Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -থা ১ Bengali definition [থা] (বিশেষ্য) স্থান। {(তৎসম বা সংস্কৃত) স্থান>থান> থা}
  • Bengali Word -থা ২ Bengali definition [থা] (অব্যয়) প্রকার বাচক প্রত্যয় (অন্যথা)। {(তৎসম বা সংস্কৃত) থাচ্‌}
  • Bengali Word থ ১ Bengali definition ব্যঞ্জন বর্ণমালার সপ্তদশ বর্ণ এবং ত-বর্গের দ্বিতীয় বর্ণ। এটি অঘোষ (unvoiced), মহাপ্রাণ (aspirated), দন্ত্য (dental), স্পৃষ্ট (plosive) ধ্বনি।
  • Bengali Word থ ২ Bengali definition [থ] (বিশেষণ) ১ অভিভূত; কিংকর্তব্যবিমূঢ়; হতবম্ব (কিন্তু তার পরের অবস্থা দেখে সে থ-সৈয়দ মুজতবা আলী)। ২ স্তম্ভিত; নির্বাক (কাল ওস্তাদের হাতে সঁপে দিয়ে সে থ’-শওকত ওসমান)। ৩ অবাক; বিস্মিত; অপ্রতিভ (বকে ধমকিয়ে থ বানিয়ে দাও- সদ)। ২ পাষাণ; পর্বত; অচল (থকারে পাথর তুমি থকারের মেয়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) স্থ>থ}
  • Bengali Word থ-কার Bengali definition [থকার্‌] (বিশেষ্য) থ বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) থ+কার}
  • Bengali Word থই থই ১, থৈ থৈ ১ Bengali definition [থোইথোই] (অব্যয়) বিস্তৃতি বা পরিব্যাপ্তিসূচক (পানি থই থই করছে)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word থই থই ২, থৈ থৈ ২ Bengali definition [থোইথোই] (বিশেষ্য) উদ্দাম নৃত্যের অঙ্গভঙ্গি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word থই, থৈ, থ’, থা, থাই Bengali definition [থোই, থোই, থো, থা, থাই] (বিশেষ্য) ১ জলের নিম্নস্থ স্থলভাগ; তলভূমি (থই পাওয়া যায় না)। ২ থামার স্থান; সীমা (হিসেব নেবেন, মাপ জোক, করবেন, তবে তোএকটা যুক্তি থ’ পাবে-শওকত ওসমান)। ৩ আশ্রয়; অবলম্বন। অথই (বিশেষণ) এত গভীর যে তলহীন (অথই সমুদ্র)। {(তৎসম বা সংস্কৃত) স্থলী> থলী>; (তৎসম বা সংস্কৃত) স্তাঘ> (প্রাকৃত) থাহ>(বাংলা) থাই, থই}
  • Bengali Word থক Bengali definition [থক্‌] (অব্যয়) ১ ক্বাথের মতো ঘন রস বা আঠালো বস্তুর পতন শব্দ। ২ থুথু ফেলার আওয়াজ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word থকথক Bengali definition [থক্‌থক্‌] (অব্যয়) ১ কাদার মতো সামান্য গাঢ় ও কিছু তরলতাসূচক। ২ তরল বস্তুর প্রায় ঘনীভূত বা জমাট ভাব। ৩ ক্ষত ইত্যাদির প্রসার ও মারাত্মক হওয়ার ভাবসূচক। থকথকে (বিশেষণ) থকথক করছে এমন; ঈষৎ গাঢ়। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word থকা Bengali definition [থকা] (ক্রিয়া) পরিশ্রমের ফলে অবসন্ন হওয়া; হাঁপিয়ে যাওয়া; পরিশ্রান্ত হয়ে হঠাৎ থামা। থকিত (বিশেষণ) ১ শ্রান্ত হয়ে যা থেমেছে বা নিরস্ত হয়েছে (থকিত পায়ের চলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ শান্ত; স্তব্ধ (কালানাম শুনিয়া থকিত হয়-জ্ঞান)। {(তৎসম বা সংস্কৃত) স্থগিত>(প্রাকৃত) থকিত}
