Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word J, j Bengali definition [জেই] (plural J’s, j’s [জেইজ্‌]) ইংরেজি বর্ণমালার দশম বর্ণ
  • English Word jab Bengali definition [জ্যাব্‌] (verb transitive), (verb intransitive) (১) jab at খোঁচা মারা বা সজোরে ঠেলা দেওয়া; তাড়ন করা: She jabbed her knitting needles into a ball of wool. to jab at one’s opponent, (মুষ্টিযুদ্ধ) অতর্কিত আঘাত হানা। (২) jab something into something/somebody সজোরে ঢুকিয়ে দেওয়া; গুঁতো মারা: Don’t jab your elbow into my side. (৩) jab something out খুঁচিয়ে বের করা; He almost jabbed my eye out with his walk-stick. (noun) আকস্মিক; রূঢ় খোঁচা বা ঠেলা; গুঁতা: a jab in the arm; (কথ্য) ইনজেকশন বা টিকা: going to have my cholera jabs.
  • English Word jabber Bengali definition [জ্যাবা(র্‌)] (verb intransitive), (verb transitive) (১) উত্তেজিতভাবে কথা বলা, দ্রুত এবং এলোমেলো কথা বলা, হড়বড় করা, হড়বড়ানো: I heard the children jabbering away; jabber (out) one’s prayer. □ (noun) হড়বড়ানি। jabberer (noun) হড়বড়ানো লোক; বাচাল।
  • English Word jabot Bengali definition [জ্যাবোউ] (noun) [countable noun] মেয়েদের ব্লাউজ বা পুরুষের শার্টের সামনে শোভাকর ঝালর; বুকের ঝালর
  • English Word jack 1 Bengali definition [জ্যাক] (noun) (১) jack ‘জন’ নামের ঘরোয়া রূপ; জ্যাকJack Frost (noun) ব্যক্তিরূপে কল্পিত তুষার; তুষারদেব। Jack in office আত্মশ্লাঘী কর্মকর্তা, যিনি খুঁটিনাটি নিয়ে খিটমিট করেন। Jack of all trades যে ব্যক্তি যেকোনো কাজে হাত দিতে পারে; নানা ধরনের কাজ কিছু কিছু জানে এমন কারিগর; সর্বকর্মী; সবজান্তা শমশের। before one can say Jack Robinson অত্যন্ত দ্রুত বা আকস্মিকভাবে; চোখের নিমেষে। Jack is as good as his master মনিবের চেয়ে চাকর কম যায় না। (২) (কথ্য) লোক; মানুষ। every man jack প্রত্যেকে; সকলে। (৩) ভূমি থেকে ভারী বস্তু, বিশেষত (চাকা বদল করতে) গাড়ির অক্ষাগ্র উঁচু করার (সাধারণত সুবহ) যন্ত্রকৌশলবিশেষ; জ্যাক(৪) বৌলস খেলায় (দ্রষ্টব্য bowls 2 ) ছোট সাদা বল, যাকে লক্ষ্য করে এই খেলায় ব্যবহৃত (সাধারণত) কাঠের বল নিক্ষেপ করা হয়; জ্যাক(৫) জাহাজে উত্তোলিত রাষ্ট্রীয় পরিচয়সূচক পতাকা; ধ্বজপটthe Union Jack যুক্তরাজ্যের পতাকা। jackstaff (noun) ধ্বজদণ্ড। (৬) (তাসের) গোলাম(৭) (যৌগশব্দ) jack-in-the-box (noun) বাক্সের আকারে এক ধরনের খেলনা, যার ডালা খুললেই ভিতরের স্প্রিংযুক্ত পুতুল লাফিয়ে ওঠে; ভুতুড়ে বাক্সjack-O’-lantern আলেয়ার আলো; কৌতুক করতে কুমড়া কেটে মানুষের মুখাকৃতি দিয়ে তার ভিতরে মোমবাতি রেখে তৈরি লণ্ঠন। jack rabbit (noun) উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলের বড় আকারের খরগোশ; ধেড়ে খরগোশ। jack tar (noun) মর্যাদা বা মূল্য অনুযায়ী নাবিকদের শ্রেণিবিভাগ; সাধারণ নাবিক (এদের পরনে থাকে জাম্পার ও নিচের দিকে চওড়া প্যান্ট)।
  • English Word jack 2 Bengali definition [জ্যাক্] (verb transitive) jack something in (অপশব্দ) (কাজ, চেষ্টা ইত্যাদি) ছেড়ে দেওয়া; পরিত্যাগ করাjack something up জ্যাক (jack 1 (৩) দ্রষ্টব্য) দিয়ে উপরে তোলা: You can’t change the wheel until you jack up the car.
