Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word question 1 Bengali definition [কুএস্‌চান্] (noun) (১) প্রশ্নবোধক বাক্য; প্রশ্নquestion mark প্রশ্নবোধক চিহ্ন (?)। question-time পার্লামেন্টে প্রশ্নোত্তরের সময়ে যখন মন্ত্রিগণ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। (২) সমস্যা; আলোচনা বা সিদ্ধান্ত নেওয়ার বিষয়: To be or not to be that is the question. His joining the cabinet is now only a question of time. in question (প্রশ্ন বা সমস্যা) বিচারাধীন: Where is the man in question? out of the question অসম্ভব; প্রশ্নই ওঠে না: Going out in this bad weather is out of the question. be some/no question of প্রশ্ন ওঠে না: There is no question of my being the chairman of the committee. beg the question. দ্রষ্টব্য beg 2 come into question আলোচনায় ওঠা: If my joining the Army comes into question, I’ll refuse without hesitation. put the question (সভায়) কোনো প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মতামত দেওয়ার আহ্বান জানানো। (৩) [Uncountable noun] সন্দেহ; আপত্তি: There cannot be any question about his sincerity. beyond question প্রশ্নাতীত: His honesty is beyond question. call something in question কোনো বিষয়ে প্রশ্ন, সন্দেহ বা আপত্তি উত্থাপন করা: His faithfulness was called in question.
  • English Word question 2 Bengali definition [কুএস্‌চান্‌] (verb transitive) (১) প্রশ্ন করা; জেরা করা: He was question ed by the police officer. (২) সন্দেহ প্রকাশ করা: The people questioned their leader's integrity. questionable সন্দেহভাজন; প্রশ্নসাপেক্ষ: She is a woman of questionable morality. questionably (adverb) questioner (noun) প্রশ্নকর্তা। questioningly (adverb) জিজ্ঞাসুভাবে।
  • English Word questionnaire Bengali definition [কুএস্‌চানেআ(র্)] (noun) প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা
  • English Word quetzal Bengali definition [কুএট্‌সল্ America(n) কেট্‌স্যাল্] (noun) মধ্য আমেরিকার একটি সুন্দর পাখি; গুয়াতেমালার মুদ্রার নাম
  • English Word queue Bengali definition [ক্যিঊ] (noun) (১) অপেক্ষমাণ মানুষ, জন্তু প্রভৃতির সারি; লাইন; সিনেমার টিকিট ক্রয়, বাসে ওঠা প্রভৃতি কাজের জন্য নিজ নিজ পালা আসার প্রতীক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়ানো মানুষ: A lot of people were standing in a queue to get into the bus. jump the queue, দ্রষ্টব্য jump 2(৬). (২) যানবাহনের সারি (ট্রাফিক আলোর সামনে দাঁড়ানো)। (৩) চুলের বেণি (verb transitive) queue (up (for something) সারিবদ্ধভাবে বা লাইনে দাঁড়ানো।
  • English Word qui-hi, qui-hye Bengali definition [কোআই-হাই] (interjection) (চাকর বা আশপাশের অনির্দিষ্ট কাউকে ডাকা) কে আছে?: I heard a feeble qui-hi from a distant sofa.
  • English Word quibble Bengali definition [কুইব্‌ল্] (noun) [Countable noun] যুক্তির প্রধান দিক এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহৃত কথার মারপ্যাঁচ; দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহারের মাধ্যমে আসল কথা এড়ানো (verb intransitive) queue over কথার মারপ্যাঁচ ব্যবহার করা; তুচ্ছ খুঁটিনাটি নিয়ে তর্ক করা: We must not queue over the trifles. quibbler (noun) quibbling (adjective)
  • English Word quiche Bengali definition [কীশ্‌] (noun) সুগন্ধি পুর দেওয়া কেকবিশেষ
  • English Word quick Bengali definition [কুইক্] (adjective) (১) দ্রুতগতিসম্পন্ন; দ্রুতনিষ্পন্ন: He is a quick worker. People like quick food at lunch. (in) quick time সৈন্যদের মার্চ করার স্বাভাবিক গতি (ঘণ্টায় ৪ মাইল)। quick march দ্রুত মার্চ করা। quick-freeze (verb transitive) খাদ্যদ্রব্য দ্রুত হিমায়িতকরণ। (২) প্রাণবন্ত; উজ্জ্বল; চটপটে; উপস্থিতবুদ্ধিসম্পন্ন: He is quick to understand mathematical problems. He is a quick worker. a quick temper সহজে রাগ করার স্বভাব। (৩) (প্রাচীন প্রয়োগ) জীবিত: the quick and the dead. □(noun) [Uncountable noun] নখের নিচের সংবেদনশীল মাংস। cut/touch somebody to the quick কারো অনুভূতিতে গভীর আঘাত হানা। (adverb) He wants to be famous quick. quickly (adverb) quickness (noun)
  • English Word quicken Bengali definition [কুইকান্] (verb transitive), (verb intransitive) (১) ত্বরান্বিত করা: We quickened our pace in order to reach there in time. (২) প্রাণবন্ত; কর্মচঞ্চল করা; শক্তিমান করা: My pulse quickened at the news.
