Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নগজদল Bengali definition ⇒ নগদল
  • Bengali Word নগণ্য Bengali definition [নগোন্‌নো] (বিশেষণ) ১ গণনীয় নয় এমন। ২ ধর্তব্য নয় এমন; তুচ্ছ; বাজে। ৩ সামান্য (নগণ্য ক্ষতি, নগণ্য লোক)। ৪ গণনার অযোগ্য; শ্রদ্ধার অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) ন+গণ্য)}
  • Bengali Word নগদ Bengali definition [নগোদ্‌] (বিশেষ্য) ১ তৎক্ষণাৎ মূল্যদান; জিনিস ক্রয়ের সময়ে মূল্যদান; বাকির বিপরীত (নগদ বিক্রি; নগদ দিয়ে কেনা)। ২ উপস্থিত টাকা; মজুদ টাকা; খুচরা বা কাঁচা টাকা; যে টাকা চেক প্রভৃতিতে দত্ত নয়; cash (নগদ যা আছে আনো)। □ (বিশেষণ) সঙ্গে সঙ্গে দেয় বা প্রদানসাধ্য (নগদ টাকা হাতে থাকায় হিন্দুরা একই প্রক্রিয়ায় পুনর্গঠনের সে সুযোগ পান-আনিস চৌধুরী)। □ (ক্রিয়াবিশেষণ) (ব্যঙ্গার্থ) খুব বেশি; জবর (এ ছেলের তো বিদ্যা নগদ হইবে, এক বেলাতেই গ্রাম কাঁপিয়া গিয়াছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। নগদ খাজনা (বিশেষ্য) নির্ধারিত খাজনা। নগদ নারায়ণ (বিশেষ্য) (আলঙ্কারিক) নগদ টাকা। নগদ বিদায় (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) কাজ শেষ হওয়ার সাথে সাথে পারিশ্রমিক শোধ করে দেওয়া; নগদ টাকা দিয়ে বিদায়; উপস্থিত হওয়ামাত্র লেনদেন চুকিয়ে দেওয়া। ২ (আলঙ্কারিক) অপমান; প্রহার। নগদমূল্য (বিশেষ্য) জিনিস ক্রয়কালে দেওয়া সম্পূর্ণ মূল্য; ক্রয়কালে প্রদেয় মূল্য (নগদ মূল্যে কেনা কলম)। নগদা (বিশেষণ) ১ সঙ্গে সঙ্গে প্রদেয় (নগদা দাম)। ২ দেনাপাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন (নগদার এ ব্যবসা খুইয়ে ধারে স্বর্গ কিনবে কে-কাজী নজরুল ইসলাম)। ৩ নগদ মজুরি নিয়ে যে কাজ করে (নগদা মজুর)। নগদান (বিশেষ্য) (হিসাব) যে খাতায় নগদ খরচের হিসাব লেখা হয়; cash-book। নগদি (বিশেষ্য) ১ নগদ খাজনা আদায়কারী পাইক। ২ জমিদারের পাইক। □ (বিশেষণ) ১ নগদ মূল্যে ক্রীত বা ক্রেয়। ২ যে চাকর তার কাজের জন্য খোরপোশ বাবদ নগদ টাকাও নেয়। {(আরবি) নকদ্‌}
  • Bengali Word নগদল, নগজদল Bengali definition [নগোদল্‌, নগজ্‌দল] (বিশেষ্য) হাতিসমূহ (মদকল নগদল চঞ্চল সভয়ে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নগ, নগজ+দল}
