Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word লটা Bengali definition [লটা] (বিশেষ্য) ১ চূর্ণ কুন্তল। ২ কুসুম ফুল। ৩ নাটাকরঞ্জ। ৪ চটক পক্ষী। ৫ কামুকী। লট, লট্ট (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) লট্ব>}
  • Bengali Word লটারি Bengali definition [লটারি] (বিশেষ্য) ১ সুরতি খেলা; ভাগ্যপরীক্ষা করার খেলা। ২ অদৃষ্ট পরীক্ষা। {(ইংরেজি) lottery}
  • Bengali Word লটুয়া Bengali definition [লোটুয়া] (বিশেষণ) লম্পট; কামুক। {(তৎসম বা সংস্কৃত) লম্পট>লট+উয়া}
  • Bengali Word লড্ডু, লড্ডুক Bengali definition [লোড্‌ডু, লোড্‌ডুক্‌] (বিশেষ্য) লাড়ু; নাড়ু। {(তৎসম বা সংস্কৃত) লড্‌ডু}
  • Bengali Word লণ্ঠন Bengali definition ⇒ লণ্ঠন
  • Bengali Word লণ্ঠন, লণ্ঠন Bengali definition [লন্‌ঠন্‌] (বিশেষ্য) কাচের আবরণযুক্ত হাতে বহনযোগ্য প্রদীপবিশেষ; এক প্রকার নিরাপদ আলো। {(ইংরেজি) lantern}
  • Bengali Word লণ্ডভণ্ড Bengali definition [লন্‌ডোভন্‌ডো] (অব্যয়) বিপর্যস্ত; তছনছ; উলট-পালট; ছারখার; ধ্বংস (কাগজগুলো এমন লণ্ডভণ্ড করার কি দরকার ছিল)। {(তৎসম বা সংস্কৃত) √লণ্ড্‌+অনু. ভণ্ড (যুদ্ধ)}
  • Bengali Word লণ্ড্রী Bengali definition ⇒ লন্ড্রি
  • Bengali Word লতা Bengali definition [লতা] (বিশেষ্য) ১ বীরুৎ শ্রেণির উদ্ভিদ-সাধারণত এগুলো তার আকর্ষী বা হালকা সরু কাণ্ড দিয়ে বৃক্ষাদি বা অন্য কোনো আশ্রয়কে জড়িয়ে ধরে থাকে; বল্লরি; ব্রততী; বল্লি। ২ যা লতার মতো দেখতে (বিদ্যুল্লতা, দেহলতা, বাহুলতা)। ৩ ক্রমিক বর্ণনা (বংশলতা)। ৪ নারী; তন্বঙ্গী; কৃষ্ণাঙ্গী। ৫ সাপ। লতাকাটি (বিশেষ্য) শুকনা লতাপাতা (তাহাই পোড়াইয়া খাইবার যোগাড়ে শুকনো লতা-কাটি কুড়াইতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। লতা পল্লব দ্বারা মণ্ডিত মণ্ডপ বা ঘর। লতাবিতান (বিশেষ্য) লতা পল্লব দ্বারা মণ্ডিত মণ্ডপ বা ঘর। রতানো (ক্রিয়া) লতার মতো বিস্তৃত হওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। লতাইয়া পড়া (প্রাচীন প্রয়োগ), নেতিয়ে পড়া (ক্রিয়া) অবসন্ন হয়ে বসে শুয়ে পড়া। লতাইয়া যাওয়া (প্রাচীন প্রয়োগ), নেতিয়ে যাওয়া (ক্রিয়া) লতার মতো মাটির ‍উপর দিয়ে বিস্তৃত হওয়া। লতানিয়া (প্রাপ্র), লতানে (বিশেষণ) ১ লতার মতো। ২ লতার মতো বিস্তৃত বা বিস্তারশীল। লতায়িত (বিশেষণ) লতার মতো বিস্তৃত। {(তৎসম বা সংস্কৃত) √লত্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word লতি ১ Bengali definition [লোতি] (বিশেষ্য) কানের নিচের নরম মাংস; কানের লতি। {(তৎসম বা সংস্কৃত) লতা+ (বাংলা) ই}
  • Bengali Word লতি ২ Bengali definition [লোতি] (বিশেষ্য) কচুর লতা যা সবজি হিসেবে খাওয়া যায়। {(তৎসম বা সংস্কৃত) লতা+ (বাংলা) ই}
  • Bengali Word লতিকা Bengali definition [লোতিকা] (বিশেষ্য) ১ ক্ষুদ্র লতা বা বল্লরি। ২ লতা (বেগুনী ফুলে ভরা লতিকা দুটি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) লতা+ (বাংলা) ইকা}
