Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word শর্ব Bengali definition [শর্‌বো] (বিশেষ্য) হিন্দুদেবতা শিব; শঙ্কর; মহাদেব; ত্রিপুরারি। শর্বাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শিবানী; দুর্গ দেবী। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+ব}
  • Bengali Word শর্বর Bengali definition [শর্‌বোর্‌] (বিশেষ্য) কামদেব; অন্ধকার। শর্বরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ রাত্রি; রজনী; নিশা; বিভাবরী; যামিনী। ২ বধূ। ৩ নারী। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+বর(বরচ্‌)}
  • Bengali Word শর্বরী Bengali definition [শর্‌বোরি] (বিশেষ্য) ১ রাত্রি; রজনী; ক্ষণদা; নিশা; বিভাবরী; যামিনী (শর্বরী পোহাইল যদি হইল বিহান-হেয়াত মাহমুদ)। ২ বধূ। ৩ নারী। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+বর(বরচ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word শর্ম Bengali definition [শর্‌মো] (বিশেষ্য) ১ সুখ; স্বাচ্ছদ্য। ২ কল্যাণ; মঙ্গল (আর কিছু করি আমি অসুরের শর্ম)। শর্মী (বিশেষণ) সুখী (আজ্ঞা পেয়ে শর্মী হয়ে-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word শর্মা Bengali definition [শর্‌মা] (বিশেষ্য) ১ ব্রাহ্মণের পদবি (ঈশ্বরচন্দ্র শর্মা)। ২ স্বয়ং; ব্যক্তি; লোক (এ শর্মা কাউকে ছেড়ে কথা কয় না)। ৩ গৃহস্থ। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word শর্ষে Bengali definition [শোর্‌শে] (বিশেষ্য) সরিষা। {(তৎসম বা সংস্কৃত) সর্ষপ>}
  • Bengali Word শরৎ Bengali definition [শরোত] (বিশেষ্য) ভাদ্র-আশ্বিন মাসব্যাপী ঋতু (এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+অদ্‌}
  • Bengali Word শলভ Bengali definition [শলভ্‌] (বিশেষ্য) এক জাতীয় পতঙ্গ যা সম্পূর্ণ শস্য বিনষ্ট করে; পঙ্গপাল। {(তৎসম বা সংস্কৃত) √শল্‌+অভ(অভচ্‌)}
  • Bengali Word শলা ১ সলা Bengali definition [শলা] (বিশেষ্য) ১ শলাকা; সিক; কাঠি (শলায় বিদ্ধ হতেছে সিদ্ধ মন নিষিদ্ধ পক্ষী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ চিকিৎসার এক প্রকার অস্ত্র; probe। {(তৎসম বা সংস্কৃত) শলাকা>}
  • Bengali Word শলা ২, সলা Bengali definition [শলা] (বিশেষ্য) পরামর্শ; সৎ পরামর্শ (উকিল-মোক্তারদের এমন শলা-পরামর্শ দিয়াছিল যে তাহার জোরেই হাকিমের রায় ফিরিয়া যায়-দীনবন্ধু মিত্র)। {(আরবি) সলাহ}
  • Bengali Word শলাকা Bengali definition [শলাকা] (বিশেষ্য) ১ শলা; কাঠি; দিয়শলাই (দীপ-শলাকার অগ্রভাগে আগুন জ্বলছে)। ২ দাঁতনকাঠি। ৩ অস্থি; হাড়। ৪ অঙ্কুর। ৫ শজারুর কাঁটা। {(তৎসম বা সংস্কৃত) √শল্‌+আক+আ(টাপ্‌)}
  • Bengali Word শলি, শলী Bengali definition [শোলি] (বিশেষ্য) ধানের মাপবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শল্য>}
  • Bengali Word শলিতা Bengali definition [শোলিতা] (বিশেষ্য) প্রদীপের পলিতা। □ (বিশেষণ) পলিতা সদৃশ সরু। {(তৎসম বা সংস্কৃত) সন্দীপ্ত> (প্রাকৃত)সল্লিত্ত>; (আরবি) ফলীতাহ ফতীলাহ}
