Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ধূঞী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ধুয়িঁ](বিশেষ্য) সন্ন্যাসীর ধুনি বা অগ্নিকুণ্ড (ধূঞী জাগাইয়াছিল ফুঁক দিয়ে তায়-রামেশ্বর ভট্টাচার্য)। {(হিন্দি) ধুনি}
  • Bengali Word ধূত Bengali definition ⇒ ধুত
  • Bengali Word ধূতি Bengali definition [ধুতি](বিশেষ্য) ১ কম্পন। ২ ভর্ৎসনা। {(তৎসম বা সংস্কৃত) ধূ>+তি(ক্তিন্‌)}
  • Bengali Word ধূধূ Bengali definition [ধুধু](অব্যয়) শূন্যতা, নির্জনতা, বিস্তার, উত্তাপ, প্রভৃতি জ্ঞাপক (ওগো তোরা কে যাবি পারে, এ পারেতে ধূধূ মরু বারি বিথারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধূনন Bengali definition ⇒ ধুনন
  • Bengali Word ধূনা Bengali definition ⇒ ধুনা
  • Bengali Word ধূপ ১ Bengali definition [ধুপ্‌](বিশেষ্য) সুগন্ধ দ্রব্যবিশেষ বা তার বাতি (ধূপেরে পোড়ায় অগ্নি জানে না তা ধূপ-কাজী নজরুল ইসলাম)। ধূপক (বিশেষ্য) সুগন্ধিকারক; গন্ধদ্রব্য বিক্রয় করে যে। ধূপিকা( স্ত্রীলিঙ্গ) । ধূপচি, ধূপিকা, ধূপিদান, ধূপপাত্রি (বিশেষ্য) ধুনাচি। ধূপদানি (বিশেষ্য) ধূপ পোড়ানো হয় যে পাত্রে। ধূপদীপ (বিশেষ্য) ধূপ ও ঘৃতদীপ। ধূপন (ক্রিয়া) ধূপের ধোঁয়া দ্বারা সুগন্ধীকরণ। □ (বিশেষ্য) ধুনা। ধূপবাস (বিশেষ্য) ধূপের গন্ধ। ধূপযন্ত্র (বিশেষ্য) ধূপের ধোঁয়া ছড়িয়ে বায়ু বিশুদ্ধ করার যন্ত্র। ধূপাগুরু (বিশেষ্য) অগুরুবিশেষ। ধূপাঙ্গ (বিশেষ্য) তারপিন তেল। ধূপায়িত, ধূপিত (বিশেষণ) ১ তাপিত। ধূপায়িতা, ধূপিতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধূপ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ধূপ ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ধুপ্‌](বিশেষ্য) রৌদ্র (চারিমাস ধূপে পথ অনলের প্রায়-জয়দেব)। {(তুলনীয়) ধুপছায়া = রৌদ্র-ছায়া}
  • Bengali Word ধূপছায়া Bengali definition ⇒ধুপছায়া
  • Bengali Word ধূম Bengali definition [ধুম্‌](বিশেষ্য) ১ ধোঁয়া। ২ আড়ম্বর; সমারোহ; ঘটা; জাঁক (বিস্তর লস্কর সঙ্গে অতিশয় জুম, আসিয়া ভূবনেশ্বরে করিলেক ধূম-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ জুল (গৃহধূম)। ৪ কুয়াশা; মেঘ। ধূপকেতন (বিশেষ্য) ১ অগ্নি। ২ ধূমকেতু নামক জ্যোতিঃপদার্থ। ধূমকেতু (বিশেষ্য) ১ ধূম্রাকার সপুচ্ছ জ্যোকিষ্ক বিশেষ; comet; ঝাড়ুর মতো আকৃতিবিশিষ্ট। ২ কেতুগ্রহ। ৩ উৎপাতবিশেষ। ৪ কুগ্রহ; কুলক্ষণ। ধূমজা (বিশেষ্য) ১ ধূম হতে জাত। ২ মেঘ। ধূমদর্শী (বিশেষণ) ধোঁয়া দেখে এমন; দৃষ্টি ঝাপসা হয়ে গেছে এমন (ধূপদর্শী বয়োবৃদ্ধ-কেদারনাথ মজুমদার)। ধূম ধাড়াক্কা/ধড়াক্কা (বিশেষ্য) ধূমধাম; মহাসমারোহ; মাতামাতি; খুব ঘটা। ধূমধাম (বিশেষ্য) মহাসমারোহ; খুব জাঁক বা ঘটা; আড়ম্বর (এইরূপ ধূমধাম প্রতি ঘরে ঘরে-ঈশ্বর গুপ্ত)। ধূমধেমে (বিশেষণ) ধূমধামপ্রিয় এমন; মাতামাতি করে এমন। ধূমধামী( স্ত্রীলিঙ্গ) । ধূমধ্বজ (বিশেষ্য) ১ অগ্নি। ২ ধূমকেতু। ধূমন (বিশেষ্য) ১ জীবাণু নাশের জন্য কোনো বস্তুতে ধূম প্রয়োগ। ২ চিকিৎসার জন্য শরীরে ধূম প্রয়োগ; fumigation। ধূমপ (বিশেষণ) তামাকের ধূম পানকারী; তামাকখোর। ধূমপা( স্ত্রীলিঙ্গ) । ধূমপত্র (বিশেষ্য) তামাকপাতা। ধূমপথ (বিশেষ্য) ধূম বির্গমপথ; গবাক্ষ; চিমনি। ধূমপান (বিশেষ্য) তামাক, বিড়ি, চুরুট, সিগারেট ইত্যাদির ধোঁয়া সেবন। ধূমপায়ী (-য়িন্‌) (বিশেষণ) ধূম পানকারী; তামাকেখোর। ধূমপায়িনী( স্ত্রীলিঙ্গ) । ধূমযোনি (বিশেষ্য) ১ ধূম দ্বারা প্রস্তুত দেহ। ২ ধূমগর্ভ। ৩ মেঘ; বারিবাহক। ৪ আগুন; অগ্নি; অনল। ধূমল, ধূম্র (বিশেষ্য) ১ কৃষ্ণ; লোহিত বর্ণ; কপিশ; ধোঁয়ার ন্যায় রং; বেগুনি বর্ণ (মেদুর নভ ধূমল ফণী বেড়ায় যবে দর্পিয়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ধূমবর্ণযুক্ত; কৃষ্ণলোহিত বর্ণবিশিষ্ট (মেঘময় ধূমল আকাশ-মোহিতলাল মজুমদার; বাংলার আকাশ তখন অসহযোগ আন্দোলনে ধূমল ধূসর-কাআউ)। ধূমাকার (বিশেষণ) ১ আকার ধোঁয়ার ন্যায় ঝাপসা এমন। ২ ধোয়ায় পরিপূর্ণ অন্ধকার এমন। ধূমাবতী (বিশেষ্য) হিন্দুমতে দশ মহাবিদ্যার অন্যতমা। ধূমাভ (বিশেষণ) ধোঁয়ার ন্যায় বর্ণযুক্ত; ধূম্র বর্ণযুক্ত; ধূমল। ধূমাভা( স্ত্রীলিঙ্গ) । ধূমায়মান (বিশেষণ) ধোঁয়া ছাড়ছে এমন; ধোঁয়া উঠছে এমন। ধূমায়িত, ধূমিত (বিশেষণ) ১ ধূমযুক্ত; ধূমপূর্ণ; ধূমে আচ্ছন্ন এমন (ধূমায়িত আগুন)। ২ ধোঁয়া উঠছে এরূপ। ধূমিকা (বিশেষ্য) কুয়াশা; কুহেলিকা। ধূমুল (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ১ ঢাক; নাগারা। ২ ঢাকবাদ্যের ধ্বনি (হরিহর বায়েন ধূমুল দিল আসি-ঘনরাম চক্রবর্তী)। ধূমোদ্‌গার (বিশেষ্য) ধোঁয়া বাহিরকরণ; ধূমনির্গম (ইঞ্জিন থেকে ধূমোদ্‌গার শুরু হলো)। {(তৎসম বা সংস্কৃত) √ধূ+ম(মক্‌)}
