Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভোজলি, ভোজালি Bengali definition ⇒ ভুজালি
  • Bengali Word ভোজী (-জিন্‌) Bengali definition [ভোজি] (বিশেষণ) খায় এমন; ভোজনকারী (তৃণভোজী)। ভোজিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্‌+ইন্‌(ণিনি)}
  • Bengali Word ভোজ্য Bengali definition [ভোজ্‌জো] (বিশেষ্য), (বিশেষণ) ১ ভোজনযোগ্য খাদ্য; খাবার। ২ হিন্দু সমাজে মৃত পিতৃপুরুষের তৃপ্তির জন্য দেয় অন্নাদি। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্‌+য(ণ্যৎ)}
  • Bengali Word ভোজয়িতা Bengali definition [ভোজোয়িতা] (বিশেষণ) খাওয়ায় এমন; আহার্য প্রদানকারী। ভোজয়িত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্‌+ণিচ্‌+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word ভোট ১ Bengali definition [ভোট্‌] (বিশেষ্য) ভূটান দেশ। □(বিশেষণ) ভুটান দেশীয় (ভোট কম্বল)। ভোটকম্বল (বিশেষ্য) ভুটানি বা তিব্বতি কম্বল (মন্ত্রীর গলায় রাজার দেওয়া কন্ঠমালা পণ্ডিতের গায়ে রাণীর দেওয়া ভোটকম্বল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ভোট}
  • Bengali Word ভোট ২ Bengali definition [ভোট্‌] (বিশেষ্য) নির্বাচনে জ্ঞাপিত মত। ভোটার (বিশেষ্য) ভোটদাতা। ভোটাভুটি (বিশেষ্য) ভোটদানের ব্যাপার। {(ইংরেজি) vote}
  • Bengali Word ভোতা Bengali definition ⇒ ভোঁতা
  • Bengali Word ভোদা Bengali definition [ভোদা] (অশিষ্ট) (বিশেষ্য) যোনি; স্ত্রীযৌনাঙ্গ। {(আরবি) বুদয়াহ}
  • Bengali Word ভোম, ভোঁ Bengali definition [ভোম্‌, ভোঁ] (বিশেষণ) বিহ্বল; চুর; মাতোয়ারা; মাতাল; মত্ত (মদ খেয়ে ভোম হয়ে আছে)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রম>}
  • Bengali Word ভোমর ১ Bengali definition [ভোমোর্‌] (বিশেষ্য) কাঠ ছিদ্র করবার যন্ত্রবিশেষ; তুরপুন; drill। {(তৎসম বা সংস্কৃত) ভ্রমরক>}
  • Bengali Word ভোমর ২, ভোমরা Bengali definition ⇒ ভ্রমর
  • Bengali Word ভোমা Bengali definition [ভোমা] (বিশেষণ) ১ নির্বোধ; বোকা। ২ হতবম্ব; হতবুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) ভম্ব>}
  • Bengali Word ভোমো Bengali definition [ভেমো] (বিশেষণ) বোকা (তুই গুওডা বড় ভেমো আমি আর শুনতে চাই না-দীনবন্ধু মিত্র)। {হাবা>}
  • Bengali Word ভোর ১ Bengali definition [ভোর্‌] (বিশেষ্য) ১ উষা; প্রত্যুষ; ভোরবেলা (ভোর বেলা)। ২ প্রভাত; নিশাবসান (রাত ভোর হলো)। ৩ অবসান; সমাপ্তি (নিশিভোর)। ৪ সম্পূর্ণ; শেষ (এবার বাজী ভোর হইল-রামরাম বসুপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ>}
  • Bengali Word ভোর ২ Bengali definition [ভোর্‌] (বিশেষণ) বিভোর; মত্ত; অভিভূত; তন্ময় (চণ্ডীদাসে কয় ব্যাধি সমাধি নয় দেখিয়া হইনু ভোর-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বিহ্বল>ভোল>ভোর}
  • Bengali Word ভোর ৩ Bengali definition [ভোর্‌] ব্যাপী; সমগ্র (জীবনভোর, রাতভোর); পরিমিতি (তোলাভোর) প্রভৃতি অর্থজ্ঞাপক শব্দ যা প্রত্যয়ের মত ব্যবহৃত হয়। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ>}
