Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নড়নড়, নড়বড় Bengali definition [নড়্‌নড়্‌, নড়্‌বড়্‌] (অব্যয়) শিথিলতাজ্ঞাপক; সংলগ্ন থেকে ঝুলন; ভেঙে পড়ার পূর্ব অবস্থা (বৃদ্ধের একটি দাঁত নড়নড় করছে)। নড়নড়ে, নড়বড়ে (বিশেষণ) ১ শিথিল; অদৃঢ়মূল (নড়বড়ে দাঁত)। ২ ভেঙে বা বিচ্ছিন্ন হয়েও কোনো রকমে আটকে আছে এমন (নড়বড়ে পাতার ঘর)। {নড়+নড়}
  • Bengali Word নড়া Bengali definition [নড়া] (ক্রিয়া) ১ দোলায়িত বা আলোড়িত বা আন্দোলিত হওয়া; কাঁপা (জল পড়ে পাতা নড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্থান ত্যাগ করা বা স্থানান্তরে যাওয়া (কিন্তু তখনও নড়ে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সরে যাওয়া (এখান হতে নড় সবাই কৈলাসে গিয়ে বসো তপস্যায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ চলা; গমন করা (তোর কোপে যেই পড়ে যমঘরে সেই নড়ে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৫ শিথিল হওয়া (দাঁত নড়া)। ৬ ব্যতিক্রম হওয়া; অন্যথা হওয়া (হাকিম নড় তো হুকুম নড়ে না)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। নড়াচড়া (বিশেষ্য) দেহসঞ্চালন; চলাফেরা; ঘুরে ফিরে বেড়ানো (দুর্বলতার জন্য নড়াচড়া করতে পারে না)। নড়নো (ক্রিয়া) ১ দোলানো; আন্দোলিত করা; নাড়া (পাতা নড়ানো)। ২ সরানো; চালিত করা; স্থানান্তরিত করা (রোগিকে নড়ানো উচিত নয়)। ৩ অন্যথা করানো; ব্যতিক্রম করানো (কেঁদেকেটে মাথা খুঁড়ে তার কথা নড়ান যায় না-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √নড্‌>√নড়্‌+ (বাংলা) আ}
  • Bengali Word নড়া ২ Bengali definition [নড়া] (বিশেষ্য) বাহু; হাত (দুই পোতা মাঝি তার ধরি দুই নড়া শ্রীমন্তের আগে লয়ে ফেলে যেন মড়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নলক>নলঅ>নলা>}
  • Bengali Word নড়াজ Bengali definition ⇒ নরাজ
  • Bengali Word নড়ান, নড়ানো Bengali definition ⇒ নড়া২
  • Bengali Word নড়ানড়ি Bengali definition [নড়ানোড়ি] (বিশেষ্য) দৌড়াদৌড়ি; একস্থান থেকে অন্য স্থানে সরে যাওয়া। {নড়া+নড়ি}
  • Bengali Word নড়ি ১, নড়ী Bengali definition [নোড়ি, নোড়ি] (বিশেষ্য) ১ লাঠি; যষ্টি; লগুড়; রাখালের পাচন (দশের নড়ি একের বোঝা-প্রবাদ)। ২ (আলঙ্কারিক) অবলম্বন; আশ্রয়; নির্ভর (সেই এখন বাবার সান্ত্বনা-অন্ধের নড়ি-শেখ ফয়জুল্লাহ)। ৩ হাত বা পায়ের নলের মতো লম্বা হাড়; নড়া; নলা (দলিল খারিজের প্রার্থীদের জমিদায়েরর কাছারিতে যাতায়াত করতে করতে পারে নড়ি ছিড়ে যায়-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) লগুড়>; মুণ্ডারি নাড়ি(উদ্ভিদ)}
  • Bengali Word নড়ি ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নোড়ি] (বিশেষ্য) শ্রমিক; মজুর (ডাকিয়া আনিল যত নগরের নড়ি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নর>}