  • Bengali Word ধূমসি Bengali definition ⇒ ধুমসা
  • Bengali Word ধূম্র Bengali definition [ধুম্‌ম্রো](বিশেষ্য) ১ ধোঁয়া (একপ্রকার মাদক সুগন্ধি ধূম্র আসিয়া আমকে বিহ্বল করিয়া দিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধোঁয়ার মতো রং। □ (বিশেষণ) ধোঁয়ার মতো বর্ণবিশিষ্ট; ধূমল (ধূম্র পাহাড়)। ধূম্রক (বিশেষ্য) উষ্ট্র; উট। ধূম্রকেশী (বিশেষণ) ধূম্রবর্ণ চুলবিশিষ্ট। ধূম্রকেশা, ধূম্রকেশিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধূম্রবর্ণ (বিশেষণ) রং ধোঁয়ার মতো এমন। ২ ধোঁয়ার মতো রং; কৃষ্ণলোহিত বর্ণ। ধূম্রবর্ণা, ধূম্রল (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ধূম্রবর্ণ; ধূমল (পশ্চাতে ধূম্রল ব্যোম শোভে-নসে)। ধূম্রলোচন (বিশেষণ) ধূম্রবর্ণ চক্ষুযুক্ত। □ (বিশেষ্য) ১ কপোত; পায়রা। ২ শুম্ভ ও নিশুম্ভ নামক অসুর রাজদ্বয়ের সেনাপতির নাম। ধূম্রাক্ষ (বিশেষণ) চক্ষু ধূম্রবর্ণ এমন; ধোঁয়ার মতো চক্ষুবিশিষ্ট। ধূম্রাক্ষী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধূম্রালোক (বিশেষ্য) অস্পষ্ট আলোক; আবছায়া। {(তৎসম বা সংস্কৃত) ধূম+√রা+অ(ড)}
  • Bengali Word ধূর্জটি Bengali definition [ধুর্‌জোটি](বিশেষ্য) হিন্দু দেবতা শিব। {(তৎসম বা সংস্কৃত) ধুর্‌+জটি; বহুব্রীহি সমাস}
  • Bengali Word ধূর্ত Bengali definition [ধুর্‌তো](বিশেষণ) ১ চতুর (ধূর্ত শিয়াল)। ২ মঠ; প্রবঞ্চক; প্রতারক। ৩ ধড়িবাজ। □ (বিশেষ্য) জুয়া খেলোয়াড়; জুয়াড়ি। ধূর্তক (বিশেষ্য) ১ ধূর্তব্যক্তি। ২ শৃগাল। ধূর্ততা (বিশেষ্য) ১ চতুরতা; চালাকি। ২ ধড়িবাজি। ধূর্তামি, ধূর্তামো (বিশেষ্য) ধূর্ততা; শঠতা। {(তৎসম বা সংস্কৃত) √ধূর্ব্‌+ত(তন্‌)}
  • Bengali Word ধূর্ধর, ধূর্বহ Bengali definition [ধুর্‌ধর্‌,ধুর্‌বহো](বিশেষণ) ভারবহনকারী; ভারবাহী। {(তৎসম বা সংস্কৃত) ধুর্‌+ধর, বহুব্রীহি সমাস}
  • Bengali Word ধূর্মুশপেটা Bengali definition [ধুর্‌মুশ্‌পেটা](বিশেষণ) ⇒ দুরমুশ। দুরমুশ দিয়ে পিটিয়ে মজবুত (আরও প্রশস্ত করে দাও পিঠ ধুর্মুসপেটা করিয়া-কাজী নজরুল ইসলাম)। {দুরমুশ+পেটা>}
  • Bengali Word ধূল Bengali definition ⇒ধুল
  • Bengali Word ধূলট Bengali definition ⇒ধুল
  • Bengali Word ধূলদন্তী Bengali definition [ধুল্‌দোন্‌তি](বিশেষ্য) ধূলদন্তী ধূলদন্তী । {ধূল(ধুল)+দন্ত; বহুব্রীহি সমাস}