  • English Word quickie Bengali definition [কুইকি] (noun) (কথ্য) দ্রুত সম্পন্ন কোনো কাজ; তাড়াহুড়া করে বানানো চলচ্চিত্র
  • English Word quicklime Bengali definition [কুইক্‌লাইম্] (noun) কলি চুন
  • English Word quicksand Bengali definition [কুইক্ স্যান্‌ড্‌] (noun) চোরাবালি
  • English Word quicksilver Bengali definition [কুইক্‌সিল্‌ভা(র্)] (noun) [Uncountable noun] পারদ
  • English Word quid 1 Bengali definition [কুইড্‌] (noun) খইনি; চিবানোর জন্য তামাক পাতা
  • English Word quid 2 Bengali definition [কুইড্‌] (noun) (British/Britain অশিষ্ট) পাউন্ড
  • English Word quid pro quo Bengali definition [কুইড প্রোউ কুওউ] (noun) (লাতিন) কোনো কিছুর বিনিময়ে প্রদত্ত অন্য কিছু
  • English Word quiddity Bengali definition [ক্যুইডিটি] (noun) সারাংশ; বাকছল, শ্লেষ: Every person and everything has a certain quiddity.
  • English Word quiescent Bengali definition [কুআইএস্‌ন্‌ট্‌] (adjective) শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়quiescently (adverb) quiescence (noun)
  • English Word quiet Bengali definition [কুআইআট্‌] (adjective) (১) শান্ত; নীরব: The sea is quiet now. He came to the door in quiet footsteps. (২) ভদ্র; নম্র; He is a quiet person. (৩) বর্ণাধিক্যহীন; শান্ত রংবিশিষ্ট(৪) গোপন; He is harbouring quiet resentment in his mind. keep something quiet গোপন রাখা। on the quiet গোপনে; চুপিচুপি। (noun) [Uncountable noun] শান্তভাব; নম্রভাব: I like the quiet of the country-side. □ (verb transitive), (verb intransitive) (সচরাচর quiet en) শান্ত হওয়া/করা: The mother tried to quiet the crying child. quietly (adverb) quietness (noun)
  • English Word quietism Bengali definition [কুআইইটিজাম্‌] (noun) নিরাসক্তভাবে দুঃখ ও সুখকে গ্রহণ করার মানসিক ক্ষমতা; চিত্তের প্রশান্তির সঙ্গে জীবনযাপন (ধর্মীয় মরমিবাদের একটি রূপ)। quietist (noun) উক্ত মতবাদের অনুসারী।
  • English Word quietude Bengali definition [কুআইইট্যিঊড্] (noun) (সাহিত্যিক) নিস্তব্ধতা; প্রশান্তি
  • English Word quietus Bengali definition [কুআইঈটাস্‌] (noun) (আনুষ্ঠানিক) ঋণ পরিশোধ; জীবন থেকে মুক্তি; মৃত্যু; বিলোপ
  • English Word quiff Bengali definition [কুইফ্] (noun) কপালের উপর চুলের গোছা
  • English Word quill Bengali definition [কুইল্] (noun) (১) quill (feather) পাখা বা লেজের বড় পালক; এ রকম পালকের ফাঁপা অংশ যা আগেকার দিনে কলম হিসেবে ব্যবহৃত হতো: a quill pen. (২) শজারুর কাঁটা
  • English Word quilt Bengali definition [কুইল্‌ট্‌] (noun) কাঁথা, লেপ, তোশক ইত্যাদি (verb transitive) ভিতরে ফোম বা তুলা দিয়ে দুই পাট কাপড়কে কাঁথার মতো সেলাই করা: a quilted jacket.
  • English Word quin Bengali definition [কুইন] (noun) quintuplet- এর কথ্য সংক্ষিপ্ত রূপ
  • English Word quince Bengali definition [কুইন্‌স্‌] (noun) আচার, জেলি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত নাশপাতিজাতীয় ফলের গাছবিশেষ
  • English Word quincentenary Bengali definition [কুইন্‌সেন্‌টীআরি] (adjective), (noun) পাঁচ শ বছর পূর্তি; পঞ্চশতবার্ষিকী
  • English Word quinine Bengali definition [কুইনীন্ America(n) কুআইনাইন্‌] (noun) সিনকোনা গাছের ছাল থেকে তৈরি তিক্ত ওষুধবিশেষ- ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত