Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বক্তৃতা Bengali definition [বোক্‌ত্রিতা] (বিশেষ্য) ভাষণ; সভায় কোনো বিষয়ে কিছু বলা। ২ বাক্‌পটুতা। ৩ বাগ্‌বিন্যাস। বক্তৃতাকার (বিশেষ্য), (বিশেষণ) বক্তা; ভাষণদানকারী। ২ বাক্‌টটু (দুনিয়া আর যে জন্য সৃষ্টি হোক, বক্তৃতাকারের গলা সাধবার জন্য হয়নি-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) বক্তৃ+তা(তল্‌)}
  • Bengali Word বক্ত্র Bengali definition [বক্‌ত্রো] (বিশেষ্য) মুখ; বদন। {(তৎসম বা সংস্কৃত) √বচ্‌+ত্র(ত্রন্‌)}
  • Bengali Word বক্র Bengali definition [বক্‌ক্রো] (বিশেষণ) ১ বাঁকা; সরল নয় এমন; অসরল; অসমান (বক্র রেখা)। ২ কুটিল (বক্র কটাক্ষ)। ৩ বাঁক; মোড়। বক্রগ্রীব (বিশেষণ) ঘাড় বাঁকা এমন (মন্দুরা ত্যজিয়া বাজী রাজী বক্রগ্রীব-মাইকেল মধুসূদন দত্ত)। বক্রণ (বিশেষ্য) বক্রীকরণ; বাঁকা করা বা হওয়া; বাঁকানো। বক্রদৃষ্টি (বিশেষণ) টেরা। □ (বিশেষ্য) কটাক্ষ। বক্রিমা (বিশেষ্য) ১ বক্রতা। ২ শঠতা; কুটিলতা। {(তৎসম বা সংস্কৃত) √বনচ্‌+র(রক্‌)}
  • Bengali Word বক্রী ১ Bengali definition বাকি।
  • Bengali Word বক্রী ১ (ক্রিন্‌) Bengali definition [বোক্‌ক্রি] (বিশেষণ) ১ বাকি; অবশিষ্ট। ২ প্রতিকূল; বাম; বিরূপ। {(তৎসম বা সংস্কৃত) বক্র+ইন্‌}
  • Bengali Word বক্রীকরণ Bengali definition [বোক্‌ক্রিকরোন্‌] (বিশেষ্য) বাঁকানো। {(তৎসম বা সংস্কৃত) বক্র+ঈ(চ্রি)+√কৃ+অন}
  • Bengali Word বক্রীকৃত Bengali definition [বোক্‌ক্রিকৃতো] (বিশেষণ) বাঁকা করা হয়েছে এমন; কুটিলীকৃত। {(তৎসম বা সংস্কৃত) বক্র+ঈ(চ্রি)+√কৃ+ত(ক্ত)}
  • Bengali Word বক্রোক্তি Bengali definition [বক্‌ক্রোক্‌তি] (বিশেষ্য) ১ কাব্যের অলঙ্কারবিশেষ; শ্লেষ; ব্যঙ্গার্থক অলঙ্কার। ২ ব্যঙ্গোক্তি; শ্লেষপূর্ণ কথা। ৩ বাঁকা করে অথবা রস দিয়ে যা বলা হয়। ৪ প্রচ্ছন্ন নিন্দাবাদ। {(তৎসম বা সংস্কৃত) বক্র+উক্তি; কর্মধারয় সমাস}
  • Bengali Word বক্ষ, বক্ষঃ Bengali definition [বোক্‌খো, বোখোহ] (বিশেষ্য) ১ বুক। ২ হৃদয়; অন্তর; মন; চিত্ত। বক্ষঃস্থল (বিশেষ্য) ১ বুকের পাটা; বুকের উপরিভাগ। ২ হৃদয়; অন্তর। বক্ষস্পন্দন, বক্ষঃস্পন্দন (বিশেষ্য) বুকের দুরু দুরু ভাব বা কম্পন; বুক ধড়ফড়ানো। বক্ষ-কোষ্ঠক (বিশেষ্য) গ্যালারি (রোহিণী অন্যান্য স্ত্রী-লোকদের সঙ্গে বক্ষ কোষ্ঠকে বসেছিল-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। বক্ষপঞ্জর, বক্ষৎপঞ্জর (বিশেষ্য) বুকের হাড়; পাঁজরা। বক্ষপট (বিশেষ্য) বক্ষস্থল; বুকের পাটা (সাহস বিস্তৃত বক্ষপট-রবীন্দ্রনাথ ঠাকুর)। বন্ধবন্ধনী কাঁচুলি; নারীবক্ষের অন্তর্বাস বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বক্ষঃ/বক্ষস; বচ্‌+অস্‌(অসুন্‌)}
