Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মগরিব, মগরেব Bengali definition [মগ্‌রব্‌, মগ্‌রেব্‌] (বিশেষ্য) ১ সূর্যাস্তের স্থান বা কাল (মগরেব বেলা ডাকিলে যখন শান্তি নেমেছে সারাটি প্রাণে-মোহিতলাল মজুমদার)। ২ সূর্যাস্তের অব্যবহিত পরে যে নামাজ পড়া হয় (মগরেবের নামাজ পড়ে-আলাউদ্দীন আল আজাদ)। মগরেবি (বিশেষণ) সূর্যাস্তকালীন; পাশ্চাত্য; পশ্চিমের (ওগো মগরেবী ঈদের চাঁদ-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) মাগরিব}
  • Bengali Word মগরুর Bengali definition [মগ্‌রুর্‌] (বিশেষণ) আত্মম্ভবী; অহঙ্কারী (যে লোক নির্দোষ সে কিছুতেই এত মগরুর হইতে পারে না-আবুল মনসুর আহমদ)। {(আরবি) মাগরুর}
  • Bengali Word মগরেব Bengali definition ⇒ মগরিব
  • Bengali Word মগাই Bengali definition [মগাই] (বিশেষণ) মগদেশে প্রস্তুত; মগ দেশীয় (মগাই সুপারী বোঝাই তাতে-পাগলা কানাই)। {মগ+আই}
  • Bengali Word মগ্ন Bengali definition [মগ্‌নো] (বিশেষণ) ১ ভিতরে প্রবিষ্ট; ডুবে যাওয়া; ডোবা; নিমজ্জিত (মগ্ন এ তরী তব বিস্মৃতি-বালুকা-তলে-কাজী নজরুল ইসলাম)। ২ বিভোর; তন্ময় (ধ্যানমগ্ন)। মগ্না (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মগ্নগিরি (বিশেষ্য) সমুদ্রগর্ভস্থ পর্বতবিশেষ; মৈনাক। মগ্নচৈতন্য (বিশেষ্য) নিজের যে সক্রিয় মন সম্বন্ধে মানুষ সচেতন থাকে না; subconsciousness। মগ্নপ্রায় (বিশেষ্য) প্রায় ডুবে গেছে এমন (কিয়ৎক্ষণ পরে অর্ণবপোত মগ্নপ্রায় হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √মস্‌জ্‌+ত(ক্ত)}
  • Bengali Word মগড়া Bengali definition [মগ্‌ড়া] (বিশেষণ) একগুঁয়ে; বোকা; নির্বোধ (ছেলে এমনি মগড়া যে এদিকে মনই বসে না তার-শাহেদ আলী)। {তৎসম বা সংস্কৃত মকর>}
  • Bengali Word মঘবতী Bengali definition [মঘোবোতি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ইন্দ্রপত্নী; শচী। {(তৎসম বা সংস্কৃত) মঘবৎ+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word মঘবা, মঘবন Bengali definition [মঘ্‌বা, মঘ্‌বন্‌] (বিশেষ্য) ইন্দ্র; দেবতাদের রাজা। মঘোনী (স্ত্রীলিঙ্গ) শচী; ইন্দ্রপত্নী। {(তৎসম বা সংস্কৃত) মহ্‌+অন(কনিন্‌)}
  • Bengali Word মঘবান Bengali definition [মঘোবান্‌] (বিশেষ্য) ইন্দ্র; দেবতাদের রাজা। মঘবতী (স্ত্রীলিঙ্গ) শচী; ইন্দ্রপত্নী। {(তৎসম বা সংস্কৃত) মঘ+বৎ(বতুপ্‌)}
  • Bengali Word মঘা Bengali definition [মঘা] (বিশেষ্য) হিন্দুমতে একটি অশুভ নক্ষত্র। {(তৎসম বা সংস্কৃত) √মঙ্‌ঘ্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word মঘোনী Bengali definition ⇒ মঘবা