  • Bengali Word নগন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নগোন্‌] (বিশেষ্য) ১ নগন; বিয়ে-শাদি কাজের শুভ কাল (বিবাহের কালে কেতু আছিল নগনে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ লগ্ন; এক একটি রাশির উদয়কাল। {(তৎসম বা সংস্কৃত) লগ্ন>}
  • Bengali Word নগন্দ্রে Bengali definition ⇒ নগ
  • Bengali Word নগমা Bengali definition [নগ্‌মা] (বিশেষ্য) গান (ফুল-কুঁড়িদের বাঁধন খোল, নগ্‌মা শুনাও, হে বুলবুল-গোলাম মোস্তফা)। {(আরবি) নগ্‌মাহ}
  • Bengali Word নগর Bengali definition [নগোর্‌] (বিশেষ্য) ১ পর্বততুল্য সুউচ্চ অট্টালিকাময়ী পুরী; শহর। ২ নানা পেশার বহুসংখ্যক লোকের আবাস ও শিল্প-বাণিজ্যাদির স্থান। নগরকীর্তন, নগরসংকীর্তন (বিশেষ্য) নগরের পথে পথে ঘুরে দলবদ্ধভাবে গাওয়া হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সংগীত। নগরঘণ্ট (বিশেষ্য) বর্জিত কাঁচা তরকারি ও তরকারির খোসা দিয়ে তৈরি ব্যঞ্জনবিশেষ। নগরঘাত (বিশেষ্য) ১ হাতি। ২ নগরবাসীদের হত্যা; নগরলুণ্ঠন ইত্যাদি। নগরচত্বর, নগরচাতর (বিশেষ্য) শহরের ব্যাপক ক্রয়-বিক্রয়ের স্থান; down town; বাজার (ফুল্লরা পসরা করে নগর চাতরে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। নগরপাল, নগররক্ষী (বিশেষ্য) নগররক্ষক; কোটাল; কোতোয়াল; পুলিশ কমিশনার। নগরবাট (বিশেষ্য) শহরের পথ (হের গো বিকীর্ণ শত শুভচিহ্ন পথপাশে নগর বাটে-কাজী নজরুল ইসলাম)। নগরবাসী (বিশেষণ) শহরের বাসিন্দা; নাগরিক। নগরবিজ্ঞান (বিশেষ্য) নগর নির্মাণবিষয়ক বিজ্ঞান। নগরমার্গ (বিশেষ্য) রাজপথ। নগরস্থ (বিশেষণ) ১ নগরে অবস্থিত। ২ নগরবাসী। নগরাধিপ, নগরাধ্যক্ষ (বিশেষ্য) নগর রক্ষার্থে নিযুক্ত কর্মচারী; কমিশনার; সিটি ম্যাজিস্ট্রেট। নগরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) নগর; শহর; রাজধানী (গ্রামিক নগরী ছলি খায় যে উদর পালি-দৌকা)। নগুরে, নগরিয়া (বিশেষণ) নগরবাসী; শহুরে। নগরোপান্ত, নগরোপকণ্ঠ (বিশেষ্য) নগরের নিকটবর্তী অঞ্চল; নগরের নিকটবর্তী স্থান। {(তৎসম বা সংস্কৃত) নগ+র}
  • Bengali Word নগাধিপ, নগাদিরাজ Bengali definition ⇒ নগ
  • Bengali Word নগি, নগী Bengali definition #8658; লগি
  • Bengali Word নগিচ, নগিজ Bengali definition [নোগিচ্, নগিজ্] (বিশেষ্য) কাছ, নিকট। {(ফারসি) নজদীক}
  • Bengali Word নগিনা, নগীনা Bengali definition [নোগিনা] (বিশেষ্য) আংটির পাথর; মণি (হেন সুন্দর বহুমূল্য নগীনা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(ফারসি) নাগীন্‌}
