Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word লোতক Bengali definition ⇒ লো
  • Bengali Word লোধ Bengali definition ⇒ লোধ্র
  • Bengali Word লোধ্র, লোধ Bengali definition [লোদ্‌ধ্রো, লোধ্‌] (বিশেষ্য) একপ্রকার বৃক্ষ-লাল সাদা দুই রঙেরই হয়। লোধ্র ফুল (বিশেষ্য) লোধ্রগাছের ফুল (লোধ্র ফুলের শুভ্ররেণু মাখত মুখে বালা-রবীন্দ্রনাথ ঠাকুর)। লোধ্ররেণু (বিশেষ্য) লোধ্র গাছের ছারের গুঁড়া যা প্রাচীন ভারতের ললনারা মুখে মাখতেন (মুখে তার লোধ্ররেণু লীলাপদ্ম হাতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্‌+র}
  • Bengali Word লোনা Bengali definition [লোনা] (বিশেষণ) লবণাক্ত (আমার অশ্রু লাগিবে না সখি তার চেয়ে বেশী লোনা-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) ১ মাটির লবণ জাতীয় উপাদান হেতু ইট দিয়ে নির্মিত দেয়াল জীর্ণ হওয়া বা লোনা ধরা (লোনা ধরা, লোনা লাগা)। ২ কোনো দেশের মাটিতে বা পানিতে লবণের আধিক্য (লোনায় স্বাস্থ্যহানি হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) লবণ> (বাংলা) লুন/নুন+আ>লোনা, নোনা}
  • Bengali Word লোপ Bengali definition [লোপ্‌] (বিশেষ্য) ১ নাশ; ধ্বংস। ২ অন্তর্ধান; তিরোধান। {(তৎসম বা সংস্কৃত) √লুপ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word লোপাট Bengali definition [লোপাট্] (বিশেষ্য), (বিশেষণ) ১ লুট; লুণ্ঠিত (পকেট খুঁজতে গিয়ে দেখি...কামিজটাও লোপাট-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আত্মাসাৎ করা হয়েছে এমন; আত্মসাৎকৃত; গায়েব (সেই টাকাটা লোপাট মেরে রাইফেল কাঁধে করে একদিন পাহাড়ে উধাও হয়ে যাব-সৈয়দ মুজতবা আলী)। ৩ সম্পূর্ণরূপে ব্যয়িত; নিশ্চিহ্ন; লোপপ্রাপ্ত; লুপ্ত; অদৃশ্য; অন্তর্হিত (সভ্যতা বটে, শরীর ধর্ম লোপাট আজ-বিষ্ণু দে)। লোপাট হয়ে যাওয়া (ক্রিয়া) নিশ্চিহ্ন হয়ে যাওয়া; লুপ্ত হয়ে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) লোপ+ (বাংলা) আট}
  • Bengali Word লোপাপত্তি Bengali definition [লোপাপোত্‌তি] (বিশেষ্য) লোপাট; নিশ্চিহ্ন; লোপ; বিলুপ্তি; ধ্বংস; বিলোপ (রাজশাসনের এককালে লোপাপত্তি হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) লোপ্ত্রী>}
  • Bengali Word লোফা, লুফা Bengali definition [লোফা, লুফা] (ক্রিয়া) ১ শূন্য থেকে পতনশীল বস্তুকে মাটিতে পড়ার পূর্বেই ধরে ফেলা (বল লোফা)। ২ আগ্রহের সঙ্গে গ্রহণ করা (এ মাল ক্রেতারা লুফে নেবে)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। লোফালুফি (ক্রিয়া) কোনো বস্তু একবার শূন্যে নিক্ষিপ্ত করা এবং মাটিতে পড়ার পূর্বেই আবার ধরে ফেলা; পুনঃপুন এরূপ করা। (তুলনীয়) বাস্কেট বল খেলা। {(তৎসম বা সংস্কৃত) √লুপ্‌> (বাংলা) লুফ্‌+আ}
  • Bengali Word লোবান, লুবান Bengali definition [লোবান্‌, লুবান] (বিশেষ্য) ধুনার ন্যায় গন্ধযুক্ত বৃক্ষনির্যাসবিশেষ (গন্ধ তাদের ছড়ায় পবন আতর গোলাপ লোবানিতে-জসীমউদ্‌দীন)। লোবানদানি (বিশেষ্য) লোবান পেড়ানোর পাত্র (আমার দেহের লুবানদানীতে বাড়াও একটিবার-জসীমউদ্‌দীন)। {(আরবি) লুবান}