  • Bengali Word বক্ষোজ, বক্ষোরুহ Bengali definition [বোক্‌খোজ্‌, বোক্‌রুহো] (বিশেষ্য) স্তন। {(তৎসম বা সংস্কৃত) বক্ষস্‌+ √জন্‌+অ(ড), √রুহ্‌+অ(অক)}
  • Bengali Word বক্ষ্যমাণ Bengali definition [বোক্‌খোমান্‌] (বিশেষণ) বলা হবে বা আলোচিত হবে এমন; বলার আকাঙ্খা রয়েছে এমন; বক্তব্য (স্মৃতি-বিস্মৃতি নিয়ে সূক্ষ্ম বিচার- বিশ্লেষণ বক্ষ্যমাণ আলোচনায় অবান্তর-ওবায়েদুল হক)। {(তৎসম বা সংস্কৃত) √বচ্‌+মান(স্যমান)}
  • Bengali Word বক্সী Bengali definitionবকশি
  • Bengali Word বখরা Bengali definition [বখ্‌রা] (বিশেষ্য) ভাগ; অংশ (আমিও অর্ধেক বখরা দিতে রাজি হয়েছিলাম-কারীপ্রসন্ন সিংহ)। বখরাদার (বিশেষ্য) অংশীদার; ভাগীদার। বখরাদরি (বিশেষণ) অংশীদারি। {(ফারসি) বখ্‌রা}
  • Bengali Word বখশ Bengali definition [বখ্‌শ] (বিশেষ্য) রুহের মাগফেরাতের ক্রিয়া (কোরাণ তেলাওয়াত করে তাঁর রূহের মাগফেরাতের জন্যে বখশ দিতে পারে-হাই)। {(ফারসি) বখশ}
  • Bengali Word বখশিশ, বকশিশ, বকশিস, বকসিস Bengali definition [বোখ্‌শিশ্‌, বোক্‌শিশ্‌, বোক্‌শিশ্‌, বোক্‌শিশ্‌] (বিশেষ্য) পুরষ্কার; ইনাম; পারিতোষিক (এক আধ টুকরা কোন প্রিয় শিষ্যকে বকশিশ করেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; বখশিস পাবে, খুব মেহনাত করেছ-মশা; বকসিস করেন পুন চড়নের ঘোড়া-ঘনরাম চক্রবর্তী)। {(ফারসি) বখ্‌শীশ্‌}
  • Bengali Word বখা, বকা Bengali definition [বখা, বকা] (বিশেষ্য) ১ অধঃপাতে যাওয়া; কুসংসর্গে নষ্ট হওয়া; দুশ্চরিত্র হওয়া। □ (বিশেষণ) ১ অধঃপাতে গিয়েছে এমন; দুশ্চরিত্র; নষ্ট। ২ বাচাল; ফাজিল (ধর্মসাধনের পথে চলতে গিয়ে মানুষ বক-ধার্মিক হয়ে উঠেছে-অঠঅ)। □ (বিশেষ্য) অধঃপতন (সেই ভাবের বকা দেখা দিয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌>বখ+(বাংলা) আ}
  • Bengali Word বখাটে, বকাটে, বওয়াটে, বয়াটে Bengali definition [বখাটে, বকাটে, বওয়াটে, বোয়াটে] (বিশেষ্য) ১ কুসংসর্গে নষ্ট হয়েছে এমন; অধঃপাতে গিয়েছে এমন; দুশ্চরিত্র; বয়ে যাওয়া (পাড়ার মৌতাতি বুড়ো ও বওয়াটে ছোঁড়ারা-কালীপ্রসন্ন সিংহ; যৎসমান্য ইংরেজি বাঙ্গলা পড়েই বয়াটে হয়ে যায়-আজা)। বখানো, বকানো (ক্রিয়া) নষ্ট করা; অধঃপতনে নিয়ে যাওয়া; বখাটে করা (ছেলেটাকে বখিয়েছে)। বখামি, বকামি, বখামো, বকামো (বিশেষ্য) ১ দুশ্চরিত্র বা অধঃপতিত লোকের আচরণ বা ভাব; নষ্টামি। ২ ফাজলামি; বাচালতা। বখে যাওয়া (ক্রিয়া) দুশ্চরিত্র হওয়া; কুসংসর্গে নষ্ঠ হওয়া; অধঃপাতে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌ (প্রবাহিত=কুপথে যাওয়া)>}
