়
  • English Word raconteur Bengali definition [র‌্যাকন্‌টা(র্‌)] (noun) হাসিখুশি; আমুদে; গল্প বলিয়ে ব্যক্তি
  • English Word racoon, raccoon Bengali definition [রাকূন্ America(n)র‌্যাকূন্‌] (noun) উত্তর আমেরিকার ছোট আকারের ভালুকজাতীয় মাংসাশী প্রাণিবিশেষ; এই প্রাণীর পশম
  • English Word racy Bengali definition [রেইসি] (adjective) (১) (কথা বলা অথবা লেখাসম্পর্কিত) পরিষ্কার, উদ্দীপ্ত এবং সতেজ: He writes in a racy style. (২) প্রবল বৈশিষ্ট্যপূর্ণ: The spice has a racy flavor. racily (adverb) raciness (noun)
  • English Word radar Bengali definition [রেইডা:(র্)] (noun) রাডারযন্ত্র; জাহাজ, বিমান বা নভোযানের পাইলট কর্তৃক ব্যবহৃত যন্ত্র যার পরদায় এর সীমার মধ্যে আগত যেকোনো কঠিন বস্তুর অস্তিত্ব ধরা পড়ে এবং সেই বস্তুর অবস্থান, গতি ইত্যাদি সম্পর্কে তথ্য পাওয়া যায়: follow the flight of an aircraft by radar; radar installation; on the radarscreen.
  • English Word raddle Bengali definition [রেইডিঅ্যাল্] (Verb transitive) লাল মাটি দিয়ে রঞ্জিত করা(noun) লাল রঙের গিরিমাটি। raddled (adjective) He looked thoroughly raddled, like a man who’d just stepped away from not one but several excesses.
  • English Word radial Bengali definition [রেইডিআল্] (adjective) আলোকরশ্মিসংক্রান্ত অথবা ব্যাসার্ধ-সম্পর্কিত; (সাইকেলের চাকার স্পোকসংক্রান্ত) কেন্দ্র থেকে বিচ্ছুরিত আলোকরশ্মির মতো সাজানো। (noun) radial (tyre) রাস্তার সমতলে শক্তভাবে এঁটে থেকে ঘোরে এমনভাবে নির্মিত চাকা (বিশেষ করে ভেজা রাস্তায় এমন টায়ারের উপযোগিতা বেশি)। radially (adverb)
  • English Word radiant Bengali definition [রেইডিআন্‌ট্‌] (adjective) (১) রশ্মি বিকিরণ করে এমন; দীপ্তিমান: the radiant sun. (২) (ব্যক্তি, তার চেহারা, চোখ ইত্যাদি) উজ্জ্বল, দীপ্ত, আনন্দিত অথবা প্রীতিপূর্ণ: She looks radiant in her new dress. (৩) (পদার্থবিদ্যা) রশ্মিবিকিরণকারী; উজ্জ্বল: radiant energy. radiantly (adverb)
  • English Word radiate Bengali definition [রেইডিএইট্] (verb transitive), (verb intransitive) (১) তাপ বা আলো বিকিরণ করা: The sun radiates heat. (লাক্ষণিক) উচ্ছৃঙ্খলভাবে প্রকাশ করা; দীপ্তভাবে আনন্দ, উৎসাহ ইত্যাদির বহিঃপ্রকাশ ঘটানো: The mayor radiates enthusiasm whenever he speaks. (২) radiate (from) রশ্মিরূপে বিকিরণ করা বা বিকীর্ণ হওয়া: Heat radiates from a fireplace. He radiated from her eyes. (৩) radiate (from) ব্যাসার্ধরূপে একটি কেন্দ্র থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়া
  • English Word radiation Bengali definition [রেইডিএইশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] radiate-এর সব অর্থে; তাপ বিকিরণ; রশ্মি বিচ্ছুরণ ইত্যাদিradiation sickness তেজস্ক্রিয় বস্তু থেকে বিচ্ছুরিত গামারশ্মির সংস্পর্শ থেকে যে অসুস্থতা সৃষ্ট হয়। (২) [Countable noun] রিচ্ছুরিত, বিকীর্ণ তাপ বা আলো: radiations from an X-ray machine.
  • English Word radiator Bengali definition [রেইডিএইটা(র্)] (noun) [Countable noun] (১) ঘর গরম রাখতে তাপবিকিরণকারী যন্ত্র(২) মোটরযানের ইনজিনের সিলিন্ডারকে শীতল করার যন্ত্র
  • English Word radical Bengali definition [র‌্যাডিক্‌ল্] (adjective) (১) মৌলিক; মূলগত; মৌলিক কাঠামোগত: Many radical reforms have been made. (২) (রাজনীতি) সমাজকাঠামোর আমূল পরিবর্তনে বিশ্বাসী; চিন্তাভাবনা এবং নীতিতে প্রাগ্রসর; প্রগতিবাদী: He is radical/he holds radical opinions in politics. (৩) (গণিত) বর্গমূলসম্পর্কিত: the radical sign (√). □(noun) (১) আমূল সংস্কারে বিশ্বাসী ব্যক্তি(২) (গণিত.) বর্গমূল চিহ্ন (√)radically (adverb) radicalism (noun) আমূল সংস্কারকামী মতবাদ
  • English Word radicle Bengali definition [র‌্যাডিক্‌ল্] (noun) ভ্রূণমূল (শিম ইত্যাদি গাছের)।