Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভাটক Bengali definition [ভাটোক্‌] (বিশেষ্য) বাড়া; কেরায়া (যে গৃহে তাঁহার বিপণি ছিল, তাহার ভাটকদানে অসমর্থ হওয়াতে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √ভট্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word ভাটা, ভাঁটা Bengali definition [ভাটা, ভাঁটা] (বিশেষ্য) ১ সমুদ্র বা নদীতে চন্দ্রসূর্যের আকর্ষণজনিত সাধারণ জলস্ফীতির বা বৃদ্ধির হ্রাস; জোয়ারের বিপরীত; edd-tide। ২ (আলঙ্কারিক) অবনতি; হ্রাস; কমতি; ক্রমপতনশীল; পতনের দিকে গতি (বয়সে ভাটা পড়া; আয়ে ভাটা পড়া)। {(তুলনীয়) (অহমিয়া/অসমিয়া) ভাটী}
  • Bengali Word ভাটানো Bengali definition [ভাটানো] (ক্রিয়া) ১ ভাটা পড়া (যখন আসবে জোয়ার উজিয়ে যাবে ভাটিয়ে যাবে ভাটার বেলা-রামরাম বসুরাম বসু)। ২ শেষ হয়ে আসা বা যাওয়া। □(বিশেষ্য) কমের দিকে যাওয়া (বেলা ভাটিয়ে গেল)। {ভাটা+আনো}
  • Bengali Word ভাটি গাঙ Bengali definition (বিশেষ্য) যে নদীতে ভাটা পড়েছে। ভাটি দেওয়া (ক্রিয়া) ভাটার অনুকূলে অর্থাৎ ভাটার টানের সঙ্গে সঙ্গে নৌকা বাইতে দেওয়া (ভাটে দিয়ে বলে বাটে চলিবে সত্বর-ঘনরাম চক্রবর্তী)। ভাটি পড়া (ক্রিয়া) যৌবনের পর পৌঢ় অবস্থায় উপনীত হওয়া (যদিও এখন জমিরের বয়সে ভাটি পড়িয়াছে-কাজী আবদুল ওদুদ)। ভাটিবেলা (বিশেষ্য) বৈকাল বেলা। উজান ভাটি (বিশেষ্য) ১ পানির হ্রাস-বৃদ্ধি; জোয়ার-ভাঁটা। ২ উন্নতি-অবনতি (জীবনের উজান-ভাঁটি)। {(তুলনীয়) (অহমিয়া/অসমিয়া) ভাটী}
  • Bengali Word ভাটি ১, ভাঁটি ১ Bengali definition [ভাটি, ভাঁটি] (বিশেষ্য) ১ ইট চুন ইত্যাদি পোড়াবার চুলা। ২ ধোপার কাপড় সিদ্ধ করার বড় হাঁড়ি (ভাটি দেওয়া)। ৩ মদ চোলাই করার পাত্র বা স্থান (যখন করেছ মানা বন্ধুরা সব আসলে ভাঁটি-কাজী নজরুল ইসলাম)। ভাটিখানা (বিশেষ্য) মদ প্রস্তুত করবার ঘর বা স্থান; মদ চোলাই করার কারখানা, মদের দোকান (বেরিয়ে ভাঁটিখানা থেকে বলল হেঁকে বৃদ্ধ পীর-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাষ্ট>(প্রাকৃত) ভট্‌ঠ>}
  • Bengali Word ভাটি ২, ভাঁটি ২ Bengali definition [ভাটি, ভাঁটি] (বিশেষ্য) ১ নদী প্রভৃতির ক্ষয়িষ্ণু জলের স্রোতের দিক বা নিম্নগতি। ২ অবনতি; নিচু দিকে গতি। ৩ অবসান; পড়ন্ত বেলা (হইল দুপুর ভাটি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ হ্রাস (জোয়ারের পানি যে নারীর বয়স যাবৎ না পড়ে ভাটি ভুঞ্জ রতি রস-কাজী দৌলত)। ৫ পরাজয়। □(বিশেষণ) ১ গত; অপসৃত (এখন সারথি ভাটি-পাগলা কানাই)। ২ অল্প; মৃদু (ক্ষীর রান্ধে জ্বাল দিয়া ভাটি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ দক্ষিণ (ভাটি অঞ্চল)। ৪ নিম্নদিক।