  • Bengali Word নড়ী Bengali definition ⇒ নড়ি১
  • Bengali Word নড়ে ভোলা Bengali definition [নোড়ে ভোলা] (বিশেষণ) ১ আত্মভোলা; হাবাগোবা (ঠুঁটো জগন্নাথ নড়েভোলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ঢিলাঢালা; শিথিল। ৩ ক্ষীণদেহ। ৪ দুর্বল হৃদয়। {নেলাভোলা}
  • Bengali Word নয় ১ Bengali definition [নয়্‌] (ক্রিয়া) ১ না হয়; নহে। ২ নীতিশাস্ত্র। নয়জ্ঞ, নয়বিৎ, নয়বিদ (বিশেষ্য) নীতিশাস্ত্রজ্ঞ; নয়বিশারদ। নয়জ্ঞান (বিশেষ্য) রাজনীতি ধর্মনীতি ও সমাজনীতি-এই তিন শাস্ত্রের জ্ঞান বা ব্যুৎপত্তি। নয়প্রবীণ (বিশেষ্য) নীতিবিষয়ে প্রবীণ। নয়বর্ত্ম (বিশেষ্য) নীতিপথ। নয়বিশারদ বিন নীতিশাস্ত্রে সুপণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত) √নী+অ(অচ্‌)}
  • Bengali Word নয় ২ Bengali definition [নয়্‌] (ক্রিয়া) না হয়; নহে (দোষী নয়)। □ (বিশেষ্য) ১ অসত্য; অপকৃত (হয়কে নয়)। □ (অব্যয়) না হয়; নতুবা; নচেৎ; কিংবা; অথবা (হয় রাম নয় রহিম)। নয়কো (ক্রিয়া) না হয়; নহে (নয়ক আমার আপনমনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নয়তো (অব্যয়) নতুবা; তা না হলে; না হয় (সে নয় তো তুমি)। {নহে>}
  • Bengali Word নয় ৩ Bengali definition [নয়্‌] (বিশেষ্য), (বিশেষণ) ৯ সংখ্যা বা সংখ্যক। নয়ছয় ক্রিবিন নষ্ট; ধ্বংস, বিশৃঙ্খল; এলোমেলো; তছনছ (সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয়ছয় করিয়া দেয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) অপব্যয়। নয়দুয়ারি (বিশেষণ) ১ নয়টি দরজা আছে এমন। ২ যে বহু দরজায় ভিক্ষা করে। □ (বিশেষ্য) গালিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নব>}
  • Bengali Word নয়কো Bengali definition নয়২
  • Bengali Word নয়জ্ঞ, নয়জ্ঞান Bengali definition ⇒ নয়১
  • Bengali Word নয়ত, নয়তো Bengali definition ⇒ নয়২
  • Bengali Word নয়দা Bengali definition [নয়্‌দা] (বিশেষ্য) নতুন বা নবাগত বাসিন্দা। {(তৎসম বা সংস্কৃত) নবাগত>}
  • Bengali Word নয়দুয়ারি Bengali definition ⇒ নয়৩
  • Bengali Word নয়ন ১ Bengali definition [নয়োন্‌] (বিশেষ্য) ১ নিয়ে যাওয়া। ২ পাইয়ে দেওয়া। ৩ যাপন; ক্ষেপণ। {(তৎসম বা সংস্কৃত) √নী+অন(ল্যুট্‌)}
  • Bengali Word নয়ন ২ Bengali definition [নয়োন্‌] (বিশেষ্য) চক্ষু; নেত্র; আঁখি (নয়নজল; নয়ন-পথ)। নয়নকূল (বিশেষ্য) চোখের কিনারা (মনে পড়ে সেই হৃদয় উছাস নয়নকূলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নয়নগোচর (বিশেষণ) দৃষ্টিপথে পড়া; দৃষ্টিগোচর। নয়নচকোর (বিশেষ্য) সৌন্দর্যরূপ জ্যোৎস্না পানকারী চক্ষু; রূপমুগ্ধ নেত্র। নয়নজল, নয়ননীর (বিশেষ্য) অশ্রু; চোখের পানি। নয়নঠার (বিশেষ্য) ১ চোখের ইশারা। ২ আড়দৃষ্টি বা ইঙ্গিত। নয়নতারা (বিশেষ্য) ১ চোখের তারা; নেত্র-তারকা। ২ চোখের তারার মতো প্রিয় (তুমি সকলের নয়নতারা ছিলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নয়নবাণ (বিশেষ্য) বাণতুল্য হৃদয়-বিদারিণী দৃষ্টি; মর্মস্পর্শী কটাক্ষ; কামোদ্দীপক দৃষ্টি বা চাহনি (নয়নবাণ হানা)। নয়নবুদ্বুদ (বিশেষ্য) অক্ষিগোলক; eyeball। নয়ন-মণি (বিশেষ্য) ১ চোখের তারা। ২ অত্যন্ত স্নেহাস্পদ-যাকে না পেলে অন্ধবৎ অবস্থা হয়। নয়নমোহন (বিশেষণ) নয়ন মুগ্ধকারী; চিত্তাকর্ষক; মনোহর (উজীর সফদর জঙ্গের বাড়ীখানি আজ নয়নমোহন সাজে সজ্জিত-ইসমাইল হোসেন শিরাজী)। নয়নরঞ্জন (বিশেষণ) চক্ষুর তৃপ্তিদায়ক; চোখের আনন্দবর্ধক; সুদর্শন (ফুটন্ত কুসুমগুচ্ছ নয়নরঞ্জন-কায়কোবাদ)। নয়নের পুতুল (বিশেষ্য) চোখের তারা; প্রিয়; অতি আদরণীয় (দুই নয়নের পুতলী বাপের দেইখ্যা জুড়ায় চোখ-রওশন ইজদানী)। {(তৎসম বা সংস্কৃত) √নী+অন(ল্যুট্‌)}
  • Bengali Word নয়নজুলি Bengali definition ⇒ নয়নজুলি
  • Bengali Word নয়নসুখ, নয়নসুক Bengali definition [নয়োনশুখ্‌, নয়োনশুক্‌] (বিশেষ্য) একপ্রকার মূল্যবান মিহি সুতি কাপড়। {(হিন্দি) নৈনসুখ; সুখ(<সূক্ষ্ম)}
  • Bengali Word নয়না Bengali definition [নয়োনা] (বিশেষ্য) ১ নয়ন; চক্ষু (বনের ফাঁকে দুষ্ট তুমি আস্তে যাবে নয়না চুমি-কাজী নজরুল ইসলাম)। ২ অপাঙ্গ বা আড় দৃষ্টি; কটাক্ষ। ৩ এক প্রকার মাছ। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+ (বাংলা) আ}
  • Bengali Word নয়নানন্দ Bengali definition [নয়োনানোন্‌দো] (বিশেষ্য) ১ দৃষ্টির আনন্দ। ২ যাকে দেখলে আনন্দ হয়। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+আনন্দ}
  • Bengali Word নয়নাভিরাম Bengali definition [নয়োনাভিরাম্‌] (বিশেষণ) চক্ষুর প্রীতিজনক; সুদর্শন; সুন্দর (গল্প ও প্রবন্ধ এই বাড়ীর নির্জন নয়নাভিরাম পরিবেশে রচিত হয়েছে-সৈয়দ মুর্তাজা আলী)। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+অভিরাম}
  • Bengali Word নয়নাসার Bengali definition [নয়োনাবার্‌] (বিশেষ্য) অশ্রুবর্ষণ; অশ্রু; চোখের পানি; কান্না (নয়নাসারে তাঁহার দেহলতা সিক্ত করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+আসার; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word নয়নী Bengali definition [নয়োনি] (বিশেষ্য) চক্ষুতারকা। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+ (বাংলা) ঈ?}
  • Bengali Word নয়নোপান্ত Bengali definition [নয়নোপান্‌তো] (বিশেষ্য) অপাঙ্গ; চোখের কোণ। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+উপান্ত (উপ+অন্ত)}
  • Bengali Word নয়নোৎসব Bengali definition [নয়োনোত্‌শব্‌] (বিশেষ্য) ১ চোখের আনন্দের বিষয়। ২ আলোক। {(তৎসম বা সংস্কৃত) নয়ন+উৎসব}
  • Bengali Word নয়প্রবীণ, নয়বর্ত্ম, নয়বিৎ, নয়বিদ, নয়-বিশারদ Bengali definition ⇒ নয়১