Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word de trop Bengali definition [ডাট্রোউ] (adjective) (ফরাসি) অবাঞ্ছিত: Their intimate conversation made me feel distinctly de trop.
  • English Word dé-colleté Bengali definition [ডেইকল্‌টেই America(n) ডেইকল্‌টেই] (adjective) (ফরাসি) (গাউন ইত্যাদি) ঘাড় বা কাঁধ-কাটা; মুক্তস্কন্ধ। (স্ত্রীলোক) উক্তরূপ পোশাক পরিহিতা; মুক্তস্কন্ধ।
  • English Word de-colonize, de-colonise Bengali definition [ডীকলনাইজ্‌] (verb transitive) ঔপনিবেশিক অবস্থা থেকে মুক্ত করা; ঔপনিবেশিকতা মুক্ত করাdecolonization, decolonisation [ডীক্‌লানাইজেইশ্‌ন্‌ America(n) [ডীক্‌লানিজেইশ্‌ন্‌] (noun) ঔপনিবেশিকতা মোচন।
  • English Word de-escalate Bengali definition [ডীএস্‌কালেইট্] (verb transitive) (যুদ্ধ ইত্যাদির) প্রকোপ কমানোde-escalation [ডীএস্‌কালেইশ্‌ন্‌] (noun) বিপ্রকোপন; প্রকোপহ্রাস।
  • English Word deacon Bengali definition [ডীকান্] (noun) খ্রিষ্টানদের কোনো কোনো গির্জাসংগঠনে (যেমন ইংল্যান্ডীয় গির্জায় বিশপ ও পাদরির অধস্তন; নন-কনিফর্মিস্ট গির্জায় ইহজাগতিক বিষয়াদির তত্ত্বাবধানে নিযুক্ত সামান্যজন) নানাবিধ দায়িত্বে নিয়োজিত পুরোহিত বা কর্মকর্তা; উপপুরোহিত। deaconess [ডীকানিস্] (noun) উক্তরূপ দায়িত্বে নিয়োজিত মহিলা।
  • English Word deactivate Bengali definition [ডীঅ্যাক্‌টিভেইট্] (verb transitive) নিষ্ক্রিয় করা; সক্রিয়তা হ্রাস করা
  • English Word dead Bengali definition [ডেড্] (adjective) (১) (উদ্ভিদ, প্রাণী, ব্যক্তি) মৃত; মরা; নিষ্প্রাণ: dead flowers/leaves. Dead men tell no tales, (প্রবাদ, গোপনীয় ব্যাপারে রাখে বলে বিপজ্জনক হতে পারে, এমন ব্যক্তিকে হত্যা করার সপক্ষে যুক্তি হিসেবে ব্যবহৃত) মরা মানুষ গল্প শোনাতে আসে না। wait for a dead man’s shoes কারো পদ দখল করতে তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা। the dead মৃত বা নিহতদের সমষ্টি: to rise from the dead; the dead and the wounded. dead march (noun) অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ধীরলয়ের ভাবগম্ভীর সংগীতাংশ; অন্ত্যেষ্টিসংগীত। (২) জড় ও নিশ্চেতন: dead matter. (৩) কর্মচাঞ্চল্যরহিত: in the dead hours of night, মধ্যরাতে; নিস্তব্ধ নিশীথে; (noun হিসেবে) in the dead of winter যখন তৃণ গুল্মাদি জন্মে না, আবহাওয়ার প্রতিকূলতা ঘরের বাইরের কর্মতৎপরতা দুরূহ করে তোলে; ভরা শীতে, পরিপূর্ণ শীতকালে। deadend (noun) কানাগলি। be at/come to a dead end, (লাক্ষণিক) যে স্তরের পরে আর অগ্রসর হওয়া অসম্ভব; কানাগলিতে পৌঁছা। দ্রষ্টব্য নিচে (৯)। (৪) (ভাষা, লোকাচার ইত্যাদি) মৃত; অচলিতdeadlanguage মৃতভাষা। deadletter (ক) যে বিধির