  • Bengali Word লোভ Bengali definition [লোভ্‌] (বিশেষ্য) ১ লিপ্সা; কামনা; কাম্য বস্তু পাওয়ার প্রবল বাসনা। ২ পরের দ্রব্য আত্মসাৎ করার প্রবৃত্তি। ৩ বিষয়-তৃষ্ণা। লোভন (বিশেষ্য) ১ প্রলুব্ধকরণ। ২ প্রলোভন। □ (বিশেষণ) লোভজনক; লুব্দ করে এমন(নয়নলোভন)। লোভনীয় (বিশেষণ) ১ লোভজনক; লোভ উৎপাদক। ২ চিত্তাকর্ষক। ৩ স্পৃহণীয়; কাম্য। লোভনীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লোভতুর (বিশেষণ) অতিশয় লোলুপ; লোভ-পীড়িত। লোভতুরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লোভাত্তি, লোভিষ্ঠ, লোভিষ্টি (বিশেষ্য) লোভের আতিশয্য; অতিশয় লোভী (বুড়ো হলে লোভাত্তি হয়, কেন ভাল মন্দ জিনিস সমানে দিয়ে গেলে আর রক্ষে থাকে না-মাইকেল মধূসূদন দত্ত)। লোভানো (ক্রিয়া) লোব দেখানো; প্রলুব্ধ করা (আমাকে লোভানো মালার্মের আদর্শ-সুধীণ্দ্রনাথ দত্ত)। লোভিত্ব (বিশেষ্য) লোলুপ বাসনা; লোলুপতা (এবম্প্রকারে জীবিকা নির্বাহ করাতে তোমার লোভিত্ব প্রকাশ পাইতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। লোভী(-ভিন্‌) (বিশেষণ) লোভযুক্ত; লোলুপ; লুব্ধ। লোভ্য (বিশেষণ) লোভনীয়; লোভের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √লুভ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word লোভিত Bengali definition [লোভিতো] (বিশেষণ) লোভ দেখানো হয়েছে এমন; প্রলোভিত। {(তৎসম বা সংস্কৃত) লোভ+ইত(ইতচ্‌)}
  • Bengali Word লোভী, লোভ্য Bengali definition ⇒ লোভ
  • Bengali Word লোম, রোম Bengali definition [লোম্‌, রোম] (বিশেষ্য) ১ কেশ। ২ শরীর জাত সূক্ষ্ম কেশ; মস্তক ও মুখমণ্ডল ভিন্ন অন্যান্য অবয়বের চুল (হাড়ে হাড়ে নাচন তাহার রোমে রোমে লাগছে নাচন-জসীমউদ্‌দীন)। ৩ পশম (গায়ের রোম খাড়া হয়ে ওঠে-আলাউদ্দীন আল আজাদ)। লোমকূপ (বিশেষ্য) লোমের গোড়ার অতি ক্ষুদ্র ছিদ্র; লোমবিবর। লোমজ (বিশেষণ) লোমজাত; লোম বা পশম থেকে উৎপন্ন; পশমি। লোমরাজি; লোমাবলি, লোমাবলী (বিশেষ্য) ১ রোমসমূহ। ২ নাভির ঊর্ধ্বভাগ পর্যন্ত প্রসারিত উদরের লোমসমূহ। লোমশ (বিশেষণ) লোমযুক্ত; লোমবহুল; লোমে আচ্ছন্ন। {(তৎসম বা সংস্কৃত) √লূ+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word লোমফোঁড়া Bengali definition ⇒ ফোঁড়া২
  • Bengali Word লোমহর্ষ, রোমহর্ষ Bengali definition [লোম্‌হর্‌শো, রোম্‌হর্‌শো] (বিশেষ্য) শিহরণ; ভয়বিস্মায়াদি হেতু লোম খাড়া হওয়া; গায়ে কাঁটা দেওয়া। লোমহর্ষণ (বিশেষ্য) ১ লোমহর্ষ; রোমাঞ্চ। ২ শিহরণ; রোমঞ্চকর। {(তৎসম বা সংস্কৃত) লোম+হর্ষ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word লোমাজিমা Bengali definition ⇒ লওয়াজিমা
  • Bengali Word লোমাঞ্চ, লোমাঞ্চিত Bengali definition ⇒ রোমাঞ্চ
  • Bengali Word লোমোদ্গম, লোমোদ্ভেদ Bengali definition [লোমোদ্‌গম্‌, লোমোদ্‌ভেদ্‌] (বিশেষ্য) লোম ওঠা। {(তৎসম বা সংস্কৃত) লোম+উদ্‌গম, উদ্ভেদ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word লোর Bengali definition [লোর্‌] (বিশেষ্য) (পদ্যে ব্যবহৃত) অশ্রু; চোখের পানি (সে সময়ে তুমি দাঁড়াইও আসি নয়নে না লয়ে লোর-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) লোত্র>; (তৎসম বা সংস্কৃত) লোত>}