  • Bengali Word লদপদ Bengali definition [লদ্‌পদ্‌] (অব্যয়) লুটানো; শুয়ে পড়া (গাবিন গাই লদপদ করছে ক্লান্তির চোটে-শওকত ওসমান)। {অজ্ঞাতমূল}
  • Bengali Word লন্ড্রি, লণ্ড্রী Bengali definition [লোন্‌ড্রি] (বিশেষ্য) ধোপাখানা; যেখানে কাপড় ধুতে দেওয়া হয় (মুসলমানদের কিছু কিছু দর্জীর দোকান আর লন্ড্রীতে কাপড় ধেলাই করান-ওবায়েদুল হক)।{(ইংরেজি) laundry}
  • Bengali Word লপটানো Bengali definition [লপ্‌টানো] (ক্রিয়া) ১ জড়িত হওয়া। ২ জড়ানো; প্রসারিত করা (মাটিতে পড়িল পক্ষী কাতর হইয়া, ছিন্নপতাকার প্রায় ডানা লপটিয়া-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ভাঁজ করা (বিছানাটা লপটে রাখা)। □ (বিশেষ্য) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) লিপ্ত>=লপ্ত>+ (বাংলা) আনো; (তুলনীয়) (হিন্দি) লপ্‌টনা}
  • Bengali Word লপটালপটি, লপটালপটী Bengali definition [লপ্‌টালোপ্‌টি] (বিশেষ্য) লটর-পটর; জড়াজড়ি (সদর রাস্তায় পড়ে এসব লপটালপটী কিসের-মুনীর চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) লিপ্ত>লপ+টা, অনু. লপটি}
  • Bengali Word লপরচপর Bengali definition [লপোর্‌চপোর্‌] (বিশেষ্য) ১ লেহনচর্বণের শব্দ। ২ ভূরিভোজন। (তুলনীয়) চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয়। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word লপসি Bengali definition [লোপ্‌শি] (বিশেষ্য) ১ ডাল ময়দা প্রভৃতির সিদ্ধ তরল মণ্ড। ২ দুগ্ধ বা দধি হতে তৈরি একপ্রকার ঘোল; লাসসি। ৩ জাউ-ভাত। ৪ জেলে কয়েদিকে প্রদত্ত ভাত-তরকারি দ্বারা প্রস্তুত নিকৃষ্ট খাদ্য। {(তৎসম বা সংস্কৃত) লপ্সিকা>}
  • Bengali Word লপেটা Bengali definition [লপেটা] (বিশেষ্য) নাগরা ও পাম্পশুর মাঝামাঝি আকারের শৌখিন পাদুকাবিশেষ (পায়েতে লপেটা শিরেতে তাজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) লিপ্ত>(অর্থ মোড়া, আধা বাঁকানো}
  • Bengali Word লপ্ত Bengali definition [লপ্‌তো] (বিশেষ্য) একত্র বা একসঙ্গে অবস্থান; অবিচ্ছেদ্য-ভাবে স্থিতি (একলপ্তে ঘরগুলি রহিয়াছে)। {(তৎসম বা সংস্কৃত) লিপ্ত>}
  • Bengali Word লপ্সিকা Bengali definition [লোপ্‌শিকা] (বিশেষ্য) হালুয়া। {(তৎসম বা সংস্কৃত) লপ্সিকা}
  • Bengali Word লফজ, লব্জ Bengali definition [লপ্‌জো, লব্‌জো] (বিশেষ্য) শব্দ; কথা (মাওলানা সাহেব তার দু একটা লফজ ছাড়া আর কিছুই বুঝিলেন না-আবুল মনসুর আহমদ)। {(আরবি) লফ্‌জ}
  • Bengali Word লব Bengali definition [লব্‌] (বিশেষ্য) ১ (গণিত.) ভগ্নাংশের উপরের সংখ্যা; বিভাজ্য অঙ্ক; numerator। ২ অতি সূক্ষ্ম কালাংশ। ৩ অত্যল্প; অতি সামান্য; লেশ; কণা। ৪ রামের দ্বিতীয় পুত্র। ৫ লবঙ্গ। ৬ জায়ফল। {(তৎসম বা সংস্কৃত) √লূ+অ(অপ্‌)}
