Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word heckle Bengali definition [হেক্‌ল্‌] (verb transitive) জনসভায় বক্তাকে বারবার থামিয়ে দিয়ে তাকে নানা কূটপ্রশ্নে জর্জরিত করা; খোঁচাখুঁচি করা; জ্বালাতন/অতিষ্ঠ/উত্ত্যক্ত করাheckler [হেকলা(র্)] (noun) উত্ত্যক্তকারী।
  • English Word hectare Bengali definition [হেক্‌টেআ(র্)] (noun) মেট্রিক পদ্ধতিতে ১০,০০০ বর্গমিটার আয়তন (= ২.৪৭১ একর) হেক্টর। দ্রষ্টব্য পরি. ৫।
  • English Word hectic Bengali definition [হেক্‌টিক্] (adjective) (১) অস্বাভাবিক; লাল; রগরগে; জ্বরতপ্ত; যক্ষ্মা; ক্ষয়রোগসূচকhectic checks; a hectic colouring. (২) (কথ্য) কর্মব্যস্ত; কর্মকোলাহলময়; উত্তেজনাপূর্ণ: have a hectic time; lead a hectic life; for one hectic moment.
  • English Word hecto- Bengali definition [হেক্‌টোউ-] (prefix) (অন্য শব্দের যোগে) শত: hectogram (me). -০০ গ্রাম। দ্রষ্টব্য পরি. ৫।
  • English Word hector Bengali definition [হেক্‌টা(র্‌)] (verb transitive), (verb intransitive) তর্জনগর্জন করা; তর্জানো
  • English Word hedge Bengali definition [হেজ্‌] (noun) (১) মাঠ, বাগান ইত্যাদির সীমানানির্দেশক ঝোপ, গুল্ম বা (সাধারণত উপরের দিক সমান করে কাটা) দীর্ঘতরুর সারি; বৃতি; বেড়া: a beech-hedge, ভূর্জবেষ্টনী। hedge-hop (verb intransitive) (বিমানে) খুব নিচু দিয়ে উড়ে যাওয়া; যেমন শস্যক্ষেত্রে ওষুধ ছিটানোর সময়ে। hedgerow (noun) ঝোপ বা গুল্মের বেড়া। hedge-sparrow (noun) ব্রিটেন ও আমেরিকার মামুলি পাখি; চড়ুই। (২) (লাক্ষণিক) সম্ভাব্য ক্ষতি থেকে আত্মরক্ষার উপায়; রক্ষাকবচ: buy gold/diamond as a hedge against inflation. □ (verb transitive), (verb intransitive) (১) বেড়া দেওয়া; পরিবৃত করা: hedge a field; (লাক্ষণিক) প্রাচীরবেষ্টিত/অবরুদ্ধ করা: hedge a person in/ round with rules and regulations, বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ করা। (২) টালবাহানা করা; সরাসরি জবাব এড়িয়ে যাওয়া: Give me a definite answer, -don’t hedge! (৩) (কথ্য) বিশেষত বাজি রেখে খেলার সময় ক্ষতিপূরণমূলক লেনদেনের মাধ্যমে লোকসান বাঁচানো: hedge one’s bets. (৪) বেড়া দেওয়া; বেড়ার ঝোপ ছেঁটে পরিপাটি করা
  • English Word hedgehog Bengali definition [হেজ্‌হগ্‌] America(n) হেজ্‌হোগ্‌] (noun) শল্লকী; সজারু
  • English Word hedonism Bengali definition [হীডানিজাম্‌] (noun) [uncountable noun] সুখ বা প্রীতিই পরমার্থ-এই বিশ্বাস; প্রেয়োবাদhedonist [হীডানিস্‌ট্] (noun) প্রেয়োবাদী।
  • English Word heed Bengali definition [হীড্‌] (verb transitive) (আনুষ্ঠানিক) অবধান/কর্ণপাত করা; সাবধান হওয়া; মনোযোগ দেওয়াheed a warning; heed what a person says. □ (noun) pay/give heed (to); take heed (of) মনোযোগ দেওয়া; কর্ণপাত/লক্ষ করা; সাবধান/অবহিত হওয়া: pay no heed to a warning. heedful [হীড্‌ফ্‌ল্] (adjective) heedful (of) কৃতাবদান; মনোযোগী: be more heedful of advice. heedless (adjective) heedless (of) অমনোযোগী; অনবধান; অসাবধান: heedless of danger.
