Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word manna Bengali definition [ম্যানা] (noun) [uncountable noun] (বাইবেলে বর্ণিত) মরুপ্রান্তরে ইসরাইলিদের চল্লিশ বছর কাটানোর সময়ে ঈশ্বরপ্রদত্ত খাদ্য; (লাক্ষণিক) অপ্রত্যাশিতভাবে প্রাপ্ত মানসিক তৃপ্তিদায়ক কিছু।
  • English Word mannequin Bengali definition [ম্যানিকিন্‌] (noun) (১) পোশাকের দোকানে পোশাকাদি পরে প্রদর্শন করার জন্য নিযুক্ত মহিলা (অধুনা মডেল হিসেবে অভিহিত)। (২) দরজির দোকানে বা পোশাকের দোকানে পোশাকাদি প্রদর্শনের উদ্দেশ্যে রাখা পূর্ণদৈর্ঘ্য মানবমূর্তি; ম্যানিকিন
  • English Word manner Bengali definition [ম্যানা(র্‌)] (noun) [countable noun] (১) পদ্ধতি; ঢং; পন্থা(২) (কেবল singular) আচার আচরণ: His manner irritates me. (৩) (plural) সামাজিক রীতিনীতি; আদবকায়দা; প্রথা; অভ্যাস(৪) সাহিত্য বা শিল্পের স্টাইল বা শৈলী: a painting in the manner of Picasso. (৫) ধরন; প্রকারall manner of সর্বপ্রকার। in a manner কিছুটা; কিছু পরিমাণে। in a manner of speaking বলতে পারা যায়। by no manner of means কোনো অবস্থাতেই না। mannered (adjective) (ক) (যৌগশব্দে) ill/well/rough-mannered খারাপ/ভালো/ অশালীন আদবকায়দাবিশিষ্ট। (খ) অদ্ভুত আচরণবিশিষ্ট।
  • English Word mannerism Bengali definition [ম্যানারিজাম্‌] (noun) [countable noun] অভ্যাস বা আচরণের অদ্ভুত বৈশিষ্ট্য; মুদ্রাদোষ; শিল্প বা সাহিত্যে বৈশিষ্ট্যপূর্ণ ঢংয়ের অত্যধিক ব্যবহার
  • English Word mannerly Bengali definition [ম্যানালি] (adjective) ভদ্র; বিনয়ী
  • English Word mannish Bengali definition [ম্যানিশ্‌] (adjective) পুরুষতুল্য; (মহিলা) পুরুষালি।
  • English Word manoeuvre Bengali definition (America(n) maneuver) [মানূভা(র্‌)] (noun) (১) পরিকল্পিত বা কৌশলী পরিচালনা(২) কৌশল। □ (verb transitive), (verb intransitive) কৌশল প্রয়োগ করা; কৌশলে কাজে লাগানো; কৌশলে অভিযান করা। manoeuvrable (America(n)= maneuverable) (adjective) manoeuvrabliity (America(n) maneuverabliity) (noun) manoeuvrer (America(n) maneuverer) (noun)
  • English Word manor Bengali definition [ম্যানা(র্‌)] (noun) (ইংল্যান্ডে) (১) সামন্ত প্রথায় জমির একক (মৌজা বা তালুক)। (২) (বর্তমান ব্যবহার) জমিদারের আদালত বা কাছারি: manor-house. manorial (adjective)
  • English Word manqué Bengali definition [ম্যাঙ্‌কেই] (predicatively adjective) আশা পূর্ণ করতে ব্যর্থ; অসম্পূর্ণ কিন্তু সম্ভাবনা ছিল এমন; অকৃতকার্য: a teacher manqué.
  • English Word mansard Bengali definition [ম্যানসা:ড্‌] (noun) mansard (roof) দুই ঢালবিশিষ্ট ছাদ, যার নিচেরটা উপরেরটা অপেক্ষা বেশি খাড়া
  • English Word manse Bengali definition [ম্যানস্‌] (noun) ধর্মযাজকের (বিশেষত স্কটল্যান্ডীয়) বাসভবন
  • English Word mansion Bengali definition [ম্যানশ্‌ন্‌] (noun) (১) বৃহৎ অট্টালিকা; সম্ভ্রান্ত ব্যক্তির বাসভবন(২) (plural) (ব্যক্তির নামের সঙ্গে) ভবনসারি: Rahman/Zaman mansions.