  • Bengali Word নগুন Bengali definition [নগুন্‌] (বিশেষ্য) নয় তার সুতা দিয়ে প্রস্তুত পৈতা; উপবীত। {(তৎসম বা সংস্কৃত) নবগুণ>}
  • Bengali Word নগুরে Bengali definition ⇒ নগর
  • Bengali Word নগ্ন Bengali definition [নগ্‌নো] (বিশেষণ) ১ উলঙ্গ; নেংটা; বিবস্ত্র; দিগম্বর (নগ্ন দেহ)।২. অনাবৃত (নগ্ন মস্তক)। ৩ অকৃত্রিম; খাঁটি (নগ্ন সৌন্দর্য)। ৪ স্পষ্ট; খোলাখুলি (নগ্ন সত্য)। নগ্না (স্ত্রীলিঙ্গ)। নগ্নক (বিশেষণ) নাঙ্গা; বিবস্ত্র। □ (বিশেষ্য) ক্ষপণক; বৌদ্ধ সন্ন্যাসী। নগ্নক্ষপণক (বিশেষ্য) উলঙ্গ বৌদ্ধ সন্ন্যাসী; কালোপাসক সন্ন্যাসীবিশেষ (এ বিষয়ে ব্রাহ্মণ ও শ্রমন নগ্নক্ষপণক ও নাগরিক সকলেরই একমত-প্রথম চৌধুরী)। নগ্নকান্তি (বিশেষ্য) অকৃত্রিম সৌন্দর্য। নগ্নতা, নগ্নত্ব (বিশেষ্য) ১ উলঙ্গতা; আবরণহীনতা। ২ অবাধত্ব। নগ্নবীজ বিন খোসাছাড়া বীজ বা সেইরূপ বীজযুক্ত। নগ্নাট (বিশেষণ) দিগম্বর। নগ্নিকা (বিশেষণ) ১ (স্ত্রীলিঙ্গ) বিবস্ত্রা; বিবসনা (উজ্জ্বল আলোর নীচে নগ্নিকার দেহের দোলায়-আহসান হাবীব)। ২ অপ্রাপ্তবয়স্কা নারী। নগ্নীকরণ (বিশেষ্য) অনাবৃতকরণ; উলঙ্গকরণ; প্রকাশকরণ; উন্মোচন। {(তৎসম বা সংস্কৃত) √নজ্‌+ত(ক্ত)}
  • Bengali Word নঙ্গর, নোঙ্গর, নোঙর Bengali definition [নোঙ্‌গর্‌, নোঙ্গর, নোঙর্‌] (বিশেষ্য) শিকল বা কাচির সাথে বাঁধা লাঙলের আকৃতির লোহার ভারী অঙ্কুশবিশেষ, যা পানির নীচে ফেলে নৌকা জাহাজ প্রভৃতি বাঁধা হয়। নঙ্গর করা, নঙ্গর ফেলা (ক্রিয়া) নঙ্গর ফেলে নৌকা জাহাজ প্রভৃতি বাঁধা বা পোতাদির গতিরোধ করা। নঙ্গর তোলা (ক্রিয়া) নঙ্গরি উঠিয়ে নৌকা বা জাহাজ ছাড়া বা চালু। করা। {(ফারসি) লঙ্গর}
  • Bengali Word নচিকেতা Bengali definition [নোচিকেতা] (বিশেষ্য) বৈদিক যুগের জনৈক ঋষি পুত্র। {(তৎসম বা সংস্কৃত) নচিকেতাঃ}
  • Bengali Word নচেৎ Bengali definition [নচেত্‌] (অব্যয়) যদি তা না হয়; নইলে অন্যথায়। {(তৎসম বা সংস্কৃত) ন+চেৎ}
  • Bengali Word নচ্ছার Bengali definition [নচ্‌ছার্‌] (বিশেষণ) ১ অপদার্থ; অসার; লক্ষ্মীছাড়া (আমি একটা অত্যন্ত নচ্ছার রেস্তোরাঁ থেকে বেরুচ্ছি-সৈয়দ মুজতবা আলী)। ২ অধম; নীচ; দুষ্ট। ২৩ লম্পট্ {(তৎসম বা সংস্কৃত) ন+সার অথবা (তৎসম বা সংস্কৃত) নর+ (বাংলা) চার>}
  • Bengali Word নছব, নসব Bengali definition [নছ্‌বো, নস্‌ব] (বিশেষ্য) বংশ; পুরুষানুক্রম। নছবনামা (বিশেষ্য) বংশলতা। হসব-নছব (বিশেষ্য) বংশ ও বৈবাহিক সম্পর্ক; বংশমর্যাদা; খান্দানি গৌবর। {(আরবি) নসব}
