Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঢেমসা Bengali definition ⇒ ঢেমচা
  • Bengali Word ঢের Bengali definition [ঢের্] (বিশেষণ) প্রচুর; বেশি; অনেক; দেদার; যথেষ্ট (আনে বটে ঢের কড়ি নিজ রোজগারে-হেম)। ঢেরি (বিশেষ্য) প্রাচুর্য; রাশি; স্তূপ (ঢেরি করা)। {(তুলনীয়) (নেপালি) ধের}
  • Bengali Word ঢেরা, ঢ্যারা Bengali definition [ঢ্যারা] (বিশেষ্য) ১ ‘X’ এই চিহ্ন (ঢেরা কাটা)। ২ দড়ি পাকাবার যন্ত্র। ৩ স্বীকৃতি। ঢেরা কাটা (ক্রিয়া) ঢেরা চিহ্ন অঙ্কিত করা (মায়ের স্বহস্তে আমার নামে ঢ্যারা কেটে দিয়েছেন-সৈয়দ মুজতবা আলী)। ঢেরা সই, ঢেরা সহি (বিশেষ্য) নিরক্ষর ব্যক্তির দেওয়া ঢেরা ‘X’ এই চিহ্নযুক্ত স্থানে অপরের দ্বারা তার নাম সই (ও রকম ঢেরা সই দেওয়াতে বর্ণ ধর্ম জ্ঞানের পরিচয় দেওয়া যেতে পারে-প্রথম চৌধুরী )। {(হিন্দি) ঢেরা}
  • Bengali Word ঢেলা, ঢ্যালা Bengali definition [ঢেলা, ঢ্যালা] (বিশেষ্য) ঢিল; ডেলা; ঢিল অপেক্ষা বড় মাটি, ইট ইত্যাদির টুকরা (দেহের ভেবেছ ঢেলার মতন-কাজী নজরুল ইসলাম)। ঢেলা মারা ১ ঢেলা ছুড়ে মারা। ২ আন্দাজিচাল চালা। {(তৎসম বা সংস্কৃত) দল>(প্রাকৃত) ডল>ডেলা>}
  • Bengali Word ঢেলে সাজা Bengali definition ⇒ ঢালা
  • Bengali Word ঢেসা Bengali definition [ঢেশা] (বিশেষ্য) ১ ফাঁকি; প্রতারণা; প্রবঞ্চনা; ধোঁকা। ২ নিন্দা; কুৎসা; বদনাম; অপবাদ। ৩ অপরাধী; দোষ। □ (ক্রিয়াবিশেষণ) অপরাধ; দোষী; প্রতারক; প্রবঞ্চক (ধনচোর, ঢেসায় পাঠাব যমঘর-ঘনরাম চক্রবর্তী)। {ধাঁধা>}
  • Bengali Word ঢেড়ি ২ Bengali definition [ঢেড়ি] (বিশেষ্য) প্রাচুর্য; বাহুল্য (বয়সের দোষে হয় বচনের ঢেড়ি-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষণ) সার্ধ; ডেড়া; দেড়া। {(তৎসম বা সংস্কৃত) অর্ধদ্বিতীয়>; (তুলনীয়) দেড়}
  • Bengali Word ঢো Bengali definition ⇒ ধুয়া
  • Bengali Word ঢোঁক, ঢোক Bengali definition [ঢোঁক, ঢোক্‌] (বিশেষ্য) ১ একবারে যে পরিমাণ তরল পদার্থ পান করা যায় (এক ঢোক পানি গিলিয়া ফেলিলাম-আবুল মনসুর আহমদ)। ২ গিলন; গলাধঃকরণ। ৩ গিলবার ভঙ্গি (ঢোক গেলা)। ঢোঁক গিলা, ঢোঁক গেলা (ক্রিয়া) ১ গিলবার ভঙ্গি করা (সে যেন মাঝে মাঝে ঢোঁক গিলিয়া জোরে নিঃশ্বাস ফেলিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ ইতস্তত করা। ঢোঁক গিলে কথা বলা (ক্রিয়া) ১ ইতস্তত করে কথা বলা। ২ একটু সময় নিয়ে কথা বলা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঢোঁড়া ১ Bengali definition [ঢোঁড়া] (বিশেষ্য) বিষহীন সাপবিশেষ। □ (বিশেষণ) অকর্মণ্য; তেজোবীর্যহীন; যার শক্তি নেই অথচ আস্ফালন বা ক্রোধ আছে। {(তৎসম বা সংস্কৃত) ডুণ্ডুভ>}
  • Bengali Word ঢোঁড়া ২, ঢোঁরা Bengali definition [ঢোড়া, ঢোরা] (ক্রিয়া) অনুসন্ধান করা; খোঁজ করা (ঢুঁরিল অনেক মুঞি না পাইলু দর্শন-দৌলত উজির বাহরাম খান)। {√ঢুঁড়্‌+আ; (তৎসম বা সংস্কৃত) ঢুন্ঢন>}
  • Bengali Word ঢোক Bengali definition ⇒ ঢোঁক
  • Bengali Word ঢোকা, ঢোকান, ঢোকানো Bengali definition ⇒ ঢুকা
