Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word fritter 2 Bengali definition [ফ্রিটা(র্)] [noun] [countable noun] ময়দা, ডিম, দুধ ইত্যাদির লেইর মধ্যে (সাধারণত) ফলের পাতলা খণ্ড দিয়ে ভাজা পিঠাবিশেষ
  • English Word frivol Bengali definition [ফ্রিভ্‌ল্] (verb intransitive), (verb transitive) (frivolled, frivolling, frivols) (১) ছেবলামি করা; চপলতা করা; হেলাফেলা করা(২) frivol away বোকার মতো সময়, অর্থ ইত্যাদি অপচয় করা
  • English Word frivolous Bengali definition [ফ্রিভালাস্] (adjective) (১) তুচ্ছ; হালকা; চপল; অকিঞ্চিৎকর: frivolous remarks/behaviour. (২) (ব্যক্তি) লঘুচিত্ত; ছেবলা; হালকাfrivolously (adverb) হালকাভাবে; লঘুচিত্তে; ছেবলামি করে। frivolity [ফ্রিভলাটি] (১) [noun] [uncountable noun] হালকাপনা; হালকামি; ছেবলামি; লঘুচিত্ততা(২) [countable noun] (plural frivolities) হালকা কাজ বা কথাবার্তা
  • English Word frizz Bengali definition [ফ্রিজ্] (verb transitive) (চুল) কুঞ্চিত করা; কোঁকড়ানোfrizzy (adjective) (চুল) কুঞ্চিত; কোঁকড়া।
  • English Word frizzle 1 Bengali definition [ফ্রিজ্‌ল্] (verb transitive), (verb intransitive) চড়চড় শব্দে রান্না করা বা হওয়া: catfish frizzling in the pan.
  • English Word frizzle 2 Bengali definition [ফ্রিজ্‌ল্] (verb transitive), (verb intransitive) frizzle up (চুল) ছোট ছোট থোকায় কুঞ্চিত করা
  • English Word fro Bengali definition [ফ্রোউ] (adverb) to and fro সামনে-পেছনে; ইতস্তত: journeys to and fro between Rome and Milan.
  • English Word frock Bengali definition [ফ্রক্] (noun) (১) স্ত্রীলোক বা বালিকাদের পোশাকবিশেষ; ফ্রক(২) খ্রিস্টান সন্ন্যাসীদের ঢিলা আস্তিনওয়ালা লম্বা জোব্বাবিশেষ; আলখাল্লা(৩) frock-coat (noun) সাধারণত বর্গাকার কোণবিশিষ্ট লম্বা কোটবিশেষ, যা উনিশ শতকে পুরুষের পরিধেয় ছিল
  • English Word frog 1 Bengali definition [ফ্রগ্ America(n) ফ্রোগ্] (noun) (১) ব্যাঙ; ভেক; মণ্ডূক; দর্দুরfrogman [ফ্রগমান] (noun) (plural frogmen) শ্বাসযন্ত্র এবং পায়ে বাঁধা তাড়নীর সাহায্যে জলের নিচে সাঁতারে দক্ষ ব্যক্তি; অন্তর্জল-সাঁতারু। frogmarch (verb transitive) (বন্দিকে) চারজনে তার হাত-পা ধরে, মুখ নিচের দিকে ফিরিয়ে টেনে নিয়ে যাওয়া। (২) জোব্বা আলখাল্লা প্রভৃতির সামনের দিক আটকানোর জন্য লম্বা বোতাম ও ফাঁস; হুড়কা(৩) তরবারি, সঙ্গিন ইত্যাদি ঝোলানোর জন্য কোমরবন্দের সঙ্গে যুক্ত বন্ধনীবিশেষ; ফাঁস
  • English Word frog 2 Bengali definition [ফ্রগ্‌] (noun) অশ্বখুরের নিম্নভাগে থাকা স্থিতিস্থাপক শৃঙ্গময় পদার্থ
  • English Word frog 3 Bengali definition [ফ্রগ্] (noun) রেললাইনগুলো যেখানে পরস্পর ছেদ করে সেখানে স্থাপিত খাঁজকাটা লৌহখণ্ড
  • English Word frolic Bengali definition [ফ্রলিক্] (verb transitive) (past tense, past participle frolicked) প্রাণবন্ত ও আনন্দোচ্ছলভাবে খেলে বেড়ানো; ফুর্তি করা; আনন্দ-কৌতুকে উচ্ছল হওয়া (noun) [countable noun] আনন্দোচ্ছলতা; ক্রীড়াকৌতুক; আমোদপ্রমোদ। frolicsome [ফ্রলিকসাম্] (adjective) আমুদে; রঙ্গপ্রিয়; ক্রীড়াচঞ্চল; লীলাচঞ্চল।