  • Bengali Word ভাটিয়াল ১ Bengali definition [ভাটিয়াল্‌] (বিশেষণ) দক্ষিণ দেশীয় (ভটিয়াল সুর)। {ভাটি+আল}
  • Bengali Word ভাটিয়াল ২ Bengali definition ⇒ ভেটেল
  • Bengali Word ভাটিয়ালি, ভাটিয়ালী, ভাটিয়ারী Bengali definition [ভাটিয়ালি, ভাটিয়ালি, ভাটিয়ারি] (বিশেষ্য) ১ লোকসঙ্গীতের সুরবিশেষ। ২ উক্ত সুরে গাওয়া গান; ভাটার টানে নৌকা চলাকালীন মাঝিরা যে সুরে গান গায় (উজান বাওয়ার গান এবার গাসনে ভাটিয়ালি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভর্তৃহারিকা>ভাটিয়ারি>}
  • Bengali Word ভাটুয়া Bengali definition [ভাটুয়া] (বিশেষ্য) বাট; ঘটক (কন্যার বিয়ার ল্যাগা ভাটুয়া পাঠাইল-মেগী)। {ভাট+উয়া}
  • Bengali Word ভাণ Bengali definition [ভান্‌] (বিশেষ্য) ১ এক অঙ্কে যে নাটক শেষ হয়; সংস্কৃত রূপক নাটিকা (সেটা নাটক কি রূপক কি ভাণ তা ঠিক বলতে পারব না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ছল; জ্ঞান; বোধ। ৩ ভাব; বাণী (ভণয়ে বিদ্যাপতি তখনক ভাণ-বিদ্যাপতি)। □(বিশেষণ) তুল্য; সদৃশ (গতি গজ রাজক ভাণে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √ভণ্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word ভাণা Bengali definition [ভানা] (ক্রিয়া) বলা (কবি বিদ্যাপতি ভাণ)। {(তৎসম বা সংস্কৃত) ভাণ+(বাংলা) আ}
  • Bengali Word ভাণিকা Bengali definition [ভানিকা] (বিশেষ্য) হাস্যরসাত্মক একাঙ্ক নাটিকা। {(তৎসম বা সংস্কৃত) √ভণ্‌+অ(ঘঞ্‌)+ক+আ}
  • Bengali Word ভাণ্ড Bengali definition [ভান্‌ডো] (বিশেষ্য) ১ পাত্র; ভাঁড়। ২ বাদ্যযন্ত্র। ৩ পুঁজি। ৪ দেহ (গুরু না ভজিলে ভাণ্ড শৃগালে না খায়-মানিক রাজান গান)। ৫ নাপিতের অস্ত্রাদি রাখবার ক্ষুদ্র পেটরা। ভাণ্ডপুট (বিশেষ্য) নাপিত; ক্ষৌরকার। ভাণ্ডাগার (বিশেষ্য) ধনাগার; ভাঁড়ার। {(তৎসম বা সংস্কৃত) √ভণ্ড্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ভাণ্ডানো Bengali definition [ভান্‌ডানো] (ক্রিয়া) (মধ্যযুগীয় বাংলা) ভাঁড়ানো; প্রতারণা বা ‍প্রবঞ্চনা করা; ঠকানো (কি বলিয়া ভাণ্ডাই সে সকল জনে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √ভণ্ড্‌+(বাংলা) আনো; ক্রিয়ারূপ-ভাণ্ডাই, ভাণ্ডাও, ভাণ্ডায়, ভাণ্ডান; অসমপিকা ক্রিয়া-ভাণ্ডালে, ভাণ্ডাতে, ভাণ্ডিয়ে ইত্যাদি}
