Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -দ Bengali definition (বিশেষণ) প্রদানকারী; দান করে এমন (জ্ঞানদ, মানদ)। -দা (সুখদা, মানদা) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √দা+অ (ক)}
  • Bengali Word -দর্শী (-শিন্‌) Bengali definition [দোর্‌শি] (বিশেষণ) দর্শক; দ্রষ্টা; জ্ঞানী (দূরদর্শী)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+ইন(ণিনি)}
  • Bengali Word -দা ২ Bengali definition [দা] (বিশেষ্য) দাদার সংক্ষিপ্ত রূপ (বড়দা, মেজদা)। {দাদা>}
  • Bengali Word -দা ৩ Bengali definition [দা] (বিশেষ্য) দাত্রী; দানকারিণী (অন্নদা)। {(তৎসম বা সংস্কৃত) √দা+ক্বিপ্‌+আ(টাপ্‌)}
  • Bengali Word -দান, -দানি, -দানী Bengali definition [দান্‌, দানি, দানী] (বিশেষ্য) আধার; পাত্র (আতরদান, পানদান, ফুলদানি)। {(ফারসি) দান, দানি, দানী=}
  • Bengali Word -দার ২ Bengali definition [দার্‌] (অব্যয়) ১ যুক্ত (নকশাদার, চুড়িদার)। ২ অধিকারী (জমিদার, আড়তদার)। ৩ বৃত্তিযুক্ত কর্মচারী (দোকানদার, জমাদার)। ৪ পাত্র (পাওনাদার)। ৫ বিভিন্ন অর্থবাচক প্রত্যয়বিশেষ। দারদারি (অব্যয়) বৃত্তিসূচক প্রত্যয় (আড়তদারি)। {(ফারসি) দারি}
  • Bengali Word -দায়ক Bengali definition [দায়োক্‌] (বিশেষণ) ১ দেয় এমন; প্রদানকারী; দাতা (যন্ত্রণাদায়ক)। ২ ক্ষতিপূরণ করে এমন। দায়িকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √দা+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word -দিকিন, -দিকিনি, দেখিনি Bengali definition [দিকিন্‌, দিকিনি, দেখিনি] (ক্রিয়া) দেখি (বল দিকিনি)। {√দেখ্‌>}
  • Bengali Word -দিগর, -দিগের Bengali definition ⇒ দের
  • Bengali Word -দের Bengali definition [দের্‌] সাধারণত সম্বন্ধের (ষষ্ঠীর) বহুবচনজ্ঞাপক বিভক্তি (মানুষদের)। {বাংলা প্রত্যয়বিশেষ}
  • Bengali Word দ ১ Bengali definition বাংলা বর্ণমালার অষ্টাদশ ব্যঞ্জনবর্ণ এবং ত-বর্গের তৃতীয় বর্ণ। উচ্চারণ স্থান ও পদ্ধতির দিক থেকে এটি ঘোষ (voiced), অল্পপ্রাণ (unaspirated), দন্ত্য (dental), স্পৃষ্ট (plosive), ধ্বনি।
  • Bengali Word দ ২, দ পড়া, দয়ে পড়া, দয়ে মজান Bengali definition দহ
  • Bengali Word দঁক, দক Bengali definition [দঁক্‌, দক্‌] (বিশেষ্য) ১ পানিযুক্ত গভীর পাক বা কাদা (দঁক ভেঙ্গে উঠে গিয়া চরে-ঈশ্বর গুপ্ত)। ২ কর্দমযুক্ত স্থান; পঙ্কিল জলাভূমি; পানি-কাশীরাম দাসয় ভরা বিশ্রী জায়গা। ৩ ((আলঙ্কারিক)) আকস্মিক দুরবস্থা; অসহায় অবস্থা। দঁকে পড়া, দকে পড়া ((আলঙ্কারিক)) আকস্মিক দুরবস্থায় পড়া; হঠাৎ বিপদগ্রস্ত হওয়া (দঁকে পড়িয়া আমাদিগের কর্তার যে বেশ হইয়াছিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) উদক/কর্দম>; (দ্রাবিড়)দক (জল)}
  • Bengali Word দংশ Bengali definition [দঙ্‌শো] (বিশেষ্য) ডাঁশ; বনমক্ষিকা; বড় মশা। দংশী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ দন্‌শ্‌+ অ (ঘঞ্‌)}
  • Bengali Word দংশক Bengali definition [দঙ্‌শোক্‌] (বিশেষণ) ১ কামড়ায় এমন; দংশনকারী (কালফণী, দুরন্ত দংশক-মাইকেল মধুষূদন দত্ত)। ২ ডাঁশ। {(তৎসম বা সংস্কৃত) √ দন্‌শ্‌+ অক (ণ্বুল্‌)}
  • Bengali Word দংশন Bengali definition [দঙ্‌শোন্‌] (বিশেষ্য) দাঁত বসানো; দন্তাঘাত; কামড়। {(তৎসম বা সংস্কৃত) √ দন্‌শ্‌+ অন (ল্যুট্‌)}
  • Bengali Word দংশল ((ব্রজবুলি)), দংশিল ((পদ্যে ব্যবহৃত)) Bengali definition [দঙ্‌শল্‌, দোঙ্‌শিলো] (ক্রিয়া) কামড়াল; দংশন করল (মদনলতা জনু দংশল হাতী- বিপ)। {(তৎসম বা সংস্কৃত) √ দন্‌শ্‌>}
