Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -রক্তি Bengali definition [রোক্‌তি] (বিশেষ্য) ১ অনুরাগ; আসক্তি (অনুরক্তি)। ২ কুঁচ। ৩ রতি। {(তৎসম বা সংস্কৃত) √রন্‌জ্‌+তি(ক্তি)}
  • Bengali Word -রু Bengali definition [-রু] (বিশেষণ) প্রত্যয় বিশেষ (ঘোড়ারু, সজারু)। {(বাংলা) প্রত্যয়}
  • Bengali Word র ১- Bengali definition বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণবিশেষ। এটি সাধারণ ঘোষ স্বল্পপ্রাণ দন্ত্যমূলীয় কম্পনজাত (voiced unaspirated alveolotrilled) ধ্বনি। ত-বর্গীয় ধ্বনির পূ্র্বে এটি অনেকটা দন্ত্যরূপে উচ্চারিত হয়।
  • Bengali Word র ২ Bengali definition [র] (ক্রিয়া) ১ থাক। ২ অপেক্ষা কর (র, একটি কথা বলি)। {রহ্‌>}
  • Bengali Word র- কার Bengali definition [রকার্‌] র এই বর্ণ। {র+কার}
  • Bengali Word র- ফলা Bengali definition [রফলা] (বিশেষ্য) বর্ণের নিচে ‘র ফলা’ চিহ্ন। কোনো হস্‌-যুক্ত বর্ণের শেষে ‘র’ যুক্ত হলে ‘র’ র-ফলা হয়ে যায়। {র+ফলা}
  • Bengali Word র-র Bengali definition [রর] (বিশেষ্য) থাম থাম; থামবার জন্য ব্যগ্রতাপূর্ণ নির্দেশ বা অনুরোধ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word রং ১, রঙ ১ Bengali definition [রঙ্‌] (বিশেষ্য) রাং; টিন; সাদা রঙের নরম ধাতুবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) রঙ্গ>}
  • Bengali Word রং ২, রঙ ২ Bengali definition [রঙ্‌] (বিশেষণ) বর্ণ (লাল রং)। □ (বিশেষ্য) ১ রঞ্জন দ্রব্য; তেল-মিশ্রিত রঞ্জন দ্রব্য। ২ যে পদার্থ রঞ্জন কাজে ব্যবহৃত হয়; দেহবর্ণ; দেহের চামড়ার বর্ণ (তার রং ফরসা)। ৩ যে প্রকার বা চিহ্নের তাসকে যে বারের খেলায় প্রাধান্য দেওয়া হয়; trump; তুরুপ। ৪ ধরন (এটা কোন রঙের কথা)। ৫ আতিশয়; অতিরঞ্জন (তোমার বর্ণনায় অত্যন্ত রং ফলানো হয়েছে)। ৭ মজা; কৌতুক হাস্যপরিহাস। রংকানা (বিশেষণ) রং (বিশেষ করে লাল রং) বুঝতে পারে না এমন। রংচং, রংচঙ (বিশেষ্য) নানাবিধ বা চিত্রিত বর্ণযুক্ত; বর্ণবিশিষ্ট। রংচঙা, রংচঙে, রংচংগা (বিশেষণ) নানাবিধ বর্নবিশিষ্ট; বিচিত্র বর্ণযুক্ত। রংঢং (বিশেষ্য) রং-তামাশা। রং তামাশা (বিশেষ্য) কৌতুক; পূর্তি; হাসি মশকরা। রংদার (বিশেষণ) রঙিন; রংযুক্ত। রংবেরং, রংবেরঙ (বিশেষ্য) ১ বিচিত্র বর্ণ। ২ নানা রং। ৩ বিবিধ ক্রীড়াকৌতুক ও আমোদপ্রমোদ। □ (বিশেষণ) নানা বর্ণের; বিচিত্র ধরণের (রঙবেরঙের জনতা)। রংমহল (বিশেষ্য) আনন্দ-নিকেতন; প্রমোদগৃহ। রংমশাল (বিশেষ্য) রঙিণ আলোর মশাল। {(তৎসম বা সংস্কৃত) রঙ্গ>; (ফারসি) রঙ্‌}
  • Bengali Word রংগিলা Bengali definition ⇒ রঙ্গিলা
  • Bengali Word রংঢং, রংমহল Bengali definition ⇒ রং২
  • Bengali Word রংরুট Bengali definition [রঙ্‌রুট্‌] (বিশেষ্য) সামরিক পুলিস ইত্যাদি বাহিনীতে নতুন শিক্ষানবিশ বা শিক্ষাদানের জন্য ভর্তি; রিক্রুট (নতুন রংরুটদের শিক্ষা দেবার জন্যে করাচীতেই থাকতে হবে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) recruit}
  • Bengali Word রংরেজ, রংরেয Bengali definition [রঙ্‌রেজ্‌] (বিশেষ্য) রংকারক; রঞ্জক। রংরেজিনী (স্ত্রীলিঙ্গ)। {(ফারসি) রংরেজ}
  • Bengali Word রই Bengali definition [রোই] (ক্রিয়া) ১ রহি; থাকি (সে অবধি সই ভয়ে ভয়ে রই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাস করি (মালিনীর বাসেতেই রই-গোপাল উড়ে)। {(বাংলা) √রহ্‌>}