প্রতি এখন আর মনোযোগ দেওয়া হয় না; গতায়ু বিধি। (খ) প্রাপক ও প্রেরকের সন্ধান মিলেনি বলে যে চিঠি ডাকঘরে রাখা হয়েছে; মরাচিঠি। (৫) (হাত, পা ইত্যাদি) নিঃসাড়; অসাড়: dead fingers. dead to নিশ্চেতন; নিঃসাড়: dead to all feelings of humiliation; dead to the world, (লাক্ষণিক) ঘুমে অচেতন; সুষুপ্ত। (৬) সম্পূর্ণ; আকস্মিক; যথাযথ: to come to a dead stop, হঠাৎ থেমে যাওয়া; runners on a dead level, পাশাপাশি ধাবমান; a dead calm, নির্বাত প্রশান্তি। go into/be in a dead faint সম্পূর্ণরূপে জ্ঞান হারানো; মূর্ছা যাওয়া। dead heat যে দৌড়ে একাধিক প্রতিযোগী একসঙ্গে বিজয়স্তম্ভে উপনীত হয়; অমীমাংসিত প্রতিযোগিতা। deadloss কোনো ক্ষতিপূরণ ছাড়া সম্পূর্ণ লোকসান; নির্জলা/ডাহা লোকসান; (অপশব্দ ব্যক্তি) যে কারো কোনো কাজে আসে না; লোকসানের মাল। the dead centre যথাযথ/শুদ্ধ কেন্দ্র। deadshot যে ব্যক্তি লক্ষ্যভেদে বিফল হয় না; যে তীর বা গুলি যথাযথ বিন্দুতে আঘাত করে; লক্ষ্যভেদী; অব্যর্থলক্ষ্য ব্যক্তি/তীর/গুলি। dead silence পরিপূর্ণ নিঃস্তব্ধতা; নৈশব্দ্য। dead sleep গভীর নিদ্রা (মড়ার মতো)। (৭) যা আর ব্যবহারযোগ্য নয়: a dead match দগ্ধ দিয়াশলাই; a dead wire যার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় না; মরা তার; The telephone went dead, নিঃসাড় হয়ে গেল। (৮) (শব্দ) ভারী; নিস্তেজ; গম্ভীর; (রং) অনুজ্জ্বল; নিষ্প্রভ; (ক্রিকেট, টেনিস ইত্যাদি) বল মন্দগতিতে চলে এমন (ধরনের মাঠ); মন্থর: a dead pitch; (বিভিন্ন খেলায় বল সম্বন্ধে) খেলার বিধি অনুযায়ী বল যেখানে থাকা উচিত সেখানে নেই এমন (বল); মরা। (৯) (বিবিধ ব্যবহার) deadline (noun) সময়সীমা: meet a deadline. deadpan (adjective) (কথ্য) (কারো মুখাবয়ব; চেহারা সম্বন্ধে) আবেগ-অনুভূতির অভিব্যক্তিহীন; ভাবলেশহীন; মড়ামুখো। deadweight (noun) (১) (indefinite article-সহ) গুরুভার জড়বস্তু; জগদ্দল পাথর(২) (বাণিজ্য) জাহাজবাহিত পণ্য; জ্বালানি; নাবিক ও আরোহীদের ওজন; বোঝাই ওজন। □(adverb) পুরোপুরি; নিশ্চিতভাবে; সম্পূর্ণরূপে: dead beat/tired, পরিক্লান্ত; dead certain/sure সম্পূর্ণ নিশ্চিন্ত; dead drunk, বদ্ধ/বেহেড মাতাল; dead slow মন্থরতম গতিতে; dead ahead একদম সোজা বা সোজাসোজি; নাক বরাবর: The wind was dead against the boat, সম্পূর্ণ উলটো দিক থেকে; You’re dead right! সম্পূর্ণ যথার্থ! cut somebody dead দ্রষ্টব্য cut 1 (৭)।
  • English Word deaden Bengali definition [ডেড্‌ন্‌] (verb transitive) শক্তি, অনুভূতি, উজ্জ্বলতা হরণ করা; ভোঁতা করা; নিষ্প্রভ/নিঃসাড়/হ্রাস করা: drugs to dead the pain; wooden panels that dead outside noises, শব্দ নিবারণ করে: The jacket with padded shoulders that deadened the impact of the blow.