  • English Word from Bengali definition [ফ্রাম্; জোরালো রূপ: ফ্রম্‌] (preposition(al)) ১ (আরম্ভস্থলের সূচক) থেকে; হতে; অবধি: travel from Paris to Berlin. (২) (কালের প্রারম্ভসূচক) থেকে; হতে; অবধি: from childhood. (৩) (যে স্থান, বস্তু ইত্যাদির দূরত্ব, অনুপস্থিতি ইত্যাদি উল্লেখ করা হয়েছে, তাদের নির্দেশক) থেকে; হতে: twenty km from the city; far from blaming him. তাকে দোষারোপ করা দূরের কথা। (৪) (দাতা, প্রেরক প্রভৃতির সূচক): a parcel from his mother. (৫) (শিল্প, আদর্শ, নমুনা ইত্যাদির সূচক) থেকে: painted from nature/life. (৬) (নিম্নতম সীমানির্দেশক) থেকে: There are from ten to twelve defaulters. (৭) (উৎস নির্দেশক) থেকে: quotations from Bacon; from this point of view. (৮) (নির্মাণ-উপাদান নির্দেশক) থেকে: sugar is obtained from plant juices. (৯) (পৃথককরণ, অপসারণ, প্রতিষেধ, পলায়ন, পরিহার, বঞ্চনা ইত্যাদিসূচক) দ্রষ্টব্য verb ও noun ভুক্তিতে verb/noun + from) থেকে: The theif escaped from the prison. What stopped him from attending the meeting? ১০ (পরিবর্তনসূচক) থেকে: The number of students has dropped from thirty to twenty. (১১) (যুক্তি, কারণ বা উদ্দেশ্যসূচক) থেকে; দরুন; কারণে: suffer from headaches. From what I heard, he is blameless in this matter. (১২) (বিশিষ্টতা বা পার্থক্যসূচক): distinct/ different from others. (১৩) (adverb(s) এবং preposition(al) phrases-এর নিয়ন্ত্রক হিসেবে) থেকে: seen from above/below; looking at the child from above/under his spectacles.
  • English Word frond Bengali definition [ফ্রন্‌ড্‌‌] (noun) ফার্ন বা তালগাছের যে অংশ পাতাসদৃশ
  • English Word front Bengali definition [ফ্রান্‌ট্] (noun) (১) the front সম্মুখ; সম্মুখভাগ; মুখ; সদর: the front of a building; (attributive(ly)) a front seat, সামনের আসন; a front room; the front page of newspaper, প্রথম পৃষ্ঠা। (be) in the front rank (লাক্ষণিক) প্রথম সারিব/নামজাদা/গুরুত্বপূর্ণ হওয়া। come to the front (লাক্ষণিক) বিশিষ্ট স্থান অধিকার করা; অগ্রস্থান অধিকার করা। in front (adverb), in front of (preposition(al)) সামনে; সম্মুখে। frontrunner (noun) (নির্বাচন ইত্যাদিতে) অগ্রগামী/সম্ভাব্য জয়ী ব্যক্তি। অপিচ দ্রষ্টব্য bench, door. (২) [countable noun] (যুদ্ধ) রণাঙ্গন; রণক্ষেত্র; (লাক্ষণিক) কর্মতৎপরতার জন্য সংগঠিত দল বা বিভাগ: You should look after the domestic front, (কথ্য) সাংসারিক দিক। (৩) শহরের সমুদ্রমুখী অংশের কিনারা, রাস্তা বা বিহারস্থান; হ্রদের কিনারাবর্তী রাস্তা; (সাগর) কিনার: a house on the front; drive along the (sea) front. (৪) [uncountable noun] have the front (to do something) (কিছু করার) আস্পর্ধা হওয়াput