Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভুড়, ভুড়া, ভুরা Bengali definition [ভুড়্‌, ভুড়া, ভুরা] (বিশেষ্য) ভোলা (কলা গাছ কেটে ভুড় বেঁধে নিয়ে রাখালেরা ভেসে চলে-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) ভেলক>}
  • Bengali Word ভুড়ভুড় Bengali definition [ভুড়্‌ভুড়্‌] (অব্যয়) ক্রমাগত বুদ্বুদ ফাটার আওয়াজ। ভুড়ভুড়ি (বিশেষ্য) ১ বুদ্বুদ; মাছ প্রভৃতি শ্বাস ত্যাগের ফলে যে বুদ্বুদ হয়। ২ গাঁজলা। ভুড়ভুড়ি ভাঙা (বিশেষ্য) বুদ্বুদ ওঠা; গাঁজলা ওঠা। {(তৎসম বা সংস্কৃত) বুদ্‌বুদ>; ধ্বন্যাত্মক}
  • Bengali Word ভুড়া Bengali definition ⇒ ভুড়
  • Bengali Word ভুয়া, ভুয়ো Bengali definition [ভুয়া, ভুয়ো] (বিশেষণ) সারহীন; অসার; শূন্যগর্ভ; অন্তঃসারশূন্য। □(বিশেষ্য) অলীক; মিথ্যা। আচাভুয়া (বিশেষ্য) অলীক; মিথ্যা; অবিশ্বাস্য। আচাভুয়ার ছা (বিশেষ্য) অলীক জন্তুর শাবক। {(তৎসম বা সংস্কৃত) বূস>(প্রাকৃত) বূহ>}
  • Bengali Word ভূ Bengali definition [ভু] (বিশেষ্য) ১ পৃথিবী; ভূমণ্ডল। ২ স্থল; ভূমি; স্থান (ভূভাগ)। ৩ পাতাল। ৪ হিন্দু পুরাণোক্ত সপ্তলোকের অন্যতম। ৫ আধার। ভূকম্প, ভূকম্পন (বিশেষ্য) ভূমিকম্প; আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদির কারণে পৃথিবীর অভ্যন্তর ভাগের আলোড়নের ফলে তার উপরিভাগে যে কম্পন অনুভূত হয়; earthquake। ভূগর্ভ (বিশেষ্য) পৃথিবীর অভ্যন্তর; মাটির তলার অংশ। ভূগোল (বিশেষ্য) পৃথিবীর ও তার উপরিস্থ বিভিন্ন দেশের বিবরণ; geography। ভূচক্র (বিশেষ্য) ভূবেষ্টনরেখা। ভূচর (বিশেষণ) মাটিতে চরে যেসব প্রাণী; স্থলচর। ভূচিত্র (বিশেষ্য) মানচিত্র। ভূচ্ছায়া (বিশেষ্য) ১ পৃথিবীর ছায়া-গ্রহণকালে যা চন্দ্রে পড়ে। ভূতত্ত্ব, ভূবিদ্যা (বিশেষ্য) পৃথিবীর উৎপত্তি পরিণতি বিষয়ক বিজ্ঞানদ ভূপৃষ্ঠে ও তার অভ্যন্তরস্থ স্তরগুলি সংক্রান্ত বিজ্ঞান; geology। ভূতল (বিশেষ্য) পৃথিবীর পৃষ্ঠ; পাতাল। ভূদেব (বিশেষ্য) পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি; ব্রাহ্মণ। ভূধর, ভূভৃৎ (বিশেষ্য) পর্বত। ভূপ, ভূপতি, ভূপাল (বিশেষ্য) নৃপতি; রাজা। ভূপতিত (বিশেষণ) ভূপৃষ্ঠে পতিত; মাটির উপরে পড়েছে এমন। ভূপর্যন্ত (বিশেষণ) ভূমিতে বিক্ষিপ্ত; ভূবিপর্যস্ত (ভূপর্যস্ত মাধবী লতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ভূপাতিত (বিশেষণ) ভূপৃষ্ঠে পতিত; মাটির উপর নিক্ষিপ্ত। ভূপুত্র (বিশেষ্য) মঙ্গলগ্রহ। ভূবলয় (বিশেষ্য) ভূমণ্ডল; ভূপরিধি। ভূ-বিদ্যা (বিশেষ্য) পৃথিবীপৃষ্ঠ ও তার নিচের স্তরগুলি সম্পর্কে বিবিধ জ্ঞান যে শাস্ত্রে পাঠ করা যায়; geology। ভূভার (বিশেষ্য) ১ পৃথিবীর ভার। ২ পৃথিবীতে যে বিপুল পাপ জমছে তার ভার। ভূভারত (বিশেষ্য) পৃথিবী ও ভারতবর্ষ; সমগ্র