Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নহর Bengali definition [নহোর্‌] (বিশেষ্য) সংকীর্ণ/সরু স্রোতম্বিনী; জলধারা; খাল; নালা; canal (দুধের নহর বহিয়া সাগরে পড়িতেছে-আবুল মনসুর আহমদ; ফেরদৌসের নহর নামিল লক্ষ নির্ঝর ধারে-শাহাদাত হোসেন)। {(আরবি) নহর}
  • Bengali Word নহলা Bengali definition ⇒ নওলা
  • Bengali Word নহস, নস Bengali definition [নহোশ্‌, নশ্‌] (বিশেষ্য) অশুভ লগ্ন; কুক্ষণ (কোন নবকর্ম আরম্ভ না করিব নহস বিফঁল জানি ক্ষেমা দি রহিব-সৈয়দ আলাওল)। {(আরবি) নহস}
  • Bengali Word নহা Bengali definition [নহা] (ক্রিয়া) না হওয়া। নহি, নই, নহু (ক্রিয়া) ১ হই না। □ (অব্যয়) (মধ্যযুগীয় বাংলা) কক্ষনো না; কখনোই না। {না হওয়া>}
  • Bengali Word নহিলে, নইলে, নৈলে Bengali definition [নোহিলে, নোইলে, নৈলে] (অব্যয়) না হলে; নচেৎ; নতুবা; অন্যথায়। {না হলে>}
  • Bengali Word নহিস, নস Bengali definition [নোহিশ্‌, নোশ্‌] (ক্রিয়া) হস না। {না হস>}
  • Bengali Word নহু, নহুঁ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নোহু, নহুঁ] কখনই নই (হাম নহু শঙ্কর হউ বর নারী-বিদ্যাপতি)। {ন+হু}
  • Bengali Word নহেন, নন Bengali definition [নহেন্‌, নন্‌] (ক্রিয়া) হন না। {না হন>}
  • Bengali Word না ১, নাও Bengali definition [না, নাও] (বিশেষ্য) নৌকা (তীন ভরা না সহে না খানী আহ্মার-বড়ু চণ্ডীদাস; সরিয়ত নাও কর ইমাম প্রদীপ ধর; রসুল সহায় হইমু পার-দৌখা)। {(তৎসম বা সংস্কৃত) নৌ; (ফারসি) নার}
  • Bengali Word না ২ Bengali definition [না] (অব্যয়) ১ ক্রিয়ার অঘটন বা অসম্পন্নতাবোধক; না-বোধক (হবে না, যাবে না)। ২ হাঁ-এর বিপরীত (না কৃশ না স্থূল, নাদান)। ৩ অসম্মতিজ্ঞাপক (না, খাবো না)। ৪ প্রশ্নের নেতিবাচক উত্তর (তুমি কি খাবে? না)। ৫ নিশ্চয়তাসূচক (কত না ছন্দে রচিত)। ৬ অনুরোধ বা অনুজ্ঞাজ্ঞাপক (আমায় বলতে দাও না)। ৭ আধিক্যসূচক (কত না কষ্ট)। ৮ প্রশ্নে; সন্দেহে (খাবে না?)। ৯ বিরক্তি-সূচক। ১০ বিকল্পে (কেউ না কেউ)। ১১ বা; অথবা; কিংবা (কিছুই নাই, না অন্ন না বস্ত্র)। ১২ ব্যতীত; বিনা (না বুঝে)। ১৩ প্রশ্ন বা বিস্ময়সূচক (স্কুলে যাবে না?)। ১৪ সমর্থনজ্ঞাপক (তাই না কথা বলে)। ১৫ স্বকথিত প্রশ্নোত্তর (অর্থ কি? না অনর্থের মূল)। না আঁচালে বিশ্বাস নেই ১ কাজ শেষ না হওয়া পর্যন্ত বিশ্বাস করা যায় না। ২ পাওয়ার সম্ভাবনা থাকলেও আয়ত্তে না আসা পর্যন্ত পাওয়া যাবে বলে বিশ্বাস করা যায় না- না ঘরের না বাইরের-১ আন্তরিকভাবে কোনো পক্ষেই নয়। ২ মধ্যবর্তী অবস্থার লোক। (তুলনীয়) (হিন্দি) না ঘরকা না ঘাটকা। {(তৎসম বা সংস্কৃত) ন>}
  • Bengali Word না ৩ Bengali definition [না] (অব্যয়) অভাব বা শূন্যতাবাচক উপসর্গ (নারাজ)। নাধর্মী (বিশেষণ) নেতিবাচক; negative। {(তৎসম বা সংস্কৃত) ন>}
  • Bengali Word না-উন্মেদ, নাওম্মেদ Bengali definition [নাউম্‌মেদ্‌, নাওম্‌মেদ্‌] (বিশেষণ) নিরাশ; বিফলমনোরথ (আপনাদের পাঁচ জনের সাহায্য চাচ্ছি। আশা করি নাওম্মেদ হব না-কাজী ইমদাদুল হক)। {(ফারসি) না-উন্মেদ}
  • Bengali Word না-চিজ Bengali definition [নাচিজ্‌] (বিশেষণ) অকিঞ্চন; তুচ্ছ; সাধারণ (না-চীজ ফকীর চলি বারিতালা এলাহির রাহে-ফররুখ আহমদ)। {(ফারসি) নাচিজ}
