Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ল ১ Bengali definition [ল] বাংলা বর্ণমালার অন্তর্গত অষ্টাবিংশ ব্যঞ্জনবর্ণ বিশেষ। এটা ঘোষ স্বল্পপ্রাণ দন্ত্যমূলীয় পার্শ্বিক (voiced unaspirated alveolo-lateral) এবং তরল (weak) ধ্বনি।
  • Bengali Word ল ২ Bengali definition [ল] (বিশেষ্য) ১ আইন; নিয়ম-কানুন। ২ আইন পরীক্ষা; উকিল হওয়ার পরীক্ষা (ল পাশ করা)। {(ইংরেজি) law}
  • Bengali Word ল-কার Bengali definition [লকার্‌] (বিশেষ্য) ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‍যুক্ত র-বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) ল+কার}
  • Bengali Word লংক্লথ Bengali definition [লঙ্‌ক্লথ্‌] (বিশেষ্য) এক প্রকার খাপি সাদা সুতি বস্ত্র (লংক্লথের ময়লা ও হাতা-ছেঁড়া পাঞ্জাবি গায়ে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) long cloth}
  • Bengali Word লংগরখানা Bengali definition ⇒ লঙ্গরখানা
  • Bengali Word লউসনিয়া Bengali definition [লোউজোনিয়া] (বিশেষ্য) ঈষৎ নীলবর্ণের স্ফটিকতুল্য রত্ন (সে চোখ দুটি লউসনিয়া দিয়ে গড়া-প্রমথ চৌধুরী)। {(ইংরেজি) Lausanne>(?)(পশ্চিম সুইজারল্যান্ডের একটি শহরের নাম)}
  • Bengali Word লওহ Bengali definition [লওহ] (বিশেষ্য) ফলক; তখতা (প্রাণের লওহে কোরান লেখা রুহ্‌ পড়ে তা রাত্রি দিন-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) লৱহ}
  • Bengali Word লওয়া (প্রাচীন প্রয়োগ; চলিত প্রচলন ‘নেওয়া’) Bengali definition [লওয়া] (ক্রিয়া) ১ গ্রহণ করা; নেওয়া (টাকা লওয়া, ধার লওয়া)। ২ বলপূর্বক গ্রহণ করা; হরণ করা; কাড়া (উহারে লইয়া যাই পলাইয়া সাগর পারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ বহা; বহন করা (মাথায় লওয়া)। ৪ ধারণ করা (তাবিজ লওয়া)। ৫ অনুসরণ করা (সোজা পথ লওয়া, উপদেশ লওয়া)। ৬ মূল্য দিয়ে গ্রহণ করা; ক্রয় করা (বাজার থেকে জিনিসপত্র লওয়া)। ৭ আদায় করা; উসুল করা (খাজনা লওয়া, জরিমানার টাকা লওয়া)। ৮ ভোজনার্থ গ্রহণ করা (কিছু মিষ্টি লওয়া)। ৯ সম্মত হওয়া; স্বীকার করা (নিমন্ত্রণ বা দাওয়াত লওয়া)। ১০ ঔষধ হিসেবে গ্রহণ করা; প্রতিষেধকরূপে ব্যবহার করা (টীকা লওয়া, জোলাপ লওয়া)। ১১ রন্ধনের জন্য গ্রহণ করা (আজ মাত্র পাঁচ জনের চাউল লইও)। ১২ সঙ্গে রাখা (সে ছাতা লইয়া বেড়াইতে গেল)। ১৩ স্থাপন করা (মাথায় টুপি লওয়া)। ১৪ অবলম্বন করা (ব্রত লওয়া)। ১৫ পরখ বা পরীক্ষা করা (ছাত্রের পড়া লওয়া)। ১৬ উচ্চারণ বা স্মরণ করা (খোদার নাম লওয়া)। ১৭ ঋণ করা; ধার করা (বাঁধা দিয়া