পৃথিবী। ভূমণ্ডল (বিশেষ্য) পৃথিবী নামক গ্রহ। ভূলতা (বিশেষ্য) কেঁচো। ভূলুন্ঠিত (বিশেষণ) ভূমিতে পড়ে গড়গড়ি দিয়েছে বা দিচ্ছে এমন; ধরাশায়ী; ধুলায় পড়েছে এমন। ভূলোক (বিশেষ্য) পৃথিবী (গেয়ে ধেয়ে যাক দ্যুলোক ভূলোক-রবীন্দ্রনাথ ঠাকুর))। ভূশয্যা (বিশেষ্য) ভূমিরূপ শয্যা। ভূসম্পত্তি (বিশেষ্য) জমিজমা; স্থাবর সম্পত্তি। ভূস্বর্গ (বিশেষ্য) ১ পৃথিবীর ভিতর উৎকৃষ্ট স্থান। ২ (আলঙ্কারিক) কাশ্মীর। ভূস্বামী(-মিন্‌) (বিশেষ্য) জমিদার; জমির মালিক। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+ক্বিপ্‌}
  • Bengali Word ভূখন (ব্রজবুলি) Bengali definition [ভুখন্‌] (বিশেষ্য) ভূষণ; অলঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) ভূষণ>}
  • Bengali Word ভূগোল, ভূচর Bengali definition ⇒ ভূ১
  • Bengali Word ভূঞা Bengali definition ⇒ ভুঞা
  • Bengali Word ভূত, ভুত Bengali definition [ভুত্‌] (বিশেষ্য) ১ হিন্দু মতে দেবযোনিবিশেষ; শিবের অনুচর (ভূত নামা)। ২ প্রেত; পিশাচ (ভূতে পাওয়া)। ৩ জীব; প্রাণী (সর্বভূত)। ৪ হিন্দুমতে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ও ব্যোম। ৫ কাণ্ডজ্ঞানহীন (গেঁয়ো ভূত)। ৬ অতীত; যে কাল চলে গেছে (ভূতকাল, ভূত-ভবিষ্যৎ)। □(বিশেষণ) হয়েছে এমন; সংঘটিত; পরিণত। ভূতগত (বিশেষণ) বিলীন। ভূতগ্রস্ত (বিশেষণ) ভূত প্রভৃতি দ্বারা আক্রান্ত। ভূতচতুর্দশী (বিশেষ্য) কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি। ভূতচালা (বিশেষ্য) লোকবিশ্বাসে মন্ত্রাদি দ্বারা ভূতপ্রেত বশ করা ও প্রয়োজনমতো তাদের কাজে লাগানো (ভূতচালা চণ্ডীমণ্ডপে বাসা পেলেন; ভূত আসবার প্রোগ্রাম স্থির হলো-কালীপ্রসন্ন সিংহ)। ভূত ছাড়ানো, ভূত ঝাড়ানো, ভূত নামানো (ক্রিয়া) ১ ভূতের প্রভাব থেকে মুক্ত করা। ২ অসৎ প্রভাব থেকে মুক্ত করা। ভূতনাথ (বিশেষ্য) হিন্দুদেবতা শিব। ভুতপূর্ব (বিশেষণ) পূর্বে; প্রাক্তন (ভূতপূর্ব পরিচালক)। ভূতপ্রেত (বিশেষ্য) প্রেতযোনিসমূহ। ভূতবলি, ভূতযজ্ঞ (বিশেষ্য) জীবকে অন্নদানরূপ যজ্ঞ। ভূতবিদ্যা (বিশেষ্য) ভূতাবেশজনিত রোগবিজ্ঞান; science of diseases caused by evil spirit। ভূত-ভবিষ্যৎ (বিশেষ্য) অতীতও বর্তমান। ভূতভাবন (বিশেষ্য) প্রাণীদের সৃষ্টিকর্তা বা পালনকর্তা। ভূতময় (বিশেষণ) পঞ্চভূত দ্বারা গঠিত; পাঞ্চভৌতিক। ভূতযোনি (বিশেষ্য) ১ হিন্দুমতে প্রেতরূপে জন্ম। ২ ভূত, পিশাচ ইত্যাদি। ভূতশুদ্ধি (বিশেষ্য) হিন্দু বিশ্বাস মতে পূজাদি দ্বারা ভূতাবেশ। ভূতসঞ্চার (বিশেষ্য) ভূতাবেশ। ভূতসঞ্চারী (বিশেষ্য) দাবানল। ভূতাবাস (বিশেষ্য) ১ শরীর; দেহ। ভূতাবিষ্ট (বিশেষণ) ভূতগ্রস্ত এমন; ভূতে পেয়েছে এমন। ভূতাবেশ (বিশেষ্য) ভূতের আক্রমণ; ভূতে পাওয়া। ভূতার্ত (বিশেষণ) ভূতাবিষ্ট। ভূতে ধরা, ভূতে