Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ডিবেট Bengali definition [ডিবেট্‌] (বিশেষ্য) বিতর্কমূলক বক্তৃতা (খেলাধুলো ডিবেট সিনেমার চাপে কোন মনের গহনে তলিয়ে গেল পল্লীর ক্ষুদ্র অনু-এস. এন কিউ জুলফিকার আলী (নছরু))। {(ইংরেজি) debate}
  • Bengali Word ডিব্বা Bengali definition [ডিব্‌বা] (বিশেষ্য) কুপি (রেলগাড়ি প্রভৃতির) কামরা বা ঘর। {(হিন্দি) ( ⇒ডিবা)}
  • Bengali Word ডিভিশন Bengali definition [ডিভিশন] (বিশেষ্য) ১ সেনাদলবিশেষ। ২ প্রদেশের অংশ। ৩ বিভাজন; ভাগ; বিভাগ। ৪ সংসদ বা আইন সভার ভোট। {(ইংরেজি) division}
  • Bengali Word ডিম Bengali definition [ডিম্‌] (বিশেষ্য) ১ ডিম্ব; অণ্ড; আণ্ডা (হাঁসের ডিম)। ২ হাঁটু ও গোড়ালির মধ্যবর্তী পায়ের পিছনের দিকের ডিম্বাকৃতি মাংসপিণ্ড। ডিমওয়ালা, ডিম-ওলা (বিশেষণ) ডিমবিশিষ্ট ডিমযুক্ত (ডিম-ওয়ালা ইলিশ মাছ)। ডিমকি (বিশেষ্য) ডিম অপেক্ষা ক্ষুদ্র; ডিমের মতো গোল ছোট দানা। ডিম পাড়া (ক্রিয়া) অণ্ড প্রসব করা। ডিমে তা দেওয়া (ক্রিয়া) ১ বাচ্চা ফুটাবার জন্য প্রসূতি পাখি কর্তৃক ডিমের উপর বসে তাপ দেওয়া। ২ (আলঙ্কারিক) অলসভাবে দিন যাপন করা; অলসভাবে বসে থাকা। ডিমে রোগা (বিশেষণ) ১ আজন্ম রোগা; চিররোগী। ২ অত্যন্ত ক্ষীণ দেহ। ঘোড়ারডিম (বিশেষ্য) অলীক; অদ্ভুত; কিছুই না; শক্তি ও সামর্থ্য-শূন্যতার ইঙ্গিত (সে ঘোড়ার ডিম করবে)। পায়েরডিম-হাঁটুর নিচের ডিম্বাকৃতি মাংসপেশি; calf। বাওয়াডিম, বাওডিম (বিশেষ্য) যে ডিমে বাচ্চা হয় না। {(তৎসম বা সংস্কৃত) ডিম্ব>}
  • Bengali Word ডিমাই Bengali definition [ডিমাই] (বিশেষণ) ১ কাগজের আকার বা মাপ। ২ বাইশ ইঞ্চি লম্বা এবং আঠারো ইঞ্চি চওড়া আকারের। {(ইংরেজি) demy}
  • Bengali Word ডিমারেজ Bengali definition ডেমারেজ
  • Bengali Word ডিমিডিমি, ডিমডিম, ডিমিকি Bengali definition [ডিমিডিমি, ডিম্‌ডিম্‌, ডিমিকি] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) ১ ডিমডিম ধ্বনি করে (ঐ ডম্বরু- ঢোলে ডিমিডিমি বোলে-কাজী নজরুল ইসলাম)। ২ ডিমডিম ধ্বনি; ডমরুধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ডিম্ব Bengali definition [ডিম্‌বো] (বিশেষ্য) ডিম; অণ্ড। ডিম্বক (বিশেষ্য) ((প্রাণীবিজ্ঞান)) ক্ষুদ্র ডিম, ovum। ডিম্বকোষ (বিশেষ্য) (উদ্ভিদ.) পুষ্পযোনি; ডিম্বাকার কোষ। ডিম্বজ (বিশেষ্য) ১ অণ্ডজপ্রাণী। ২ ডিম্বজাত; ডিম ফুটে জন্মগ্রহণ করে। ডিম্বসাচ (বিশেষ্য) ডিমের ছাঁচ। ডিম্বাণু (বিশেষ্য) ডিম্বাশয়ের ভিতরের কোষ যা ভ্রূণে পরিণত হয়; ক্ষুদ্র ডিম্ব; ovum। ডিম্বাশয় (বিশেষ্য) ১ ((প্রাণীবিজ্ঞান)) স্ত্রী জীবের রজোডিম্বের আধার। {(তৎসম বা সংস্কৃত) √ডিন্‌ব্‌+অ(অচ্‌)>} ডিম্বিকা [ডিম্‌বিকা] (বিশেষ্য) ১ প্রতিবিম্ব। ২ কামুক নারী। ৩ শোণাক নামক গাছ। {(তৎসম বা সংস্কৃত) ডিম্বক+আ}
