Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ডোম ২ Bengali definition [ডোম্‌] (বিশেষ্য) কাচের তৈরি গোল দীপাধার। {(ইংরেজি) dome}
  • Bengali Word ডোমকাক Bengali definition [ডোম্‌কাক্‌] (বিশেষ্য) দাঁড়কাক। {(তৎসম বা সংস্কৃত) দ্রোণ> (প্রাকৃত) দোণ>+কাক}
  • Bengali Word ডোমচিল Bengali definition [ডোম্‌চিল্‌] (বিশেষ্য) এক প্রকার ধূসর কালো রঙের চিল; কালো চিল; গোদাচিল। {(তৎসম বা সংস্কৃত) দ্রোণ> (প্রাকৃত) দোণ>+চিল
  • Bengali Word ডোমনা Bengali definition [ডোম্‌না] (বিশেষ্য) ১ এক প্রকার গ্রাম্য সঙ্গীত। ২ এক প্রকার সাপ। {ডোমন+ আ (অনাদরে)}
  • Bengali Word ডোমনি, ডোমনা Bengali definition [ডোম্‌নি, ডোমনা] (বিশেষ্য) ১ ডুমনি। ২ দরজার হাঁসকলের যে অংশটি চৌকাঠের সঙ্গে সংলগ্ন থাকে। ৩ ডোম জাতীয়া নারী। {(প্রাকৃত) ডোংব>}
  • Bengali Word ডোম্ব Bengali definition [ডোম্‌ব] (বিশেষ্য) পুরুষ ডোম; চণ্ডাল। ডোম্বী স্ত্রী। {(প্রাকৃত) ডুম্ব>}
  • Bengali Word ডোম্বি, ডোম্বী Bengali definition ((মধ্যযুগীয় বাংলা)) [ডোম্‌বি] (বিশেষ্য) ১ ডোম জাতীয়া স্ত্রীলোক। ২ চর্যাপদে সাংকেতিক অর্থে নৈরাত্মদেবী; (নগর বাহিরে রেঁ ডোম্বি তোহোরি কুড়িআ-চর্যাপদ)। সহজিয়া ধর্মে পরিশুদ্ধাবধূতিকা; সাধনার ফলে মুক্তিদায়িনী যে দেবীকে লাভ করা যায়। {(প্রাকৃত) ডোংব>+ই, ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word ডোর Bengali definition [ডোর্‌] (বিশেষ্য) ১ সুতা; রজ্জু; ডুরি; দড়ি (মালা ছিল তার ফুলগুলি গেছে রয়েছে ডোর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (আলঙ্কারিক)বন্ধন; আকর্ষণ (মায়াডোর; বিধিনিষেধের ডোরে এ জীবনের তাই ভারানত-রখা)। ৩ বৈষ্ণবদের বহির্বাস (ডোর- কৌপীন)। ৪ সন্ন্যাসীর কটিবন্ধ (কটিতটে ডোর ধরি তাহাতে কৌপীন পরি বর্হিবাসে করি আচ্ছাদন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ডোরকৌপীন (বিশেষ্য) বৈষ্ণবদের বহির্বাস (সন্ন্যাসের প্রথম দীক্ষা ডোরকৌপীন ধারণ-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) দোর> (প্রাকৃত) দোরা>}
  • Bengali Word ডোরা Bengali definition [ডোরা] (বিশেষ্য) ১ লম্বা রেখা (কালো রঙের উপরে লাল রঙের ডোরা)। ২ নানা বর্ণের রেখা। ৩ ডোর। ডোরাকাটা (বিশেষণ) ১ ডোরাযুক্ত; রেখাঙ্কিত। ২ নানা বর্ণের রেখা দ্বারা চিহ্নিত। ডোরা ডোরা (বিশেষণ) চিত্রিত; নানা বর্ণের লম্বা দাগবিশিষ্ট; অনেক ডোরার দ্বারা চিহ্নিত। {(প্রাকৃত) দোরা>}
  • Bengali Word ডোরি, ডোরী Bengali definition ডুরি
  • Bengali Word ডোল ১ Bengali definition [ডোল্‌] (বিশেষ্য) ১ ধান-চাল প্রভৃতি শস্য রাখার উপযোগী বাঁশের চটা নল বা হোগলা প্রভৃতি দিয়ে তৈরি বৃহৎ পাত্র (সাতটি ঘরে সাতটি ডোলের গলায় গলা ধরি, ফসল যাদের উঠান ভরি করত গড়াগড়ি-জসীমউদ্‌দীন)। ২ কুয়া থেকে পানি তোলার পাত্রবিশেষ। ৩ (প্রাচীন পদ্য) কম্পিত; রোমাঞ্চিত; অস্থির (ডরে প্রাণ ডোল হইল)। ডোল ভরা (বিশেষণ) সুপ্রচুর; প্রভূত। {(তৎসম বা সংস্কৃত) কণ্ডোল> ডোল}