  • Bengali Word থতমত Bengali definition [থতোমতো] (অব্যয়) ১ বিহ্বলতার বা কিংকর্তব্য-বিমূঢ়তার ভাবসূচক (থতমত খাওয়া)। ২ ইতস্তত। ৩ অপ্রতিভ। {(তৎসম বা সংস্কৃত) স্তম্ভিত>}
  • Bengali Word থপ Bengali definition [থপ্‌] (অব্যয়) নরম ভারী জিনিস পতনের শব্দজ্ঞাপক। থপথপ (অব্যয়) ১ পুনঃপুনঃ বা ক্রমাগত থপ শব্দ। ২ স্থূলদেহবিশিষ্ট প্রাণীর চলার পদশব্দ। থপথপে (বিশেষ্য) বার্ধক্য অথবা দেহভারজনিত মন্থর গতি। থপাস (অব্যয়) থপ অপেক্ষা ভারী শব্দ। থপাস থপাস (অব্যয়) ক্রমাগত বা পুনঃপুনঃ থপাস ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word থমক Bengali definition [থমোক্‌] (বিশেষ্য) থেমে থেমে চলন; ধীর-মন্থর গমন-ভঙ্গি; থমকে পড়া/থমকে যাওয়া (সে যে অবসাদে থমক হইয়া গেল-শেখ হাবিবর রহমান সাহিত্যরত্ন)। □ (বিশেষণ) ১ থমকে পড়ে বা থমকে যায় এমন। ২ থেমে যায় এমন। থমকানো, থমকান (ক্রিয়া) ১ চলমান বা কার্যরত অবস্থায় সহসা থামা বা বিরত হওয়া। ২ ভয়ে বা বিস্ময়ে কোনো কাজে হঠাৎ বিরতি দেওয়া বা অগ্রসর হওয়া (পিছনে আকাশে এই এপ্রিলের অবেলার থমকানো ভাব-হাজারী)। ৩ উক্ত অর্থে। থমকানি (বিশেষ্য) চলতে চলতে বা কাজ করতে করতে হঠাৎ বিরতি। □ (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) স্তম্ভ>(প্রাকৃত) থম্‌ভ>}
  • Bengali Word থমথম Bengali definition [থম্‌থম্‌] (অব্যয়) ১ নিথর বা নিশ্চলতা বা আচ্ছন্নতার ভাবজ্ঞাপক (রাত থমথম করছে)। ২ জলভারাক্রান্ত বা জলপূর্ণ ভাববোধক (আকাশে মেঘ থমথম করছে)। ৩ শ্লেষ্মাধিক্য ভাবজ্ঞাপক (সর্দিতে চোখ থমথম করছে)।
  • Bengali Word থমথমে Bengali definition (বিশেষণ) ১ স্থির ও ঘোর; সমাচ্ছন্ন। ২ রসভারী; জলভারাক্রান্ত; রসস্থ (মুখ একবারে থমথমে হয়ে আছে, মনে হয় জ্বর এসেছে)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word থর Bengali definition [থর্‌] (বিশেষ্য) স্তর; থাক (বুকের মধ্যিখানটায় থর ফেলে দুপাশ থেকে প্রায় গোল হয়ে উঠেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। থরে বিথরে (বিশেষণ) নানা স্তরে; থাকে থাকে (সকলি দিলাম তুলে থরে বিথরে-রবীন্দ্রনাথ ঠাকুর; থরে বিথরে সাজানো)। {(তৎসম বা সংস্কৃত) স্তর> (প্রাকৃত) থর}
  • Bengali Word থরথর, থরোথরো Bengali definition [থর্‌থর্‌, থরোথরো] (অব্যয়) প্রচণ্ড কম্পনের ভাব প্রকাশ (সারাপৃথিবী, শীতের থরথর, পাতার মর্মর দিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) কম্পিত; কম্পমান (থর থর দেহ; শাখা থরোথরো-রবীন্দ্রনাথ ঠাকুর; প্রথম প্রেমের স্পর্শে থরোথরো কম্পনের মতো-রখা)। □ (ক্রিয়াবিশেষণ) থরথর করে (রাই কাঁপে থরথর-বড়ু চণ্ডীদাস)। থরথরানি (বিশেষ্য) প্রবল কম্পন। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word থরহরি, থরহর Bengali definition [থরোহরি, থরহর্‌] (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) থরথর করে কম্পন ও ভীতির ভাবপ্রকাশ করে (ডরএ জম কাঁপএ থরহর-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ]; যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। থরহরি কম্পমান (বিশেষণ) ভয়ে থরথর করে কাঁপছে এমন। {(প্রাকৃত) থরহরতি>