  • Bengali Word ভোরঙ্গ Bengali definition [ভোরঙ্‌গো] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ (খনখন বাজে ভোরঙ্গ ভমভম-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ভোরা, ভোরি Bengali definition [ভোরা, ভোরি] (বিশেষণ) মত্ত; বিভোর (দুহু মুখ হেরি দুহুঁ ভোরি- জ্ঞানদাস)। {ভোর২+আ,ই}
  • Bengali Word ভোরাই Bengali definition [ভোরাই] (বিশেষ্য) ১ প্রত্যুষে আবৃত্তি বা গান করার উপযুক্ত স্তব বা গান। □(বিশেষণ) প্রভাতী (আলপনা দেয় আলতো বাতাস ভোরাই সুরে মনভোলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ভার+আই}
  • Bengali Word ভোরি Bengali definition ⇒ ভোরা
  • Bengali Word ভোল ১ Bengali definition [ভোল্‌] (বিশেষ্য) ১ সাজ; বেশ; পরিচ্ছদ (ভোল বদলানো)। ২ ছদ্মবেশ (ভোল ধরা)। ৩ ছলনা; ছল; বেশ পরিবর্তন; ভোল পালটানো (সামান্য বেশ্যার ভোলে অজামিল মুনি-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রম>; ভেলকি>ভোলা}
  • Bengali Word ভোলা, ভুলা Bengali definition [ভোলা, ভুলা] (ক্রিয়া) ১ ভুল করা (রাস্তা ভোলা)। ২ মুগ্ধ হওয়া (ছবি দেখে ভোলা)। ৩ বিস্মৃত হওয়া (কাজ করতে ভোলা)। □(বিশেষ্য) ১ উক্ত সকল অর্থে। ২ সহজে ভুলে যাওয়া। □(বিশেষণ) ১ বিস্মৃত। ২ আত্মবিস্মৃত। ৩ বিহ্বল; বিভোর। ৪ সহজে ভুলে যায় এমন। ভোলানো, ভুলানো (ক্রিয়া) মুগ্ধ করা। ২ অন্য দিকে আকৃষ্ট করে শান্ত করা। ৩ স্তোকবাক্যে প্রবঞ্চনা করা বা ঠকানো (ভুলিয়ে কাজ সারা)। □(বিশেষ্য) ১ উক্ত সকল অর্থে। ২ যা দিয়ে ভুলানো যায়। ভোলানাথ (বিশেষ্য) (হিন্দু দেবতা) শিব। ভোলানি, ভুলানি, ভুলুনি, ভুলানে (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে মোহিত করে; যে ভুলায়। ভোলানে, ভুলুনে (বিশেষ্য), (বিশেষণ) (পুংলিঙ্গ) যে ভুলায়। ভোলী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বিহ্বল। {(তৎসম বা সংস্কৃত) বিহ্বল>(বাংলা) ভোল+আ}
  • Bengali Word ভোড়ং, ভোরঙ্গ Bengali definition [ভোড়ঙ্‌, ভোরঙ্‌গো] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ (তার পশ্চাৎ এক শ ঢোল; সানাই ভোড়ং ও ভেপু-কালীপ্রসন্ন সিংহ)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ভৌত, ভৌতিক Bengali definition [ভোউতো, ভোউতিক্‌] (বিশেষণ) ১ পদার্থ বা ভূতসম্পর্কিত। ২ ভুতুড়ে। ৩ পঞ্চভূত সংক্রান্ত; material। {(তৎসম বা সংস্কৃত) ভূত+অ(অণ্‌), ইক(ঠক্‌)}
  • Bengali Word ভৌম Bengali definition [ভোউমো] (বিশেষ্য) ১ আকাশ; অম্বর। ২ মঙ্গল গ্রহ। □(বিশেষণ) ভূমিজাত; ভূমি থেকে উৎপন্ন। ৪ ভূমিসম্পর্কিত। ভৌমজল (বিশেষ্য) ভূগর্ভস্থ পানি। ভৌমী (বিশেষণ) ১ ভূমি হতে উদ্ভূতা; রামায়ণ অনুযায়ী ভূমি-উদ্ভূতা সীতা। ২ ভূমিজাতা বা প্রসূতা। ৩ ভূমিসম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত) ভূমি+অ(অণ্‌)}
  • Bengali Word ভৌমিক Bengali definition [ভোউমিক্‌] (বিশেষ্য) ১ ভূম্যধিকার; ভূস্বামী। ২ উপাধিবিশেষ (চিত্তরঞ্জন ভৌমিক)। {(তৎসম বা সংস্কৃত) ভূমি+ইক(ঠক্‌)}
  • Bengali Word ভ্যা Bengali definition [ভ্যা] (অব্যয়) ১ ছাগলের ডাক; ভেড়ার ডাক। ২ ক্রন্দন ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ভ্যাঁপসা Bengali definition ⇒ ভাপ
  • Bengali Word ভ্যাংচানো Bengali definition ⇒ ভেংচানো
  • Bengali Word ভ্যাকসিন Bengali definition ⇒ ভেকসিন