Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ফুল ২ Bengali definition [ফুল](বিশেষণ) ১ সম্পূর্ণ মাপবিশিষ্ট; নির্দিষ্ট অঙ্গ সম্পূর্ণ আবৃত হয় এমন মাপের (ফুলশার্ট)। ২ পুরা মূল্যের (ফুলটিকিট)। {(ইংরেজি) Full}
  • Bengali Word ফুল ৩ Bengali definition [ফুল] (বিশেষ্য), (বিশেষণ) বোকা; নির্বোধ। {(ইংরেজি) Fool}
  • Bengali Word ফুলকা, ফুলকো Bengali definition [ফুল্‌কা,ফুল্‌কো] (বিশেষ্য) ১ মৎস্যাদির কানকোর নিম্নস্থ চিরুনির মতো শ্বাসযন্ত্রবিশেষ (পাঁজরা দুটো ওঠানামা করে, ডাঙায় ওঠানো মাছের ফুলকোর মতো-গুণময় মান্না)। ২ ফোলানো বস্তুর উপরের পাতলা আবরণ বা আচ্ছাদন বা ছাল (লুচির ফুলকা)। □ (বিশেষণ) ফুলানো; স্ফীত। {ফুল+কা}
  • Bengali Word ফুলকি, ফুল্কি Bengali definition [ফুল্‌কি](বিশেষ্য) স্ফুলিঙ্গ; অগ্নিস্ফুলিঙ্গ; অগ্নিকাণা (আগুনের ফুলকি ছিটাচ্ছে কেউ-রাজিয়া খান)। □ (বিশেষণ) ঈষৎ; মৃদু; মুচকি (ফুলছঝুরিতে ফুলকি হাসির রাশি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স্ফুলিঙ্গ>}
  • Bengali Word ফুলকো Bengali definition ফুলকা
  • Bengali Word ফুলঝুরি Bengali definitionফুল১
  • Bengali Word ফুলন Bengali definitionফোলন
  • Bengali Word ফুলন্ত Bengali definition ফুল১
  • Bengali Word ফুলরি Bengali definitionফুলুরি
  • Bengali Word ফুলল Bengali definitionফুলেল
  • Bengali Word ফুলস্কেপ, ফুলস্ক্যাপ Bengali definition [ফুল্‌স্‌কেপ্‌, ফুল্‌স্‌ক্যাপ](বিশেষণ) দৈর্ঘ্য ১৬.৫© এবং প্রস্থ্য ১৩.৫© ইঞ্চি মাপের কাগজ (একখানা ফুলস্ক্যাপ কাগজ নিন-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) Foolscap}
  • Bengali Word ফুলা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ফুলা] (ক্রিয়া) ফুলধরা; পুষ্প প্রস্ফুটিত হওয়া। {ফুল+আ}
  • Bengali Word ফুলা, ফুলান, ফুলানো Bengali definition ফোলা
  • Bengali Word ফুলি, ফুলী Bengali definition [ফুলি] বিন ফুলের ন্যায় (নার্গিসফুলী আঁখ-কাজী নজরুল ইসলাম)। {ফুল+ই}
  • Bengali Word ফুলিল (প্রাচীন বাংলা) Bengali definition [ফুলিল] (ক্রিয়া) ফুল হলো (চর্যাপদ)। {ফুল+ইল}
  • Bengali Word ফুলী Bengali definitionফলি
  • Bengali Word ফুলুট, ফ্লুট Bengali definition [ফুলুট, ফ্লুট্‌] (বিশেষ্য) মুরলী; একপ্রকার বাঁশি (ঢোল, বেহালা, ফুলুট, মোচ্যোং ও সেতারের রং বাজলকালীপ্রসন্ন সিংহ)। {(ইংরেজি) Flute}
  • Bengali Word ফুলুরি, ফুলরি Bengali definition [ফুলুরি, ফুলোরি] (বিশেষ্য) তেলে-ভাজা বেসনের বড়া। {(তৎসম বা সংস্কৃত) ফুল্ল (স্ফীত)> ফোলা+বাড়ি=ফুলাড়ি>ফুলারি, (তুলনীয়) (হিন্দি) ফুলৌরি}