  • Bengali Word না-জায়িজ, না-জায়েজ Bengali definition [নাজায়িজ, নাজায়েজ্‌] (বিশেষণ) ধর্মবিরুদ্ধ; আশাস্ত্রীয়; নিষিদ্ধ; অবৈধ (তার বিরুদ্ধে বিদ্রোহ নাজায়িজ-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) না+ (আরবি) জায়ীজ}
  • Bengali Word না-দুরস্ত Bengali definition [নাদুরোস্‌তো/নাদুরোস্‌ত্‌] (বিশেষণ) বেঠিক; না-জায়েজ; বিধিবিরুদ্ধ; অবৈধ; অশাস্ত্রীয়; অপবিত্র; অশুদ্ধ; অসিদ্ধ। {(ফারসি) না-দুরস্ত}
  • Bengali Word নাঁটে (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নাঁটো] (ক্রিয়া) কুলায় না; পর্যাপ্ত হয় না (লাভেঁ মূঁলে বিত্ত দানকে নাঁটে-বড়ু চণ্ডীদাস)। {না+আঁটে}
  • Bengali Word নাঁদ Bengali definition ⇒ নাদ১
  • Bengali Word নাং, নাঙ Bengali definition [নাঙ্‌] (বিশেষ্য) উপপতি; জার। {(তৎসম বা সংস্কৃত) লগ্ন>লঙ্গ>লাঙ>নাং (কণ্ঠলগ্ন); (ফারসি) নঙ্‌গ্‌}
  • Bengali Word নাংগা Bengali definition ⇒ নাঙ্গা
  • Bengali Word নাঃ Bengali definition [নাহ্‌] (অব্যয়) ১ বিরক্তিজ্ঞাপক (নাঃ জ্বালাতন করে ছাড়লো)। ২ সংকল্পের পরিবর্তনসূচক (নাঃ, যেতেই হবে)। {না+}
  • Bengali Word নাই আঁকড়া, নেই আঁকড়া Bengali definition [নাই আঁক্‌ড়া, নেই আঁকড়া] (বিশেষণ) (আলঙ্কারিক) একগুঁয়ে; জেদি; নাছোড়বান্দা; তর্ক ছাড়তে চায় না এমন; তর্ক আঁকড়ে ধরে থাকে এমন। নেই আকড়ি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়+আঁকড়া (আঁকাশির মতো জড়িয়ে ধরে যে)}
  • Bengali Word নাই ১, নেই ১, নাহি Bengali definition [নাই, নেই, নাহি] (অব্যয়) ১ ক্রিয়ার অঘটনজ্ঞাপক (খায় নাই)। ২ প্রশ্নসূচক (যায় নাই?)। ৩ নিষেধবাচক (নাইবা গেলে)। ৪ নাশ; ধ্বংস (আহা শরীর একেবারে নাই হয়ে গেছে-কাজী আবদুল ওদুদ। {(তৎসম বা সংস্কৃত) নঞ্‌> প্রা.নাইং>}
  • Bengali Word নাই ২, নেই ২ Bengali definition [নাই, নেই] (ক্রিয়া) ১ না আছে; না হয় (ঠাঁই নাই ঠঁই নাই ছোট সে তরী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ চলে যাওয়া (গিয়া দেখি সে ঘরে নাই)। □ (বিশেষ্য) জীবিত না থাকা (তিনি আর নাই)। □ (বিশেষণ) অস্তিত্বহীন; শূন্য (নাই মামার চেয়ে কানা মামা ভাল)। নাই ঘরে খাই বেশি (বিশেষ্য) অভাবের লোভ বেশি হওয়া। নাই মামার চেয়ে কানা মালা ভালো-একেবারে কিছু না থাকার চেয়ে অকিঞ্চিৎকর কিছু থাকা ভালো। {(তৎসম বা সংস্কৃত) নাস্তি> (প্রাকৃত) নত্থি>}
  • Bengali Word নাই ৩ Bengali definition [নাই] (বিশেষ্য) আশকারা; প্রশ্রয়; অতিরিক্ত স্নেহ (বোধ হয় বালককাল অবধি বিশেষ নাই পাইয়া থাকিবে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স্নেহ>নেহ>নাই}
  • Bengali Word নাই ৪ Bengali definition [নাই] (বিশেষ্য) ১ নাভি। ২ চাকার কেন্দ্রস্থল। ৩ কীলক; গোঁজ। ৪ বেলুন। ৫ কামারের নেহাই। {(তৎসম বা সংস্কৃত) নাভি>; (ফারসি) নাফ}
  • Bengali Word নাই ৫ Bengali definition [নাই] (বিশেষ্য) নাপিত। {(তৎসম বা সংস্কৃত) নাপিত>}
  • Bengali Word নাই ৬ Bengali definition [নাই] (ক্রিয়া) স্নান করি। {(তৎসম বা সংস্কৃত) স্নান> (প্রাকৃত) নাহ>}
  • Bengali Word নাইওর Bengali definition ⇒ নাইয়র
  • Bengali Word নাইট্রোজেন Bengali definition [নাইট্রোজেন্‌] (বিশেষ্য) একটি মৌলিক গ্যাস; যবক্ষারযান। {(আরবি) nitrogen}
  • Bengali Word নাইল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নাইলো] (ক্রিয়া) আসিল না (গোকুলক নাইল পরল গোপাল-বড়ু চণ্ডীদাস)। {না. আইল}