Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word joint 3 Bengali definition [জয়্‌ন্‌ট্‌] (verb transitive) (১) জোড়া দেওয়া; সংযুক্ত করা(২) সংযোগস্থানে কেটে বিভক্ত করা
  • English Word joist Bengali definition [জয়স্‌ট্] (noun) ছাদের কড়ি
  • English Word joke Bengali definition [জৌ্‌ক্] (noun) ঠাট্টা; তামাশা; রসিকতা; মজাhave a joke with somebody কারো সঙ্গে ঠাট্টা বা রসিকতা ভাগ করে নেওয়া। play a joke on somebody কাউকে নিয়ে মজা করা। a practical joke কাউকে বোকা বা হাস্যকর বানাতে চাতুরীপূর্ণ কাজ। It’s no joke তামাশার ব্যাপার নয়। the joke of the village/town কোনো এলাকার সর্বসাধারণের ঠাট্টার পাত্র। (verb transitive) ঠাট্টা করা; রসিকতা করা: You should not take it to heart; he’s only joking. jokingly (adverb) ঠাট্টার ছলে।
  • English Word joker Bengali definition [জোউকা(র)] (noun) (১) যে ঠাট্টা বা রসিকতা করে(২) ভাঁড়; সং(৩) তাসের জোকার; তাসের খেলায় ৫৩ নং তাল
  • English Word jolly Bengali definition [জলি] (adjective) হাসিখুশি; প্রফুল্ল; কিঞ্চিৎ মাতাল; সুন্দর; বলিষ্ঠJolly Roger জলদস্যু-জাহাজের কালোপতাকা (মড়ার খুলি ও আড়াআড়ি হাড় চিহ্নিত)। (adverb) বেশ; অত্যন্ত: He can jolly well finish the work at once. jollification (noun) আনন্দ-স্ফূর্তি; উৎসব। jollity (noun) আনন্দপূর্ণ মন।
  • English Word jollyboat Bengali definition [জলিবোউট] (noun) জাহাজে যে নৌকা থাকে
  • English Word jolt Bengali definition [জোউল্‌ট্] (verb transitive), (verb intransitive) ঝাঁকি দেওয়া; আকস্মিক ধাক্কা দেওয়া (noun) ঝাঁকি; ধাক্কা; (লাক্ষণিক) বিস্ময়; আকস্মিক আঘাত। jolty (adjective) ঝাঁকিপূর্ণ।
  • English Word jonquil Bengali definition [জঙকুই্‌ল্] (noun) এক ধরনের নার্সিসাস ফুলের গাছ
  • English Word jorts Bengali definition [জরটস্‌] (noun) (সাধারণত plural, অনানুষ্ঠানিক) ('jean' আর 'shorts' মিলে তৈরি) ডেনিম শর্টস; জেমস শর্টস; জর্টস: Jorts are the easiest way to recognize people you will not like.
  • English Word jostle Bengali definition [জস্‌ল্] (verb transitive), (verb intransitive) কনুই দিয়ে ধাক্কা দেওয়া; ধাক্কাধাক্কি করা
  • English Word jot 1 Bengali definition [জট্] (noun) (negative(ly)-সহ ব্যবহৃত) অত্যল্প; সামান্য: not a jot of doubt.
