Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word nurse 1 Bengali definition [নাস্‌] (noun) (১) (nurse)maid শিশুর দেখাশোনায় নিয়োজিত মহিলা বা বালিকা। দ্রষ্টব্য nanny. (২) যে মহিলা নিয়োগভিত্তিতে অন্যের শিশুকে স্তনদান করে(৩) স্তনদান: put a child to nurse. (৪) সাধারণত প্রশিক্ষণপ্রাপ্ত সেবক বা সেবিকা: a hospital nurse. (৫) বিশেষ গুণের লালনকারী দেশ; কলেজ; প্রতিষ্ঠান ইত্যাদি; UK has been a nurse of sportsmen.
  • English Word nurse 2 Bengali definition [নাস্] (verb transitive) (১) শুশ্রূষা করা: She nursed me during my illness. nursing-home (noun) সাধারণত হাসপাতাল অপেক্ষা ছোট ব্যক্তিমালিকানাধীন চিকিৎসায়তন। (২) স্তন্য দান করা(৩) (শিশু বা পালিত কুকুরকে) হাঁটুতে নিয়ে বা জড়িয়ে ধরে আদর করা(৪) বিশেষ যত্ন নেওয়া: nurse a flower bed; nurse a constituency, নিজ নির্বাচনী এলাকার ভোটারদের রাখা। nurse a cold সর্দি নিরাময় করার জন্য গরম জামাকাপড় পরে ঘরে থাকা। (৫) মনে মনে লালন করা: nurse thoughts of revenge.
  • English Word nursery Bengali definition [নাসারি] (noun) (১) ছোট শিশুদের জন্য ব্যবহার্য ঘরday nursery যে প্রতিষ্ঠানে কর্মজীবী মায়েরা কাজের সময়ে তাদের শিশু সন্তান রেখে যেতে পারে। nursery rhyme ছেলেভুলানো ছড়া বা গান। nursery school থেকে ৫ বছর বয়সের শিশুদের জন্য স্কুল; প্রাক-প্রাথমিক বিদ্যালয়nursery slope (স্কি খেলায়) যে তুষার-ঢাল নবীন শিক্ষার্থীদের ব্যবহারের উপযোগী। (২) যেখানে গাছের চারা লালন করা হয়; তরুশালাnurseryman [নাসারিমান্‌] (noun) যে ব্যক্তি তরুশালায় কাজ করে।
  • English Word nurture Bengali definition [নাচা(র্‌)] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) প্রতিপালন; প্রশিক্ষণ; শিশুশিক্ষা।  (verb transitive) প্রতিপালন করা; শিক্ষাদান করা: a carefully nurtured boy.
  • English Word nut Bengali definition [নাট্‌] (noun) (১) বাদামa hard nut to crack কঠিন সমস্যা। nut-brown (adjective) পাকা বাদামের মতো রংবিশিষ্ট। nut-butter (noun) বাদাম থেকে তৈরি মাখন। nut-crackers (noun), (plural) বাদাম ভাঙার কল। nut-shell (noun) বাদামের খোসা। (put something) in a nurtureshell (লাক্ষণিক) সংক্ষেপে (প্রকাশ করা)। (২) বোলটুর মাথায় আটকানোর জন্য ছোট আংটাবিশেষ; নাট(৩) (অপশব্দ) (মানুষের) মাথা। off one’s nurture (অপশব্দ) উন্মাদ; মাথাখারাপ। nurture-house (noun) (অপশব্দ) পাগলাগারদ। (৪) (plural) কয়লার গুল। □(verb intransitive) go nutting বাদাম কুড়ানো।
  • English Word nut-meg Bengali definition [নাট্‌মেগ্‌] (noun) (১) [countable noun] জায়ফল(২) [uncountable noun] বিচিসদৃশ এই ফলের গুঁড়া
  • English Word nutria Bengali definition [নিউট্রিআ America(n) নূট্রিআ] (noun) কয়পু নামে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্র ইঁদুরজাতীয় প্রাণীর চামড়া বা লোম
  • English Word nutrient Bengali definition [নিউট্রিআন্‌ট্‌ America(n) নূট্রিআন্‌ট্‌] (adjective) (আনুষ্ঠানিক) পুষ্টিদায়ক (noun) পুষ্টিকর পদার্থ
  • English Word nutriment Bengali definition [নিউট্রিমান্‌ট্‌ America(n) নূট্রিমান্‌ট্‌] (noun) পুষ্টিকর খাদ্য
  • English Word nutrition Bengali definition [নিউট্রিশ্‌ন্‌ America(n) নূট্রিশ্‌ন্‌] (noun) (আনুষ্ঠানিক) [uncountable noun] পুষ্টি; খাদ্যগুণবিষয়ক বিজ্ঞান; পুষ্টিবিজ্ঞানnutritionist (noun) পুষ্টিবিজ্ঞানী।
  • English Word nutritious Bengali definition [নিউট্রিশাস্‌ America(n) নূট্রিশাস্‌] (adjective) (আনুষ্ঠানিক) পুষ্টিকর
  • English Word nutritive Bengali definition [নিউট্রিটিভ্‌ America(n) নূট্রিটিভ্‌] (adjective) (আনুষ্ঠানিক) খাদ্য হিসেবে গ্রহণযোগ্য; পুষ্টিবিষয়ক
  • English Word nuts Bengali definition [নাট্‌স্‌] (adjective) (অপশব্দ) উন্মত্ত; পাগলbe nuts about /over somebody/something কারো/কোনো কিছুর প্রেমে পাগল হওয়া।
  • English Word nutty Bengali definition [নাটি] (adjective) (১) বাদামের মতো স্বাদযুক্ত(২) (অপশব্দ) পাগল; উন্মত্ত(৩) কয়লার গুলযুক্ত বা গুল দিয়ে তৈরি
  • English Word nuzzle Bengali definition [নাজ্‌ল্‌] (verb transitive), (verb intransitive) (১) নাক দিয়ে চাপ দেওয়া: The horse nuzzled its master’s shoulders. (২) nuzzle up (against/to) নাক দিয়ে ঘষা দেওয়া বা ঠেলে দেওয়া: The horse nuzzled up against its master’s shoulder.
  • English Word nylon Bengali definition [নাইলন্‌] (noun) (১) [uncountable noun] নাইলনের সুতা(২) (plural) নাইলনের মোজা
  • English Word nymph Bengali definition [নিম্‌ফ্‌] (noun) (১) (গ্রিক ও রোমক কাহিনীতে) নদী, বৃক্ষ, পর্বত ইত্যাদি বাসিনী উপদেবী; পরী; (সাহিত্যিক) রূপসী নারী(২) সোনালি প্রজাপতির শুঁয়াপোকা
  • English Word nymphet Bengali definition [নিম্‌ফেট্] (noun) (কথ্য) যৌনাকাঙ্ক্ষা জাগ্রত করে এমন তরুণী
  • English Word nympho Bengali definition [নিমফোউ] (noun) nymphomaniac- এর কথ্য সংক্ষেপ
  • English Word nymphomania Bengali definition [নিম্‌ফামেইনিআ] (noun) [uncountable noun] নারীর অস্বাভাবিক যৌনাকাঙ্ক্ষাnymphomaniac [নিম্‌ফামেইনিঅ্যাক্] (noun), (adjective) অস্বাভাবিক যৌনাকাঙ্ক্ষায় তাড়িত (নারী)।