Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word M, m Bengali definition [এম্] (plural M’s , m’s [এম্‌জ্‌]) ইংরেজি বর্ণমালার ত্রয়োদশ বর্ণ; রোমান সংখ্যা ১০০০- এর প্রতীক
  • English Word ma Bengali definition [মা:] (noun) mamma শব্দের কথ্য ও সংক্ষিপ্ত রূপ
  • English Word ma'am Bengali definition [ম্যাম্‌] (noun) রানিকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত
  • English Word mac Bengali definition [ম্যাক্‌] (noun) (British/Britain) mackintosh- এর কথ্য ও সংক্ষিপ্ত রূপ
  • English Word macabre Bengali definition [মাকা:ব্‌রা] (adjective) ভয়ঙ্কর; প্রাণসংশয়ের ইঙ্গিতপূর্ণ
  • English Word macadam Bengali definition [মাক্যাডাম্‌] (noun) [uncountable noun] macadamroad ইট-সুরকি দিয়ে তৈরি কয়েক স্তরবিশিষ্ট রাস্তা; পাকারাস্তাmacadamize, macadamise [মাক্যাডাম্‌আইজ্‌] (verb transitive) ইট-সুরকি দিয়ে কয়েকটি স্তর করা: macadamized roads. দ্রষ্টব্য tarmac.
  • English Word macaroni Bengali definition [ম্যাকারোউনি] (noun) [uncountable noun] ময়দার তৈরি লম্বা পিঠা- যা সিদ্ধ করে খাওয়া যায়; ম্যাকারনি
  • English Word macaroon Bengali definition [ম্যাকারূন্‌] (noun) [countable noun] ছোট মিষ্টি বিস্কুট
  • English Word macaw Bengali definition [মাকো] (noun) দীর্ঘ লেজবিশিষ্ট আমেরিকান তোতাপাখি
  • English Word mace Bengali definition [মেইস্] (noun) (১) রাজদণ্ডবিশেষ; গদা
  • English Word macerate Bengali definition [ম্যাসারেইট্] (verb transitive), (verb intransitive) পানিতে ভিজিয়ে নরম করা; ভিজে নরম হওয়া
  • English Word Mach Bengali definition [মা:ক্] (noun) Mach number ধ্বনির গতির সঙ্গে বিমান অথবা অন্য কোনো নভোযানের গতির অনুপাত
  • English Word machan Bengali definition [মাচা] (noun) (১) (সাধারণত শিকার) গাছের উপর নির্মিত মঞ্চ: The hunter had reached his machan. (২) শাকসবজি বেড়ে ওঠার জন্য বাঁশ বা গাছের ডালের সাহায্যে তৈরি মঞ্চ
  • English Word machete Bengali definition [মাচেটি America(n) মাশেটি] (noun) ল্যাটিন আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে ব্যবহৃত ‘দা’ জাতীয় কাটার অস্ত্র
  • English Word Machiavelian Bengali definition [ম্যাকিআভেলিআন] (adjective) (রাজনীতি) ম্যাকিয়াভেলিপন্থি; ছলেবলে ব্যক্তিস্বার্থ হাসিলকারী
  • English Word machination Bengali definition [ম্যাকিনেইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] ষড়যন্ত্র
  • English Word machine Bengali definition [মাশীন্‌] (noun) [countable noun] (১) মেশিন; কলকারখানাmachinecode/language (noun) কম্পিউটারের জন্য লিখিত নির্দেশ-মেশিন যেটা পড়তে পারে। machine-gun (noun) মেশিনগান। machine-made (adjective) যন্ত্রনির্মিত; কলে তৈরি। machine readable (adjective) (ড্যাটাসম্পর্কিত) এমনভাবে তথ্য সন্নিবিষ্ট করা যাতে কম্পিউটার পড়তে পারে। machinetool মেশিনটুল। (২) সংঘবদ্ধ ব্যক্তিবর্গ: (America(n)) the Democratic machine. □ (verb transitive) মেশিন চালানো; কল চালানো। machinist [মাশীনিস্‌ট্] (noun) মেশিননির্মাতা; মেরামত ও চালনাকারী (বিশেষ করে সেলাইকল)।
