Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word E, e Bengali definition [ঈ] (plural) E’s e’s [ঈজ্]) (noun) ইংরেজি বর্ণমালার পঞ্চম বর্ণ
  • English Word e-book Bengali definition [ই-বুক্‌] (noun) ইলেকট্রনিক বুক এর সংক্ষেপ; ডিজিটাল ফরম্যাটে বই-আকৃতির প্রকাশনা যাতে টেক্সট, ছবি থাকে এবং যা কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে পাঠ করা যায়; You will also receive a free e-book. ই-বুকের অন্যান্য রূপ ও নাম হচ্ছে e-book, eBook, e-Book, ebook, digital book, e-edition.
  • English Word e-cruitment Bengali definition [ই-ক্রুটমান্‌ট্‌] [noun] [Uncountable noun] (electronic ও 'recruitment মিলে তৈরি) ই-ক্রুটমেন্ট; অনলাইনে কর্মচারী নিয়োগ ও দরখাস্তগ্রহণ: Legitimate e-cruitment companies will eventually have to sign up to the new code. বিকল্প রূপ e-recruitment.
  • English Word e-mail Bengali definition [ই-মেইল্] (noun) ই-মেইল; মূল নাম ইলেকট্রনিক মেইল। এটা ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়: Jobs by e-mail is easy to set up . □(verb transitive) ই-মেইল পাঠানো: Fahim can e-mail me if he wants. বিকল্প বানান E-mail, email.
  • English Word e-piracy Bengali definition [ই-পাইরেসি] [noun] [Uncountable noun] electronic piracy-এর সংক্ষেপ। ইলেকট্রনিক পন্থায় কনটেন্ট (ফিল্ম, ভিডিও, মিউজিক, বই ইত্যাদি) অবৈধভাবে ডাউনলোড; ই-পাইরেসি: Government is fighting against e-piracy. e-pirate (noun) যিনি উক্ত কর্ম করেন।
  • English Word e-quaintance Bengali definition [ই-কোয়াইনটেনস] (noun) (Plural e-quaintahces) যিনি বা যা শুধু অনলাইন নেটওয়ার্কেই পরিচিত: I’ve never had an e-quaintance die on me before. বিকল্পরূপ e-cquaintance.
  • English Word e-stalk Bengali definition [ই-স্টা:ক] (verb) ই-স্টক; ইন্টারনেটে সার্চ অথবা ই-মেইল পাঠিয়ে অথবা সোশ্যাল ব্লগে কারো পিছু নেওয়া: She e-stalked him on facebook. e-stalking (noun) অনলাইনে কারো পেছনে লেগে থাকা: Nowadays hackers are keeping their eyes on people by e-stalk. □(noun) e-stalker.
  • English Word e-waste Bengali definition [ই-ওএইস্‌ট্] [noun] [Uncountable noun] (electronic waste-এর সংক্ষেপ) পরিত্যক্ত ইলেকট্রনিক যন্ত্রই ইলেকট্রনিক ওয়েস্ট বা ই-বর্জ্য: E-waste is the dirty secret of technology.
  • English Word each Bengali definition [ঈচ্] (adjective) প্রত্যেক (আলাদাভাবে); (বিশেষত singular countable noun-এর পূর্বে): Each boy was given a book. □(pronoun) (১) প্রত্যেক; (বস্তু বা ব্যক্তি): Each of them is book. (২) All ও both-এর ন্যায় সমন্বিত প্রয়োগ: They each want to buy a book. (৩) ক্রিয়াবিশেষণরূপে প্রত্যেকটি: The mangoes are Tk. 5 each.৪ each other (subject হিসেবে নয়) একে অপরকে; পরস্পর (দুই ব্যক্তির মধ্যে): Fahim and Mita married each other (one another, দুই বা ততোধিক ব্যক্তি, উভয়ক্ষেত্রে ব্যবহৃত হয়)।
  • English Word eager Bengali definition [ঈগা(র্‌)] (adjective) eager (for something/to do something) উৎসুক; আগ্রহান্বিত; আকুল; ব্যগ্র; অধীরeager beaver (কথ্য) পরিশ্রমী ও (অতি) উৎসাহী ব্যক্তি। eagerly (adverb) আগ্রহের সঙ্গে। eagerness (noun) আগ্রহ।
  • English Word eagle Bengali definition [ঈগ্‌ল্‌] (noun) ঈগলপাখিeagle eye (সাধারণত singular) (noun) তীক্ষ্ণ, নিবিড় ও নিশ্ছিদ্র মনোযোগ (বিশেষত সূক্ষ্ম জিনিসের প্রতি): Nothing escaped our teacher’s eagle eye. eagle-eyed (adjective) তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। eaglet [ঈগলিট্] (noun) ঈগল ছানা।
  • English Word eagre Bengali definition [ঈগা(র্‌)] (noun) নদীতে হঠাৎ বন্যা আসা; বান: The eagre caused major destruction uprooting many houses.