  • Bengali Word শল্ক, শল্কল Bengali definition [শল্‌কো] (বিশেষ্য) ১ (প্রধানত) মাছের আঁশ; বাকল। ২ বল্কল। শল্কী(-ল্কিন্‌) (বিশেষণ) শল্কযুক্ত। □ (বিশেষ্য) মাছ। {(তৎসম বা সংস্কৃত) √শল্‌+ক(কন্‌)}
  • Bengali Word শল্য Bengali definition [শোল্‌লো] (বিশেষ্য) ১ শলাকা; শল্য। ২ কাঁটা (এই শোক ও ক্ষোভ বিষদিগ্ধ শল্যের ন্যায় তাঁহাকে সতত মর্মবেদনা প্রদান করিতে লাগিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ বাণ; শর; তীর। ৪ এক ধরনের পৌরাণিক অস্ত্র; শেল। ৫ শজারু। শল্য চিকিৎসা (বিশেষ্য) অস্ত্র চিকিৎসা; দেহে অস্ত্রোপচার (এই রোগীর জন্য শল্য চিকিৎসা একান্ত প্রয়োজন)। শল্যোদ্ধার (বিশেষ্য) দেহ থেকে কাঁটা, অস্ত্র, বুলেট প্রভৃতি অস্ত্রেপচারের দ্বারা বের করা। {(তৎসম বা সংস্কৃত) √শল্‌+য}
  • Bengali Word শল্ল, শল্লক Bengali definition [শল্‌লো, শল্‌লক্‌] (বিশেষ্য) ১ আঁশ। ২ বল্কল। শল্লকী (বিশেষ্য) ১ শজারু। ২ বাবলা গাছ। {(তৎসম বা সংস্কৃত) √শল্ল্‌+অ(অচ্‌), অক(ণ্বুল্‌)}
  • Bengali Word শশ, শশক Bengali definition [শশো, শশোক্‌] (বিশেষ্য) খরগোশ। শশধর, শশভৃৎ, শশলক্ষণ, শশলাঞ্ছন (বিশেষ্য) চন্দ্র। শশবিন্দু (বিশেষ্য) ১ হিন্দুদেবতা বিষ্ণু। ২ একজাতীয় মৃগ। ৩ চন্দ্র। শশবিষাণ, শশশৃঙ্গ (বিশেষ্য) ১ খরগোশের শিং। ২ (আলঙ্কারিক) অসম্ভব বস্তু; আকাশকুসুম কল্পনা। শশবৃত্তি (বিশেষ্য) খরগোশের ন্যায় পলায়ন করার বা আত্মগোপন করার মনোতবৃত্তি (নৈয়ায়িক শশবৃত্তি ইংরেজদের মজ্জাগত না হলে-সুধীণ্দ্রনাথ দত্ত)। শশব্যস্ত (বিশেষণ) খরগোশের মতো অত্যন্ত ত্বরাযুক্ত বা ব্যস্তসমস্ত (সবাই হল শশব্যস্ত অস্ত দেখ গগন শশি-মানিক রাজার গান)। শশাঙ্ক (বিশেষ্য) চন্দ্র; চাঁদ; শশধর (কুমুদরঞ্জন শশাঙ্ক-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √শশ্‌+অ(অচ্‌), ক(কন্‌)}
  • Bengali Word শশিকর Bengali definition [শোশিকর্‌] (বিশেষ্য) চন্দ্রলোকে; জ্যোৎস্না। {(তৎসম বা সংস্কৃত) শশী+কর; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word শশিকলা Bengali definition [শোশিকলা] (বিশেষ্য) ১ চন্দ্রের কলা বা অংশ (দিগন্ত হোথা সলিল শয়নতলে হেসে উঠে শশিকলা-মোহিতলাল মজুমদার)। ২ একটি সংস্কৃত ছন্দের নাম। {(তৎসম বা সংস্কৃত) শশী+কলা; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word শশিকান্ত Bengali definition [শোশিকান্‌তো] (বিশেষ্য) ১ কুমুদ ফুল। ২ চন্দ্রকান্তমণি। {(তৎসম বা সংস্কৃত) শশী+কান্ত}
  • Bengali Word শশিপ্রিয়া Bengali definition [শোশিপ্‌প্রিয়া] (বিশেষ্য) রাত্রি (উত্তরিলা শশিপ্রিয়া ত্রিদশ আলয়ে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শশী+প্রিয়া; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word শশিভূষণ, শশিশেখর Bengali definition [শোশিভুশন্‌, শশিশেখর্‌] (বিশেষ্য) ১ চন্দ্র যাঁর অলঙ্কার বা কিরীট। ২ হিন্দুদেবতা শিব। {(তৎসম বা সংস্কৃত) শশী+ভূষণ, শেখর; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word