  • English Word heehaw Bengali definition [হীহো] (noun) গাধার ডাক; গর্দভনাদ; অট্টহাসি
  • English Word heel 1 Bengali definition [হীল্] (noun) (১) মানুষের পা, মোজা, জুতার পশ্চাদ্ভাগ; গোড়ালিat/on the heels of something; at/on somebody’s heels পায়ে পায়ে; পিছু পিছু: A severe epidemic followed on the heels of the floods. bring/come to heel (কুকুর সম্বন্ধে) (নিয়ন্ত্রণের অধীনে) পিছে পিছে আনা/আসা; (লাক্ষণিক) বশীভূত হওয়া বা করা। down at heel (জুতা) গোড়ালি-ছেঁড়া; (ব্যক্তি) উক্তরূপ জুতা-পরা; হতচ্ছাড়া; অপরিচ্ছন্ন। head over heels চিতপাত; (লাক্ষণিক) সম্পূর্ণভাবে। kick/cool one’s heels প্রতীক্ষা করতে বাধ্য হওয়া। kick up one’s heels (বিশেষত মুক্তির আনন্দে) ধেই ধেই করে নাচা; লম্ফঝম্প করা। show a clean pair of heels ত্বরায় পৃষ্ঠপ্রদর্শন করা; নিমেষে চম্পট দেওয়া। take to one’s heels পালানো; দৌড়ে পালানো। turn on one’s heels সা করে ঘুরে যাওয়া। under the heel of (লাক্ষণিক) কর্তৃত্বাধীন। (২) (America(n)) অপশব্দ) ইতর; পামর (verb transitive) গোড়ালি লাগানো: sole and heel a pair of shoes. well-heeled (adjective) (অপশব্দ) অত্যন্ত ধনী; শাঁসালো।
  • English Word heel 2 Bengali definition [হীল্] (verb intransitive), (verb transitive) heel (over) (জাহাজ) কাত হওয়া বা করা
  • English Word hefty Bengali definition [হেফ্‌টি] (adjective) (heftier, heftiest) (কথ্য) তাগড়া: a hefty farm worker.
  • English Word hegemony Bengali definition [হিগামানি America(n) হেজামোউনি] (noun) (plural hegemonies) [uncountable noun, countable noun] (আনুষ্ঠানিক) বিশেষত কতকগুলো রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্রের নেতৃত্ব; কর্তৃত্ব ও প্রভাব; আধিপত্য; প্রভুত্ব
  • English Word Hegira, Hejira Bengali definition [হেজিরা America(n) হিজাইআরা] (noun) (ক) - ৬২২ খ্রিস্টাব্দে হজরত মুহম্মদ (স.)-এর মক্কা থেকে মদিনায় গমন; হিজরত। (খ) এই প্রসঙ্গে সূচিত ইসলামের ইতিহাসের বিশেষ অব্দ; হিজরি।
  • English Word heifer Bengali definition [হেফা(র্)] (noun) বকনা বাছুর
  • English Word heighho Bengali definition [হেইহোউ] (interjection) হতাশা, ক্লান্তি ইত্যাদি সূচক অব্যয়; আ; উহ্; হা
  • English Word height Bengali definition [হাইট্] (noun) (১) [uncountable noun, countable noun] উচ্চতা; উন্নতি; উত্তুঙ্গতা: the height of a mountain. (২) [countable noun] উচ্চস্থান; চূড়া; শীর্ষ; শিখর: on the mountain heights. (৩) [uncountable noun] চূড়ান্ত পর্যায়; উত্তমাবধি; পরমাবধি: the height of his ambition; dressed in the height of fashion; in the height of summer, মধ্যগ্রীষ্মে; ভরাগ্রীষ্মে।
  • English Word heighten Bengali definition [হাইট্‌ন্] (verb transitive), (verb intransitive) বাড়া বা বাড়ানো; বর্ধিত/ উচ্চতর/তীব্রতর/বলবত্তর/অধিকতর হওয়া বা করা: heighten a person’s anger; heighten an effect; her heightened colour, মুখমণ্ডলের (আবেগজনিত) বর্ধিত রক্তিমা।