  • Bengali Word লোল Bengali definition [লোল্‌] (বিশেষণ) ১ চটুল; চঞ্চল; চপলা; বিলোল (লোল ভ্রূভঙ্গি)। ২ ঢিলা (লোমচর্ম); শিথিল; শ্লথ (তারি মাঝখানে কুন্তল লোল খসি পড়ে পায় কুহেলী নিচোল-মোহিতলাল মজুমদার)। ৩ লকলকে দীর্ঘ প্রসারিত ও চঞ্চল (লোল জিহ্বা)। ৪ লোলুপ; লোভাতুর; সতৃষ্ণ; লালসাময় (লোল দৃষ্টি)। লোলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লোলাজিহ্ব (বিশেষণ) লালসাময় বা লোভাতুর বা লকলকে রসনাযুক্ত। লোলজিহ্বা (বিশেষ্য) যে রসনা লালসাময়, চঞ্চল বা লকলকে। লোলা (বিশেষ্য) ১ জিহ্বা। ২ নোলা; শিশুদের দন্তোদ্‌গমের সময়ে কামড়ানোর জন্য কাষ্ঠনির্মিত দণ্ডবিশেষ। লোলাঙ্গী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শিথিল বা ঢিলা চর্ম এমন (তিনি নিশ্চয়ই লোলাঙ্গী বিগতযৌবনা-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) √লুল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word লোলায়মান Bengali definition [লোলায়োমান্‌] (বিশেষণ) ১ লকলক করছে এমন। ২ আন্দোলিত হচ্ছে এমন; দোলায়মান। {(তৎসম বা সংস্কৃত) √লুল্‌+ই(ণিচ্‌)+ মান(শানচ্‌)}
  • Bengali Word লোলিত Bengali definition [লোলিতো] (বিশেষণ) ১ কম্পিত; আন্দোলিত। ২ চঞ্চল। ৩ দুলছে এমন; দোলায়মান। ৪ ঝুলে পড়েছে এমন; শ্লথ; শিথিল। লোলিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √লুল্‌+ত(ক্ত)}
  • Bengali Word লোলুপ, লোলুভ Bengali definition [লোলুপ্‌] (বিশেষণ) লোভাতুর; অতিশয় লোভী; লালসান্বিত (কাছে ঘেঁষিয়া লোলুপ নেত্রে তাহাকে পর্যবেক্ষন করিতে লাগিল-রাজশেখর বসু (পরশু))। লোলুপতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) √লুপ্‌, √লুভ+য(যঙ্‌)+অ(অচ্‌)}
  • Bengali Word লোষ্ট্র Bengali definition [লোশ্‌ট্রো] (বিশেষ্য) ১ ঢিল; ইট বা পাথরের টুকরা। ২ (আলঙ্কারিক) মৃৎখণ্ডের ন্যায় সামান্য বা তুচ্ছ দ্রব্য (পরের সামগ্রীকে লোষ্ট্রের মত দেখিবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √লোষ্ট্‌+অ(ঘঞ্‌)+√রন্‌}
  • Bengali Word লোহ ১ Bengali definition [লোহো] (বিশেষ্য) ১ লোহা। ২ ধাতুবিশেষ। ৩ রক্ত; লহু; শোণিত (তারি বুকের লোহ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ লাগাম (অতি রোষে ধরি লোহ করয় চর্বণ-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) লৌহ>; লোহ+অ(অচ্‌)}
  • Bengali Word লোহ ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [লোহো] (বিশেষ্য) (পদ্যে ব্যবহৃত) চোখের জল; অশ্রু। {(তৎসম বা সংস্কৃত) লোত্র>}
  • Bengali Word লোহ ৩ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [লোহো] (বিশেষ্য) লোভ (লোহ মোহ কাম ক্রোধ দুরত তে আগিঅ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) লোভ>}
  • Bengali Word লোহা, লোআ Bengali definition [লোহা, লোয়া] (বিশেষ্য) ১ লৌহ। ২ হিন্দু নারীর সধবা চিহ্নস্বরূপ চুড়ির মতো লৌহময় হাতের চুড়ি; আভরণ; নোয়া (আয়তির চিহ্নমাত্র লোহা একগাছি-ভারতচন্দ্র রায়গুণাকর)। লোহালক্কড় (বিশেষ্য) ১ লোহা কাঠ প্রভৃতি জিনিসপত্র। ২ লোহার বড় ও ভারী জিনিসপত্র। {(তৎসম বা সংস্কৃত) লৌহ> (বাংলা) লোহ+আ}
  • Bengali Word লোহার Bengali definition [লোহার্‌] (বিশেষ্য) ১ কর্মকার; কামার। ২ হিন্দু জাতি। {(তৎসম বা সংস্কৃত) লৌহকার>}
  • Bengali Word লোহি Bengali definition [লোহি] (বিশেষ্য) একপ্রকার পমমি চাদর; লুই। {(হিন্দি) লোহী}