  • Bengali Word মঙ্গল Bengali definition [মঙ্‌গোল্‌] (বিশেষ্য) ১ শুভ; ভালো; উপকার; কল্যাণ (মঙ্গল কামনা)। ২ সৌরজগতের একটি গ্রহের নাম; Mars; কুজ নামক গ্রহ। ৩ সপ্তাহের একটি বারের নাম। (চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল)। □ (বিশেষণ) শুভ; শুভদায়ক; মঙ্গলজনক (মঙ্গলদীপ নিবিয়া আঁধার শুধু-রবীন্দ্রনাথ ঠাকুর)। মঙ্গলকামনা, মঙ্গলাকাঙ্ক্ষা (বিশেষ্য) কল্যাণ কামনা; শুভ কামনা; হিতাকাঙ্ক্ষা। মঙ্গলকামী, মঙ্গলাকাঙ্ক্ষী (বিশেষণ) শুভার্থী; হিতাকাঙ্ক্ষী; কল্যাণকামী। মঙ্গলগীত (বিশেষ্য) ১ শুভগীত। ২ হিন্দু দেবদেবীর মাহাত্ম্যজ্ঞাপক গান। মঙ্গলঘট (বিশেষ্য) হিন্দু সমাজে ব্যবহৃত কল্যাণসূচক পূর্ণঘট। মঙ্গলচণ্ডী, মঙ্গলচণ্ডিকা ⇒ চণ্ডী। মঙ্গলদায়ক (বিশেষণ) কল্যাণপ্রদ; শুভদ; হিতকর। মঙ্গলদায়িকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মঙ্গলময় (বিশেষণ) মঙ্গলকর; শুভকারক। □ (বিশেষ্য) পরমেশ্বর।মঙ্গলময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মঙ্গলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)১ মঙ্গলদায়িনী; শুভঙ্করী। ২ (হিন্দুধর্মে) দুর্গদেবী। মঙ্গল সমাচার (বিশেষ্য) কুশল সংবাদ; শুভসংবাদ। মঙ্গলাচরণ, মঙ্গলাচার (বিশেষ্য) ১ শুভানুষ্ঠান। ২ কর্মারম্ভে মঙ্গলসূচক অনুষ্ঠান। মঙ্গলামঙ্গল (বিশেষ্য) শুভাশুভ; হিতাহিত। মাঙ্গল্য (বিশেষ্য) (বিশেষণ) মাঙ্গলিক। {(তৎসম বা সংস্কৃত) √মন্‌গ্‌+অল(অলচ্‌)+অ(অচ্‌)}
  • Bengali Word মচ Bengali definition [মচ্‌] (অব্যয়) অন্ধকার; কাঠ ইত্যাদি পাতলা জিনিস ভাঙার শব্দ; মচকানোর শব্দ। মচমচ (অব্যয়) পুনঃপুন মচ শব্দ। মচমচানি (অব্যয়) বার বার মচমচ শব্দ (অকস্মাৎ ভারী জুতার মচমচানিতে তার সুখতন্দ্রা টুটে যায়-আবু জাফর শামসুদ্দীন)। মচমচে (বিশেষণ) ১ অল্প চাপে ভাঙে এমন; ক্ষণভঙ্গুর। ২ নরম হয়ে যায়নি এমন (মচমচে মুড়ি)। ৩ মচমচ ধ্বনি বা শব্দ করে এমন। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word মচকানো Bengali definition [মচ্‌কানো] (ক্রিয়া) দুমড়ে যাওয়া; দুমড়ানো; ভাঙার মতো হওয়া (পা মচকানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। মচকানি (বিশেষ্য) হঠাৎ মোচড় লাগা অবস্থা। ভাঙবে তবু মচকাবে না-কোনো অবস্থাতেই নতি স্বীকার বা আপোস করবে না। {√মচকা+আনো; (তুলনীয়) (হিন্দি) মুচ্‌কানো}
  • Bengali Word মচলি, মছলি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [মোচ্‌লি, মোছ্‌লি] (বিশেষ্য) মঞ্চ; মাচা; মাচান (একদিকে মচলির ধরিল দুসন-হেয়াত মাহমুদ; মছলি সাজাইয়া-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) মঞ্চ>}
  • Bengali Word মচ্ছ, মচ্ছি Bengali definition [মচ্‌ছো, মোচ্‌ছি] (বিশেষ্য) মৎস্য; মাছ। {(তৎসম বা সংস্কৃত) মৎস্য>}
  • Bengali Word মচ্ছব, মোচ্ছব Bengali definition [মচ্‌ছব্‌, মোচ্‌ছব্‌] (বিশেষ্য) ১ বিরাট উৎসব; মহোৎসব (অত বড় মচ্ছরে মাথা সেঁধুতে ভয় পাই)। ২ বৈষ্ণব সম্প্রদায়ের মিলনোৎসব। {(তৎসম বা সংস্কৃত) মহোৎসব>}