  • English Word mantelpiece Bengali definition [ম্যান্‌ট্‌লপীস্‌] (noun) চুল্লির উপরের দেওয়াল বেরিয়ে আসা তাক
  • English Word mantilla Bengali definition [ম্যানটিলা] (noun) স্পেনদেশীয় নারী কর্তৃক মাথার চুল ও কাঁধ ঢেকে রাখার ওড়নাবিশেষ
  • English Word mantis Bengali definition [ম্যান্‌টিস্‌] (noun) (praying) mantis দীর্ঘপদ কীটবিশেষ
  • English Word mantle 1 Bengali definition [ম্যান্‌টল্] (noun) (১) ঢিলা কোটবিশেষ; আলখাল্লা; আঙরাখা; (লাক্ষণিক) আবরণ(২) আলোক বিচ্ছুরণে গ্যাসবাতির শিখার চারপাশে স্থাপিত ফিতার ন্যায় আবরণ; ম্যানটেল
  • English Word mantle 2 Bengali definition [ম্যানট্‌ল্] (verb transitive), (verb intransitive) আবৃত করা; ছদ্মবেশ পরানো
  • English Word manual Bengali definition [ম্যানিউআল্] (adjective) হস্তচালিত; হাতের দ্বারা সাধিত: manual work; manual labour; manual operation. □ (noun) (১) কোনো বিষয়ের বিবরণসংবলিত পুস্তিকা বা সারগ্রস্থ(২) হস্তচালিত বাদ্যযন্ত্রের কি-বোর্ড বা চাবিফলক
  • English Word manufacture Bengali definition [ম্যানিউফ্যাক্‌চা(র্‌)] (verb transitive) (১) (পণ্য) তৈরি করা; উৎপাদন করা(২) উদ্ভাবন করা (গল্প, অজুহাত)। □ (noun) (১) [uncountable noun] উৎপাদন। (২) (plural) উৎপন্ন দ্রব্যাদি; উৎপন্ন সামগ্রীmanufacturer (noun) উৎপাদনকারী (ব্যক্তি, শিল্পসংস্থা ইত্যাদি)।
  • English Word manumit Bengali definition [ম্যানিউমিট্‌] (verb transitive) (manumitted, manumitting, manumits) (প্রাচীনকালে ক্রীতদাস) মুক্ত করাmanumission [ম্যানিউমিশ্‌ন্‌] (noun)
  • English Word manure Bengali definition [মানিউআ(র্‌)] (noun) [uncountable noun] (জমির) সার। □ (verb transitive) (জমিতে) সার দেওয়া।
  • English Word manuscript Bengali definition [ম্যানিউস্‌ক্রিপ্‌ট্] (noun) (সংক্ষিপ্তরূপ Ms plural mss) পাণ্ডুলিপি, গ্রন্থ বা প্রবন্ধাদির হস্তলিখিত বা টাইপকৃত কপিin manuscript অমুদ্রিত অবস্থায়; পাণ্ডুলিপিরূপে।
  • English Word many Bengali definition [মেনি] (adjective) (দ্রষ্টব্য more, most) (১) বহু; বহুসংখ্যক; অনেকa great/good many বহু সংখ্যক। one too many যথাযথ বা প্রয়োজনীয় সংখ্যা অপেক্ষা একটি বেশি। be one too many for চালাকিতে কাউকে অতিক্রম করা। the many সর্বসাধারণ; ভিড়। (২) many a ( একবচনে সাধারণত সাহিত্যে) অনেক। many-sided (adjective) বহু পার্শ্ববিশিষ্ট; (লাক্ষণিক) বহুমুখী।
  • English Word Maoism Bengali definition [মাউইজাম্‌] (noun) মাওবাদ; মাও সে-তুংয়ের রাজনৈতিক তত্ত্বmaoist [মাউইস্‌ট্] (noun) মাওবাদী।
  • English Word Maori Bengali definition [মাউরি] (noun) নিউজিল্যান্ডের অধিবাসী বা তাদের ভাষা
  • English Word map Bengali definition [ম্যাপ] (noun) মানচিত্র; ভূচিত্র। □ (verb transitive) (present participle mapping; past tense, past participle mapped) (কিছুর) মানচিত্র আঁকা। (to) map out পরিকল্পনা করা; ভাগ করে বণ্টন করা। off the map অস্তিত্ববিহীন। on the map (লাক্ষণিক) গুরুত্বপূর্ণ। mapreader (noun) মানচিত্র থেকে তথ্য আহরণে সক্ষম ব্যক্তি। □ (verb transitive) মানচিত্র তৈরি করা; মানচিত্র প্রদর্শন করা। map out পরিকল্পনা করা; ভাগ করে বেঁটে দেওয়া।
  • English Word maple Bengali definition [মেইপল] (noun) (১) [countable noun] উত্তর গোলার্ধের এক ধরনের গাছ, যার নির্যাস থেকে চিনি ও সিরাপ তৈরি হয়maple sugar/ syrup মেপল চিনি/সিরাপ। (২) [uncountable noun] মেপলগাছের কাঠ
  • English Word mar Bengali definition [মা:(র্‌)] (verb transitive) (marred, marring, mars) ক্ষতি করা; নষ্ট করে ফেলাmake or mar হয় বিরাট সাফল্য অর্জন, নয় সম্পূর্ণ নষ্ট করে ফেলা।
  • English Word marabou Bengali definition [ম্যারাবূ] (noun) পশ্চিম আফ্রিকার বৃহদাকার সারস, এই পাখির পালকগুচ্ছ যা টুপি ইত্যাদিতে শোভা পায়
  • English Word maral 2 Bengali definition [মরাল্‌ America(n) মোরাল্‌] (noun) (১) কাহিনি, ঘটনা বা অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষা; উপদেশ; নীতিকথা; নীতিবাক্য: We can draw a maral from the incident. (২) (plural) নৈতিক অভ্যাস; নৈতিক মান; ন্যায়নীতি: a man without marals, নীতিহীন/নীতিবর্জিত লোক; a man of loose marals,. উচ্ছৃঙ্খল চরিত্রের লোক।