টাকা লওয়া)। ১৮ ধারণা হওয়া (মনে লওয়া)। ১৯ সম্বল করা (ছেলেটাকে লইয়াই বাঁচিয়া আছি)। ২০ সংগ্রহ করা (সংবাদ লওয়া)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। মনে লওয়া (ক্রিয়া) পছন্দ হওয়া; গ্রাহ্য হওয়া। মাথায় করে লওয়া (ক্রিয়া) মান্য করা; শিরোধার্য করা। হাতে লওয়া (ক্রিয়া) কাজের ভার গ্রহণ করা। লওয়ানো (ক্রিয়া) ১ অপরকে দিয়ে গ্রহণ করানো। ২ ধারণ বা স্থাপন করানো। ৩ স্বীকার করানো। ৪ পরামর্শ বা উৎসাহ দিয়ে প্রবৃত্ত করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √লভ্‌> (প্রাকৃত)√লহ্‌>}
  • Bengali Word লওয়াজিম, লওয়াজিমা, লোয়াজিমা, লওয়াজিমা Bengali definition [লওয়াজিম্‌, লওয়াজিমা, লোয়াজিমা, লওয়াজিমা] (বিশেষ্য) ১ প্রয়োজনীয় জিনিসপত্র; সঙ্গের জিনিসপত্র (সব লওয়াজিমা রাখো-আবু জাফর শামসুদ্দীন)। ২ জমিদারির কাগজপত্র। {(আরবি) লৱয়াজিমা}
  • Bengali Word লক Bengali definition ⇒ লখ
  • Bengali Word লক আউট Bengali definition [লক্‌ আউট্‌] (বিশেষ্য) কর্তৃপক্ষ কর্তৃক কারখানা বন্ধ করা। {(ইংরেজি) lock out}
  • Bengali Word লকব Bengali definition [লকব্‌] (বিশেষ্য) সম্মানসূচক উপাধি বা খেতাব; উপনাম (লকবের সম্পূর্ণ সার্থকতা ঘটিয়েছিল-মোহাম্মদ বরকতুল্লাহ)। লকবধারী (বিশেষণ) সম্মাসূচক উপাধিধারী (মওলানা লকবধারী ঐ ভণ্ডটা ওপাড়ার অনেক মুরিদকে ভাগাইয়া নিতেছে-আবুল মনসুর আহমদ)। {(আরবি) লকব}
  • Bengali Word লকলক Bengali definition [লক্‌লক্‌] (অব্যয়) নমনীয় পদার্থের প্রসারিত ও আন্দোলিত হওয়ার ভাবসূচক অবস্থা (জিহ্বা বা বেত লকলক করা)। লকলকে (বিশেষণ) লকলক করছে এমন; লকলককারী। লকলকানি (বিশেষ্য) লোভে লকলক করা (তাদের জিবের লকলকানি খুব শিগগিরই আরম্ভ হয়ে যাবে-সেমু)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word লকাটে, লকাটিয়া Bengali definition [লকাটে, লকাটিয়া] (বিশেষণ) কৌটা তুল্য (একখান লকাটে রকম ফেরাঞ্চিতে ঠকচাচা প্রভৃতিকে লইয়া উঠিলেন-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) locket}
  • Bengali Word লকার Bengali definition [লকার্‌] (বিশেষ্য) ব্যাংকে সম্পদ গচ্ছিত রাখার বাক্স। {(ইংরেজি) locker}
  • Bengali Word লকুচ, লিকুচ Bengali definition [লকুচ, লিকুচ্‌] (বিশেষ্য) ১ ডেউয়া বা মাদার গাছ। ২ ডেউয়া বা মাদার গাছের ফল। {(তৎসম বা সংস্কৃত) লকচ/লকুচ}
  • Bengali Word লকেট Bengali definition [লকেট্‌] (বিশেষ্য) কণ্ঠহারের সঙ্গে সংলগ্ন দোলায়মান পদক; ধুকধুকি। {(ইংরেজি) locket}