  • Bengali Word লবঙ্গ, লঙ্গ, লঙ Bengali definition [লবোঙ্‌গো, লঙ্‌গো, লঙ্‌] (বিশেষ্য) মসলারূপে ব্যবহৃত এক প্রকার শুষ্ক ফুল (লবঙ্গ গোলাপ চাম্পা সতবর্গ যুথী-সৈয়দ আলাওল)। লবঙ্গলতা, লবঙ্গলতিকা (বিশেষ্য) ১ এক প্রকার ফুল ও তার গাছ। ২ (আলঙ্কারিক) গুণান্বিতা কোমল-স্বভাবা রমণী। ৩ লবঙ্গবিদ্ধ ঘিয়ে ভাজা ময়দার মিষ্টান্নবিশেষ। ললিত-লতা (বিশেষ্য) সুন্দরী কোমলাঙ্গী রমণী (প্রেতিনীর অঙ্গঙঙ্গীকে মৃদুমন্দ মলয়মারুতে দোদুল্যমানা ললিতলবঙ্গলতার লাবণ্যলীলা অপেক্ষাও সুখকরী জ্ঞান করে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √লূ+অঙ্গ}
  • Bengali Word লবডঙ্ক, লবডঙ্গ Bengali definition [লবোডঙ্‌কো, লবোডঙ্‌গো] (বিশেষণ) ১ অনভিজ্ঞ; উপযুক্ত জ্ঞানের অভাব আছে এমন (ডিসপেনসারিতে বসে নতুন লবডঙ্গ ডাক্তার আমার দিকে চেয়ে ভাবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২সাপের ফণার মতো বৃদ্ধাঙ্গুষ্ঠ দোলানো। {(তৎসম বা সংস্কৃত) নব(নতুন)+ডঙ্ক(হুল-ফণা)>}
  • Bengali Word লবডঙ্কা, লবডঙ্গা Bengali definition [লবোডঙ্‌কা, লবোডঙ্‌গা] (অব্যয়) ১ বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন। ২ ফাঁকি; শূন্য; কাঁচকলা দেখানো। {(তৎসম বা সংস্কৃত) নব(নতুন)+ডঙ্ক(হুল-ফণা)>+আ}
  • Bengali Word লবণ Bengali definition [লবোন্‌] (বিশেষ্য) ১ ক্ষারযুক্ত দ্রব্য। ২ নুন; salt (অগ্নিদাহে গায়ে যেন লাগিল লবণ-সৈয়দ আলাওল)। ৩ ক্ষারযুক্ত রাসায়নিক বস্তু। ৪ ক্ষার। ৫ হিন্দু পুরাণোক্ত দৈত্যবিশেষ। ৬ ক্ষারযুক্ত; লবণাক্ত; লোনা (লবণজল)। লবণপোড়া (বিশেষণ) অত্যধিক লবণ দেওয়া হয়েছে এমন (লবণপোড়া ডাল)। লবণাক্ত (বিশেষণ) ১ লবণমিশ্রিত; লবণযুক্ত; ক্ষারযুক্ত। ২ লোনা। লবণাত্মক (বিশেষণ) লোনা; অত্যধিক লবণ মিশানো (পেয় নাই, নদীর জল অসহ্য লবণাত্মক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। লবণাম্বুধি (বিশেষ্য) লবণমিশ্রিত সমুদ্র; লোনা জলযুক্ত সাগর। লবণাম্বুরাশি (বিশেষ্য) লবণমিশ্রিত জলরাশি; সমুদ্র। লবণিমা (বিশেষ্য) লবণের পরিমাণবোধ (রন্ধন শিল্পে লবণিমা ও লাবণ্যের যোজনা একটা বড় রকম ওস্তাদি, সেখানে বেশী লবণ কম লবণ দুয়েতেই বিপদ আছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। লবণিয়া (বিশেষ্য) ১ লবণ ব্যবসায়ী। ২ লবণ প্রস্তুতকারক; লুনিয়া; নুনিয়া। {(তৎসম বা সংস্কৃত) √লূ+অন(ল্যু)}
  • Bengali Word লবনচুষ Bengali definition ⇒ লজঞ্জুস
  • Bengali Word লবি Bengali definition [লোবি] (বিশেষ্য) ১ প্রবেশ পথ সংলগ্ন হল (হোটেলের লবি); করিডর। ২ পার্লামেন্ট ভবনের মূল অংশের বাইরের হল যেখানে বিভিন্ন জন সদস্যদের সঙ্গে দেখা করেন। ৩ কোনো বিল পাশ করা বা বিরোধিতা জন্য সদস্যদের কাছে তদবিরকারী দল। লবিং (ক্রিয়া) সদস্য বা গুরুত্বপূর্ন ব্যক্তিকে প্রভাবান্বিত করা। {(ইংরেজি) lobby}
  • Bengali Word লবেজান Bengali definition [লবেজান্‌] (বিশেষণ) ১ ওষ্ঠাগত প্রাণ; পর্যুদস্ত; হয়রান; পেরেশান (রীফ তুরস্ক আরব মিশর পারস্য আফগান সিংহমামার হাতে হইতেছে চিরদিন লবেজান-গোলাম মোস্তফা)। ২ অতিশয় অস্থির বা উৎকণ্ঠিত (বিবিজান চলে যান লবেজান করে-ঈশ্বর গুপ্ত)। {(ফারসি) লবই জান}