  • Bengali Word দংশা ((পদ্যে ব্যবহৃত)) Bengali definition [দঙ্‌শা] (ক্রিয়া) দন্তাঘাত করা; কামড়ানো (মাটি কাটি দংশে সর্প আয়ুহীন জনে-মাইকেল মধুষূদন দত্ত)। দংশানো (ক্রিয়া) ১ দংশন করা; কামড়ানো। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। দংশিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) √দন্‌শ>}
  • Bengali Word দংশিত ((ব্রজবুলি)) Bengali definition [দোঙ্‌শিতো] (বিশেষণ) দন্ত দ্বারা ক্ষত; দষ্ট; দংশন করা বা কামড়ানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √দন্‌শ্‌+ইত (ইতচ্‌)}
  • Bengali Word দংষ্ট্র Bengali definition [দঙ্‌শ্‌ট্রো] (বিশেষ্য) দাঁত; দন্ত। দংষ্ট্রা (বিশেষ্য) ১ বৃহৎ দন্ত; বড় দাঁত (ব্যাঘ্র লাঙ্গুলে ভর করিয়া, দংষ্ট্রাপ্রভায় অরণ্য প্রদেশ আলোকময় করিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ দাঁড়া। দংষ্ট্রাল, দংষ্ট্রী (বিশেষণ) দাঁতাল; বৃহৎ দন্তবিশিষ্ট; দংষ্ট্রাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √দন্‌শ্‌+ এ (ষ্ট্রন্‌)}
  • Bengali Word দঃ Bengali definition ⇒ দরুদ
  • Bengali Word দই Bengali definition [দোই] (বিশেষ্য) দধি; দৈ। দইপাতা (ক্রিয়া) গরম দুধে দম্বল দিয়ে পাত্রে রেখে যা তৈরি করা হয়। চিনি পাতা দই (বিশেষ্য) চিনি-পাত্রে মিশ্রিত দুধ দ্বারা প্রস্তুত দই। টোকো দই (বিশেষ্য) অম্লস্বাদ দই। দই বড়া (বিশেষ্য) দধিতে ভিজানো কলাই ইত্যাদির বড়া। দই-মাছ (বিশেষ্য) দধি সহযোগে রান্না করা মাছের ব্যঞ্জন। যার ধন তার নয় নেপোয় মারে দই-প্রকৃত মালিকের পরিবর্তে অন্য লোকের সম্পত্তি ভোগ। {(তৎসম বা সংস্কৃত) দধি>(প্রাকৃত) দহি>}
  • Bengali Word দইয়ম, দুয়ম Bengali definition [দোইয়ম্‌, দুয়ম] (বিশেষণ) দ্বিতীয় (আওয়ালে আল্লার নূর দইয়মে তোমার ফুল-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) দ্বয়ম্‌, দ্বৌ, দ্বিতীয়}
  • Bengali Word দউ ((ব্রজবুলি)) Bengali definition [দোউ] (বিশেষণ) উভয়; দুই; দ্বয় (নয়ন নলিনী দউ অঞ্জনে রঞ্জই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) দ্বৌ>}
  • Bengali Word দওর, দৌর Bengali definition [দওর্‌, দৌউর্‌] (বিশেষ্য) চক্র; পরিক্রমা; ঘূর্ণন (আল ওদুদের পিয়ালার দৌর চলুক বিরামহীন-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)দরর}
  • Bengali Word দওরা Bengali definition [দওরা] (বিশেষ্য) ১ সেসন কোর্ট; সেসনের বিচার। ২ বৈঠক। ৩ পর্যটন। {(আরবি)দাররাহ}
  • Bengali Word দওলত Bengali definition ⇒ দৌলত
  • Bengali Word দক্তি, দক্তী Bengali definition [দোক্‌তি] (বিশেষ্য) বই বাঁধাইয়ের শক্ত কাগজ বা পেস্টবোর্ড; paste-board। {(ফারসি) তখ্‌তী}
  • Bengali Word দক্ষ Bengali definition [দোক্‌খো] (বিশেষণ) পারদর্শী; কুশল; পটু। □ (বিশেষ্য) হিন্দু পুরানে বর্ণিত প্রজাপতিবিশেষ যিনি সতী ও নক্ষত্ররুপিণী সপ্তবিংশ কন্যার জনক। দক্ষা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। দক্ষতা (বিশেষ্য) পারদর্শিতা (ক্ষমতাগুণে অর্জিত দক্ষতা-সৈয়দ শামসুল হক)। দক্ষকন্যা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) (হিন্দু পুরাণের) সতী; দুর্গা; শিব-পত্নী। দক্ষবালা (বিশেষ্য) দক্ষ কন্যা; তারা (রজণনীনাথ বিহারে যথা দক্ষবালাদলে লয়ে- মদ)। দক্ষযজ্ঞ (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত প্রজাপতি দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ যা শিবের অনুচরদের দ্বারা লণ্ডভণ্ড হয়। ২ ((আলঙ্কারিক)) হৈ চৈ; প্রলয় কাণ্ড; হট্টগোল। {(তৎসম বা সংস্কৃত) √দক্ষ্‌+ অ(অচ্‌)}
  • Bengali Word দক্ষিণ রায় Bengali definition [দোক্‌খিন্‌ রায়্‌] (বিশেষ্য) হিন্দুদের মঙ্গল কাব্যোক্ত সুন্দরবনের ব্যাঘ্রদেবতা। {দক্ষিণ+ রায়}