  • Bengali Word লক্কা, লকা Bengali definition [লক্‌কা, লকা] (বিশেষ্য) ১ একজাতীয় ঘন ও বিস্তৃত পুচ্ছযুক্ত পায়রা; চওড়া লেজবিশিষ্ট কবুতর। ২ (ব্যঙ্গার্থ) পোশাকবিলাসী ব্যক্তি; ফুলবাবু; গর্বিত যুবক (লক্কা পায়রা)। {(আরবি) লিকা}
  • Bengali Word লক্কড় Bengali definition [লক্‌কড়্‌] (বিশেষ্য) কাঠের কুঁদা; লৌহখণ্ডের তুল্য বস্তু (সেই এক বিরিঞ্চির আমলের ফরাস তাকিয়া, লক্কড় পালকি গাড়ি-রাজশেখর বসু (পরশু))। ২ নিকৃষ্ট বা বাজে জিনিস (লক্কড় মার্কা গাড়ি)। {(তুলনীয়) (হিন্দি) লক্কড়}
  • Bengali Word লক্ষ ১ Bengali definition [লোক্‌খো] (বিশেষ্য) ১,০০,০০০ সংখ্যা; লাখ; একশত হাজার (এক লক্ষ টাকা)। □ (বিশেষণ) ১ ১,০০,০০০ সংখ্যক; শতসহস্র সংখ্যক। ২ বহু; অসংখ্য; সংখ্যাতীত; অগুনতি (সোনার মধু লক্ষধারে লাগে ঝুরিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। লক্ষক (বিশেষ্য), (বিশেষণ) লক্ষৈক (এ হাত আমার লক্ষক দানে-বড়ু চণ্ডীদাস)। লক্ষপাতি (বিশেষ্য) লক্ষ বা তদূর্ধ্ব টাকার মালিক; ধনী। লক্ষ লক্ষ (বিশেষ্য) অসংখ্য। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word লক্ষ ২, লক্ষ্য Bengali definition [লোক্‌খো] (বিশেষ্য) নজর; দৃষ্টি; খেয়াল (লক্ষ করা, লক্ষ রাখা)। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্‌+অ(অচ্‌), √রক্ষ্‌+য(যৎ)}
  • Bengali Word লক্ষ ৩ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [লোক্‌খো] (বিশেষ্য) লাক্ষা; গালা (লক্ষের কাঁচুলি)। {(তৎসম বা সংস্কৃত) লাক্ষা}
  • Bengali Word লক্ষক Bengali definition [লোক্‌খোক্‌] (বিশেষণ) লক্ষণা দ্বারা অর্থ প্রকাশক। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word লক্ষণ Bengali definition [লোক্‌খোন্‌] (বিশেষ্য) ১ চিহ্ন (দারিদ্র্যের লক্ষণ)। ২ পরিচয় (মরত্ত্বের লক্ষণ)। ৩ নিদর্শন; অভিজ্ঞান (জ্ঞানের লক্ষণ)। ৪ আভাস; ইঙ্গিত; সূচনা (ঝড়ের বা ক্রোধের লক্ষণ)। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word লক্ষণা Bengali definition [লোক্‌খোনা] (বিশেষ্য) শব্দের যে বৃত্তিতে মুখ্য অর্থের সঙ্গে সম্বন্ধযুক্ত অন্য অর্থ বোঝায় (যথা : সারা শহর=শহরের সমস্ত লোক-এখানে আধার বলতে আধেয় বোঝাচ্ছে)। {(তৎসম বা সংস্কৃত) লক্ষণ+আ(টাপ্‌)}
  • Bengali Word লক্ষনীয় Bengali definition [লোক্‌খোনিয়ো] (বিশেষণ) লক্ষ করার যোগ্য; দর্শনীয়; দ্রষ্টব্য (ঢাকায় লালবাগের কেল্লার ধ্বংসাবশেষ বিশেষভাবে লক্ষণীয়)। □ (বিশেষ্য) অনুভবযোগ্য; অনুভবনীয়। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্‌+অনীয় (অনীয়র্‌)}