  • Bengali Word ধূলা Bengali definition ⇒ধুলা
  • Bengali Word ধূলি, ধূলী Bengali definition [ধুলি](বিশেষ্য) ধুলা; শুকনা মাটির গুঁড়া; রেণু (ওই তুলি সমতুল্য শাদা কাশ ফুল আলো করে আছে ধুলি-সত্যেন্দ্রনাথ দত্ত; মহৎ তার মন, কোনোদিন লাগে নাই ধূলি-রখা)। ধূলিকণা (বিশেষ্য) ধূলির সূক্ষ্ম অংশ। ধূলিধূসর, ধূলিধূসরিত, ধূলিমলিন (বিশেষণ) ধূলিতে আচ্ছন্ন হওয়া; ঈষৎ পাণ্ডুবর্ণ; ধূলিলুণ্ঠিত; ধূলিতে ম্লান হয়ে যাওয়া; ধূলি-মাহমুদা খাতুন সিদ্দিকা। ধূলিধ্বজ (বিশেষ্য) ঘূর্ণিবায়ু। ধূলিপটল (বিশেষ্য) যে ধুলিরাশি আকাশে উড়ছে। ধুলিময় (বিশেষ্য) ১ ধুলাপূর্ণ; ধুলাময়; ধুলাচ্ছন্ন। ধুলিলিপ্ত (বিশেষণ) ধূলিমাখা (আপনার ধুলিলিপ্ত পদচিহ্ন-রেখা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধূলিলুণ্ঠিত, ধূল্যবলুণ্ঠিত (বিশেষণ) ১ যে ধুলায় গড়াগড়ি খাচ্ছে; ধুলায় পতিত। ২ হৃতগৌরব (দূল্যবলুণ্ঠিত জননীর কাতর আর্তনাদের মধ্যেই-আনিসুজ্জামান)। ধূলিলুণ্ঠিতা( স্ত্রীলিঙ্গ) । ধূলিশয্যা (বিশেষ্য) ১ মাটিতে লুটানো; ভূমিতে শয়ন। ২ মাটিই বিছানা; মৃত্তিকারূপ শয্যা। ধূলিশায়ী (-য়িন্‌) বিন ধূলিতলে শায়িত আছে এমন; ধুলায় পড়ে আছে এমন। ধূলিশায়িনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধূলিসাৎ (বিশেষণ) ১ মাটিতে পরিণত; ধুলায় পর্যবসিত। ২ সম্পূর্ণ বিনষ্ট (সেও ভাঙ্গিয়া ধূলিসাৎ হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধূলিস্রোত (বিশেষ্য) ধুলার প্রবাহ (উটের সারির মত দলবেঁধে ধূলিস্রোতে মিশেছে অসংখ্য রাত্রিদিন-ফররুখ আহমদ)। ধূলীভূত (বিশেষণ) ধুলায় পরিণত (ধূলীভূত সোনা শোণিত কণা তোমারে ঘিরিয়া নাচে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √ধূ+লি}
  • Bengali Word ধূসর Bengali definition [ধুশর্‌](বিশেষ্য) পাংশু; ছাই রং; সাদাকালো মিশ্রিত রং। □ (বিশেষণ) পাংশুটে; ছাই রঙের (একদা এক ধূসর সন্ধ্যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধূসরা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধূসরিত (বিশেষণ) ধূসর রঙে রঞ্জিত বা রাঙানো; ধূসর বর্ণযুক্ত হয়েছে এমন। ধূসরিমা (বিশেষ্য) ধূসর বর্ণ; ধূসরত্ব; ধূসর বর্ণের ভাব। {(তৎসম বা সংস্কৃত) √ধূ+সর(সরক্‌)}
  • Bengali Word ধূস্তূর Bengali definition ⇒ ধুস্তুর