  • Bengali Word ভাণ্ডার, ভাঁড়ার Bengali definition [ভান্‌ডার্‌, ভাঁড়ার্‌] (বিশেষ্য) ১ ধন খাদ্য বা অন্য বস্তু যেখানে সঞ্চিত থাকে; ধনাগার; ভাঁড়ার (ভাঁড়ার ঘর; ভাণ্ডার দ্বার খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পুঁজি; কোষ। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ডাগার>}
  • Bengali Word ভাণ্ডারী(-রিন্‌), ভাঁড়ারি Bengali definition [ভান্‌ডারি, ভাঁড়ারি] (বিশেষ্য) ১ ‍ভাণ্ডার রক্ষক; ধনরক্ষক (হানিফের বাক্য শুনি চলিল ভাণ্ডারী-হেয়াত মাহমুদ; কখন খেটেল কখন ভাঁড়ারী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ ভৃত্য; অনুচর। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ডার+ইন্‌(ইনি),>}
  • Bengali Word ভাণ্ডি Bengali definition [ভান্‌ডি] (বিশেষ্য) তাড়া (তাগের ভাণ্ডি)। {(ইংরেজি) bundle}
  • Bengali Word ভাণ্ডীর Bengali definition [ভান্‌ডির্‌] (বিশেষ্য) ১ বটগাছ। ২ ভাঁট বা ঘেঁটুগাছ। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ডীর}
  • Bengali Word ভাত ১ Bengali definition [ভাতো] (বিশেষণ) ১ আলোকিত; দীপ্ত; উদ্ভাসিত। ২ প্রকাশিত; প্রতিভাত। ভাতি (বিশেষ্য) দীপ্তি; প্রভা; দ্যুতি (‘নিশিথে প্রদীপ ভাতি’)। {(তৎসম বা সংস্কৃত) √ভা+ত(ক্ত)}
  • Bengali Word ভাত ২ Bengali definition [ভাত্‌] (বিশেষ্য) রাঁধা চাল; খাওয়ার যোগ্য সিদ্ধ করা চাল; অন্ন। ভাতকাপড় (বিশেষ্য) অন্ন-বস্ত্র; খাদ্য ও পরিধেয় বস্ত্র। ভাত ছড়ালে কাকের অভাব হয় না (প্রবচন) পয়সা থাকলে বা জোগাতে পারলে ভৃত্যের অভাব হয় না। ভাত বাড়া (ক্রিয়া) ভোজনপাত্রে অন্ন সাজিয়ে দেওয়া (ছোট্ট থালায় হয় নাকো ভাত বাড়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। ভাতুড়ে, ভাতুড়িয়া (বিশেষণ) পরের অন্নে পালিত; অন্নদাস; গলগ্রহ। ভেতো (বিশেষণ) ১ ভাতই প্রধান খাদ্য এমন; ভাত খেতে ভালোবাসে এমন; অন্নপ্রিয় (ভাত বিনে বাঁচিনে আমরা ভেতো বাঙ্গালী-ঈশ্বরচন্দ্র গুপ্ত)। ২ (আলঙ্কারিক) দুর্বল; ভিতু; ভীরু। ভাতে মারা (ক্রিয়া) (আলঙ্কারিক) অন্ন না দিয়ে বা জীবিকার উপায় বন্ধ করে জব্দ করা। ভাতে ধুনো দেওয়া (ক্রিয়া) প্রতারিত করা; ঠকানো। ভাতের কাঁড়ি (বিশেষ্য) এক রাশ অন্ন। {(তৎসম বা সংস্কৃত) ভক্ত>}
  • Bengali Word ভাতা ১ Bengali definition [ভাতা] (বিশেষ্য) ১ প্রতিভাত হওয়া; আলোকিত হওয়া; দীপ্তি পাওয়া। ২ প্রকাশ পাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √ভা+ত(ক্ত)=ভাত+(বাংলা) আ}
  • Bengali Word ভাতা ২ Bengali definition [ভাতা] (বিশেষ্য) অতিরিক্ত বেতন; বাড়তি বেতন; বৃত্তি; খাদ্যমূল্য বৃদ্ধি বা পরিদর্শনাদি কাজের কর্মচারীদের নিয়মিত বেতনের যে অর্থ দেওয়া হয়; allowance। {(তৎসম বা সংস্কৃত) ভৃতি>}