  • English Word machinery Bengali definition [মাশীনারি] (noun) (১) যন্ত্রপাতি; কলকবজা(২) সরকারপদ্ধতি; প্রশাসনযন্ত্র
  • English Word machismo Bengali definition [মাচিজ্‌মোউ] (noun) [uncountable noun] পুরুষের অতিরিক্ত অহংকার; পৌরুষ
  • English Word macho Bengali definition [ম্যাচোউ] (adjective) (কথ্য) পৌরুষ প্রদর্শন
  • English Word mackerel Bengali definition [ম্যাকরাল্] (noun) (plural অপরিবর্তিত) রেখাঙ্কিত সামুদ্রিক মাছmackerelsky (noun) রেখাঙ্কিত সামুদ্রিক মাছের পিঠের মতো মেঘলা আকাশ।
  • English Word mackintosh Bengali definition [ম্যাকিন্‌টশ্‌] (noun) (British/Britain) জলাভেদ্য যন্ত্র বা জামাবিশেষ; বর্ষাতি
  • English Word macrobiatic Bengali definition [ম্যাক্‌রোউবাইঅটিক] (adjective) আয়ুবর্ধকmacrobiotic food রাসায়নিক সহায়তা ছাড়া উৎপন্ন আয়ুবর্ধক খাদ্য।
  • English Word macrocosm Bengali definition [ম্যাক্‌রোউকজাম্] (noun) মহাবিশ্ব; মহাসমগ্রতা। দ্রষ্টব্য microcosm.
  • English Word mad Bengali definition [ম্যাড্‌] (adjective) (১) (madder, maddest) পাগল; মানসিক রোগীdrive/send somebody mad পাগল বানিয়ে ফেলা। as mad as a March hare/as a hatter বদ্ধোন্মাদ। madhouse (noun) (কথ্য) পাগলাগারদ। madman (ম্যাড্‌মান); madwoman (noun(s)) পাগল ব্যক্তি। (২) (কথ্য) অত্যুৎসাহী; (গান)-পাগল; (America(n)) রাগান্বিত; বন্যbe/go mad প্রচণ্ডভাবে রেগে যাওয়া। like mad (কথ্য) প্রচণ্ড কর্মশক্তি নিয়ে; পাগলের মতো: He works like mad. madcap [ম্যাড্‌ক্যাপ] খ্যাপা; ছিটগ্রস্ত। (৩) (কুকুর) পাগলা; জলাতঙ্ক রোগগ্রস্তmadly (adverb) পাগলের মতো; (কথ্য) অত্যন্ত বেশি। madness (noun) [uncountable noun] পাগলামি। madden [ম্যাড্‌ন্‌] (verb transitive) পাগল করা; উত্তেজিত করা; বিরক্ত করা।
  • English Word madal Bengali definition [মেড্‌ল] (noun) পদক; মেডেলmadalist (America(n)= madalist) [মেডালিস্‌ট্‌] (noun) পদকপ্রাপ্ত ব্যক্তি।
  • English Word madal 2 Bengali definition [মেড্‌ল্‌] (verb intransitive) madal (in something) যা করতে বলা হয়নি তেমনি কিছু নিয়ে ব্যস্ত হওয়াmadal (with something) হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা। madalr (noun) অবাঞ্ছিত বা অকারণ হস্তক্ষেপকারী। madalsome (adjective) অবাঞ্ছিত হস্তক্ষেপকর।
  • English Word madam Bengali definition [ম্যাডাম্] (noun) (১) ম্যাডাম; ভদ্রনারীর সম্বোধনসূচক শব্দ; চিঠিপত্রে ব্যবহৃত সম্বোধন: Dear Madam. (২) (কথ্য) কর্তৃত্বপ্রয়াসী মহিলা(৩) (কথ্য) পতিতালয়-চালক মহিলা
  • English Word madame Bengali definition [মাদা:ম্‌ America(n) মাদ্যাম্‌] (noun) (সংক্ষেপ Mme) (plural mesdames [মেইডা:ম্‌] বিবাহিত মহিলাদের নামের আগে ব্যবহৃত ফরাসি পদবি; ব্রিটিশ অথবা আমেরিকান ছাড়া অন্য যেকোনো বিবাহিত মহিলার নামের আগে ব্যবহৃত
  • English Word madder Bengali definition [ম্যাডা(র্‌)] (noun) [uncountable noun] হলুদাভ ফুলবিশিষ্ট লতাবিশেষ; এ লতার মূল থেকে প্রাপ্ত রং