  • Bengali Word ডোল ২ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [ডোল্‌] (বিশেষ্য) দোল; দোলন। {(তৎসম বা সংস্কৃত) দোল্‌>}
  • Bengali Word ডোল ৩ Bengali definition [ডোল্‌] (বিশেষ্য) ডৌল; গঠন; আকৃতি। {(হিন্দি) ডৌল}
  • Bengali Word ডোল ৪ Bengali definition [ডোল্‌] (বিশেষণ) শিথিল; ঢোলা; দৃঢ়তাশূন্য। {ঢোল>}
  • Bengali Word ডোলা ১ Bengali definition [ডোলা] (বিশেষ্য) দোলা; এক প্রকার শিবিকা। {(তৎসম বা সংস্কৃত) দোলা>}
  • Bengali Word ডোলা ২ Bengali definition ডলা
  • Bengali Word ডোলা ৩ Bengali definition [ডোলা] (ক্রিয়া) ১ ঝাঁপা; দোলা (ধরণী ডগমগি ডোলে-বিদ্যাপতি)। ২ দোলা দেওয়া; ঢুলানো (এক এক সুন্দরী কন্যা সব বাদসাহকে ডোলা দিতেন-রামরাম বসু)। ঢোলন (ক্রিয়া) আন্দোলিত করা; ঢুলানো। {(তৎসম বা সংস্কৃত) দোলি> (প্রাকৃত) ডোল>}
  • Bengali Word ডোলি, ঢোলী Bengali definition ডুলি
  • Bengali Word ডৌল, ডোল Bengali definition [ডোউল্‌, ডোল্‌] (বিশেষ্য) অবয়ব; রুপ (সুডৌল); গড়ন; আকৃতি; গঠন; ঢপ; ঢক। ডৌল শুদ্ধ (বিশেষণ) সুগঠন; সুদর্শন। সুডৌল (বিশেষ্য) সুগঠন। □ (বিশেষণ) সৌষ্ঠবযুক্ত; সুন্দর। {(তুলনীয়) (হিন্দি) ডৌল}
  • Bengali Word ড্যাঁপ Bengali definition ডেঁপ
  • Bengali Word ড্যাং, ড্যাং ড্যাং, ড্যাঙ ড্যাঙ Bengali definition [ড্যাঙ্‌, ...] (অব্যয়) ঢাকের শব্দ। □ (বিশেষ্য) বিজয় ধ্বনি; জয় ঘোষণা। ড্যাংডেঙিয়ে (ক্রিয়া) ড্যাংড্যাং করে; বিজয়গর্বে। ড্যাং পাড়া (ক্রিয়া) উল্লাস করা; আনন্দ করা (দূরে দূরে পা ফেলে ড্যাং পেড়ে পেড়ে আসেন-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ড্যাকরা Bengali definition ডেকরা
  • Bengali Word ড্যাবড্যাব Bengali definition [ড্যাব্‌ড্যাব্‌] (অব্যয়) দীপশিখা দবদব করে জ্বলার ভাব; বিশালতা প্রকাশ (ড্যাবড্যাব করে তাকানো)। ড্যাবড্যাবা, ড্যাবডেবে (বিশেষণ) ভাসা ভাসা; আয়ত ও স্থুলবুদ্ধিব্যঞ্জক (ড্যাবডেবে চোখে)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ড্যাবরা Bengali definition ডেবরা
  • Bengali Word ড্যাম Bengali definition [ড্যাম্‌] (অব্যয়) অবজ্ঞা ও ঘৃণাসূচক উক্তি (ড্যাম ফুল)। {(ইংরেজি) damn
  • Bengali Word ড্যামেজ, ডেমেজ Bengali definition [ড্যামেজ্‌] (বিশেষ্য) ক্ষতি। {(ইংরেজি) damage}
  • Bengali Word ড্যালা Bengali definition ডেলা
  • Bengali Word ড্যাশ, ডেশ Bengali definition [ড্যাশ্‌] (বিশেষ্য) বিরাম চিহ্নবিশেষ (-)। {(ইংরেজি) dash}
  • Bengali Word ড্র Bengali definition [ড্র] (ক্রিয়া) যা টানা হয়েছে; লটারি। {(ইংরেজি) draw}
  • Bengali Word ড্রইং, ড্রয়িং Bengali definition [ড্রয়িঙ্‌] (বিশেষ্য) রেখার দ্বারা চিত্রাঙ্কন; রেখাচিত্র; অঙ্কন (আমাদের স্কুলে ড্রইং-এর উপর খুব জোর দেওয়া হয়; বোর্ডে আস্ত একটা মানুষের ড্রয়িং করে রেখেছে-সৈয়দ শামসুল হক)। {(ইংরেজি) drawing}