  • English Word jack-boot Bengali definition [জ্যাক্ বূট] (noun) হাঁটুর উপর পর্যন্ত উঁচু বুটজুতা; (আগেকার দিনে যেমন অশ্বারোহী সৈনিকরা পরত)।
  • English Word jack-fruit Bengali definition [জ্যাক্ ফ্রুট] (noun) (ক) [countable noun] কাঁঠাল গাছ। (খ) [countable noun, uncountable noun] কাঁঠাল।
  • English Word jack-knife Bengali definition [জ্যাক্‌নাইফ] (noun) মুড়ে রাখা যায় এমন ফলকের বড় পকেট-ছুরি (verb intransitive) উক্ত ছুরির হাতল ও ফলকের মতো মুড়ে রাখা।
  • English Word jack-plane Bengali definition [জ্যাক্প্লেইন] (noun) কাঠ মসৃণ করার রেঁদা; বাইস: find out the jack-plane.
  • English Word jackal Bengali definition [জ্যাকোল America(n) জ্যাকল] (noun) শেয়াল; শৃগাল
  • English Word jackaroo Bengali definition [জ্যাক্আরু] (noun) (১) আনাড়ি, নবিস: He is working as a jackaroo; (২) অনভিজ্ঞ নবাগত বাসিন্দা। এটি জোড়কলম শব্দ (jack + kangaroo)।
  • English Word jackass Bengali definition [জ্যাক্যাস] (noun) (পুং) গাধা; গর্দভ; লম্বকর্ণ; হাবাlaughing jackass (অস্ট্রেলিয়ায়) বৃহৎকায় মাছরাঙা।
  • English Word jackdaw Bengali definition [জ্যাক্‌ডো] (noun) দাঁড়কাক, বায়স
  • English Word jacket Bengali definition [জ্যাকিট্‌] (noun) (১) হাতাওয়ালা খাটো কোট, জ্যাকেটdust a person’s jacket পিটানো; ধোলাই দেওয়া। (২) বয়লার, নল ইত্যাদির তাপক্ষয় রোধে কিংবা ইনজিন শীতল রাখার (water jacket) বহিরাবরণ; কঞ্চুক(৩) (আলুর) খোসা(৪) (অপিচ dust-jacket) শক্ত-বাঁধাই বইয়ের উপরকার কাগজের আলগা মলাট; আচ্ছদ
  • English Word jackpot Bengali definition [জ্যাক্‌পট্‌] (noun) বিভিন্ন খেলায় (বিশেষত পোকার নামক তাস খেলায়) পুঞ্জীভূত বাজির টাকা, যা খেলোয়াড়দের মধ্যে কেউ জিতে না-নেওয়া পর্যন্ত বাড়তে থাকেhit the jackpot (প্রবাদ) বিরাট সাফল্য বা সৌভাগ্য লাভ করা; ভাগ্যে শিকে ছেঁড়া।
  • English Word Jacobean Bengali definition [জ্যাকা্‌বিআন্‌] (adjective) ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের রাজত্বকাল (১৬০৩-২৫) সম্বন্ধীয়; জ্যাকবীয়: Jacobean literature/architecture/furniture.
  • English Word Jacobin Bengali definition [জ্যাকোবিন্‌] (noun), (adjective) অষ্টাদশ শতাব্দীর শেষে ফ্রান্সের বিপ্লবী সংঘের সদস্য; ঐ সংঘবিষয়ক; জ্যাকবীয়
  • English Word Jacobite Bengali definition [জ্যাকাবাইট্] (noun) ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমসের (রাজত্বকাল ১৬৮৫-৮৮) বা ইংল্যান্ডের সিংহাসনের দাবিদার বা তার বংশধরদের সমর্থক
  • English Word jade 1 Bengali definition [জেইড্] (noun) [uncountable noun] কঠিন, সাধারণত সবুজ পাথরবিশেষ, যা অলংকারে খচিত করা হয়
  • English Word jade 2 Bengali definition [জেইড্‌] (noun) (১) পরিশ্রান্ত বা হাড্ডিসার ঘোড়া; বেতো ঘোড়া; অশ্বক(২) (অবজ্ঞায় কিংবা পরিহাসচ্ছলে) মেয়েমানুষ; পাজি মেয়ে: you crazy little jade! jaded (জেইডিড্) (adjective) হাড্ডিসার; কাহিল; পরিশ্রান্ত; মন্দীভূত: You look jaded; a jaded appetite.