  • Bengali Word মচ্ছর Bengali definition [মচ্‌ছর্‌] (বিশেষ্য) মশা; মশক; দংশনকারী (হাতিকে মারিতে পারে ভেজিয়া মচ্ছর-সৈয়দ হামজা)। {(হিন্দি) মচ্ছর}
  • Bengali Word মছনদ Bengali definition ⇒ মসনদ
  • Bengali Word মছলত Bengali definition [মছ্‌লত্‌] (বিশেষ্য) ১ তাৎপর্য; প্রকৃত অর্থ; সৎ পরামর্শ (ইহার মছলত কহ করিয়া পছন্দ-সৈয়দ হামজা)। ২ পরামর্শ আলোচনা (আজিজ মছলত করে জেলেখার সাতে-ফকির গরীবুল্লাহ)। {(আরবি) মুসলিহাহ}
  • Bengali Word মছলন্দ Bengali definition ⇒ মসলন্দ
  • Bengali Word মছলা, মসলা Bengali definition [মছ্‌লা] (বিশেষ্য) সমস্যা; প্রশ্ন ইত্যাদি সম্পর্কিত শাস্ত্রীয় বিধান; ইসলামধর্মীয় আদেশ নিষেধ (দীনের কোন মছলা অর্থাৎ....শরীয়তের কোন আদেশ নিষেধ-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) মাসআলাহ}
  • Bengali Word মছলি ১ Bengali definition [মোছ্‌লি] (বিশেষ্য) মাছ; মৎস্য। {(তৎসম বা সংস্কৃত) মৎস্য>মচ্ছ>মচ্ছি> (হিন্দি) মছলি}
  • Bengali Word মছলি ২ Bengali definition ⇒ মচলি
  • Bengali Word মছল্লা Bengali definition [মছোল্‌লা] (বিশেষ্য) জায়নামাজ; নামাজ পড়ার জন্যে চাটাই বা বস্ত্রখণ্ড। {(আরবি) মুসল্লা}
  • Bengali Word মজকুর, মজুকুর Bengali definition [মোজ্‌কুর্‌, মোজুকুর্‌] (বিশেষ্য) লিখিত বিবরণ; উল্লিখিত বিৃবতি। □ (বিশেষণ) পূর্বোক্ত; পূর্ববর্ণিত; উল্লিখিত। মজকুরি (বিশেষ্য) যে পরোয়ানা জারি করে; process-server। মজকুরি তালুক (বিশেষ্য) যে অধীন তালুকের খাজনা জমিদার মারফত আদায় করা হয়। {(আরবি) মায্‌কূর}
  • Bengali Word মজজুব, মজযুব, মজুব Bengali definition [মোজ্‌জুব্‌, মজযুব্‌, মোজুব্‌] (বিশেষণ) ঐশী প্রেমে বেহুঁস; আকৃষ্ট (মজ্‌যুব পীরের দামন না ধরিয়া কেহ যমিরের রওশনী ও রুহের তরক্কী হাসেল করিতে পারে না-আবুল মনসুর আহমদ)। {(আরবি) মজ্‌জুব}
  • Bengali Word মজদুর Bengali definition ⇒ মজুর
  • Bengali Word মজনু, মজনুন Bengali definition [মোজ্‌নু, মোজ্‌নুন্‌] (বিশেষণ) প্রেমিক; পাগল; বিরাগী (মজনুন হয়ে এসেছি এখানে প্রণয়ের দুরাশায়-আহসান হাবীব)। {(আরবি) মাজ্‌নূন}
  • Bengali Word মজবুত, মজবুদ Bengali definition [মোজ্‌বুত্‌, মোজ্‌বুদ্‌] (বিশেষণ) ১ শক্ত; কঠিন (মজবুত কাঠ)। ২ নিপুণ; দক্ষ; পারদর্শী (আড্ডা দিতে মজবুত)। ৩ দীর্ঘস্থায়ী; টেকসই (জুতা জোড়া বেশ মজবুত)। ৪ পাকা; পটু (কাজকর্মে মজবুত ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ দায়িত্বভার গ্রহণ ও বহনের পক্ষে উপযুক্ত (খুড়র ঘাড় বড় মজবুদ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। মজবুতি (বিশেষ্য) শক্তি; দৃঢ়তা (মজবুতিতে আপন মুলুকে কর্তৃত্ব করিব-রামরাম বসু)। {(আরবি) মাদবুত}