  • Bengali Word ডিম্ভ, ডিম্ভক Bengali definition [ডিম্‌ভ, ডিম্ভক্‌] (বিশেষ্য) শিশু; অল্পবয়স্ক বালক। (বিশেষণ) ১ মূর্খ; অজ্ঞান। ২ শুভ ও অশুভ নির্ণয় করে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ডিম্ভ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ডিরেল Bengali definition [ডিরেল] (ক্রিয়া) রেললাইন থেকে সরে যাওয়া; চলন্ত রেলগাড়ি বা রেলবগির রেল লাইন থেকে বিচ্যুতির ফলে দুর্ঘটনা (ডিরেলের ভয় সর্বত্রই এবং প্রতি মুহূর্তেই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) derail}
  • Bengali Word ডিলার Bengali definition [ডিলার] (বিশেষ্য) ব্যবসায়ী (কাপড়ের ডিলার)। {(ইংরেজি) dealer}
  • Bengali Word ডিশ, ডিস Bengali definition [ডিশ্‌] (বিশেষ্য) থালা; প্লেট; রেকাবি। ডিস এন্টেনা (বিশেষ্য) টেলিভিশনের শক্তিশালী এন্টেনা প্রধানত দূর-দূরান্তের ছবি দেখার জন্য যা ব্যবহার করা হয়-এর আকার বৃহৎ থালা বা ডিশের ন্যায়। {(ইংরেজি) dish}
  • Bengali Word ডিসকাউন্ট Bengali definition [ডিস্‌কাউন্‌ট] (বিশেষ্য) ১ অবহার; বাট্টা; ধার্য দাম বা হিসাব থেকে যা বাদ দেওয়া হয় বা কম দেওয়া হয়। ২ ছাড়; হিসাবে ছাড় (শতকরা দশ টাকা ডিসকাউন্ট)। {(ইংরেজি) discount}
  • Bengali Word ডিসচার্জ Bengali definition [ডিস্‌চারজ্‌] (বিশেষ্য) ১ ছেড়ে দেওয়া; উপযুক্ত প্রমাণের অভাবে আসামিকে মুক্তিদান। ২ চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া; পদচ্যুতি। {(ইংরেজি) discharge}
  • Bengali Word ডিসট্যান্ট Bengali definition [ডিস্‌ট্যান্‌ট্‌] (বিশেষণ) দূরস্থ; দূরবর্তী (এইমাত্র স্টেশনের ডিসট্যান্ট সিগন্যাল পড়ল)। {(ইংরেজি) distant}
  • Bengali Word ডিসট্রিক্ট Bengali definition [ডিস্‌ট্রিক্‌ট] (বিশেষ্য) জেলা; প্রশাসনিক এলাকা ভাগ। {(ইংরেজি) district}
  • Bengali Word ডিসট্রিক্ট বোর্ড Bengali definition [ডিস্‌ট্রিক্‌ট্‌ বোর্‌ড্‌] (বিশেষ্য) জেলা বোর্ড; জেলার উন্নতিকল্পে গঠিত স্বায়ত্তশাসিত সংস্থা। {(ইংরেজি) district board}
  • Bengali Word ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডি-এম, ডি-সি, ডেপুটি কমিশনার Bengali definition [ডিস্‌ট্রিক্‌ট্‌ ম্যাজিস্‌ট্রেট্‌, ডিয়েম্‌, ডিসি, ডেপুটি কোমিশনার্‌] (বিশেষ্য) জেলা প্রশাসক; বর্তমানে এঁদের ডেপুটি কমিশনার বলা হয়। {(ইংরেজি) district magistrate, deputy commissioner}