  • English Word ear 1 Bengali definition [ইআ(র)] (noun) (১) কান; কর্ণ; শ্রবণেন্দ্রিয়be all ears মনোযোগের সঙ্গে শোনা: Tell us what happened, we’re all ears. fall on deaf ears কানে না ঢোকা; মনোযোগ আকর্ষণে ব্যর্থ হওয়া: My appeal fell on deaf ears. fell one’s ears burning কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে আলোচনা হচ্ছে কল্পনা করা। give one’s ears (for something/to do something) যে কোনো ত্যাগ স্বীকার করা। go in (at) one ear and out (at) the other এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে যাওয়া; শুনেও না-শোনা; মনে রেখাপাত না হওয়া। have an ear to the ground কান পেতে রাখা; কী ঘটছে সে ব্যাপারে সজাগ থাকা। (have) a word in somebody’s ear কাউকে বিশ্বাস করে গোপনে কিছু বলা। have/win/ somebody’s ear(s) কোনো কথার প্রতি কারো অনুকূল মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হওয়া। lend an ear কর্ণপাত করা; শোনা। over head and ears গভীরভাবে: He is over head and ears in love with her. prick up one’s ears কান খাড়া করা; উৎকর্ণ হওয়া। set (persons) by the ears কলহরত করানো। turn a deaf ear to কর্ণপাত না-করা। upto the/one’s ears in (work, etc) (কাজ ইত্যাদিতে) নিমজ্জিত: I can’t go out tonight, I’m upto my ears in work. wet behind the ears সরল; অনভিজ্ঞ। earache (noun) কানের ব্যথা; কর্ণশূল। eardrop (noun) কানের দুল; কর্ণালঙ্কার। eardrum (noun) কানের পরদা; কর্ণপটহ। earful (noun) ভর্ৎসনা; গালিগালাজপূর্ণ কথা: If he comes here again, he will get an earful from me. earmark (noun)(সাধারণত পশুর কানে) মালিকানা নির্দেশিত করার চিহ্ন; (লাক্ষণিক) বৈশিষ্ট্যসূচক চিহ্ন। ear mark somebody/something (for something) মালিকানা নির্দেশক বা বৈশিষ্ট্যসূচক চিহ্ন অঙ্কিত করা; কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য আলাদা করে রাখা: The money has been ear marked for flood relief. earpiece (noun) টেলিফোনের গ্রাহকযন্ত্রের যে অংশটি কথা শোনার জন্য কানে লাগানো হয়। earphone (noun) মাথার উপর দিয়ে দুদিকে সংযুক্ত শ্রবণযন্ত্র যা রেডিও বা অন্য কোনো যন্ত্র থেকে উৎসারিত শব্দ শুনতে দুই কানে লাগানো হয়; এক কানে ঢুকিয়ে শোনার জন্য এক ধরনের ক্ষুদ্র শ্রবণযন্ত্র যা তারের সাহায্যে রেডিও বা অন্যকোনো যন্ত্রে লাগানো যায়। earring (noun) কানের রিং। ear shot (noun) শুনতে পাওয়ার মতো দূরত্ব: within/out of ear shot. ear-trumpet (noun) বধির ব্যক্তিরা অপরের কথা ভালোভাবে শোনার জন্য এক সময়ে যে শিঙ্গার মতো নল বা চোঙ ব্যবহার করত। (২) শ্রবণশক্তি; শব্দ বা ধ্বনির পার্থক্য নির্ণয় করার শক্তি; He has a good ear for music. (play something) by ear স্বরলিপি না দেখেও স্মৃতি থেকে কোনো বাদ্য বাজানো। play it by ear পূর্ব প্রস্তুতি ছাড়া/তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলা করা।
  • English Word ear 2 Bengali definition [ইআ(র্)] (noun) শিষ; শস্যের মঞ্জরি। □ (verb intransitive) শিষ বের হওয়া।
  • English Word earl Bengali definition [আল্] (noun) (feminine countess) উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত ইংরেজ ব্যক্তির পদবিearldom (noun) আর্লের শাসিত এলাকা বা পদমর্যাদা; জমিদারি।
  • English Word early Bengali definition [আলি] (earlier, earliest) (adjective), (adverb) কোনো সময়ের প্রারম্ভে; নির্ধারিত বা যথাসময়ের পূর্বে: early morning; an early breakfast; an early riser; keep early hours সকাল সকাল শয়ন ও শয্যাত্যাগ করা। early-closing (day) (British/Britain.) সপ্তাহের যে দিন দোকানপাট বিকেলে বন্ধ হয়ে যায়। early on অধিক সময় পার হওয়ার আগে। earlier on কোনো একটি নির্দিষ্ট সময়ের আগে। early days (yet) কোনো বিষয় কী রূপ লাভ করবে তা বলার সময় না-হওয়া। The early bird catches/gets the worm (প্রবাদ) যে ব্যক্তি আগে আসে, পৌঁছায় বা শুরু করে সে সফলতা পায়। early and late সর্বদা। early warning শত্রুবিমান বা ক্ষেপণাস্ত্রের আক্রমণে আগাম সতর্কসংকেত যে রাডারের মাধ্যমে দেওয়া হয়।