  • English Word heinous Bengali definition [হেইনাস] (adjective) (অপরাধ) ঘৃণ্য; জঘন্য; ঘোর; উৎকট; গর্হিত: a heinous crime, মহাপাতক। heinously (adverb) জঘন্যভাবে। heinousness (noun) জঘন্যতা; ঘোরতা।
  • English Word heir Bengali definition [এআ(র্‌)] (noun) উত্তরাধিকারী; দায়াদ; রিক্‌থ্‌; ওয়ারিস। heir apparent (noun) (plural heirs apparent) নিকটতর কোনো উত্তরাধিকারীর জন্মের দরুন যে উত্তরাধিকারীর অধিকার লোপ পায় না; প্রতীত উত্তরাধিকারী; যুবরাজ। heirpresumptive (noun) নিকটতর কোনো উত্তরাধিকারীর জন্মের দরুন যার উত্তরাধিকার বাতিল হতে পারে; সম্ভাবিত স্থানাধিকারী; আপাত উত্তরাধিকারী। heiress [এআরিস্] (noun) উত্তরাধিকারিণী।
  • English Word heirloom Bengali definition [এআলূম্] (noun) পুরুষপরম্পরাত্রুমে প্রাপ্ত পারিবারিক কোনো বস্তু/অস্থাবর সম্পত্তি; পৈত্রধন
  • English Word Hejira Bengali definition [হেজিরা America(n) হিজাইআরা] (noun) = Hegira.
  • English Word held Bengali definition [হেল্‌ড্‌] hold -এর past tense, past participle
  • English Word helicopter Bengali definition [হেলিকপ্‌টা(র্)] (noun) স্বল্প পরিসরে অবতরণক্ষম এবং বাতাসে স্থিরভাবে অবস্থান করতে সমর্থ, অনুভূমিকভাবে ঘূর্ণায়মান পাখাযুক্ত এক ধরনের বিমান; হেলিকপটার
  • English Word heliotrope Bengali definition [হীলিআট্রোউপ্] (noun) নীলাভ রক্তবর্ণ ছোট ছোট সুগন্ধি; পুষ্পবিশিষ্ট উদ্ভিদ; সূর্যকমল; সূর্যকমলবর্ণ
  • English Word heliport Bengali definition [হেলিপোট্] (noun) হেলিকপটারের অবতরণ-উড্ডয়ন ক্ষেত্র; হেলিবন্দর
  • English Word helium Bengali definition [হীলিআম্] (noun) [uncountable noun] বর্ণহীন হালকা অদাহ্য গ্যাসবিশেষ (প্রতীক He), যা বেলুন ও আকাশযানে ব্যবহৃত হয়; হিলিয়ম
  • English Word helix Bengali definition [হীলিক্‌স্‌] (noun) (plural helices) [হীলিসীজ্‌]) (বিজ্ঞান.) একটি কেন্দ্রবিন্দু বা রেখার চারদিকে অগ্রসরমাণ কিংবা ঊর্ধ্বগ অবিচ্ছিন্ন বক্ররেখা; কম্বুরেখা: The DNA molecule is shaped like a helix. helical (adjective) কম্বুরেখ; সর্পিল।
  • English Word hell Bengali definition [হেল্] (noun) (১) নরক; জাহান্নাম; দোজখ; রসাতল(২) যন্ত্রণাদায়ক স্থান বা অবস্থা; নরক; নরকযন্ত্রণা: suffer hell on earth; make somebody’s life a hell. (৩) (কথা, ক্রোধপ্রকাশ কিংবা অর্থের গুরুত্ব বৃদ্ধিতে) Hell! The burglar ran like hell, পড়ি কী মরি করে প্রাণপণে; He liked the fellow a hell of a lot, বড্ডোfor the hell of it বিশেষ কোনো কারণে নয়; অহেতুক। ride hell for leather ঊর্ধ্বশ্বাসে বা পড়ি কী মরি করে। hellcat বিদ্বেষপরায়ণ কিংবা ক্রোধোন্মত্ত ব্যক্তি; নরক-মার্জার। hellish (noun) [হেল্ইশ্‌] (adjective) নারক; নারকীয়। be hell-bent on something (অপশব্দ) কোনোকিছু করার জন্য বদ্ধপরিকর হওয়া। hellfire (noun) নরকাগ্নি। hell-hound (noun) নরককুক্কুর।