  • Bengali Word বখিল Bengali definition [বখিল্‌] (বিশেষণ) ১ কৃপণ; ব্যয়কুন্ঠ (বখিল কবির চিন্তা মনে ভাবি কষ্ট-সৈয়দ আলাওল)। ২ অভাবগ্রস্ত; শূন্য; রিক্ত (বখিল না হয় তার অখিল ভরিয়া যায়-ঈশ্বর গুপ্ত)। বখিলি (বিশেষ্য) কৃপণতা (আমা সবে বখিলি করিয়া হৈলু নষ্ট-সৈয়দ আলাওল)। {(আরবি) বখীল}
  • Bengali Word বখেড়া Bengali definition [বখেড়া] (বিশেষ্য) ১ বাধা; প্রতিবন্ধক; বিঘ্ন। ২ ঝঞ্ঝাট (যদি ইতিমধ্যে কোনো বখেড়া লেগে গিয়ে থাকে-সৈয়দ মুজতবা আলী)। ৩ ঝগড়া; কলহ (খামকা বখেড়া বাঁধার কম্ম বন্ধ করে দিলুম-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) ব্যাঘাত>}
  • Bengali Word বখেয়া, বকেয়া Bengali definition [বখেয়া, বকেয়া] (বিশেষ্য) সেলাইয়ের রীতিবিশেষ। {(ফারসি) বকিয়াহ}
  • Bengali Word বগ Bengali definition [বগ্‌] = বক। বগী( স্ত্রীলিঙ্গ)।
  • Bengali Word বগ, বগচর Bengali definition বক
  • Bengali Word বগদুল Bengali definition [বোগ্‌দুল্‌] (বিশেষ্য) পাখিবিশেষ; বাদুড় (বগদুল পাখী হইয়া থাক রাজ্যের ভিতর-মানিক রাজার গান)। {আঞ্চলিক; (মদ্যযুগীয় বাংলা) }
  • Bengali Word বগল Bengali definition [বগল্‌] (বিশেষ্য) ১ বাহুমুলের নিচের অংশ; কক্ষ; কাখতলি; armpit (স্কুল ফেরা সুবোধ ছেলেটি বগলে কয়টি বই-আবদুল গনি হাজারী)। ২ পার্শ্ব। ৩ সামীপ্য; নৈকট্য; নিকট (খুঁটীর বগলে বসাইয়া গেল বৃতের হাঁড়ী-মানিক রাজার গান)। বগল দাবা (বিশেষ্য) ১ বাহুমূলে চেপে ধারণ। ২ গোপনে অপহরণ। ৩ আয়ত্তে আনয়ন। বগল দাবা করা (ক্রিয়া) (আলঙ্কারিক) আয়ত্তে আনা; করতলগত করা। বগল বাজানো (ক্রিয়া) ১ আনন্দ প্রকাশার্থে বগলে হাত পুরে চাপ দিয়ে শব্দ করা। ২ (আলঙ্কারিক) বিজয়ের জন্য উল্লাস প্রকাশ করা। {(ফারসি) বগল্‌}
  • Bengali Word বগলস Bengali definition বকলস
  • Bengali Word বগলা Bengali definition [বগোলা] (বিশেষ্য) হিন্দুপুরানে উক্ত দশ মহাবিদ্যার একজন দেবী। {(তৎসম বা সংস্কৃত) বগলা}
  • Bengali Word বগলি Bengali definition [বোগ্‌লি] (বিশেষ্য) ছোট থলি; বটুয়া (তাহার জামার বগলিতে একখানি পত্র দেখিতে পাইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(ফারসি) বগলী}
  • Bengali Word বগা Bengali definition [বগা] (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) বক (শুকনা বিলে বগা চরে-ডাক)। {(তৎসম বা সংস্কৃত) বক>(প্রাকৃত) বগ+(বাংলা) আ}
  • Bengali Word বগি ১, বগী ১ Bengali definition [বোগি] (বিশেষ্য) চার চাকাবিশিষ্ট হালকা ঘোড়ার গাড়ি (এরা আপন হাতে হাঁকিয়ে বগী গড়ের মাঠে হাওয়া খাবে-ঈশ্বর গুপ্ত)। {(ইংরেজি) Buggy}
  • Bengali Word বগি ২, বগী ২ Bengali definition [বোগি] (বিশেষ্য) যাত্রীবাহী রেলগাড়ির এক একটি স্বতন্ত্র অংশ (একটি বগি লাইচ্যুত হয়েছে)। {(ইংরেজি) Bogie}