  • English Word earn Bengali definition [আন্‌] (verb transitive) উপার্জন করা; কাজের বিনিময়ে টাকা পাওয়া; কোনো গুণাবলির জন্য স্বীকৃত হওয়া: He has earned fame as a writer; লগ্নীকৃত অর্থের উপর লাভ হওয়া: Money invested in fixed deposits earns 1 2% interest. earnings (noun) উপার্জন; মাহিনা: He spends all his earnings. earnings yield (বাণিজ্য) বার্ষিক লাভ ও মূলধনের অনুপাত।
  • English Word earnest 1 Bengali definition [আনিস্‌ট্] (adjective) অত্যন্ত; উৎসুক; ব্যগ্র; আন্তরিক; ঐকান্তিক; স্থিরসংকল্প। । □(noun) in earnest স্থিরসংকল্পভাবে; ঐকান্তিকতার সঙ্গে। earnestly (adverb) আন্তরিকতার সঙ্গে: We earnestly hope that you will succeed. earnestness (noun)
  • English Word earnest 2 Bengali definition [আনিস্‌ট্] (noun) (১) (অপিচ earnest money) দাদন; বায়না; পরিপূর্ণ অর্থপ্রদানের অঙ্গীকারস্বরূপ আংশিক অর্থ প্রদান(২) পরে কী ঘটবে তার নিদর্শনস্বরূপ প্রাথমিক কার্য
  • English Word earth Bengali definition [আথ্‌] (noun) (১) (the) earth পৃথিবী; যে গ্রহে আমরা বাস করি; স্থল ও সমুদ্র(২) [uncountable noun] পৃথিবীর স্থলভাগ; ভূতল; ভূমিcome down/back to earth দিবাস্বপ্ন ত্যাগ করা; বাস্তবে ফিরে আসা। move heaven and earth (to do something) সম্ভব সকলভাবে চেষ্টা করা। who/why/when/where/how/what/on earth কেইবা; কেনইবা; কখনইবা; কোথায়ইবা; কেমনেইবা; কিইবা (বক্তব্যে জোর প্রদানে ব্যবহৃত): What on earth are you doing? (৩) [uncountable noun] মাটি; মৃত্তিকাearth born (adjective) মৃত্তিকাজাত। earth-bound (adjective) পৃথিবী অভিমুখী; জাগতিক বন্ধনে আবদ্ধ। earth-closet (noun) মাটিতে গর্ত করে যে পায়খানা বানানো হয়। earth nut (noun) বাদাম। earth work (noun) প্রতিরক্ষার জন্য নির্মিত মাটির বাঁধ; মাটি খোঁড়া বা বাঁধ নির্মাণের কাজ; সড়ক বা রেললাইন নির্মাণের জন্য মাটি ফেলার কাজ। earthworm (noun) কোঁচো; (লাক্ষণিক) হীন বা নীচ ব্যক্তি। (৪) [Countable noun] শেয়াল বা অন্য কোনো বন্য প্রাণীর গর্ত: to stop an earth এ ধরনের গর্ত বন্ধ করে দেওয়া। run/go to earth (শেয়াল) নিজ গর্তে ঢোকা। (৫) [Countable noun, Uncountable noun] (বিদ্যুৎ) বৈদ্যুতিক প্রবাহ নিরাপদ করতে মাটির সঙ্গে সংযুক্ত তার(৬) [Countable noun] (রসায়ন) এক ধরনের ধাতব অক্সাইড। □ (verb transitive) (১) earth up মাটি চাপা দেওয়া; ঢাকা দেওয়া: to earth the potatoes. (২) (বিদ্যুৎ) কোনো বৈদ্যুতিক যন্ত্রকে নিরাপদ রাখতে ঐ যন্ত্রে ব্যবহৃত বিদ্যুৎপ্রবাহকে মাটির সঙ্গে সংযুক্তকরণearthy (adjective) (১) মাটির মতো: an earthy smell. (২) (লাক্ষণিক) স্থূল; পার্থিব প্রবৃত্তিসম্পন্ন
  • English Word earthen Bengali definition [আথন] (adjective) মাটির তৈরি; মৃন্ময়: earthen walls; পোড়া মাটির তৈরি: an earthen pot. earthenware (noun) [Uncountable noun] পোড়ামাটির বাসন বা তৈজসপত্র।
  • English Word earthly Bengali definition [আথ্‌লি] (adjective) (১) ঐহিক; পার্থিব; জাগতিক: earthly joys/possessions. (২) (কথ্য) সম্ভব; কল্পনাসাধ্য: He hasn’t got an earthly (chance), কোনো সুযোগই নেই।
  • English Word earthquake Bengali definition [আথ্‌কোএইক্] [noun][Countable noun] ভূমিকম্প: The earthquake struck shortly after 5 pm.