  • Bengali Word ডিসপেনসারি Bengali definition [ডিস্‌পেন্‌সারি] (বিশেষ্য) ডাক্তারখানা; ঔষধালয় (ডাক্তারের ডিসপেনসারি)। {(ইংরেজি) dispensary}
  • Bengali Word ডিসপেপসিয়া Bengali definition [ডিস্‌পেপ্‌সিয়া] (বিশেষ্য) অজীর্ণতা (মারাত্মক ডিসপেপসিয়া রোগে ভুগছেন-কবি মঈনুদ্দীন)। {(ইংরেজি) dyspepsia}
  • Bengali Word ডিসমিস Bengali definition [ডিশ্‌মিশ্‌] (বিশেষণ) ১ বাতিল; খারিজ; অগ্রাহ্য (তাহাদিগকে জবানবন্দিতে নালিশ সম্পূর্ণরূপে মিথ্যা প্রকাশ হইয়া ডিসমিস হইল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ কাজ থেকে বরখাস্ত; কর্মচ্যুত; চাকরি থেকে বহিষ্কৃত (ডিসমিস হ্ওয়া)। {(ইংরেজি) dismiss}
  • Bengali Word ডিসেন্ট Bengali definition [ডিসেন্‌ট] (বিশেষণ) শালীনতাপূর্ণ; সভ্যভব্য (ওর মত ডিসেন্ট গার্ল আমি জীবনে অল্পই দেখেছি-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) decent}
  • Bengali Word ডিসেম্বর Bengali definition [ডিশেম্‌বর্‌] (বিশেষ্য) ১ ইংরেজি বছরের দ্বাদশ মাস; ইংরেজি বছরের শেষ মাস। ২ অগ্রহায়নের মাঝামাঝি থেকে পৌষের মাঝামাঝি পর্যন্ত সময়। {(ইংরেজি) December}
  • Bengali Word ডিহান, ডেহান Bengali definition [ডিহান্‌, ডেহান্‌] (ক্রিয়া) ডিঙানো; লঙ্ঘন করা। {ডিঙানো>}
  • Bengali Word ডিহি Bengali definition [ডিহি] (বিশেষ্য) মোগল ভূমিব্যবস্থা অনুযায়ী বঙ্গদেশে গ্রামের প্রশাসনিক নাম ছিল মৌজা, কতিপয় মৌজা নিয়ে ডিহি গঠিত হতো, এভাবে একটি একটি তহসিলের অধীনে একাধিক ডিহি থাকত। ডিহিদার (বিশেষ্য) ডিহির অধিকারী বা শাষনকর্তা (ডিহিদার মামুদ শরীফ-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ডিহিবন্দী (বিশেষ্য) ডিহির খাজনা (নির্ধারণ)। {(ফারসি) ডীহ্‌}
  • Bengali Word ডিহি ২ Bengali definition [ডিহি] (বিশেষ্য) দিঘি। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ>দিঘ্‌ঘ>দিঘি>ডিহি}
  • Bengali Word ডিয়ার Bengali definition [ডিয়ার্‌] (বিশেষ্য), (বিশেষণ) প্রিয় (ব্রেভো! ডিয়ার ব্রাদার বা ফিলোজফার-মীর মশাররফ হোসেন)। {(ইংরেজি) dear}
  • Bengali Word ডী Bengali definition [ডি] (বিশেষ্য) ১ এক প্রকার বাদ্যযন্ত্র। ২ চাষ নামক পাখি। {(তৎসম বা সংস্কৃত) √ডী>}
  • Bengali Word ডীন, ডিন Bengali definition [ডিন্‌] (বিশেষ্য) বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান, আইন, চিকিৎসা প্রভৃতি শাখার কোনো একটির অনুষদ- প্রধান। {(ইংরেজি) dean}
  • Bengali Word ডুকরা Bengali definition ডোকরা