  • Bengali Word ভাতার Bengali definition [ভাতার্‌] (বিশেষ্য) স্বামী; পতি; ভরণ করায় যে; ভর্ত বা ভাত দেয় যে। ভাতার-কামড়া (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্বামীর উপর প্রতিপত্তিশালিনী; স্বামীকে আঁকড়িয়ে রাখে যে (তুই যে ভাতার কামড়া তুই আবার অন্য নোকলে দিবি-দীনবন্ধু মিত্র)। ভাতারখাকি, ভাতারখাগি (বিশেষণ), (বিশেষ্য) ১ (অশিষ্ট) স্বামীকে খেয়েছে এমন; রাঁড়। ২ বিবাহিতা নারীকে বিধবা বলে দেওয়া গালি। ভাতারি (বিশেষণ) ভাতার ধরে এমন; ভাতাররূপে গ্রহণকারিণী। {(তৎসম বা সংস্কৃত) ভর্ত্তৃ/ভর্তা?+(বাংলা) আর}
  • Bengali Word ভাতাসি Bengali definition [ভাতাশি] (বিশেষ্য) অবধি খাওয়ার ফলে খাদ্যে অরুচি; ক্রমাগত একই খাদ্য খাওয়ায় খেতে স্পৃহার অভাব; অরুচি (মারে কি তোর ভাতাসি লাগে না (অচিন্ত্যকুমার সেনগুপ্ত))। {ভাত+আ+সি}
  • Bengali Word ভাতি Bengali definition [ভাতি] (বিশেষ্য) ১ শোভা; দীপ্তি (বৃদ্ধের নয়নপল্লবে স্বর্গের ভাতি ফুটে উঠল-শেখ ফজলল করিম)। ২ প্রকার; রকম; সাদৃশ্য (নানা পক্ষী জলচর গড়ে নানা ভাতি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √ভা+তি(ক্তি)}
  • Bengali Word ভাতিজা Bengali definition [ভাতিজা] (বিশেষ্য) ভাইয়ের ছেলে; ভাইপো (গাড়ীতে ছিল ভাতিজা মামুন মিঞা-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ভাতিজি, ভাতিজী (স্ত্রীলিঙ্গ) (ভাতিজি আমার নিজের কথা এড়িয়ে যাচ্ছে-আবু রুশ্‌দ্‌)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতৃজ>}
  • Bengali Word ভাদর Bengali definition [ভাদোর্‌] (বিশেষ্য) ভাদ্র মাস (ভরা বাদর মাহ ভাদর-বিদ্যাপতি; শাওনে যাহারে পেলে না তাহার কি ভাদরে পাইবে দেখা-কাজী নজরুল ইসলাম)। ভাদুরে (বিশেষণ) ভাদ্র মাস সম্বন্ধীয়; ভাদ্রমাসে উৎপন্ন। ভাদুরে তাল, ভাদ্দুরে তাল (বিশেষ্য) ১ ভাদ্র মাসের পাকা তাল। ২ (আলঙ্কারিক) পাকা তাল গাছ থেকে পড়লে যেমন শব্দ হয়, তেমনি শব্দযুক্ত কিল লাথি ইত্যাদি (পিঠের উপর মস্ত একটা লাথি মেরে বললাম-তাহলে এমনি করে তোর পিঠে ভাদুরে তাল ফেলাই-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভাদ্র>}
  • Bengali Word ভাদাল Bengali definition [ভাদাল্‌] (বিশেষ্য) গাঁদাল; গন্ধ-ভাদাল; এক প্রকার ঔষধি। {(তৎসম বা সংস্কৃত) গন্ধভদ্রা>গন্ধভাদাল>}
  • Bengali Word ভাদোই Bengali definition [ভাদোই] (বিশেষণ) ভাদ্র মাসের। □(বিশেষ্য) ভাদ্র মাসে উৎপন্ন ফসল (এবার চাসীরা ভাদোই খুব ভালই পেয়েছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) ভাদ্র>}