শশিমুখী Bengali definition [শোশিমুখি] (বিশেষ্য) চন্দ্রবদনা; চন্দ্রমুখী; চাঁদের মতো মনোহর মুখ যে রমণীর; অত্যন্ত সুন্দরী নারী (নীরবিলা শশীমুখী কহিলা যুবক-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) শশী+মুখী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word শশী(-শিন্‌) Bengali definition [শোশি] (বিশেষ্য) চন্দ্র; শশধর; শশাঙ্ক; মৃগাঙ্ক; ইন্দু; চন্দ্রমা; নিশাকর; বিধু; সুধাংশু; হিমাংশু; সুধাকর; সোম (একলা শশী জাগিলে আকাশে বাতায়ন খুলে দিয়ো-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) শশ+ইন্‌(ইনি)}
  • Bengali Word শশ্বৎ Bengali definition [শশ্‌শত্‌] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) ১ সর্বদা। ২ বারংবার; বারবার; পুনঃপুন অবিরত। শাশ্বত, শাশ্বতিক (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) শশ্‌+বৃৎ}
  • Bengali Word শষ্প, শস্প Bengali definition [শশ্‌পো] (বিশেষ্য) কচি ঘাস (স্রোতস্বিনীর স্বেদবিন্দু জমে, প্রতিবেশী শষ্পে তার সানুদেশ জড়ায়ে-সুধীণ্দ্রনাথ দত্ত)। শষ্পশ্যাম (বিশেষণ) ১ কচি ঘাসে আবৃত হয়ে শ্যামবর্ণবিশিষ্ট (শষ্পশ্যাম কুরুক্ষেত্রে অবিচল নিত্যের সমাধি-সুধীণ্দ্রনাথ দত্ত)। শষ্পাবৃত, শস্পাবৃত (বিশেষণ) কচি ঘাসে ঢাকা। শষ্পিত, শস্পিত (বিশেষণ) ১ শষ্প জন্মেছে এমন স্থান (সঘন শস্পিত তট লভিল সঙ্গিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √শস+প}
  • Bengali Word শসা Bengali definition [শশা] (বিশেষ্য) ১ কাঁকুর জাতীয় ফল। ২ ক্ষীরা; ক্ষীরিকা; cucumber। {(তৎসম বা সংস্কৃত) শস্য>}
  • Bengali Word শস্ত্র Bengali definition [শশ্‌ত্রো] (বিশেষ্য) ১ আয়ুধ; অস্ত্র। ২ লৌহনির্মিত যন্ত্রপাতি। ৩ শল্য চিকিৎসার যন্ত্রপাতি; কারিগরি যন্ত্রপাতি। শস্ত্রজীবী(-বিন্‌); শস্ত্রাজীব (বিশেষ্য), (বিশেষণ) যুদ্ধ যুদ্ধ ব্যবসায়ী; অস্ত্র ধরে যুদ্ধ করাই জীবিকা যার; সৈনিক। শস্ত্রধর, শস্ত্রধারী (-রিন্‌), শস্ত্রপাণি, শস্ত্রভৃৎ, শস্ত্রী(-স্ত্রিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) ১ যার হাতে অস্ত্র আছে। ২ যোদ্ধা; সৈনিক; অস্ত্রধারী। শস্ত্রবিদ্যা (বিশেষ্য) অস্ত্র চালনা সম্পর্কিত বিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) √শস্‌+ত্র(ষ্ট্রন্)}
  • Bengali Word শস্য Bengali definition [শোশ্‌শো] (বিশেষ্য) ১ ফসল; কৃষিজাত ফল বা বীজ। ২ ফলের সার অংশ। ৩ শাঁস। শস্যক্ষেত্র (বিশেষ্য) যে ভূমিখণ্ডে শস্য উৎপাদিত হয়। শস্যশ্যামল (বিশেষ্য) সবুজ রঙের শস্যে ভরা। শস্যশ্যামলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শস্যাগার (বিশেষ্য) গোলা; ধান্যাদি ফসলের সংরক্ষণ-গৃহ; ফসল সঞ্চয়ের ভাণ্ডার; শস্যভাণ্ডার। {(তৎসম বা সংস্কৃত) √শস্‌+য(যৎ)}
  • Bengali Word শহদ Bengali definition [শহোদ্‌] (বিশেষ্য) মধু (গাহে বুলবুলি নার্গিস লালা আনারকলির পিয়ে শহদ-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) শহদ}