  • English Word deadlock Bengali definition [ডেড্‌লক্] (noun) [countable noun, uncountable noun] অচলাবস্থা: to reach deadlock; come to a total deadlock. break the deadlock অচলাবস্থা দূর করা।
  • English Word deadly Bengali definition [ডেড্‌লি] (adjective) (deadlier, deadliest) (১) মারাত্মক; প্রাণান্তক; প্রাণঘাতী; সাংঘাতিক: deadly weapons/poison. (২) বিদ্বেষপূর্ণ; বিদ্বিষ্ট: deadly enemies, প্রাণের শত্রু; বদ্ধবৈরী। (৩) নরকদণ্ডার্হ: the seven deadly sins. (৪) মৃত্যুসদৃশ; মৃত্যুকল্প: a deadly paleness. (৫) (কথ্য) অত্যন্ত; আত্যন্তিক; a deadly determination, দৃঢ়সংকল্প। □(adverb) মৃতকল্প: deadly pale, (কথ্য) অতিমাত্রায়: deadly serious.
  • English Word deaf Bengali definition [ডেফ্] (adjective) (১) (সম্পূর্ণ বা আংশিক) বধির; কালা; কানে খাটো: to be deaf in one ear. deaf aid (noun) শ্রবণশক্তিহীন মানুষের শোনার সাহায্যস্বরূপ ছোট, সাধারণত ইলেকট্রনিক কৌশলবিশেষ; শ্রুতিসহায়। deaf mute (noun) বোবাকালা; মূকবধির। (২) শোনে না বা গ্রাহ্য করে না এমন; কর্ণপাত করে না এমন: deaf to all advice. He turned a deaf ear to all our entreaties. deafness (noun) বধিরতা।
  • English Word deafen Bengali definition [ডেফন্‌] (verb transitive) কানে তালা লাগানো; কান ফাটানোdeafening (adjective) কর্ণবিদারী; কানফাটা।
  • English Word deal 1 Bengali definition [ডীল্] (noun) ফার বা পাইন কাঠ এবং ঐ কাঠের তক্তা; দারুকাষ্ঠ: (প্রধানত attributive(ly)) deal furniture; a deal table; made of white deal.
  • English Word deal 2 Bengali definition [ডীল্] (noun) a (good/great) deal (of something) অনেক; অনেকটা; অনেকখানি; প্রচুর; প্রভূত; ঢের: a good deal of energy; a great deal of caution; be a good deal better; ঢের শ্রেয়: see somebody a great deal, প্রায়ই দেখাসাক্ষাৎ করা।
  • English Word deal 3 Bengali definition [ডীল্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle dealt [ডেলট্]) (১) deal (out) (অনেকের মধ্যে) বণ্টন করা; বাঁটা; বিলি করা; Could you deal out the money? The cards were fairly dealt. A judge must deal out justice, সুবিচার করা। deal somebody a blow; deal a blow at/to somebody (ক) আঘাত বা প্রহার করা: The robber dealt me a blow on the head. (খ) (লাক্ষণিক) আহত/ক্ষুব্ধ করা; মানসিকভাবে বিপর্যস্ত করা: The recession dealt many small businesses a severe blow. (২) deal in something ব্যবসা/কারবার করা: He deals in writing materials; সময় ব্যয় করা: to deal in gossip and slander. (৩) deal with somebody/at a place ব্যবসা/লেনদেন করা: He is a dishonest businessman, I do not deal with him. Do you deal at the shop? (৪) deal with (ক) মেলামেশা/সম্পর্ক রক্ষা করা: She is easy/impossible/difficult to deal with. (খ) আচরণ/ব্যবহার করা: I don’t know how to deal with such precocious children. (গ) (কাজ-কারবার সম্বন্ধে) ব্যবস্থা/বিহিত করা; Let’s deal with one problem at a time. (ঘ) উপজীব্য করা; বিষয়বস্তুরূপে নেওয়া: The article deals with rural poverty. (৫) deal well/badly by somebody তার সঙ্গে ভালো/মন্দ ব্যবহার করা/আচরণ করা (সাধারণত passive) He’s been well dealt by me.