  • Bengali Word ঢোল Bengali definition [ঢোল্‌] (বিশেষ্য) ১ সুবিখ্যাত চর্মাবৃত বাদ্যযন্ত্র। ২ ফাঁপা; স্ফীত (ফুলে ঢোল হওয়া)। ঢোলক (বিশেষ্য) ক্ষুদ্র ঢোল। ঢোল দেওয়া (ক্রিয়া) ১ ঢোল বাজিয়ে বিজ্ঞাপিত করা। ২ ঘোষণা করা; চতুর্দিকে রাষ্ট্র করা। ঢোল পেটা, ঢোলে কাঠি দেওয়া (ক্রিয়া) ১ ঢোল বাজানো। ২ প্রচার করা। ঢোল-শোহরত, ঢোল-শহরত (বিশেষ্য) কোনো বিষয় ঢোল বাজিয়ে প্রচার। ঢোল সমুদ্র (বিশেষ্য) ১ ফরিদপুরস্থ প্রকাণ্ড দীঘির নাম-তার এক পাড়ে ঢোল বাজালে অপর পাড়ে তা শোনা যেত না। ২ ((আলঙ্কারিক)) বৃহৎ জলাশয়; পানি থৈ থৈ অঞ্চল (দুঃখের ঢোলসমুদ্র-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নিজের ঢোল নিজে পেটা (ক্রিয়া) আত্মপ্রশংসা করা। {(মুণ্ডারি) ঢোল}
  • Bengali Word ঢোলতা Bengali definition [ঢোল্‌তা] (বিশেষ্য) প্রবঞ্চনা; ছলনা। {ঢোল+তা}
  • Bengali Word ঢোলা ১, ঢোল্লা Bengali definition [ঢোলা, ঢোল্‌লা] (বিশেষণ) ঢিলা; আঁটসাঁট নয় এমন; আলগা (ঢোলা পায়জামা)। ২ ফাঁপা; শূন্যগর্ভ। {(প্রাকৃত) ঢোল্ল। (মুণ্ডারি) ‘ঢোলে’ অর্থ-মোটা ও অলস স্ত্রী}
  • Bengali Word ঢোলা ২ Bengali definition ⇒ ঢুলা
  • Bengali Word ঢোলাই Bengali definition [ঢোলাই] (বিশেষ্য) ১ ঢোয়াই; জিনিসপত্র একস্থান থেকে অন্যস্থানে বহন করে নিয়ে যাওয়া্ ২ বহন করার মজুরি। {(হিন্দি) ঢোনা, ঢুলনা}
  • Bengali Word ঢোলী Bengali definition = ঢুলি।
  • Bengali Word ঢোসর Bengali definition [ঢোশর্‌] (বিশেষণ) শঠ; দুশ্চরিত্র। {(তৎসম বা সংস্কৃত) ধূসর>}
  • Bengali Word ঢোসা Bengali definition [ঢোশা] (বিশেষণ) ফাঁপা; মোটা ও অন্তঃসারশূন্য; ফোলা ও অকেজো। □ (বিশেষ্য) মোটা পশমের তৈরি গায়ের চাদর। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বন্‌স্‌>; ডহ. ধুস্‌সা}
  • Bengali Word ঢোস্কা, ঢোসকা, ঢসকা Bengali definition [ঢোশ্‌কা, ঢোশ্‌কা, ঢশ্‌কা] (বিশেষণ) ফাঁপা; স্থূলদেহ ও অকর্মণ্য-যাকে ধাক্কা দিলে পড়ে যায় এমন। {ধসা>ধস্কা>}
  • Bengali Word ঢোড়া Bengali definition ⇒ ঢুঁড়া
  • Bengali Word ঢোয়া Bengali definition [ঢোয়া] (ক্রিয়া) একস্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যাওয়া। ঢোয়াই (বিশেষ্য) ১ একস্থান থেকে অন্যত্র বহন। ২ দ্রব্যাদি লোক দ্বারা স্থানান্তরিত করবার পারিশ্রমিক। {(হিন্দি) ঢোনা}
  • Bengali Word ঢৌকন Bengali definition [ঢোউকোন্‌] (বিশেষ্য) ১ গমন। ২ উপঢৌকন; উৎকোচ। {(তৎসম বা সংস্কৃত) √ঢৌক্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ঢৌল Bengali definition [ঢোউল্‌] (বিশেষ্য) ১ ঢোল। ২ অপমান; লাঞ্ছনা। □ (বিশেষণ) অপমানিত (ঢৌল নাহি করি কভু পরের যুবতী-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {ও. ঢৌল}
  • Bengali Word ঢ্যাঁডড়া Bengali definition ⇒ ঢেঁটরা
  • Bengali Word ঢ্যাঁডড়া Bengali definition ⇒ ঢেঁটরা
  • Bengali Word ঢ্যাঁড়স, ঢ্যাঁড়শ Bengali definition ⇒ ঢেঁড়স
  • Bengali Word ঢ্যাঁড়া Bengali definition ⇒ ঢেঁটরা