  • Bengali Word থল Bengali definition [থল্‌] (বিশেষ্য) স্থল; স্থান; ডাঙ্গা; ভূমি; তট (থল-কমল বা স্থল-কমল)। থলকমল (বিশেষ্য) স্থলপদ্ম। {(তৎসম বা সংস্কৃত) স্থল>}
  • Bengali Word থলথল Bengali definition [থল্‌থল্‌] (অব্যয়) একই সঙ্গে স্থূলতা ও কোমলতার ভাবসূচক (পেটের মাংস থলথল করা)। থলথলে (বিশেষণ) স্থূল অথচ নরম (থলথলে মাটি ঠনঠনে লোহা অনায়াসে পারি সামলাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স্থূল> (প্রাকৃত) থুল>}
  • Bengali Word থলি, থলী, থলিয়া, থলে Bengali definition [থলি, থলি, থলিয়া, থলে] (বিশেষ্য) ঝুলি; বোঝা; বস্তা; bag। থৈলা (আঞ্চলিক), থলিয়াতি, থলেট, থৈলতদার (বিশেষ্য) চোরেরা যার ঘরে চোরাই মাল রাখে। {(তৎসম বা সংস্কৃত) স্থলী>থলী, থলি+ইয়া>এ}
  • Bengali Word থলো, থোলো Bengali definition [থোলো] (বিশেষ্য) গোছা; গুচ্ছ; স্তবক; থোকা (থোলো থেলো ফুলে ছেয়ে যেত-অবনীন্দ্রনাথ ঠাকুর) । {(তৎসম বা সংস্কৃত) স্তর>থর>(বাংলা) থল+ইয়া>ও}
  • Bengali Word থসথস Bengali definition [থশ্‌থশ্‌] (অব্যয়) অনুকার শব্দ; আর্দ্রতা ও শৈথিল্যবাচক শব্দ। থসথসে (বিশেষ্য) ভেজা ও শিথিল। □ (বিশেষণ) অদৃঢ়; যা মজবুত নয়; দুর্বল। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word থা ৩ Bengali definition [থা] (অব্যয়) অন্যথা (রাজার ঘরে হইব বিয়া তায় নাহি থা-ময়মনসিংহ গীতিকা.)। {(তৎসম বা সংস্কৃত) স্থান> থান>থা}
  • Bengali Word থা ৪ Bengali definition থই
  • Bengali Word থাই Bengali definition ⇒ থই
  • Bengali Word থাউকা, থাইকো, থাওকা Bengali definition [থাউকা, থাইকো, থাওকা] (বিশেষণ) থোক অংশ বা ভাগ হিসেবে; মোটের উপর; থোকে (থাউকো দরে আদর করে অমানুষের দল বেড়েছে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স্তবক>}
  • Bengali Word থাক ১ Bengali definition [থাক্‌] (বিশেষ্য) ১ শ্রেণি; স্তর; স্তবক (থাকে থাকে সজ্জিত। তের থাক পালঙ্গে মধুমালা নিঝুম ঘুম যায়-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ তাক; দেওয়াল; আলমারি প্রভৃতিতে জিনিসপত্রাদি রাখার জন্য খাঁজবিশেষ (গাঁজার হুকা একবার এ থাকার পাশ মেরে ও থাকে গেল-কালীপ্রসন্ন সিংহ)। থাক কাটা (বিশেষ্য) ১ শ্রেণিতে বা ভাগে বিভক্ত। □ (বিশেষ্য) পৈঠার মতো স্তর বাঁধা। থাকবন্দী (বিশেষণ) ১ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত। ২ স্তরে স্তরে সজ্জিত। {(তৎসম বা সংস্কৃত) স্তবক>}
  • Bengali Word থাক ২ Bengali definition [থাক্‌] (ক্রিয়া) ১ থাকুক (থাক সে কথা তুলে আর কাজ নেই)। ২ অবস্থিতি করুক (সুখে থাক)। থাকন (বিশেষ্য) অবস্থান; স্থিতি। থাকনা (অব্যয়) ১ থাকুক না; রহুক না; তাতে কোনো প্রয়োজন নেই (আহা থাক না, না-হয় না যাবে)। ২ থাকুক (আজ থাক না কাল এটা করবো)। {(তৎসম বা সংস্কৃত) √স্থা>(প্রাকৃত) থক্ক>}