  • Bengali Word ফুলেল, ফুলল Bengali definition [ফুলেল্‌, ফুলল্‌] (বিশেষণ) ১ পুষ্পময়; ফুলে ভরা; কুসুমিত (দোয়েল শ্যামা লহর তোলে কৃষ্ণচূড়ার ফুলেল শাখায়-কাজী নজরুল ইসলাম)। ২ পুষ্পগন্ধে আমোদিত; ফুলের গন্ধযুক্ত। ৩ ফুলের মতো রমণীয় (ফুলল হবে আকাশ-মোহিতলাল মজুমদার)। পুষ্পসার মিশ্রিত (ফুলেল তেল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ফুল+তেল>}
  • Bengali Word ফুল্ল Bengali definition [ফুল্‌লো](বিশেষণ) ১ প্রফুল্ল; উৎফুল্ল (শিথিলবসনার ফুল্ল কপোলে লাজ-শোণিমা বিদীর্ণ প্রায় দাড়িম্বের মত হিঙ্গুল হয়ে ফুটল-কাজী নজরুল ইসলাম)। ২ বিকশিত; ফুটন্ত; প্রস্ফুটিত (তার ফুল্ল যৌবন গেছে-সৈয়দ মুজতবা আলী)। ৩ কুসুম; পুষ্প; প্রসূন। ফুল্লবিভা (বিশেষ্য) বিকশিত সৌন্দর্য (ফুলরাজরি এই ফুল্লবিভা দম্পতীর মনে প্রেমের আভা জ্বালাইয়া দিল-ইসমাইল হোসেন শিরাজী)। ফুল্ললোচন (বিশেষ্য) মৃগবিশেষ। □ (বিশেষণ) প্রফুল্ল নয়ন। {(তৎসম বা সংস্কৃত) √ফুল্ল+অ(অচ্‌)}
  • Bengali Word ফুল্লিঅ (প্রাচীন বাংলা) Bengali definition [ফুল্‌লিয়](ক্রিয়া) ফুল ধরেছিল; পুষ্প প্রস্ফুটিত হয়েছিল (দোহাঁদোষ)। {(তৎসম বা সংস্কৃত) ফুল্ল>ফুল+ইঅ}
  • Bengali Word ফুস Bengali definition [ফুশ](বিশেষ্য) ১ তৃণবিশেষ। ২ তুচ্ছ; অসার। {(হিন্দি) ফিস}
  • Bengali Word ফুসকুড়ি, ফুস্কুড়ি Bengali definition [ফুশ্‌কুড়ি](বিশেষণ) ছোট ফোঁড়া। {(তৎসম বা সংস্কৃত) স্ফোটক+(বাংলা) ই(স্ফোটকি>(বর্ণবিপর্যয়ে) ফুসকুড়ি)}
  • Bengali Word ফুসফুস ১ Bengali definition [ফুশ্‌ফুশ্‌](বিশেষ্য) শ্বাস-প্রশ্বাসের যন্ত্র; lungs। ফুসফুস প্রদাহ (বিশেষ্য) নিউমোনিয়া রোগ। [(তৎসম বা সংস্কৃত) ফুপ্‌ফুস>}
  • Bengali Word ফুসফুস ২ Bengali definition [ফুশ্‌ফুশ্‌](অব্যয়) মৃদু শব্দে কথোপকথন; ফিসফিস শব্দব্যঞ্জক। ফুসফুস গুজগুজ (বিশেষ্য) আড়ালে কোনো গোপন বিষয়ের মৃদু আলাপচারিতা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফুসমন্তর Bengali definition [ফুশ্‌মন্‌তোর্‌] (বিশেষ্য) ১ ফাঁকির মন্ত্র (ভূত কি ভাগে ফুসমন্তর ফুঁতে-কাজী নজরুল ইসলাম)। ২ গোপন উপদেশ। ৩ ফুসলানোর মন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) ফুস+মন্ত্র}
  • Bengali Word ফুসলনো Bengali definitionফুসলানো
  • Bengali Word ফুসলানো, ফুসলনো, ফোসলানো, Bengali definition [ফুশ্‌লানো,ফুশ্‌লনো, ফোশ্‌লনো] (ক্রিয়া) ১ আপন স্বার্থের জন্য কাকেও কুপরামর্শ দিয়ে নীতি বিগর্হিত কর্মে প্রবৃত্ত করা; বিপথগামী হবার জন্য কুমন্ত্রণা দেওয়া। ২ স্বমতে আনার জন্য গোপনে পরামর্শ বা মন্ত্রণা দেওয়া; নিজের দলে টানার জন্য মন্ত্রণা দেওয়া। {(হিন্দি) ফুস্‌লানা}
  • Bengali Word ফুসুর ফাসুর Bengali definition [ফুশুর্‌ফাশুর] (বিশেষ্য) চাপা গলায় কথোপকথন (নাগর নিয়ে ফুসুরফাসুর-আজিমুদ্দীন)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফুস্কুড়ি Bengali definitionফুসকুড়ি