  • English Word deal 4 Bengali definition [ডীল্] (noun) [countable noun] (১) (খেলায়) তাসবণ্টন: It’s my deal. a new deal (মূলত the New Deal) (America(n)) সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচি; ন্যায্য ও সুবিচারসম্মত বলে বিবেচিত যেকোনো নতুন পরিকল্পনা; নতুন বণ্টন ব্যবস্থা। (২) (ব্যবসায়িক) লেনদেন কিংবা সংবিদা; (কথ্য) পাকা কথা: well, it’s a deal, ঐসব শর্তে আমি আপনার সঙ্গে ব্যবসা করতে সম্মত: I w’ll do a deal with you, একটা সমঝোতায় আসব। a fair/square deal ন্যায্য ব্যবহার; ন্যায়সঙ্গত আচরণ। a raw/rough deal অন্যায় বা রূঢ় ব্যবহার।
  • English Word dealer Bengali definition [ডীলা(র্‌)] (noun) (১) (তাস) বণ্টনকারী(২) ব্যবসায়ী; বণিক; ব্যাপারি; কারবারি: a horse dealer; a dealer in stolen goods; a car dealer, তুলনীয় a coal merchant.
  • English Word dealing Bengali definition [ডীলিঙ্] (noun) (১) [uncountable noun] বণ্টন; বাঁটা; (অপরের প্রতি) আচরণ: I appreciate your fair dealing. (২) (plural) বাণিজ্যিক/ব্যবসায়িক সম্পর্ক; লেনদেন: I have found nothing suspicious in his dealings with me.
  • English Word dealt Bengali definition [ডেল্‌ট্‌] deal 3 এর past tense, past participle
  • English Word dean Bengali definition [ডীন্‌] (noun) (১) একটি ক্যাথিড্রালের অন্তর্ভুক্ত পাদরিমণ্ডলীর নেতৃত্বদানকারী কর্মকর্তা; ডিন(২) rural dean একজন আর্চডিকনের অধীনে অনেকগুলি গির্জা এলাকার (প্যারিশ) দায়িত্বে নিয়োজিত পুরোহিত(৩) (কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে) শৃঙ্খলারক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি; কোনো কোনো বিভাগ বা অনুষদের প্রধান; অনুষদপ্রধান(৪)= doyen. deanery [ডিনারি] (noun) (plural deaneries) ডিনের দফতর বা বাসস্থান; একজন গ্রামিক ডিনের অধিকারভুক্ত গির্জা এলাকা।
  • English Word dear Bengali definition [ডিআ(র)] (adjective) (dearer, dearest) (১) dear (to) প্রিয়; আদুরে; প্রীতিভাজন: a dear little child. hold something/somebody dear (আনুষ্ঠানিক) অতিপ্রিয় বলে বিবেচনা করা। (২) সম্বোধনরূপে ব্যবহৃত (শিষ্ট ও বক্রোক্তিমূলক): Dear Madam/Sir. দুর্মূল্য; আক্রা; চড়া দামে: Don’t you find that shop too dear? dear money (যখন ঋণ পাওয়া কঠিন, তখন) চড়া সুদে নেওয়া ঋণ, মহার্ঘ অর্থ। (৪) dear (to) □ (adverb) চড়া দামে: to buy cheap and sell dear is his practice. □(noun) (১) ভালোবাসার যোগ্য ব্যক্তি: Isn’t she is a dear! (২) (অপিচ, dearest) (কোনো ব্যক্তিকে সম্বোধন করতে ব্যবহৃত) প্রিয়; প্রিয়তম: ‘yes dear’; (বিশেষত কাউকে মিষ্টি কথায় ভোলাতে (indefinite article- সহ ব্যবহৃত): Please get ready, Mary, there’s ‘a dear’. □(interjection) বিস্ময়, অধৈর্য, চমক, ত্রাস ইত্যাদি প্রকাশে- আরে! উহ! হা কপালে! Oh dear! Dear me! dearly (adverb) (১) অত্যন্ত; সাংঘাতিক; ভীষণ: I love the child dearly. (২) চড়া দামে; বহুমূল্যে: Our freedom was dearly bought. dearness (noun) মহার্ঘতা; দুর্মূলতা।
  • English Word dearth Bengali definition [ডাথ্‌] (noun) dearth (of) (কেবল singular) অভাব; অনটন; আকাল: in time of dearth; a dearth of daily necessities. দ্রষ্টব্য storage.
