Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word লাউড স্পিকার Bengali definition [লাউড্‌স্পিকার্‌] (বিশেষ্য) বিদ্যুৎ বা ব্যাটারি চালিত শব্দবর্ধক যন্ত্রবিশেষ (লাউডস্পীকারযোগে রেকর্ড সঙ্গীত পরিবেশন করে সারা পাড়ার কান ফাটানো কেন-ওবায়েদুল হক)। {(ইংরেজি) loud speaker}
  • Bengali Word লাওয়ারিশ, লাওয়ারেশ, লাওয়ারেস Bengali definition [লাওয়ারিশ্‌, লাওয়ারেশ, লাওয়ারেস] (বিশেষ্য) ১ বংশধরহীন; দাবিদার বা মালিকশূন্য। ২ দাবিদারশূন্য; উত্তরাধিকারশূন্য (লাওয়ারেশ শবগুলি গ্রাম হইতে করিব-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) লাৱারিছ(লা=নাই, ওয়ারিস=উত্তরাধিকার)}
  • Bengali Word লাক্ষণিক, লাক্ষণ্য Bengali definition [লাক্‌খোনিক্‌, লাক্‌খোন্‌নো] (বিশেষণ) ১ লক্ষণ-সম্পর্কিত। ২ লক্ষণযুক্ত; লক্ষণবিশিষ্ট। ৩ লক্ষণস্বরূপ। ৪ লক্ষণ বা লক্ষণ বোরা বুঝা যায় এমন। ৫ লক্ষণ সাহায্যে ভবিষ্যৎবক্তা; দৈবজ্ঞ; গণক। {(তৎসম বা সংস্কৃত) লক্ষণ+ইক(ঠক্‌), য(যৎ)}
  • Bengali Word লাক্ষা Bengali definition [লাক্‌খা] (বিশেষ্য) ১ এক প্রকার লাল রঙের বৃক্ষনির্যাস। ২ গালা; চাঁচ। লাক্ষাতরু (বিশেষ্য) পলাশ বৃক্ষ। লাক্ষারস (বিশেষ্য) লাক্ষা থেকে উৎপন্ন তরল রঙের আলতা (লাক্ষারসে পা দুখানি চিত্রিলা হরষে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word লাক্ষিক Bengali definition [লাক্‌খিক্‌] (বিশেষণ) ১ লাক্ষা দ্বারা রঞ্জিত। ২ লক্ষ সংখ্যা সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) লক্ষ+ইক(ঠক্‌)}
  • Bengali Word লাক্ষ্যিক Bengali definition [লাক্‌খিক্‌] (বিশেষণ) লক্ষ্যবিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) লক্ষ্য+ইক(ঠক্‌)}
  • Bengali Word লাকড়ি Bengali definition [লাক্‌ড়ি] (বিশেষ্য) জ্বালানি কাঠ।{(হিন্দি) লাকড়ী}
  • Bengali Word লাখ Bengali definition [লাখ্‌] (বিশেষ্য) ১ ১,০০,০০০ সংখ্যা। □ (বিশেষণ) ১ ১,০০,০০০ সংখ্যক। ২ বহু; অসংখ্য; অগণিত (সোই কোকিল অব লাখ লাখ ডাকউ-বিদ্যাপতি)। লাখ কথার এক কথা (বিশেষণ) বহু তর্কবিতর্কের মধ্যে প্রকৃত মূল্যবান কথা; সার কথা। লাখে লাখে, লাখো লাখো (বিশেষণ) অসংখ্য; সংখ্যাতীত; অগণ্য। {(তৎসম বা সংস্কৃত) লক্ষ>}
  • Bengali Word লাখেরাহ, লা-খরাজ, নাখোরাজ Bengali definition [লাখেরাজ্, লাখরাজ, নাখেরাজ] (বিশেষ্য) নিষ্কর জমি; যে জমির জন্যে খাজনা দিতে হয় না। □ (বিশেষণ) নিষ্কর (তার বিস্তর লাখেরাজ সম্পত্তি ছিল-কাজী ইমদাদুল হক)। {(আরবি) লাখরাজ (লা=না, নাই, খরাজ=খাজনা)}
