Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word যবাগূ, যাউ Bengali definition [জবাগু, জাউ] (বিশেষ্য) যবের মন্ড বা ক্বাথ; যবমন্ড; জাউ। {(তৎসম বা সংস্কৃত) যু+আগু(আগূচ্‌)}
  • Bengali Word যবান Bengali definition ⇒ জবান
  • Bengali Word যবানী Bengali definition ⇒ যমানী
  • Bengali Word যবিষ্ঠ, যবীয়ান Bengali definition [জোবিশ্‌ঠো, জবীয়ান্‌] (বিশেষণ) সকলের অপেক্ষা বয়সে ছোট; কনিষ্ঠ; অতিশয় যুবা বা তরুণ। {(তৎসম বা সংস্কৃত) যুবন+ইষ্ঠ(ইষ্ঠন্‌), ঈয়স্‌(ঈয়সুন্‌)}
  • Bengali Word যবুথবু, জবুথবু Bengali definition ⇒ যবস্থব
  • Bengali Word যবে Bengali definition [জবে] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) (পদ্যে ব্যবহৃত) যেকালে; যে সময়ে; যখন (তুমি যবে ছিলে এ পূণ্য ভবনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {যব+এ}
  • Bengali Word যবোদর Bengali definition [জবোদর্‌] (বিশেষ্য) ১/৮ ইঞ্চি। {(তৎসম বা সংস্কৃত) যব+উদর}
  • Bengali Word যম ১ Bengali definition [জম্‌] (বিশেষ্য) ১ সকল জীবের প্রাণহরণকারী; মৃত্যুর দেবতা; কৃতান্ত; মহিষ- বাহন; ধর্মরাজ; মৃত্যু; অন্তক; দন্ডধর; আজরাইল; মরণ; শমন। ২ ধ্বংসকারী; বিনাশক (ভাতের যম)। যমজয়ী (বিশেষণ) মৃত্যুকে যে জয় করতে পারেন এমন; মৃত্যুঞ্জয়; অমর; মৃত্যুশূন্য। যমজাঙ্গাল, যমজাঙাল (বিশেষ্য) আকাশগঙ্গা; ছায়াপথ; Milky Way। যমদন্ড (বিশেষ্য) ১ যমের আয়ুধ বা অস্ত্র; যম কর্তৃক প্রদত্ত শাস্তি; মৃত্যু; মৃত্যুদন্ড; মরণ; মৃত্যু। ২ মৃত্যুর পরে যমালয়ে পাপের দন্ড। যমদূত (বিশেষ্য) ১ মৃত্যুর অনুচর; যমের বার্তাবহ। ২ (আলঙ্কারিক) মৃত্যুর ন্যায় ভীষণ সংবাদবাহক। ৩ বিকটাকার এবং ভীতি উৎপাদক ভয়ঙ্কর মূর্তি। যমদ্বার (বিশেষ্য) ১ হিন্দু- বিশ্বাস মতে যমরাজ্যের দ্বার; যে দ্বারের ভিতর দিয়ে পরপারে যাওয়া যায়। ২ মৃত্যু। ৩ নরকের দরজা। যমদ্বিতীয়া (বিশেষ্য) ভ্রাতৃদ্বিতীয়া; যে তিথিতে ভাইফোঁটা দেওয়া হয়; কার্তিকের শুক্লা দ্বিতীয়া। যমপুকুর (বিশেষ্য) কার্তিক মাসে অনুষ্ঠেয় হিন্দুদের কুমারী ব্রত। যমপুরী, যমালয়, যমের বাড়ী (বিশেষ্য) ১ মৃত্যুপুরী; যমালয়। ২ শমন- সদন। ৩ (আলঙ্কারিক) ভয়ঙ্কর স্থান; যন্ত্রণাগার। যমমাস (বিশেষ্য) কার্তিক মাস; রোগের প্রাদুর্ভাবহেতু এ মাসে প্রচুর লোকের মৃত্যু হয় এজন্য এ মাসকে ‘মরা কার্তিক’ হিসেবেও কোনো কোনো অঞ্চলে অভিহিত করা হয়। যমযন্ত্রণা, যমযাতনা (বিশেষ্য) ১ কষ্ট; মৃত্যুর যাতনা; মৃত্যু যন্ত্রণা। ২ (আলঙ্কারিক) ভীষণ কষ্ট। যমরাজ (বিশেষ্য) যম; কৃতান্ত; শমন; দক্ষিণ দিকপাল। যমান্তক (বিশেষ্য) মৃত্যুঞ্জয়; শমনজয়ী; শিব। যমে ধরা (ক্রিয়া) ১ মরণাপন্ন রোগে আক্রান্ত হওয়া; মৃত্যুগ্রাসে পতিত হওয়া। ২ মরে যাওয়া। ৩ (আলঙ্কারিক) যমের ন্যায় নির্মম শত্রুর কবলিত হওয়া। যমের অরুচি (ব্যঙ্গার্থ) গালিবিশেষ; প্রত্যেকেই মরণশীল কিন্তু এমন ঘৃণিত যাকে যমেও গ্রহণ করে না; যার মৃত্যু নেই। যমের দোসর (আলঙ্কারিক) যমেরই মতো ভয়ঙ্কর ব্যক্তি। যমের বাড়ি যাওয়া- তিরস্কার বিশেষ; মরে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √যম্‌+অ(অচ্‌)}