  • Bengali Word নছিব Bengali definition ⇒ নসিব
  • Bengali Word নছিহত, নছীহত Bengali definition ⇒ নসিহত
  • Bengali Word নজগজ, নজগজিয়া Bengali definition [নজ্‌গজ্‌, নজ্‌গোজিয়া] (বিশেষণ) ঢিলে; নড়বড়ে; নন্নড়ে (কাছে এসে দেখি দিগগজ একি নজগজে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word নজদিক, নজদিগ, নযদিক, নযদীক Bengali definition [নজ্‌দিক্‌, নজদিগ্‌, নযদিক্‌, নযদীগ্‌] (বিশেষ্য) নিকট; সম্মুখ; সমীপ (নজদিকে বসায় তারে করিয়া খাতির-সৈয়দ হামজা; নজদিগে যাইয়া দেখে, পরীজাত লাখে লাখে পাহাড়েতে ঘুরিয়া বেড়ায়-সৈয়দ হামজা; কেয়ামতের নযদিকে এমন এক জামানা আসিবে-মুমউ)। {(ফারসি) নজদীক}
  • Bengali Word নজর ১, নযর ১ Bengali definition [নজোর্‌] (বিশেষ্য) ১ দৃষ্টি (যে দিকে নজর করলেম... সে কুলে কেঁপে উঠল-মীর মশাররফ হোসেন)। ২ লক্ষ্য (উঁচু নজর)। ৩ মনোযোগ; অভিনিবেশ (নজর করে দেখা)। ৪ তত্ত্বাবধান (নজর রাখা)। ৫ সুদৃষ্টি (চাকরটির উপর মনিবের নজর পড়েছে)। ৬ অশুভ বা লুব্দ দৃষ্টি(ডাইনির নজর, নজর লাগা, খাবারে নজর দেওয়া)। ৭ দৃষ্টিশক্তি (বৃদ্ধের নজর কমে গেছে)। ৮ মনোবৃত্তি; বদান্যতা; কার্পণ্যের পরিমাণ (ছোট নজর, বড় নজর)। ৯ কৃপাদৃষ্টি; করুণা (আমরা গরীব, হুজুর নজর কল্লেই বেঁচে যাই-মীর মশাররফ হোসেন)। নজর দেওয়া (ক্রিয়া) কুদৃষ্টি দেওয়া। নজরবন্দি, নজরবন্দী (বিশেষ্য) ১ দৃষ্টির বাইরে যেতে না দেওয়া; ইচ্ছামতো চলাফেরা করতে না দেওয়া; আটক; confinement (একটা মানুষকে চিরদিন নজরবন্দি করিয়া রাখা যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) বন্দীর ন্যায় চোখে চোখে রাখা হয়েছে এমন; দৃষ্টিপথে আবদ্ধ রাখা। নজরবন্ধ (বিশেষণ) দৃষ্টি আবদ্ধ। নজরবাজ (বিশেষ্য) ১ যে নজর দেয়। ২ যে নজরবন্দি করে ভেলকি খেলে (নজরবাজ সে সব আমি-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। নজরবাজি (বিশেষ্য) ১ ভেলকি। ২ প্রণয়ী যুগলের কটাক্ষ দ্বারা প্রণয়ের ইঙ্গিত (নজরবাজীর দোষ দিও না-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। নজরমারা (ক্রিয়া) ১ কুদৃষ্টি দেওয়া;তীব্র দৃষ্টি করা। ২ কটাক্ষ দিয়ে প্রনয় ইঙ্গিত করা (নজর মারা....