  • Bengali Word রই- খাত Bengali definition [রোইখাত্‌] (বিশেষ্য) পুকুরের মধ্যস্থ গভীর খাত। {(হিন্দি) রঈ+ (বাংলা) খাত}
  • Bengali Word রইকাঠ Bengali definition [রোইকাঠ্‌] (বিশেষ্য) পুকুর ইত্যাদির পানি পরিমাপক কাঠ।{(হিন্দি) রঈ(জলমগ্ন)+ (বাংলা) কাঠ}
  • Bengali Word রইঘর Bengali definition [রোইঘর্‌] (বিশেষ্য) ১ নৌকার ছই (রইঘর চাপিয়া বসিয়া সদাগর-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ২ পুকুরের মধ্যস্থ গভীরতম গর্ত। {(তৎসম বা সংস্কৃত) রতিগৃহ>; (হিন্দি) রঈ+ (বাংলা) ঘর}
  • Bengali Word রইরই, রৈরৈ Bengali definition [রোইরোই] (বিশেষ্য) উচ্চ রব বা ধ্বনি; গোলমাল; চেঁচামেচি; চিৎকার; হল্লা; হৈচৈ; হৈহৈ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word রইস, রঈস Bengali definition [রোইস্‌] (বিশেষ্য) ১ নেতা; অভিজাত; সম্ভ্রান্ত ব্যক্তি। ২ ধনী লোক। {(আরবি) রইস}
  • Bengali Word রও Bengali definition [রও] (ক্রিয়া) অপেক্ষা করো (সাদি সেদিকে রও বলেই দৌড়ে গেল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {√রহ্‌>}
  • Bengali Word রওজা, রওযা Bengali definition [রওজা] (বিশেষ্য) ১ সমাধি; সমাধিপ্রাঙ্গণ; সমাধি-সংলগ্ন উদ্যন (হজরত ইমাম হোসেনের রওযায় উন্মত্ত জনতা স্রোতের মত চালিয়াছে-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। ২ কবর-মৃতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য রওজা শব্দটি ব্যবহার করা হয় (হজরত মুহম্মদ-এর (সা.) রওজা মুবারক)। রওজা মোবারক, রওজা মুবারক (বিশেষ্য) পবিত্র সমাধি। {(আরবি) রৱদাহ}
  • Bengali Word রওনক Bengali definition [রওনক্‌] (বিশেষ্য) গৌরব; সৌন্দর্য। {(আরবি) রৱনক}
  • Bengali Word রওনা Bengali definition ⇒ রওয়ানা
  • Bengali Word রওশন চৌকি, রোশন চৌকি Bengali definition [রওশন্‌ চোউকি, রোশোন্‌ চোউকি] (বিশেষ্য) শানাই, ঢোল ও কাঁসি এই তিনের ঐকতান বাদ্য বা ওই ঐকতান; বাদকদল। {(ফারসি) রৱশন + (হিন্দি) চৌকি}
  • Bengali Word রওশন, রোশন, রোশনাই, রৌশনি, রৌশনী, রোশনি Bengali definition [রওশন্‌, রোশন্‌, রোশ্‌নাই, রোউশোনি, রোউশোনি, রোশ্‌নি] (বিশেষণ) উজ্জ্বল; আলোকিত; পরিষ্কার। □ (বিশেষ্য) ঔজ্জ্বল্য; আলোক; আলোকসজ্জা (মধুর আকাশ রোশনিতে ভরি এবার কোথায় জাগবে রবি-ফররুখ আহমদ; তোমার মর্তের ওই অমর্তরোশনাই-হাসান হাফিজুর রহমান; তোমার রূপের রৌশনীতে চন্দ্র হল স্নিগ্ধকিরণ-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) রৱশন}
  • Bengali Word রওয়া Bengali definition [রওয়া] (ক্রিয়া) থাকা; রহা। {√রহ্‌>}
  • Bengali Word রওয়ানা, রওনা Bengali definition [রওয়ানা, রওনা] (বিশেষ্য) ১ যাত্রা; গমন। ২ প্রেরণ; পাঠানো (গাড়ি রওয়ানা করা)। □ (বিশেষণ) যাত্রার জন্য বহির্গত; প্রেরিত। {(ফারসি) রৱনহ}
  • Bengali Word রক ১ Bengali definition [রক্‌] (বিশেষ্য) রূপকথার কাল্পনিক বৃহৎ পক্ষীবিশেষ। {(ফারসি) রুখ}
  • Bengali Word রক ২, রোয়াক Bengali definition [রক্‌, রোয়াক্‌] (বিশেষ্য) গৃহসংলগ্ন পাকা বাঁধানো স্থান। {(আরবি) রিৱয়াক}
  • Bengali Word রকদস্তি (আদালতের পরিভাষা) Bengali definition [রক্‌দোস্‌তি] (বিশেষ্য) জমির চতুঃসীমার বিবরণ। {(ফারসি) রকদস্তি}