Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word লড়ন ২ Bengali definition [লড়োন্‌] (বিশেষ্য) লড়াই করা; যুদ্ধ করা; কুস্তি। {(তৎসম বা সংস্কৃত) রণ> (হিন্দি) √লড়্‌+অন}
  • Bengali Word লড়া ১ Bengali definition [লড়া] (ক্রিয়া) নড়া; নড়ে যাওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) নড়ে গেছে এমন (বুড়া গরু লড়া দাঁত ভাঙ্গা গাছ গাড়ু-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √নড়্‌>লড়্‌+আ}
  • Bengali Word লড়া ২ Bengali definition [লড়া] (ক্রিয়া) ১ যুদ্ধ করা; প্রবলভাবে বিরুদ্ধাচরণ করা। ২ কারো সাথে শক্তি পরীক্ষা করা। □ (বিশেষ্য) উক্ত অর্থে। লড়াই, লড়ুই (বিশেষ্য) ১ যুদ্ধ; সংগ্রাম; সমর। ২ পরস্পর শক্তিপরীক্ষা। ৩ বিবাদ; শত্রুতা; ঝগড়া (মেয়েরা সব লড়ুই করে মদ্দ করেন চড়ুই ভাতি-কাজী নজরুল ইসলাম)। ৪ প্রতিদ্বন্দ্বিতা (কবির লড়াই)। লড়াইবাজ (বিশেষ্য) লড়াই করতে অভ্যস্ত (লড়াইবাজ war monger কথাটা খুব চালু-মনোজ বসু)। লড়াক, লড়াকু, লড়াক্কু (বিশেষণ) রণদক্ষ; যোদ্ধা; বীর (লড়াক্কু মোরগ; লড়াকের বংমে জন্ম-দীনবন্ধু মিত্র)। লড়ানো (ক্রিয়া) যুদ্ধ করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। লড়ায়ে, লড়াইয়ে, লড়াইয়া (বিশেষণ) ১ লড়াইকারী; জঙ্গি। ২ যুদ্ধপ্রিয়; যুদ্ধপটু। ৩ সামরিক। লড়ালড়ি (বিশেষ্য) পরস্পর লড়াই; যুঝাযুঝি (সৌন্দর্য উপেক্ষা করিয়া তখন ছন্দ লইয়া লড়ালড়ি করা মোটেই ভাল লাগিতেছে না-শেখ হাবিবর রহমান সাহিত্যরত্ন)। লড়িয়ে, লড়ুয়ে (বিশেষ্য) ১ লড়াইপ্রিয়; যুদ্ধপ্রিয়। ২ লড়াইতে পটু; যুদ্ধপটু; রণনিপুণ। {(তৎসম বা সংস্কৃত) √রণ>(হিন্দি) √লড়> (বাংলা) √লড়্‌+আ}
  • Bengali Word লড়ি, লড়ী Bengali definition [লোড়ি] (বিশেষ্য) লাঠি; নড়ি (ডানি করে ভাঙ্গা লড়ি বাম কক্ষে ঝুড়ি-ভারতচন্দ্র রায়গুণাকর)। অন্ধের লড়ি বা নড়ি কি একমাত্র অবলম্বন। {(তৎসম বা সংস্কৃত) যষ্টি>}
  • Bengali Word লড়ী ১ Bengali definition ⇒ লুড়ি
  • Bengali Word লড়ী ২ Bengali definition ⇒ লড়ি
  • Bengali Word লঢ়া Bengali definition ⇒ লড়া২
  • Bengali Word লয় Bengali definition [লয়্‌] (বিশেষ্য) ১ নৃত্য-গীত বাদ্যের তালসাম্য বা তালের নির্দিষ্ট কাল পরিমাণ (যেখানে এই লয় ভঙ্গ হল সেইখানেই ব্যাপারটি নীরস হল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিলীন হওয়া; স্বাতন্ত্র্য লোপ। ৩ বিনাশ; মৃত্যু; ধ্বংস; প্রলয়। লয় করা (ক্রিয়া) ১ নাশ করা। ২ নিশ্চিহ্ন করা। লয় দেওয়া (ক্রিয়া) ১ সঙ্গীত বা নৃত্যের সাথে যথাযথভাবে তাল রাখা। ২ সায় দেওয়া; মতে মত দেওয়া। লয়নৃত্য (বিশেষ্য) ১ প্রলয়-নৃত্য; তাণ্ডব। ২ ভাঙ্গচুর; তছনছ। লয়হীন (বিশেষণ) ১ তালহীন; খাপছাড়া। ২ অবিনশ্বর। {(তৎসম বা সংস্কৃত) √লী+অ(অচ্‌)}