নাগর সবই-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। নজর লাগা (ক্রিয়া) কুদৃষ্টিতে পড়া; ডাইনির নজরে পড়া। নজর ধরা, নজরে লাগা (ক্রিয়া) মনের মতো হওয়া। নজরে পড়া (ক্রিয়া) ১ দৃষ্টি আকৃষ্ট হওয়া; সুনজরে পড়া। ২ পৃষ্ঠপোষকতা লাভ করা। নজরে রাখা (বিশেষ্য) ১ দৃষ্টিসীমার মধ্যে রাখা। □ (ক্রিয়া) ১ দেখাশুনা করা। ২ মনোযোগ দেওয়া; মনোনিবেশ করা। ৩ লক্ষ্য করা, দেখা। উঁচু নজর, মোটা নজর (বিশেষ্য) উদার দৃষ্টি। উপর-নজুরে/নজরিয়া (বিশেষণ) পরপুরুষ বা পরনারীর প্রতি দৃষ্টিপাত করে এমন। {(আরবি) নজর্‌}
  • Bengali Word নজর ২, নযর ২ Bengali definition [নজোর্‌] (বিশেষ্য) ১ উপঢোকন; উপহার; ডালি (বাদশায় নজর দিল আনি-সৈয়দ হামজা)। ২ ভেট; সেলামি (বাদশাহ বুঝি নজর কবুল করিলেন-কাজী ইমদাদুল হক)। ৩ ঘুষ (দারোগাকে নজর দেওয়া)। নজরনিয়াজ (বিশেষ্য) উপঢৌকন; ভেট; সেলামি (নিয়াজ বাবদ তিনি নয় লক্ষাধিক টাকা পাইয়াছিলেন-সেও)। নজর সেলামি (বিশেষ্য) উপঢৌকন; ভেট; উপহার (অনেক লাখোরাজদারের জমি বাজেয়াপ্ত হওয়াতে ও তাগিদের সনদ না থাকাতে তাহারা কেবল আনাগোনা করিয়া ও নজর সেলামি দিয়া ক্রমে ক্রমে প্রস্থান করিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। নজরানা, নযরানা (বিশেষ্য) ১ দর্শনী; উপঢৌকন; উপহার; ভেট (পরান দিলাম নজরানা দান-কাজী নজরুল ইসলাম; সে উস্তাদদের যথাযোগ্য নযরানা প্রদান করল-জগলুল হায়দার আফরিক)। ২ রাজা-বাদশাহ প্রভৃতির সহিত সাক্ষাৎকালে প্রজা বা অধীন কর্মচারী প্রদত্ত সালামি বা দর্শনী (তারে ধরে লয়ে যায়, নজরানা বলে বার লক্ষ টাকা চায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) নজর্‌}
  • Bengali Word নজলী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নহোলি] (বিশেষণ) নব; নতুন; নবীন; তাজা (নহলী যৌবন-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) নব>}
  • Bengali Word নজাত, নাজাত Bengali definition [নজাত্‌, নাজাত] (বিশেষ্য) মুক্তি (ইংরেজ ধর্ষিত ভারতের জন্য মুক্তি-মোক্ষ-নজাত কামনা করছেন-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) নাজাত}
  • Bengali Word নজাশি Bengali definition [নজাশি] (বিশেষ্য) আবিসিনিয়া বা হাবশের রাজা; Negus। {(আরবি) নাজ্জাশি}
  • Bengali Word নজির, নজীর, নযীর Bengali definition [নোজির্‌] (বিশেষ্য) ১ দৃষ্টান্ত; উদাহরণ (ইতিহাসে তার প্রচুর নজীর রয়েছে-আ.ন.ম. বজলুর রশীদ)। ২ প্রমাণস্বরূপ; উল্লেখযোগ্য ফলাফলসহ তদনুরূপ পূর্ব ঘটনা; precedence (নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা-প্রথম চৌধুরী)। {(আরবি) নজীর}