  • Bengali Word লাগ Bengali definition [লাগ্‌] (বিশেষ্য) ১ নাগাল; সন্ধান (চেষ্টা করেও তার লাগ পাচ্ছিনে)। ২ স্পর্শ। ৩ নৈকট্য; সমীপবর্তিতা। ৪ সঙ্গ। লাগসই (বিশেষণ) উপযুক্ত; জুতসই; যোগ্য; যথাযোগ্য; যথোচিত (লাগসই কথা বলতে পারছে না-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) লগ্ন>লগ্‌গ>লাগ}
  • Bengali Word লাগা Bengali definition [লাগা] (ক্রিয়া) ১ সংলগ্ন হওয়া (পায়ে কাদা লাগা)। ২ স্পর্শ করা; ছোঁওয়া (হাত লাগা)। ৩ তীরে ভেড়া; কিনারে আসা (নৌকা তীরে লাগা)। ৪ থামা; বিরত হওয়া (গাড়ি স্টেশনে লাগা)। ৫ নিযুক্ত হওয়া (চাকরিতে বা গৃহ সংস্কারে লাগা)। ৬ আরম্ভ হওয়া (গ্রহণ লাগা)। ৭ কোনো কিছু করতে শুরু করা (ভাত খেতে লাগা)। ৭ কোনো কিছু করতে শুরু করা (ভাত খেতে লাগা)। ৮ বোধ হওয়া (ভালো লাগা)। ৯ কষ্টবোধ হওয়া (মনে খুব লেগেছে)। ১০ সঙ্গত হওয়া; খাপ খাওয়া; জুতসই হওয়া (জামাটা গায়ে লাগল না)। ১১ উপযুক্ত বা সমান হওয়া (সন্দেশ এর কাছে লাগে না)। ১২ দরকার হওয়া (কিনতে টাকা লাগবে)। ১৩ খরচ হওয়া (দশ সের চিনি লেগেছে)। ১৪ ফলপ্রদ হওয়া (ওষুধটা লেগেছে)। ১৫ ঝগড়া হওয়া (জায়ে জায়ে লেগেছে)। ১৬ সমাবেশ হওয়া; বসা (গ্রামে সপ্তাহে দুই দিন বাজার লাগে)। ১৭ কষ্ট দেওয়া (এমনি করে কি কেউ কারো পেছনে লাগে)। ১৮ বিদ্ধ হওয়া (তীরটা বুকে লেগেছে)। ১৯ আঘাত পাওয়া (লঠিটা মাথায় লেগেছে)। ২০ বোধ হওয়া (ঠাণ্ডা লাগে)। ২১ আটকানো (গলায় কাঁটা লেগেছে)। ২২ মন্দ প্রভাবে পড়া (এঁড়ে লাগা)। ২৩ পছন্দ হওয়া (মেয়েটি চোখে লেগেছে)। লেগে থাকা (ক্রিয়া) ১ অসংলগ্ন না হওয়া; পৃথক না হওয়া; আটকে থাকা; জড়িত হওয়া। ২ নাছোড়বান্দার মতো লেগে থাকা। লাগাও, লাগোয়া (বিশেষণ) সংযুক্ত; সংলগ্ন; সন্নিহিত; মিলিত (তীর্থস্থানগুলোর লাগাও রকম-রশিদ করিমম কারিগরের এক একটা পাড়া আছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √লগ্‌> (প্রাকৃত)√লগ্‌গ>}
  • Bengali Word লাগাত, লাগাদ Bengali definition ⇒ নাগাত
  • Bengali Word লাগাতার Bengali definition [লাগাতার্‌] (বিশেষ্য) ১ একটানা; বিরতিহীন (লাগাতার হরতাল)। {(হিন্দি) লাগাতার}