পাওয়া (ক্রিয়া) প্রেতাত্মা দ্বারা আক্রান্ত হওয়া। ভূতের বাপের শ্রাদ্ধ (বিশেষ্য) অত্যন্ত বিশৃঙ্খলা; বাজে কাজে টাকা নষ্ট। ভূতের বেগার খাটা, ভূতের বোঝা বওয়া (ক্রিয়া) অনর্থক পরিশ্রম করা। ভুতের মুখে রাম নাম (বিশেষ্য) (হিন্দু সমাজে প্রচলিত) স্বভাব-বিরুদ্ধ কথা বা বাক্য। ঘাড়ে ভূত চাপা (বিশেষ্য) কুবুদ্ধির উদয় হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+ত(ক্ত)}
  • Bengali Word ভূতল Bengali definition ⇒ ভূ১
  • Bengali Word ভূতার্থ Bengali definition [ভুতার্‌থো] (বিশেষ্য) বাস্তর; যথার্থ; সত্য। {(তৎসম বা সংস্কৃত) ভূত+অর্থ}
  • Bengali Word ভূতি Bengali definition [ভুতি] (বিশেষ্য) ১ হিন্দুমতে অণিমা, মহিমা, লাঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বশিতা, কামাবশায়িতা নামের অষ্টৈশ্বর্য বা আট বিভূতি। ২ বিভূতি। ৩ সিদ্ধি। ৪ উৎপত্তি। ৫ উৎকর্ষ। ৬ বৈশ্য জাতির উপাধি। ভূতিকর্ম (বিশেষ্য) আভ্যুদয়িক কর্ম। ভূতিকাম (বিশেষ্য) ধনসম্পদের অভিলাষী। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+তি(ক্তি)}
  • Bengali Word ভূতিয়া Bengali definition [ভুতিয়া] (বিশেষণ) ভূতসংশ্লিষ্ট; প্রেতজাতীয় (মহাদেব হুকুম দিলেন ভুতিয়া ফৌজকে যজ্ঞনাশ কর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ভুত+(বাংলা) ইয়া}
  • Bengali Word ভূতুরে Bengali definition ⇒ ভুতুরে
  • Bengali Word ভূধর, ভূপ, ভূপতি, ভূপতিত, ভূপাতিত, ভূপাল Bengali definition ⇒ ভূ
  • Bengali Word ভূপালি, ভূপালী Bengali definition [ভূপালি] (বিশেষ্য) সঙ্গীতের একটি রাগিণী। {ভূপাল+ই, ঈ}
  • Bengali Word ভূভার, ভূভূৎ, ভূমণ্ডল Bengali definition ⇒ ভূ
  • Bengali Word ভূম Bengali definition [ভুম্‌] (বিশেষ্য) ১ ভূমি। ২ ক্ষেত্র; তল (সমভূমি)। ৩ দেশ। প্রদেশ (বীরভূম)। {(তৎসম বা সংস্কৃত) ভূমি>}
  • Bengali Word ভূমা ১ Bengali definition [ভুমা] (বিশেষ্য) ১ বহুত; বিপুলতা। ২ (হিন্দুমতে) সর্বব্যাপী পুরুষ; মহান বিরাট পুরুষ; পরমাত্মা। ৩ ভূমি। □(বিশেষণ) বহুল; প্রচুর; পূর্ণ (ভূমানন্দ)। ভূমাবাদী (বিশেষণ) পরমাত্মায় বিশ্বাসী (তেমনই রিনেসেন্‌সের ভূমাবদীরা-সুধা)। {(তৎসম বা সংস্কৃত) বহু+ইমন(ইমনিচ্‌)}
  • Bengali Word ভূমা ২ Bengali definition [ভুম] (বিশেষ্য) ভূমি (রাজ্য গড়ে সাম্রাজ্যের মত কোনো ভূমা চায়-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) ভূমি>}