on/show/present a bold front (আপাত) সাহসের সঙ্গে মোকাবিলা করা বা সম্মুখীন হওয়া। (৫) (shirt) front শার্টের (বিশেষত পুরুষের শার্টের মাড় দেওয়া) সম্মুখভাগ বা সিনা(৬) (রঙ্গালয়) দর্শকমণ্ডলীর জন্য নির্ধারিত স্থান(৭) (আবহ.) শীতল ও উষ্ণ বায়ুরাশির মধ্যবর্তী সীমারেখা; বায়ুরেখা: a cold/warm front. (৮) (কাব্যিক, আলংকারিক অর্থ) ললাট; মুখমণ্ডল(৯) কোনো বেনামা ব্যক্তি বা গোষ্ঠীর গোপন বা অবৈধ কার্যকলাপের আচ্ছাদন হিসেবে কর্মরত আপাত নেতা (frontman) বা ব্যক্তিবর্গ (frontorganization); বাহ্যিক নেতা বা প্রতিষ্ঠান (verb transitive), (verb intransitive) (১) মুখ করা; মুখী হওয়া: a house that fronts the sea. (২) (প্রাচীন প্রয়োগ) বিরোধিতা করা; সংঘর্ষে লিপ্ত হওয়া; মোকাবিলা করা: front danger.
  • English Word frontage Bengali definition [ফ্রান্‌টিজ্‌] [noun] [countable noun] বিশেষত রাস্তা বা নদীর কিনার ধরে কোনো জমি বা ভবনের সম্মুখভাগে বিস্তৃতি; মুখপাত: residential plot with frontages on two streets.
  • English Word frontal Bengali definition [ফ্রান্‌ট্‌ল্] (adjective) সম্মুখের; সামনাসামনি; মুখোমুখি; সম্মুখ: a frontal attack; full frontal nudity. দ্রষ্টব্য flank; rear.
  • English Word frontier Bengali definition [ফ্রান্‌টিআ(র্‌) America(n) ফ্রানটিআর] [noun] [countable noun] (১) সীমান্ত; (বিশেষত অতীতে America(n)) জনবসতিপূর্ণ এলাকার শেষসীমা; যারপর শুধুই অনাবাদি বা জনবসতিহীন ভূমি: (attributive(ly)) frontier disputes/incidents. frontiersman [ফ্রান্‌টিজমান] (noun) (plural frontiersmen) সীমান্তবাসী; সীমান্তবর্তী অঞ্চলে নতুন স্থাপিত বসতিতে অগ্রগামী ব্যক্তি। (২) the frontiers (লাক্ষণিক) (বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদির) সদ্য আবিষ্কৃত তথ্যাবলির শেষসীমা: the frontiers of knowledge.
  • English Word frontispiece Bengali definition [ফ্রানটিস্‌পীস্‌] (noun) (১) কোনো গ্রন্থের নামপত্রের উলটাদিকে স্থাপিত চিত্র; মুখচিত্র(২) (অট্টালিকার) সদর দরজা/সম্মুখভাগ
  • English Word frost Bengali definition [ফ্রস্‌ট্ America(n) ফ্রোস্ট্] (noun) (১) [uncountable noun] আবহাওয়ার যে অবস্থায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়; [countable noun] উক্ত রূপ আবহাওয়া যে সময়ে বিরাজ করে; হিম: plants killed by frost; early frosts, শরৎকালের হিম; late frosts, বসন্তকালের হিম। Jack frost ব্যক্তিরূপে কল্পিত হিম; হিমমানব। frost-bite [noun] [uncountable noun] হিমায়িত হওয়ার দরুন দেহকলার জখম; হিমদংশ। frost-bitten (adjective) তুষারাবৃত; তুষারপীড়িত। frost-bound (adjective) (ভূমি সম্বন্ধে) হিমের দরুন কঠিনীভূত; হিমকঠিন। (২) [uncountable noun] ভূমি, ছাদ, গাছপালা ইত্যাদির উপর হিমায়িত বাষ্পের গুঁড়ার আবরণ; নীহারকণা: white/hoar frost. (৩) [countable noun] (কথ্য) যে ঘটনা প্রত্যাশা পূরণ করতে কিংবা উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করতে