  • Bengali Word লাগানো Bengali definition [লাগানো] (ক্রিয়া) ১ নিয়োগ করা (আমার খেয়াল মতো আমি লোক লাগিয়ে ঘর বাঁধলেম-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সংযুক্ত করা (খামে টিকিট লাগাই)। ৩ লেপন করা (দেওয়ালে মাটি লাগাও)। ৪ স্পর্শ করানো (গায়ে বাতাস লাগায়)। ৫ সেবন করা (পিঠে রোদ লাগানো)। ৬ ভিড়ানো; উত্তরণস্থান স্পর্শ করা (নৌকা লাগাস)। ৭ রোপণ করা; পোঁতা (গাছ লাগাতে হয়)। ৮ প্রহার করা; মারা (লাগিয়ে দিলাম দুই ঘা)। ৯ আরম্ভ করানো; বাধানো (মারপিট লেগে গেছে)। ১০ প্রদান বা ব্যয় করা (চিকিৎসা করাতে কত লাগলো)। ১১ মনে সঞ্চার করা (তাক লাগানো, ভয় লাগানো)। ১২ কারো বিরুদ্ধে গোপনে কিছু বলা (নামে লাগানো)। লাগানি (বিশেষ্য) গোপন নালিশ; গোপনে বিরুদ্ধে বলা; কারো অসাক্ষাতে তার বিরুদ্ধে অভিযোগ করা। লাগানি ভাঙানি (বিশেষ্য) গোপনে অন্যের নিন্দা করে মন বিষিয়ে দেওয়া। ঘুম লাগানো (ক্রিয়া) ঘুমানো; নিদ্রা যাওয়া। দম লাগানো (ক্রিয়া) গাঁজা প্রভৃতির ধোঁয়া এক নিশ্বাসে পান করার চেষ্টা। {√লাগ্‌+আনো; ক্রিয়ারূপ-লাগাই, লাগাও, লাগায়, লাগান, লাগাস; (অসমাপিকা ক্রিয়া)-লাগিয়ে, লাগালে, লাগাতে, লেগে ইত্যাদি}
  • Bengali Word লাগাম Bengali definition [লাগাম্‌] (বিশেষ্য) ১ ঘোড়ার বল্‌গা; রাস। ২ (আলঙ্কারিক) সংযম; check (মুখের লাগাম নেই, যা খুশি তাই বলে)। লাগাম ছাড়া (বিশেষণ) ১ যথেচ্ছাচারী; স্বেচছাচারী। ২ অবাধ; অবারিত। ৩ অসংযম। {(ফারসি) লাগাম}
  • Bengali Word লাগাল Bengali definition ⇒ নাগাল
  • Bengali Word লাগাড় Bengali definition ⇒ নাগাড়
  • Bengali Word লাগায়েত Bengali definition ⇒ নাগাত
  • Bengali Word লাগি ১ , লাগিয়া Bengali definition [লাগি, লাগিয়া] (অব্যয়) (পদ্যে ব্যবহৃত) জন্যে; তরে; নিমিত্ত; হেতু; উদ্দেশ্য (সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল-চণ্ডীদাস)। □ (অসমাপিকা ক্রিয়া) যুক্ত হয়ে; মিলিয়ে (লাগিয়া থাকা)। {(হিন্দি) লগ্‌না>}
  • Bengali Word লাগি ২ Bengali definition [লাগি] (অসমাপিকা ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) লেগে। {√লাগ্‌>}
  • Bengali Word লাগেজ, লগেজ Bengali definition [লাগেজ্‌, লগেজ্‌] (বিশেষ্য) যাত্রীদের সঙ্গের বোঝা বা মালপত্র (আমাদের লগেজপত্র যথাস্থানে পরিপাটিরূপে মওজুদ রয়েছে-আবুল কালাম শামসুদ্দিন)। লাগেজ বুক করা (ক্রিয়া) সঙ্গের মালপত্র বহনের দায়িত্ব মাসুলের বিনিময়ে বিমান রেল বা স্টিমার কোম্পানিকে প্রদান। {(ইংরেজি) luggage}
  • Bengali Word লাগোয়া Bengali definition ⇒ লাগাও