  • Bengali Word ধূয়মান Bengali definition [ধুয়োমান্‌](বিশেষণ) কম্পমান। {(তৎসম বা সংস্কৃত) √ধূ+মান(মানচ্‌)}
  • Bengali Word ধৃত Bengali definition [ধৃতো](বিশেষণ) ১ ধরা হয়েছে এরূপ (হস্তধৃত)। ২ অবলম্বিত; স্থিত। ৩ গৃহীত। ৪ বইপুস্তক থেকে উদ্ধৃত। ৫ পরিহিত (বল্কলধৃত)। ৬ বন্দীকৃত (সে চুরির অপরাধে ধৃত হয়েছে)। ৭ আক্রান্ত (শিয়াল কর্তৃক ধৃত মুরগি)। ধৃতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধৃতগর্ভা (বিশেষণ) গর্ভধারিণী (দেখলে না যে পুরুষ হ’ল ধৃতগর্ভা-কাজী নজরুল ইসলাম)। ধৃতবর্মা (বিশেষণ) বর্মে সজ্জিত। ধৃতব্রত (বিশেষণ) ব্রত গ্রহণ করেছেন এমন; ব্রতধারী। ধৃতব্রতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+ত(ক্ত)}
  • Bengali Word ধৃতরাষ্ট্র Bengali definition [ধৃতোরাশ্‌ট্রো](বিশেষ্য) পাণ্ডুরাজার জ্যেষ্ঠ ভ্রাতা; কুরুরাজ; দুর্যোধনাদির পিতা। {(তৎসম বা সংস্কৃত) ধৃত+রাষ্ট্র; বহুব্রীহি সমাস}
  • Bengali Word ধৃতাত্মা Bengali definition [ধৃতাত্‌তাঁ](বিশেষণ) ১ সংযতচিত্ত; ধীরমনা। ২ আত্মতত্ত্বজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) ধৃত+আত্মা; বহুব্রীহি সমাস}
  • Bengali Word ধৃতাস্ত্র Bengali definition [ধৃতাস্‌ত্রো](বিশেষণ) অস্ত্র ধারণ করেছে এমন; অস্ত্রধারী। {(তৎসম বা সংস্কৃত) ধৃত+অস্ত্র বহুব্রীহি সমাস}
  • Bengali Word ধৃতি Bengali definition [ধৃতি](বিশেষ্য) ১ হস্তে গ্রহণ; অঙ্গে ধারণ; ধারণ। ২ ধারণা; বোধ; প্রতীতি। ৩ ধৈর্য; সহিষ্ণুতা। ৪ অধ্যবসায়; পুনঃপুন চেষ্টা। ৫ সন্তোষ। ৬ স্থিরচিত্ততা। ধৃতিমান (বিশেষণ) ১ ধৈর্যশীল। ২ ধীর। ৩ সন্তুষ্ট। ধৃতিমতী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+তি(ক্ত)}
  • Bengali Word ধৃষ্ট Bengali definition [ধৃশ্‌টো](বিশেষণ) নির্লজ্জ; প্রগল্‌ভ; উদ্ধত; লম্পট; স্পর্ধিত (ধৃষ্টজনের মেহেরবানী হারাম বলে জানে মুসলমানে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ধৃষ্টা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । □ (বিশেষ্য) (আলঙ্কারিক) নির্লজ্জ নায়ক; যে নায়ক অপরাধী হয়েও নিঃশঙ্ক; তিরস্কৃত হলেও লজ্জিত হয় না এবং দোষ দেখিয়ে দিলেও মিথ্যা কথা বলে বা অপলাপ করে। ধৃষ্টতা, ধৃষ্টত্ব, ধ্যার্ষ্ট্য (বিশেষ্য) ১ প্রগল্‌ভতা। ২ নির্লজ্জতা। ৩ ঔদ্ধত্য। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্‌+ত(ক্ত)}