  • English Word deary, dearie Bengali definition [ডিআরি] (noun) (কথ্য) প্রিয়জন; লক্ষ্মীসোনা; সোনামণি (বিশেষত বয়োজ্যেষ্ঠরা ছোটদের উদ্দেশে ব্যবহার করেন), (যেমন শিশুকে সম্বোধনকালে ‘মা’)।
  • English Word death Bengali definition [ডেথ্] (noun) [countable noun, uncountable noun] (১) মৃত্যু; মরণ; জীবনহানি: The accident resulted in many deaths. at deaths door মৃত্যুর দ্বারপ্রান্তে; মুমূর্ষু। to death যাতে মৃত্যু ঘটে: The thief beaten to death. He worked himself to death, অতিরিক্ত পরিশ্রমের দরুন মারা গেছে। bore somebody to death অত্যধিক বিরক্তি উৎপাদন করা; বিরক্ত করে মারা। sick to death of something/somebody চরম বিরক্ত, ক্লান্ত ইত্যাদি। deathbed (noun) অন্তিমশয্যা; মৃত্যুশয্যা: a death bed confession মৃত্যুকালীন স্বীকারোক্তি। death duties মৃতব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারীদের অধিকারভুক্ত হওয়ার আগে প্রদেয় কর; মৃত্যুকর। death’s head (মৃত্যুর চিহ্ন) নরকরোটি। death rattle (noun) মুমূর্ষু ব্যক্তির গলায় অস্বাভাবিক ঘড়ঘড় শব্দ; নাভিশ্বাস। (২) হত্যা; প্রাণহরণ: The criminal is under sentence of death, প্রাণদণ্ডে দণ্ডিত। be in at the death (শিয়াল-শিকার) শিয়ালকে মরতে দেখা; (লাক্ষণিক) কোনো প্রতিষ্ঠানের অন্তিম মুহূর্তের সাক্ষী থাকা। put somebody to death হত্যা করা; প্রাণহরণ করা। stone somebody to death পাথর ছুড়ে হত্যা করা। death roll (noun) (যুদ্ধ, ভূমিকম্প ইত্যাদিতে) নিহতদের তালিকা। death trap (noun) মরণফাঁদ। death warrant (noun) অপরাধী; বিশ্বাসঘাতক প্রভৃতির প্রাণনাশের জন্য সরকারি হুকুম; (লাক্ষণিক) জীবন বা সুখের সম্ভাবনাবিনাশী; মৃত্যুর পরোয়ানা। (৩) [uncountable noun] মৃত্যুর অবস্থা; মৃত্যু: eyes closed in death, মৃত্যুতে নিমীলিত চক্ষু; united in death, মৃত্যুতে একত্র। (a fate) worse than death মৃত্যুর চেয়েও দুর্ভাগ্যজনক; অতি ভয়ঙ্কর। death mask মৃত্যুর পর নেওয়া মুখের আদল; মরণমুখোশ। (৪) be the death of somebody কারো মৃত্যুর কারণস্বরূপ হওয়া; মৃত্যু ডেকে আনা: That dilapidated old house will be the death of them. catch one’s death (of cold) (কথ্য) মারাত্মক সর্দি/মরণসর্দি লাগা। deathblow (noun) মারাত্মক আঘাত; (লাক্ষণিক) চরম আঘাত: a deathblow to his aspirations. The Black Death চতুর্দশ শতকের ইউরোপীয় মহামারীবিশেষ; মহামড়ক। ৫ (লাক্ষণিক) ধ্বংস; অবসান: the death of one’s hopes/plans.
  • English Word deathless Bengali definition [ডেথ্‌লিস্‌] (adjective) মৃত্যুহীন; অমর; অমর্ত্য; অবিনশ্বর: deathless fame.
  • English Word deathlike Bengali definition [ডেথ্‌লাইক্] (adjective) মৃত্যুতুল্য: a deathlike silence.
  • English Word deathly Bengali definition [ডেথ্‌লি] (adjective) মৃত্যুর মতো; মৃত্যুকল্প: a deathly stillness. □(adverb) মৃত্যুতুল্য; মড়ার মতো: deathly pale.
  • English Word deb Bengali definition [ডেব্‌] (noun) débutante- এর সংক্ষেপ
  • English Word débâcle Bengali definition [ডেইবা:ক্‌ল্] (noun) (ফরাসি) হুড়োহুড়ি; অভিধাবন; মহাদুর্যোগ; পতন; অধপতন; ধ্বংস; সমূহ বিনাশ
  • English Word debar Bengali definition [ডিবা:(র)] (verb transitive) (debarred, debarring, debars) debar somebody from নিবারিত করা; বাইরে রাখা; আইনের সাহায্যে কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা কিংবা কিছু করা থেকে বিরত রাখা; প্রতিষিদ্ধ করা: debar persons from voting at elections.