ব্যর্থ: The show was a frost, কেউ উপভোগ করেনি। (verb transitive), (verb intransitive) (১) নীহার কণার ঢাকা: frosted window-panes, নীহারাচ্ছাদিত সার্সি; (কেক ইত্যাদির উপর) চিনির মিহি গুঁড়া ছড়িয়ে দেওয়া। (২) (গাছপালা) হিমের দরুন মরে যাওয়া(৩) অনচ্ছ করার জন্য কাচের পিঠকে অমসৃণ করা: frosted glass, ঘোলাটে কাচ। (৪) frost (over/up) নীহারকণায় ঢেকে যাওয়া: The window-panes frosted over during the night. frosting [uncountable noun] = icing (১)।
  • English Word frostjack Bengali definition [ফ্রসট্‌জ্যাক্ America(n) ফ্রোসটজ্যাক্] verb (কথ্য) ('frost' আর 'hijack' মিলে তৈরি) বরফ তাড়াতে ইনজিন চালু অবস্থায় গাড়ি চুরি করা: The Manchester United veteran was frost jacked leaving him short of one multi-purpose car. □ (noun) frost jacking [countable noun, uncountable noun] এই ধরনের গাড়ি যিনি চুরি করেন। frostjacker (noun)
  • English Word frosty Bengali definition [ফ্রস্‌টি America(n) ফ্রোস্‌টি] (adjective) (১) হিমশীতল: frosty weather; a frosty morning. (২) (লাক্ষণিক) অবন্ধুসুলভ; নিরুত্তাপ; হিমশীতল: frosty smiles; a frosty welcome.
  • English Word froth Bengali definition [ফ্রথ্] [noun] [uncountable noun] (১) ফেনা; গাঁজলা(২) হালকা; তুচ্ছ কথাবার্তা বা চিন্তাভাবনা; গাঁজলা; গাঁজানি (verb intransitive) ফেনা/ গাঁজলা ওঠা; (মুখে) ফেনা ঝরা। frothy (adjective) (frothier, frothiest) ফেনিল; ফেনানো; ফেনায়িত; সফেন; গাঁজযুক্ত: frothy beer/conversation. frothily [ফ্রথ্‌টিলি] (adverb) ফেনায়িত/ফেনিল করে। frothiness (noun) ফেনিলতা।
  • English Word froward Bengali definition [ফ্রৌওয়ার্ড] (adjective) (পুরাতনী) বিকৃতরুচি; উচ্ছৃঙ্খল বিকৃতবুদ্ধি; অবাধ্য; একগুঁয়েfrowardly (adverb) উচ্ছৃঙ্খলভাবে ইত্যাদি। frowardness (noun) উচ্ছৃঙ্খলতা; বুদ্ধিবিকার।
  • English Word frown Bengali definition [ফ্রাউন্] (verb intransitive) ভুরু কোঁচকানো; ভ্রুকুটি করা: frown at somebody. frown on/upon অনুমোদন না-করা; বরদাস্ত না-করা। □ [countable noun] ভ্রুকুটি; ভ্রুকুঞ্চন; ভ্রুসংকোচ। frowningly (adverb) ভ্রুকুটিসহকারে।
  • English Word frowsty Bengali definition [ফ্রৌস্‌টি] (adjective) (ঘরের আবহাওয়া) ভেপসা; গুমসা
  • English Word frowzy Bengali definition [ফ্রাউজি] (adjective) (১) পূতিগন্ধময়; গুমসা(২) আলুথালু; যত্নহীন; অপরিপাটি
  • English Word froze, frozen Bengali definition দ্রষ্টব্য freeze.
  • English Word fructify Bengali definition [ফ্রাক্‌টিফাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle fructified) (আনুষ্ঠানিক) ফলবান/ফলবতী/উর্বর করা বা হওয়াfructification [ফ্রাক্‌টিফিকেইশ্‌ন্‌] (noun) ফলাগম; ফলোৎপাদন; ফলপ্রসূতা।
  • English Word fructose Bengali definition [ফ্রাক্‌টোউস] [noun] [uncountable noun] (জীববিদ্যা) বহু ফলে ও মধুতে যে ধরনের চিনি পাওয়া যায়; ফলশর্করা