  • English Word jot 2 Bengali definition [জট্] (verb transitive) jot something down সংক্ষেপে টুকে রাখাjotter (noun) নোট খাতা; খসড়া লেখার কাগজ। jottings (noun) সংক্ষিপ্ত নোট বা লেখা।
  • English Word joule Bengali definition [জূল্‌] (noun) (বিদ্যুৎ) শক্তির একক
  • English Word journal Bengali definition [জান্ল্] (noun) (১) দৈনিক সংবাদপত্র; অন্যান্য সাময়িকী; Business journal. journalese (adjective) সংবাদপত্রসুলভ ভাষা। journalism (noun) সাংবাদিকতার পেশা। journalist (noun) সাংবাদিক। journalistic (adjective) সংবাদপত্রসংক্রান্ত।
  • English Word journey Bengali definition [জানি্] (noun) ভ্রমণ: He went on a long journey. □ (verb transitive) ভ্রমণ করা।
  • English Word journeyman Bengali definition [জানিমান্] (noun) দিনমজুর; ঠিকা শ্রমিক; যে শিক্ষানবিসের শিক্ষাকাল সমাপ্ত হয়েছে
  • English Word joust Bengali definition [জাউস্‌ট্] (verb intransitive) ঘোড়ার চড়ে প্রাচীনকালের নাইট বা বীরদের যুদ্ধ করা
  • English Word Jove Bengali definition [জোউভ] (noun) জুপিটার; দেবরাজBy Jove! দেবরাজের দিব্যি।
  • English Word jovial Bengali definition [জোউভিআল্] (adjective) হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ: He is in a jovial mood . jovially (adverb) হাশিখুশিভাবে joviality (noun) আনন্দপূর্ণ আচরণ।
  • English Word jowl Bengali definition [জাউল্] (noun) চোয়াল; হনু; গাল; কপোলjowly (adjective) ভারী চোয়ালওয়ালা (ব্যক্তি)।
  • English Word joy Bengali definition [জয়] (noun) (১) আনন্দ; গভীর হর্ষ: The news of his success gave us great joy. joy-ride আনন্দের জন্য কোনো গাড়িতে ভ্রমণ। joy-stick (noun) (অশিষ্ট) বিমানের নিয়ন্ত্রক লিভার। (২) আনন্দদায়ক বস্তু: The joys of life are many. □ (verb intransitive) আনন্দ করা: We should joy in our friend’s success. joyful (adjective) হর্ষোত্ফুল্ল; আনন্দিত; সানন্দ। joyfully (adverb) joyless (adjective) নিরানন্দ। joyfulness, joylessness (noun(s)) joyous (adjective)
  • English Word ju-jitsu Bengali definition [জূজিট্সূ] (noun) জাপানি আত্মরক্ষাকৌশল যা থেকে পরবর্তীকালে জুডোর উৎপত্তি
  • English Word jubilant Bengali definition [জুবিলান্‌ট] adjective (আনুষ্ঠানিক) আনন্দে চিৎকাররত; বিজয়ানন্দে উৎফুল্ল: a jubilant crowd. jubilantly (adverb) jubilation (noun) বিজয়ানন্দ।
  • English Word jubilee Bengali definition [জূবিলী] (noun) জয়ন্তী; যেমন বিবাহবার্ষিকী ইত্যাদিdiamond jubilee০ বছর পূর্তিgolden jubilee ৫০ বছর পূর্তি। silver jubilee৫ বছর পূর্তি
  • English Word Judaism Bengali definition [জুডেইইজ্‌ম্] (noun) ইহুদি ধর্ম, ইহুদিদের সাংস্কৃতিক ও সামাজিক জীবনপ্রণালিJudaic (adjective) ইহুদি ও ইহুদিধর্ম সংক্রান্ত।
  • English Word Judas Bengali definition [জুডাস] (noun) (যিশুখ্রিস্টের অন্যতম শিষ্য, যে যিশুকে প্রতারণা করে ধরিয়ে দিয়েছিল) বিশ্বাসঘাতক; বেইমান
  • English Word judder Bengali definition [জাডা(র)] (verb intransitive) সশব্দে কম্পিত হওয়া
  • English Word judge 1 Bengali definition [জাজ] (noun) (১) (ঈশ্বর) পরম বিচারক; আদালতের বিচার; জজ(২) ক্রীড়াপ্রতিযোগিতা, বিতর্ক কিংবা বিবাদে যে ব্যক্তি বিচারকের দায়িত্ব পালন করে: The judges of a debate competition. (৩) কোনো বস্তুর সারবত্তা বা মূল্য সম্পর্কে ধারণা দিতে সক্ষম ব্যক্তি: He is a good judge of cars.
  • English Word judge 2 Bengali definition [জাজ্‌] (verb transitive), (verb intransitive) (১) বিচারকের কাজ করা(২) প্রতিযোগিতায় সিদ্ধান্ত দেওয়া: He will judge at the literary competition. (৩) মূল্যায়ন করা; ধারণা করা: He judged me to be a dull student. We judged it better to drop the plan.
  • English Word judgement Bengali definition [জাজমান্ট্] (noun) বিচার; রায়: The court passed a judgement on the criminal. The day of Judgement শেষ বিচারের দিন। The Last Judgement হাসরের বিচার। (২) বিবেচনার প্রক্রিয়া: It was a big error of judgement on his part. (৩) সুবিবেচনা: He is a man of judgement. (৪) শাস্তি (ঈশ্বরপ্রদত্ত): His violent death is a judgement on for his evil deeds. (৫) মতামত: In his judgement, Mr. Ali is a great cheat.