  • Bengali Word লাঘব Bengali definition [লাঘোব্‌] (বিশেষ্য) ১ লঘুতা; হ্রাস; অল্পতা; অগৌরব; মর্যাদাহানি; গৌরবহানি; মর্যাদানাশ (যোগী বেশে ক্ষেমা দিল অস্ত্র না ধরিল যতেক লাঘব কৈল সকল সহিল-সৈয়দ আলাওল)। ২ অবজ্ঞা; তাচ্ছিল্য; উপক্ষো; লাঞ্ছনা; অপমান (নিদারুণ নরগণ তেজিয়া গৌরব অতিশয় প্রহারএ করিয়া লাঘব-রাজশেখর বসু (পরশু))। ৩ ক্ষিপ্রতা; নিপুণতা। লাঘব করা (ক্রিয়া) হালকা করা; লঘু করা; হ্রাস করা; কমানো বা কমিয়ে দেওয়া (আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) লঘু+অ(অণ্‌)}
  • Bengali Word লাঙল, লাঙ্গল, নাঙল Bengali definition [লাঙোল্‌, লাঙ্‌গোল্‌, নাঙোল্‌] (বিশেষ্য) জমি চাষ করার যন্ত্র; হল। লাঙল চষা (ক্রিয়া) লাঙল দিয়ে জমি চাষ করা (খেলা লাঙ্গল চষা-জসীমউদ্‌দীন)। লাঙল-টানা (বিশেষণ) হল বহন করে এমন; হল দ্বরা জমি চাষ করে এমন (লাঙল-টানা গরু)। লাঙল-দড়ি (বিশেষ্য) যে দড়ি দিয়ে লাঙলের সঙ্গে জোয়াল-বাঁধা হয়। লাঙল-দণ্ড (বিশেষ্য) লাঙলের মধ্যস্থ; কাষ্ঠ; লাঙলের ঈষ। লাঙল দেওয়া (ক্রিয়া) লাঙল দিয়ে জমি চাষ করা (এখনও জমিতে লাঙল দেওয়া হয়নি)। লাঙলা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) চাষা; গালিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √লঙ্গ+অল(কলচ্‌)>}
  • Bengali Word লাঙ্গলী Bengali definition [লাঙ্‌গোলি] (বিশেষ্য) ১ হলধর; কৃষক। ২ হিন্দু পুরাণের বলরাম। {(তৎসম বা সংস্কৃত) লাঙ্গল+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word লাঙ্গা Bengali definition [লাঙ্‌গা] (বিশেষণ) নগ্ন (সহজ নিদালু কাহিল লাঙ্গা-চর্যা)। (তৎসম বা সংস্কৃত) নগ্ন>}
  • Bengali Word লাঙ্গুল Bengali definition [লাঙ্‌গুল্‌] (বিশেষ্য) লেজ; পুচ্ছ (বৃক্ষাদির উপরে লক্ষ ২ বানর উল্লম্ফন প্রোল্লম্ফন করিতেছে কখন লাঙ্গৃল জড়ায়-কখন প্রসারণ করে-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। লঙ্গুলী(-লিন্‌) (বিশেষণ) ১ লেজওয়ালা। ২ বানর। {(তৎসম বা সংস্কৃত) √লন্‌গ্‌+উল(উলচ্‌)}
  • Bengali Word লাচার, নাচার Bengali definition [নাচার্‌, নাচার] (বিশেষণ) উপায়হীন; নিরুপায়; সহায়হীন; নিঃসহায় (লোকজন বিনে আছি বহুত লাচার-সৈয়দ হামজা)। লাচারি১, নাচারি (বিশেষ্য) অসহায়তা; সহায়হীনতা। {(আরবি) লা+ (ফারসি) চারহ (লা=না; নাই; চারহ=উপায়)}
  • Bengali Word লাচারি ২, নাচাড়ি Bengali definition [লাচারি, নাচাড়ি] (বিশেষ্য) একপ্রকার লঘু পয়ার ছন্দ; নাচের সঙ্গে গান ও অভিনয়। {নাচা+আরি, আড়ি}
  • Bengali Word লাচাড়ি, নাচাড়ি Bengali definition [লাচাড়ি, নাচাড়ি] (বিশেষ্য) ত্রিপদী ছন্দ; ত্রিপদী ছন্দে রচিত গান। {(তৎসম বা সংস্কৃত) নত্যৃ>নাচ>লাচ+ (বাংলা) আড়ি}