  • English Word jag 1 Bengali definition [জ্যাগ্] (noun) (বিশেষত পর্বতের) তীক্ষ্ণ অভিক্ষিপ্ত অংশ, দন্তক; উদ্দন্তjaggy (adjective) দাঁতালো; দন্তুর; খাঁজ-কাটা।
  • English Word jag 2 Bengali definition [জ্যাগ্‌ (verb transitive) (jagged, jagging, jag) খাঁজ কাটা; করাতের মতো (দাঁতালো) করে কাটা; অমসৃণ করে কাটা। jagged (জ্যাগিড্‌) (adjective) খাঁজ-কাটা; বিষম ধার: jagged rocks.
  • English Word jaguar Bengali definition [জ্যাগিউআ(র)] (noun) মধ্য ও দক্ষিণ আমেরিকার বিড়ালজাতীয় বৃহৎকায় মাংসাশী জন্তুবিশেষ; জাগুয়ার
  • English Word jail Bengali definition [জেইল্] দ্রষ্টব্য gaol.
  • English Word Jain Bengali definition [জোইন্‌] (noun) জৈনধর্মে বিশ্বাসী ব্যক্তিJainism (noun) [uncountable noun] জৈনধর্ম।
  • English Word jake Bengali definition [জেইক্] (adjective) সন্তোষজনক, ঠিক, সৎ: She said the whole college seemed jake to her.
  • English Word jam 1 Bengali definition [জ্যাম্] (noun) [uncountable noun] টিন, কাচের পাত্র ইত্যাদিতে সংরক্ষিত, চিনিসহযোগে জ্বাল দিয়ে ঘন করা ফলের রস; ফলের আচার; জ্যামmoney for jam (অপশব্দ) অহেতুক প্রাপ্তি; সৌভাগ্যের প্রাপ্তি jam-jar/-pot (noun(s)) জ্যামের ডিবা/পাত্র। jam session (noun) জাজ বাদকদলের প্রত্যুৎপন্ন অনুষ্ঠান।
  • English Word jam 2 Bengali definition [জ্যাম্‌] (verb transitive), (verb intransitive) (jammed) (১) jam (in/under/between etc) (চাপে) পিষ্ট করা বা হওয়া; ঠাসা, আটকে যাওয়া/পড়া: The machines jammed. (২) jam on (যন্ত্রাদির অংশ) এমনভাবে আটকে যাওয়া বা আটকানো যাতে গতি ব্যাহত বা রুদ্ধ হয়: jam the brakes on. (৩) ঠেসে ভরা; গাদাগাদি/ঠাসাঠাসি করা: jam one’s goods into a bag. The town was jammed with traffic. (৪) উদ্দেশ্যমূলকভাবে বিঘ্নসৃষ্টিকর সংকেত সম্প্রচারের মাধ্যমে শ্রোতাদের পক্ষে কোনো সম্প্রচার-কার্যক্রম শোনা অসম্ভব বা দুরূহ করে তোলা: Communication network of a country is usually jammed by its enemies during war. □ (noun) [countable noun] ১ ঠাসাঠাসি, গাদাগাদি, সংকুলতা: traffic-jams, যানজট; যানসংকুলতা। (২) যন্ত্রাংশ আটকে যাওয়ায় যন্ত্রের থেমে যাওয়া(৩) (অপশব্দ) বেকায়দা: be in/get into a jam.
  • English Word jamb Bengali definition [জ্যাম্] (noun) (দরজা-জানালা ইত্যাদি) বাজু; (plural) গৃহাভ্যন্তরস্থ অগ্নিকুণ্ডের পাথরে তৈরি চতুষ্পার্শ্ব।