  • Bengali Word লক্ষিএ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [লক্‌খিয়ো] (ক্রিয়া) দেখছি; লক্ষ করছি (স্বরূপে লক্ষি-এ বড়ায়ি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্‌>লক্ষ্যে>}
  • Bengali Word লক্ষিত Bengali definition [লোক্‌খিতো] (বিশেষণ) ১ দৃষ্ট; লক্ষ করা হয়েছে এমন। ২ উদ্দিষ্ট; লক্ষ্যীকৃত; অভীষ্ট। ৩ অনুভূত; উপলব্ধ; জ্ঞাত। ৪ লক্ষণাবৃত্তি দ্বারা অবগত (লক্ষ্মণ আর সীতাকে লক্ষিত না পারিয়া রোদন করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ নিশানা করা হয়েছে এমন। লক্ষিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পরকীয়া নায়িকা। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word লক্ষ্মণ Bengali definition [লোক্‌খোঁন্‌] (বিশেষ্য) রামানুজ; রামায়ণোক্ত রামচন্দ্রের বৈমাত্রেয় ভ্রাতা; সুমিত্রাপুত্র। {(তৎসম বা সংস্কৃত) লক্ষ্মী+ন; √লক্ষ্‌+মন্‌(মনিন্‌)+অ(অৎ)}
  • Bengali Word লক্ষ্মী Bengali definition [লোক্‌খিঁ] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ হিন্দু পুরাণোক্ত বিষ্ণুপত্নী এবং ধন ঐশ্বর্য ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী। ২ কমলা; রমা; ইন্দ্রিরা; পদ্মা; পদ্মালয়া। ৩ সৌভাগ্য; শোভা; শ্রী; সৌন্দর্য্য। □ (বিশেষণ) শান্তস্বভাব; সুবোধ (লক্ষ্মী মেয়ে; লক্ষ্মী ছেলে)। শ্রীভ্রষ্ট। ২ দুর্ভাগ্যযুক্ত; হতভাগ্য। ৩ দুষ্ট; খারাপ। লক্ষ্মীজর্নাদন, লক্ষ্মীনারায়ণ (বিশেষ্য) ১ হিন্দু দেবদেবী লক্ষ্মী ও নারায়ণ। ২ নবমেঘকান্তি শালগ্রামবিশেষ। লক্ষ্মী পুষ্প (বিশেষ্য) পদ্মরাগ মণি। লক্ষ্মী পূর্ণিমা (বিশেষ্য) হিন্দুদের দুর্গাপূজার অব্যবহিত পরের পূর্ণিমা। লক্ষ্মীপেঁচা (বিশেষণ) দেখতে কুরূপ কিন্তু সুলক্ষণযুক্ত (আমার কাছে যার চেহারা টেকলো রূপে লক্ষ্মী তুমি তাকে বললে লক্ষ্মীপেঁচাটি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। লক্ষ্মীবান, লক্ষ্মীবন্ত, লক্ষ্মীমন্ত (বিশেষণ) সৌভাগ্যবান; সম্পদশালী। লক্ষ্মীবিলাস (বিশেষ্য) ১ কবিরাজি তেল। ২ জ্বরঘ্ন বটিকাবিশেষ। লক্ষ্মীভাণ্ডার (বিশেষ্য) যে ভাণ্ডার কখনো শূন্য হয় না; অফুরন্ত ভাণ্ডার। লক্ষ্মীমণি (বিশেষ্য) ছোট ছেলের প্রতি আদরজ্ঞাপক উক্তি (লক্ষ্মীমণি, একটু চুপ করো)। লক্ষ্মীশ্রী (বিশেষ্য) সৌভাগ্য বা সুখসম্পদজনিত শ্রী বা শোভা। লক্ষ্মীস্বরূপিণী (বিশেষণ) লক্ষ্মীদেবীর সকল গুণে গুণান্বিতা; রূপে-গুণে লক্ষ্মীতুল্যা। লক্ষ্মীর বাহন (বিশেষ্য) ১ পেঁচা; পেচক। ২ (আলঙ্কারিক) অত্যন্ত সম্পদশালী ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) √লক্ষ্‌+ঈ, ম্‌(মুট্‌) আগম}