  • English Word earthshaking Bengali definition [আথ্‌শেইকিঙ্‌] (adjective) জগৎকাঁপানো; পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: an earthshaking news.
  • English Word earwig Bengali definition [ইআউইগ্‌] (noun) পেটের নিচের দিকে চিমটাওয়ালা ক্ষুদ্রপোকাবিশেষ
  • English Word earworm Bengali definition [ইআ(র)ওয়াম্] (noun) সংগীতের অনুরণন কানে যতক্ষণ বাজে বা মস্তিষ্কে যতক্ষণ স্থায়ী হয়: The Pepsi jingles have earwormed their way into my head.
  • English Word ease 1 Bengali definition [ঈজ্‌] [noun] [Uncountable noun] আরাম; শান্তি; বিশ্রাম; আয়াসহীনতা; সহজসাধ্যতা; স্বাচ্ছন্দ্য; উদ্বেগহীনতা: a life of ease. ill at ease উদ্বিগ্ন; বিব্রত। stand at ease সামরিক কুচকাওয়াজ (আদেশ) ‘আরামে দাঁড়াও’; দুই পা ফাঁক করে পেছনে হাত বেঁধে দাঁড়ানোর নির্দেশ। take one’s ease কাজ থেকে বিরত হওয়া; নিরুদ্বেগ হওয়া। with ease সহজে; বিনা ক্লেশে।
  • English Word ease 2 Bengali definition [ঈজ্‌] (verb transitive), (verb intransitive) ease (of) (১) আরাম দেওয়া; স্বস্তি বিধান করা; যন্ত্রণা বা উদ্বেগ দূর করা: ease somebody of his pains/troubles. (২) আলগা বা ঢিলা করা; শক্তি বা গতি কমানো(৩) ease (off/out) শান্ত বা সহজ হওয়া: The situation eased off. easeful (adjective) আরামদায়ক; স্বাচ্ছন্দ্যকর। easement (noun) আরাম; আয়েশ; পথ চলার অধিকার।
  • English Word easel Bengali definition [ঈজল্‌] (noun) ছবি আঁকার সময় চিত্রকররা যে ফ্রেমের উপর ছবি রাখে; ব্ল্যাকবোর্ড রাখার কাঠের ফ্রেম
  • English Word east Bengali definition [ঈস্‌ট্] (noun) (১) the east পূর্বদিক; প্রাচ্যজগৎ; প্রাচ্য দেশসমূহ; বলকান পর্বতমালা থেকে চীন পর্যন্ত বিস্তৃত দেশসমূহthe Far East দূরপ্রাচ্য (চীন, জাপান ইত্যাদি)। the Middle East মধ্যপ্রাচ্য; মিসর থেকে ইরান পর্যন্ত দেশসমূহ। the Near East নিকটপ্রাচ্য (তুরস্ক ইত্যাদি)। the East (ক) প্রাচ্য। (খ) আমেরিকার উত্তর-পূর্বাঞ্চল। (২) (attributive(ly)) an east wind পূর্ব দিক থেকে অথবা পূর্বদিকে প্রবাহিত বায়ুthe East End (লন্ডন) লন্ডনের পূর্বাঞ্চল। east ender শহরের পূর্বাঞ্চলবাসী। □(adverb) পূর্বাভিমুখে: towards the east. eastwards (adjective) পূর্বাভিমুখে। eastbound (adverb) পূর্বগামী; পূর্বদিকে ভ্রমণরত।