  • Bengali Word যম ২ Bengali definition [জম্‌] (বিশেষ্য) ১ একাগ্র মনে ঈশ্বরের চিন্তা; সংযমন। ২ অহিংসা, সত্য কথন, ব্রহ্মাচর্য ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) √যম্‌+অ(অচ্‌)}
  • Bengali Word যমক Bengali definition [জমোক্‌] (বিশেষণ) ১ একই গর্ভ থেকে একই সঙ্গে জাত; যমজ। ২ (আলঙ্কারিক) একই শব্দের ভিন্ন অর্থে পুনরাবৃত্তি (আনা দরে আনা যায় কত আনারস-ঈশ্বর গুপ্ত)। ৩ যুগ্ম; জোড়া। {(তৎসম বা সংস্কৃত) যম+ক(কন্‌)}
  • Bengali Word যমজ Bengali definition [জমোজ্‌] (বিশেষণ) একই গর্ভে গর্ভজাত এবং একই সময়ে ভূমিষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) যম+√জন্‌+অ(ড)}
  • Bengali Word যমল Bengali definition [জমল্‌] (বিশেষ্য) জোড়া; যুগ্ম (জানকী দুই যমল কুমার প্রসব করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। যমলী গান (বিশেষ্য) দুজনের এক সঙ্গে গান; duet। {যম+ √লা+অ(ক)}
  • Bengali Word যমানী, যমানিকা, যবানী Bengali definition [জমানি, জমানিকা, জবানি] (বিশেষ্য) এক প্রকার মসলা; জোয়ান। {(তৎসম বা সংস্কৃত) √যম্‌+অন(ল্যুট্‌)+ঈ(ঙীপ্‌), ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word যমান্তক, যুমালয় Bengali definition ⇒ যম১
  • Bengali Word যমিত Bengali definition [জোমিতো] (বিশেষণ) ১ সংযমিত। ২ খন্ডিত; ছিন্ন। {(তৎসম বা সংস্কৃত) √যম্‌+ণিচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word যমী (-মিন্‌) Bengali definition [জোমি] (বিশেষণ) জিতেন্দ্রিয়; যংযমী। {(তৎসম বা সংস্কৃত) যম+ইন্‌(ইনি)}
  • Bengali Word যমুনা Bengali definition [জোমুনা] (বিশেষ্য) ১ বাংলাদেশের নদীবিশেষ। ২ উত্তর ভারতের নদীবিশেষ; কালিন্দী। ৩ যমের বোন। {(তৎসম বা সংস্কৃত) √যম্‌+উন(উনন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word যযাতি Bengali definition [জজাতি] (বিশেষ্য) ১ হিন্দুদের পৌরণিক রাজা; ইনি শুক্রাচার্যের অভিশাপে জরাগ্রস্ত হয়েছিলেন; তাঁর কনিষ্ঠ পুত্র পিতার জরা গ্রহণ করে নিজ যৌবন পিতাকে দিয়েছিলেন; চন্দ্রবংশীয় রাজাবিশেষ। ২ (মধ্যযুগীয় বাংলা) জন্মপত্রিকা; কোষ্ঠী (দুর্বলা গণকগণে প্রভাতে ডাকিয়া আনে লিখে তারা শিশুর যযাতি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √যা+আয়ু>}
  • Bengali Word যর Bengali definition ⇒ জর
  • Bengali Word যরদা Bengali definition ⇒ জরদা
  • Bengali Word যশ, যশঃ Bengali definition [জশ্‌, জশোহ্‌] (বিশেষ্য) সুখ্যাতি; কীর্তি। যশঃকীর্তন, যশঃখ্যাপন, যশোগান (বিশেষ্য) প্রশংসা করা; লোকমুখে খ্যাতি প্রচার। যশঙ্কর, যশস্য (বিশেষণ) কীর্তিজনক; সুখ্যাতিজনক (আপনে তক্ষক নাগে নাই নাগগণ। সহস্রের সঙ্গে কীর্তি যশস্য গাহন-কাজী দৌলত)। যশস্কাম (বিশেষণ) খ্যাতি কামনা করে এমন; যশোলিপ্সু। যশোধন, যশোস্বান, যশস্বী (- স্বিন্‌) (বিশেষণ) বিখ্যাত; কীর্তিমান; মশহুর। যশস্বতী, যশস্বিনী (স্ত্রীলিঙ্গ)। যশোগাথা, যশোগীতি (বিশেষ্য) গৌরবগাথা; কীর্তির বর্ণনাপূর্ণ সঙ্গীত; খ্যাতিগান। যশোদ (বিশেষ্য) ১ খ্যাতি দান করে যা। ২ পারদ। যশাদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) খ্যাতিদায়িনী। □ (বিশেষ্য) কৃষ্ণের পালিকা মাতা; নন্দের স্ত্রী (নন্দের স্ত্রী)। যশোভাগ, যশোভাক (বিশেষ্য) যশের ভাগ বা অংশ (যুদ্ধের যশাভাগ তাঁহারই প্রাপ্য-এস. ওয়াজেদ আলী)। □ (বিশেষণ) কীর্তির অংশীদার। যশোভাগ্য (বিশেষ্য) যার অদৃষ্টে যশালাভ আছে। যশোমতী (বিশেষ্য) যশাদা। যশোরাশি (বিশেষ্য) বহুখ্যাতি; কীর্তিসমূহ। যশোহানি (বিশেষ্য) গৌরবহানি; অখ্যাতি। {(তৎসম বা সংস্কৃত) যশঃ, যশস্‌>}
  • Bengali Word যশদ Bengali definition [যশোদ্‌] (বিশেষ্য) দস্তা। {(তৎসম বা সংস্কৃত) যশদ}
  • Bengali Word যশোর Bengali definition [জশোর্‌] (বিশেষ্য) যশোহর; বাংলাদেশের একটি জেলা ও জেলাশহরের নাম। {অজ্ঞাতমূল); (তুলনীয়) যশোহর}
  • Bengali Word যশোরে কই/কৈ, যশুরে কই/কৈ Bengali definition [যশোরে কোই, জোশু কোই] (বিশেষ্য) যশোর জেলার মাথামোটা শীর্ণদেহ কৈ মাছ। □ (বিশেষণ) (আলঙ্কারিক) মাথামোটা ও শীর্ণদেহ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) যশোর+এ+কই>}
  • Bengali Word যষ্টি Bengali definition [জোশ্‌টি] (বিশেষ্য) ১ ছড়ি; দন্ড; লাঠি। ২ গাছের শাখা। ৩ নৌকার হাল। ৪ হার। যষ্টিকা (বিশেষ্য) লাঠি; একনরী হার। যষ্টিপ্রাণ (বিশেষণ) বৃদ্ধ; লাঠি প্রাণের মতো এমন। যষ্টিমধু (বিশেষ্য) মিষ্টিস্বাদযুক্ত বৃক্ষের শিকড়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √যজ্‌+তি}
  • Bengali Word যহি (ব্রজবুলি) Bengali definition [জহি] (অব্যয়) যাতে; যত্র; সেখানে (যহি গৌরাঙ্গের সর্ব মোহন বিহায়-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) যম্মিন্‌>যহিং>যহি}
  • Bengali Word যহুঁক, যাহুক (ব্রজবুলি) Bengali definition [জহুক্‌, জাহুক্‌] (সর্বনাম) যার (যহুঁক বিরহ ভরে উরে হার না দেনা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) যস্য>}
  • Bengali Word যহুর Bengali definition [জোহুর্‌] (বিশেষ্য) প্রকাশ; খ্যাতি (ফেকের হইতে যহুর-আবুল মনসুর আহমদ)। {(আরবি) জুহূর}
  • Bengali Word যা ১, জা Bengali definition [জা] (বিশেষ্য) স্বামীর ভাইয়ের স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) যাতৃ>}
  • Bengali Word যা ২, যাহা Bengali definition [জা, জাহা] (সর্বনাম) যে কোনো; যে বস্তু; যে বিষয়। যা ইচ্ছা তাই, যাচ্ছে তাই (বিশেষণ) ১ যা ইচ্ছা; খেয়াল অনুযায়ী। ২ খুব কুৎসিত; অতি জঘন্য; বিশ্রী। যা তা, যা- তা (বিশেষণ) ১ বাজে; খারাপ; খেলো (যা- তা জিনিস)। ২ ইচ্ছামাফিক (যা- তা কাজ করা)। □ সর্ব, (বিশেষ্য) অনির্দিষ্ট মন্দ কিছু (যা তা করা)। যা রয় সয়- সঙ্গত বা যুক্তিযুক্ত। যা হয় হোক- নির্লিপ্ততার ভাব। যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন- খুব অল্প একটু ক্ষতির ভয়ে কর্তব্যকর্মে পশ্চাৎপদ না হওয়া; সামান্য কম- বেশীতে পিছিয়ে না পড়া। {(তৎসম বা সংস্কৃত) যৎ>}