  • Bengali Word ভূমি, ভূমী (বিরল) Bengali definition [ভুমি] (বিশেষ্য) ১ পৃথিবী। ২ ভূ-পৃষ্ঠ; মাটি। ৩ মেঝে (ভূমিশয্যা)। ৪ জমি; ক্ষেত্র (রণভূমি)। ৫ দেশ। ৬ আকর; আধার। ৭ ত্রিভুজের অধোরেখা; শীর্ষবিন্দুর বিপরীত দিকের বাহু; base of a triangle। ভূমিকম্প (বিশেষ্য) ভূকম্প; ভূমির আর্দোলন। ভূমিকুষ্মাণ্ড (বিশেষ্য) ভুঁইকুমড়া। ভূমিগর্ভ (বিশেষ্য) ভূপৃষ্ঠের ভিতরে বা তলের স্থান; পৃথিবীর অভ্যন্তর। ভূমিজা (বিশেষণ) ভূজাত; মাটিতে বা ক্ষেতে উৎপন্ন। ভূমিজীবী (বিশেষ্য) কৃষক। ভূমিপিশাচ (বিশেষ্য) তালগাছ। ভূমিরুহ, ভূমীরুহ (বিশেষ্য) বৃক্ষ। ভূমিশয্যা (বিশেষ্য) মাটিতে শয্যা; মেঝেতে বিছানা; অনাদৃত ভূমিতলে পতন বা শয্যা গ্রহণ। ভূমিসাৎ (অব্যয়) (বিশেষণ) ভূপাতিত; ভূমিতে পতিত। ভূমিসাৎ করা (ক্রিয়া) মাটির সাথে মিশানো। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+মি}
  • Bengali Word ভূমিকা Bengali definition [ভুমিকা] (বিশেষ্য) ১ গ্রন্থাদির মুখবন্ধ; সূচনা; পূর্বাভাস; অবতরণিকা। ২ অভিনয়ে অংশ; যে চরিত্রের অভিনয় করতে হবে; role; part (শাহজাহানের ভূমিকায় শিশির ভাদুড়ী)। ৩ ক্ষেত্র; তল। {(তৎসম বা সংস্কৃত) ভূমি+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ভূমিষ্ঠ Bengali definition [ভুমিশ্‌ঠো] (বিশেষণ) ১ প্রসূত (তার একটি পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়েছে)। ২ ভূলুন্ঠিত; ভূপাতিত। ভূমিষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভূমি+√স্থা+অ(ক)}
  • Bengali Word ভূমী Bengali definition ⇒ ভূমি
  • Bengali Word ভূমীন্দ্র Bengali definition [ভুমিন্‌দ্রো] (বিশেষ্য) রাজা; ভূপতি। {(তৎসম বা সংস্কৃত) ভূমি+ইন্দ্র}
  • Bengali Word ভূম্যধিকারী(-রিন্‌) Bengali definition [ভূম্‌মোধিকারি] (বিশেষ্য) জমিদার; ভূস্বামী। ভূম্যধিকারিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভূমি+অধিকারী}
  • Bengali Word ভূরি Bengali definition [ভুরি] (বিশেষণ) অনেক; প্রচুর; অতিশয়; অত্যধিক (ভূরি ভূরি প্রমাণ)। ভূরিভোজন (বিশেষ্য) ১ গুরুতর আহার (ইহার কর্তৃপক্ষ আমাকে শুধু ভূরিভোজনে পরিতৃপ্ত করিতেন তাহা নহে-শেখ হাবিবর রহমান সাহিত্যরত্ন)। ২ বহু লোককে খাওয়ানো। ভূরিশ (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) প্রচুর; অনেক বার। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+রি+(ক্রিন্‌)}
  • Bengali Word ভূর্জ Bengali definition [ভুর্‌জো] (বিশেষ্য) এক প্রকার কোমল বল্কলবিশিষ্ট গাছ। ভূর্জপত্র (বিশেষ্য) উক্ত গাছের বাকল (প্রাচীনকালে যা কাগজের পরিবর্তে ব্যবহৃত হতো)। ভূর্জপাত (বিশেষ্য) ভূর্জ বৃক্ষের বাকল (ভূর্জপাতে কাজল মসী দিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত); (তুলনীয়) (জর্মন) bircha; (তুলনীয়) (ইংরেজি) birch}
  • Bengali Word ভূর্লোক Bengali definition [ভুর্‌লোক্‌] (বিশেষ্য) মর্ত্যলোক; ভূলোক। {(তৎসম বা সংস্কৃত) ভূ+লোক}
  • Bengali Word ভূশণ্ডি, ভূষণ্ড, ভূষণ্ডি Bengali definition ⇒ ভুশণ্ডি